Off by 3 letters:
মুখ্যত definitions

Samsad Bangla Abhidhan
মুখ্য [ mukhya ] বিণ. প্রধান, শ্রেষ্ঠ, প্রথম (মুখ্য উদ্দেশ্য, মুখ্যমন্ত্রী) [সং মুখ + য]। ~, (বর্জি.) ~তঃ (-তস্) অব্য. প্রধানত, বিশেষত।
সখ্য definitions

Samsad Bengali-English Dictionary
সখ্য [ sakhya ] n (close) friendship or companion ship; alliance. সখ্য স্থাপন করা v. to make friends with; to enter into alliance with.
Samsad Bangla Abhidhan
সখ্য [ sakhya ] বি. 1 বন্ধুত্ব (দুজনের সখ্য বহুদিন অটুট ছিল); 2 (বৈ. শা.) বৈষ্ণবমতে ভগবানের সঙ্গে সমপ্রাণতামূলক রসবিশেষ। [সং. সখি + য]।
সুখে definitions

Samsad Bengali-English Dictionary
সুখে [ sukhē ] adv with ease, comfortably; contentedly; happily; gladly; in bliss.
সুখ্যাতি definitions

Bangla-Tangla Dictionary
সুখ্যাতি – praise (+ করা = to speak highly of, to recommend) [derivation: সু + খ্যাতি]
Samsad Bengali-English Dictionary
সুখ্যাতি [ sukhyāti ] n good reputation; fame; praise. সুখ্যাতি করা v. to praise.
Samsad Bangla Abhidhan
সু [ su ] অব্য. শুভ সুন্দর মধুর উৎকৃষ্ট উত্তম অধিক খুব অত্যন্ত সহজ প্রভৃতি অর্থসূচক উপসর্গ। ☐ বিণ. ভালো (সুমতি, সুরুপা)। ☐ বি. শুভ বা উত্তম বিষয় (সু ও কু র দ্বন্দ্ব)। [সং.]। ~কঠিন বিণ. অত্যন্ত কঠিন। ~কণ্ঠ বিণ. মধুর কণ্ঠস্বরযুক্ত। ~কবি বি. উৎকৃষ্ট কবি। ~কণ্ঠ বিণ. অনায়াসে করণীয় (দুস্কর ও সুকর কর্ম)। ~কর্ম বি. 1 সৎকাজ; ভালো কাজ; 2 ধর্মকর্ম। ~কল্পিত বিণ. 1 বিশেষভাবে বা ভালোভাবে ভেবেচিন্তে রচিত বা স্থিরীকৃত (সুকল্পিত ফন্দি); 2 উত্তমরূপে কল্পিত। ~কান্ত বিণ. সুন্দর কান্তিযুক্ত। ~কীর্তি বিণ. অতিশয় যশস্বী; উত্তম যশের অধিকারী। ☐ বি. ব্যাপকভাবে প্রচারিত বা বিশেষ গৌরবসূচক যশ। ~কুমার বিণ. অতি কোমল বা অল্পবয়স্ক, স্নিগ্ধ (সুকুমার সৌন্দর্য, সুকুমার মতি)। সুকুমার শিল্প কাব্য সংগীত চিত্রাঙ্কন প্রভৃতি চারুকলা। ~কুমারী বিণ. সুকুমার -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. নবমল্লিকা। ~কৃত বিণ. 1 সুসম্পন্ন; 2 সুনির্মিত; 3 সুগঠিত; 4 সৎকর্মের অনুষ্ঠাতা। ☐ বি. সুকৃতি। ~কৃৎ বিণ. 1 ধর্মাচারী; ধার্মিক; 2 সৎকর্মের অনুষ্ঠাতা; 3 পুণ্যবান; 4 ভাগ্যবান। ~কৃতি বি. 1 সৎকর্ম ('আজন্মের সঞ্চিত সুকৃতি': সু. দ.); 2 পুণ্য; 3 ধর্মকর্ম; 4 মঙ্গল; 5 সৌভাগ্য। ~কৃতী (-তিন্) সুকৃৎ এর অনুরূপ। ~কেশ বিণ. সুন্দর কেশযুক্ত। স্ত্রী. ~কেশা, (বাং.) &tilde কেশিনী। ~কোমল বিণ. 1 অতিশয় কোমল বা নরম; 2 অতি মধুর বা স্নিগ্ধ। ~কৌশলে ক্রি-বিণ. চমৎকার কৌশলের দ্বারা। ~ক্রিয়া বি. সৎকর্ম, পুণ্য। ~খ্যাতি বি. প্রশংসা; যশ। ~গঠন বিণ. সুগঠিত। ☐ বি. সুন্দর গ়ড়ন বা আকৃতি (সুগঠনে মণ্ডিত)। স্ত্রী. ~গঠনা। ~গঠিত বিণ. 1 সুন্দর আকারযুক্ত; 2 সুন্দরভাবে নির্মিত। ~গত বিণ. সুন্দর গতিযুক্ত। ☐ বি. বুদ্ধদেব। ~গতি বি. 1 সুন্দর গতি; 2 মোক্ষ। ~গন্ধ বি. 1 মধুর গন্ধ; 2 গন্ধক; 3 চন্দনবৃক্ষ, 4 চন্দন। ☐ বিণ. সুবাসিত, সুরভিত (সুগন্ধ তেল); মধুর গন্ধযুক্ত। ~গন্ধ-বহ বি. বায়ু। ~গন্ধা বি. 1 রান্না; 2 নবমল্লিকা; 3 মাধবী; 4 তুলসী। ~গন্ধি বিণ. (সচ. নিজস্ব) মধুর গন্ধযুক্ত (সুগন্ধিপুষ্প)। ☐ বি. 1 গন্ধদ্রব্য; 2 চুনির মতো রত্নবিশেষ। ~গন্ধিত বিণ. মধুর গন্ধযুক্ত। ~গন্ধী (-ন্ধিন্) বিণ. মধুর গন্ধযুক্ত, সুবাসিত। ~গভীর বিণ. অতি গভীর (সুগভীর শ্রদ্ধা, সুগভীর পাণ্ডিত্য)। ~গম, ~গম্য বিণ. 1 (পথাদি সম্বন্ধে) সহজে চলাফেরার উপযুক্ত (জয়ের পথ সুগম); 2 সহজে প্রবেশসাধ্য; 3 সহজবোধ্য (ভাষা সুগম নয়); 4 সহজলভ্য। ~গম্ভীর বিণ. অত্যন্ত গম্ভীর। ~গান বি. মধুর বা সুন্দর গান ('কবিত্ব সুগান' : কৃত্তি.)। ~গুপ্ত বিণ. সযত্নে বা সম্পূর্ণরূপে গুপ্ত রাখা হয়েছে এমন। ~গৃহীত-নামা (-নামন্) বিণ. উচ্চারণ করলে পুণ্য হয় এমন নামবিশিষ্ট; পুণ্যশ্লোক, প্রাতঃস্মরণীয়। ~গোল বিণ. 1 সম্পূর্ণ গোলাকার; 2 সুন্দর এবং গোলাকৃতি; 3 নিটোল। ~গ্রথিত বিণ. ভালোভাবে বিন্যস্ত বা রচিত। ~গ্রাহী (-হিন্) বিণ. ভালোভাবে গ্রহণকারী বা আকর্ষণকারী। ~গ্রীব বি. বানররাজ বালীর ভ্রাতা। ☐ বিণ. যার গ্রীবা বা কণ্ঠদেশ সুন্দর। ~চন্দন বি. উৎকৃষ্ট চন্দনবৃক্ষ। সুচরিত, সুচরিত্র বিণ. সচ্চরিত্র; সুস্বভাব। ☐ বি. উত্তম চরিত্র; সৎ স্বভাব। স্ত্রী. সুচরিতা, সুচরিত্রা। ~চরিতেষু সুচরিতসমীপে; চিঠিপত্রে ভদ্রতাসূচক পাঠবিশেষ। স্ত্রী. ~চরিতাসু। ~চারু বিণ. অতি সুন্দর (সুচারুরূপে সজ্জিত)। ~চিক্কণ বিণ. অতিশয় মসৃণ বা উজ্জ্বল; অত্যন্ত চকচকে। ~চিত্রিত বিণ. সুন্দরভাবে অঙ্কিত বা বর্ণিত। ~চিন্তিত বিণ. উত্তমরূপে বা বিশেষভাবে বিবেচিত (সুচিন্তিত অভিমত)। ~চির বিণ. অতি দীর্ঘস্থায়ী ('সুচির শর্বরী' : রবীন্দ্র)। ☐ বি. সুদীর্ঘ কাল। ~চেতা (-তস্) বিণ. 1 সন্তুষ্টচিত্ত; 2 সতর্ক। ~ছাঁদ বিণ. 1 সুগঠিত; 2 সুন্দর গঠনকৌশলযুক্ত; 3 সুন্দর ভঙ্গিযুক্ত। ☐ বি. সুন্দর ছাঁদ বা গঠন। ~জন বি. সৎ লোক; সজ্জন। ~জলা বিণ. প্রচুর উত্তম বা সুমিষ্ট জলপূর্ণ; প্রচুর ও উত্তম জলপূর্ণ নদীর দ্বারা সমৃদ্ধিশালিনী। ~জাত বিণ. 1 সদ্বংশজাত; 2 বৈধভাবে জাত অর্থাৎ জারজ নয়। স্ত্রী. ~জাতা। ~জেয় বিণ. সহজে জয়সাধ্য। ~ঠাম বিণ. সুন্দর চেহারাযুক্ত বা অঙ্গসৌষ্ঠববিশিষ্ট (সুঠাম দেহ)। ~ডোল, ~ডৌল বিণ. সুন্দর আকারযুক্ত; সুগঠন। ~তনু বিণ. 1 অতি কৃশ; কৃশাঙ্গ; 2 সুন্দর দেহযুক্ত; 3 ছিমছাম; 4 সুঠাম। ~তপা বিণ. উগ্র বা কঠোর তপস্যায় অভ্যস্ত, মহাতপা। ☐ বি. 1 ওই রকম তপস্বী; 2 সূর্য। ~তপ্ত বিণ. 1 অতিশয় তপ্ত; 2 প্রদীপ্ত, সমুজ্জ্বল। ~তার বিণ. সুস্বাদু। ☐ বি. উত্তম স্বাদ। ~তীক্ষ্ণ বিণ. 1 অত্যন্ত ধারালো; 2 অত্যন্ত মর্মদাহী (সুতীক্ষ্ণ বিদ্রুপ)। ~তীব্র বিণ. অত্যন্ত তীব্র। ~তুঙ্গ বিণ. অতি তুঙ্গ বা উচ্চ। ~দক্ষ বিণ. অতিশয় দক্ষ। ~দক্ষিণ বিণ. 1 অতি সরল বা উদার ('মনে হয় অমাবস্যা সুদক্ষিণ, সজীব, নির্ভার': সু. দ.); 2 অতি নিপুণ। স্ত্রী. ~দক্ষিণা। ~দতী বি. স্ত্রী. সুন্দর দন্তযুক্তা যুবতী। ~দন্ত বিণ. সুন্দর দন্তযুক্ত। ☐ বি. সুন্দর দাঁত। ~দর্শন বিণ. 1 দেখতে সুন্দর (সুদর্শন যুবক); 2 নয়নরঞ্জন; শোভন। ☐ বি. বিষ্ণুর চক্র। ~দীর্ঘ বিণ. অতি দীর্ঘ (সুদীর্ঘ পথ)। ~দুশ্চর বিণ. অতি দুর্গম। ~দূর, ~দূর-বর্তী (-র্তিন্) বিণ. বি. অতিদূরবর্তী; অতিদূরবর্তী স্থান (সুদূরপ্রসারী; সুদূরের আহ্বান)। ~দূর-পরাহত বিণ. দূরবর্তী কালেও ব্যাহত অর্থাৎ ঘটা কঠিন বা অসম্ভবপ্রায়। ~দূর-প্রসারী (-রিন্) বিণ. অনেক দূর পর্যন্ত বিস্তৃত; দীর্ঘ (সুদূরপ্রসারী পরিকল্পনা)। ~দৃঢ় বিণ. অত্যন্ত দৃঢ় (সুদৃঢ় ভিত্তি)। ~দৃশ্য বিণ. দেখতে সুন্দর, সুদর্শন; শোভাময়। ~দৃষ্টি বি. অনুকূল বা সদয় দৃষ্টি। ~ধীর বিণ. 1 অতি ধীরগতি; 2 অতি ধীরস্বভাব; 3 শান্ত বা নম্র। ~নজর বি. 1 সুদৃষ্টি; 2 অনুকূল ধারণা (উপরওয়ালার সুনজর)। ~নয়না, (বাং.) ~নয়নী বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। পুং. ~নয়ন। ~নাভ বিণ. সুন্দর নাভিযুক্ত। ☐ বি. মৈনাক পর্বত। ~নাম (-মন্) বি. খ্যাতি, যশ। ~নিপুণ বিণ. অতি নিপুণ। স্ত্রী. ~নিপুণা। ~নিয়ন্ত্রণ বি. সুষ্ঠু ব্যবস্থা বা পরিচালনা; সুবন্দোবস্ত; উত্তম নিয়ম। ~নিয়ন্ত্রিত বিণ. সুপরিচালিত, সংযমিত। ~নিয়ম বি. উত্তম নিয়ম বা ব্যবস্থা। ~নির্দিষ্ট বিণ. 1 সুন্দরভাবে বা স্পষ্টভাবে স্থিরীকৃত (সুনির্দিষ্ট পথ বা পরিকল্পনা); 2 স্পষ্ট উল্লেখযুক্ত। ~নিশ্চয় বি. 1 সন্দেহাতীত বলে জ্ঞান বা বোধ; 2 উত্তমরূপে নির্ধারণ। ☐ বিণ. (বাং.) সুনিশ্চিত। ☐ ক্রি-বিণ. (বাং.) সঠিকভাবে; অতি অবশ্য। ~নীতি বি. উৎকৃষ্ট নীতি। ☐ বিণ. (বিরল) উৎকৃষ্ট নীতিযুক্ত; নীতিমান। ~নীল বি. বিণ. চমৎকার বা গাঢ় নীল। ~নেত্রা বিণ. স্ত্রী. সুন্দর চোখবিশিষ্টা। ~পক্ব বিণ. 1 সম্পূর্ণরূপে পাকা (সুপক্ব ফল); 2 ভালোভাবে বা সম্পূর্ণ সিদ্ধ বা রান্না হয়েছে এমন (সুপক্ব ব্যঞ্জন)। ~পথ বি. উত্তম বা সৎ পথ। ~পরি-চিত বিণ. ভালোভাবে চেনা বা জানা আছে এমন। ~পরি-জ্ঞাত বিণ. বিশেষভাবে জ্ঞাত। ~পরি-ণাম বি. ভালো পরিণাম বা ফলাফল। ~পর্ণ বিণ. 1 সুন্দর পাতাওয়ালা (সুপর্ণ বৃক্ষ); 2 সুন্দর পক্ষযুক্ত বা পালকযুক্ত (সুপর্ণ পক্ষী)। ☐ বি. 1 সুন্দর পাখাযুক্ত পাখি 2 গরুড়; 3 মুরগি। ~প্রাচ্য বিণ. সহজে হজম হয় এমন, লঘুপাক। ~পাত্র বি. বিবাহের ব্যাপারে উত্তম বা কাম্য পাত্র। বি. স্ত্রী. ~পাত্রী। ~পুত্র বি. গুণবান ছেলে। ~পুরুষ বি. সুন্দর বা সুগঠিত পুরুষ। ☐ বিণ. (বা.) সুন্দর বা সুগঠিত (সুপুরুষ ব্যক্তি)। ~প্রকাশ বিণ. স্পষ্টভাবে বা সুন্দরভাবে প্রকাশিত। ~প্রজা-বতী বিণ. (স্ত্রী.) বহু সুসন্তান প্রসবকারিণী। ~প্রতিষ্ঠ, ~প্রতিষ্ঠিত বিণ. 1 উত্তম বা দৃঢ় প্রতিষ্ঠাযুক্ত; অতি বিখ্যাত; 2 উত্তমরূপে স্থাপিত। ~প্রভ বিণ. উজ্জ্বল প্রভাযুক্ত। ~প্রভা বিণ. (স্ত্রী.) দীপ্তিশালিনী। ~প্রভাত বি. 1 সুন্দর বা শুভ প্রভাত; 2 (আল.) সৌভাগ্যোদয়; 3 মধ্যরাত্রির পর থেকে মধ্যাহ্নের প্রাক্কালীন সম্ভাষণবিশেষ (ইং. good morning)-এর অনুবাদ। ~প্রযুক্ত বিণ. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ করা হয়েছে এমন (সুপ্রযুক্ত দৃষ্টান্ত)। ~প্রয়োগ বি. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ। ~প্রশস্ত বিণ. 1 অত্যুত্তম (সুপ্রশস্ত কাল); 2 সুযোগ্য; 3 (বাং.) প্রচুর আয়তন বিশিষ্ট বা চওড়া (সুপ্রশস্ত কক্ষ বা রাস্তা)। ~প্রসন্ন বি. অতি প্রসন্ন বা অনকূল (ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন)। ~প্রসব বি. নির্বিঘ্নে প্রসব। ~প্রসিদ্ধ বিণ. অতি বিখ্যাত; ব্যাপকভাবে বা বিশেষরূপে লোকসমাজে পরিচিত। স্ত্রী. ~প্রসিদ্ধা। ~প্রাপ্য বিণ. সহজে পাওয়া যায় এমন, সুলভ। ~প্রিয় বিণ. অতি প্রিয়। স্ত্রী. ~প্রিয়া। ~ফল বি. 1 শুভ ফল, উত্তম পরিণতি; 2 তীর্থ-দর্শনের শুভ পরিণামের জন্য পাণ্ডার আশীর্বাদ। ~ফল-দায়ক, ~ফল-প্রসূ বিণ. শুভ ফলদায়ক। বিণ. স্ত্রী. ~ফলা উত্তম ফলপ্রসবিনী। ☐ বি. কলা। ~বঙ্কিম বিণ. বাঁকা অথচ সুন্দর। ~বদনা, (বাং.) ~বদনী বিণ. (স্ত্রী.) সুন্দর মুখশ্রীবিশিষ্টা। বিণ. (পুং.) ~বদন। ~বন্দোবস্ত বি. উত্তম ব্যবস্থা। ~বলিত বিণ. বলিষ্ঠ; সুগঠিত। ~বাক্য বি. (বাং.) উত্তম বা মধুর কথা। ~বিচার বি. উত্তম বিচার; ন্যায় বিচার; নিরপেক্ষ বিচার; সুমীমাংসা; সুবিবেচনা। ~বিচারক বিণ. সুবিচার করতে সক্ষম বা সুবিচার করে এমন। ☐ বি. তেমন ব্যক্তি বা বিচারক। ~বিদিত বিণ. উত্তমরূপে জ্ঞাত; অতি প্রসিদ্ধ। ~বিধান, ~বিধি বি. উত্তম নিয়ম বা ব্যবস্থা। ~বিনয় বি. যথোচিত বিনয়। ~বিনীত বিণ. 1 অত্যন্ত বিনীত; 2 সুষ্ঠুভাবে শিক্ষিত। বিণ. (স্ত্রী.) ~বিনীতা। ~বিন্যস্ত বিণ. যথাস্থানে সুন্দরভাবে স্থাপিত বা সজ্জিত। ~বিন্যাস বি. যথাস্থানে সুন্দরভাবে স্থাপন করা বা সাজানো। ~বিপুল বিণ. অতি প্রকাণ্ড, মস্ত বড়; বিরাট; প্রচুর। স্ত্রী. ~বিপুলা। ~বিমল বিণ. অতিশয় বা সম্পূর্ণ নির্মল। ~বিশাল বিণ. অতি বিশাল। ~বিস্তীর্ণ, ~বিস্তৃত বিণ. অতি বিস্তৃত। ~বিহিত বিণ. সঠিক ব্যবস্থার দ্বারা নিষ্পাদিত; ভালোভাবে সম্পন্ন। ☐ বি. উত্তম ব্যবস্থা বা প্রতিকার। ~বুদ্ধি বি. সৎ বুদ্ধি, সুমতি। ☐ বিণ. সৎ বুদ্ধিযুক্ত। ~বৃষ্টি বি. যথোচিত বৃষ্টি (অর্থাৎ, অনাবৃষ্টি বা অতিবৃষ্টি নয়)। ~বৃহৎ বিণ. অতি বৃহৎ, মস্ত বড়ো, প্রকাণ্ড। ~বেশ বিণ. উত্তম পোশাক-পরিহিত। ☐ বি. উত্তম পোশাক; সাজপোশাকের পারিপাট্য। স্ত্রী. (বিণ.) ~বেশা। ~বোধ বিণ. 1 সদ্বুদ্ধিসম্পন্ন; 2 প্রাঞ্জল; 3 (ব্যঙ্গে) শান্তশিষ্ট ও আজ্ঞাবহ, গো বেচারা। ☐ বি. উত্তম বুদ্ধি বা জ্ঞান। ~বোধ্য বিণ. সহজে বোধগম্য। ~ব্যবস্থা বি. উৎকৃষ্ট ব্যবস্থা। ~ব্যবস্থিত বিণ. উৎকৃষ্ট ব্যবস্থাযুক্ত। ~ব্রত বিণ. সত্ব্রত পালনকারী; যে সুষ্ঠুভাবে ব্রত পালন করে। স্ত্রী. ~ব্রতা। ~ব্রহ্মণ্য বিণ. পূর্ণ ব্রহ্মতেজোময়। ☐ বি. 1 কার্তিকেয়; 2 বৈদিক যজ্ঞের পুরোহিতবিশেষ; 3 পূর্ণ ব্রহ্মতেজ। ~ব্রাহ্মণ বি. আচারনিষ্ঠ ব্রাহ্মণ; সৎ ব্রাহ্মণ। ~ভগ বিণ. 1 সৌভাগ্যশালী; 2 সুন্দর; 3 সুখদায়ক; 4 প্রিয়। স্ত্রী. ~ভগা সুভগ -র সমস্ত অর্থে; এবং-পতিসোহাগিনি। ~ভদ্র বিণ. 1 পরমকল্যাণযুক্ত; 2 অত্যন্ত শিষ্ট। স্ত্রী. ~ভদ্র। ~ভাষ বি. সুবচন। ~ভাষিত বিণ. 1 সুন্দরভাবে কথিত; 2 মধুরভাষী; 3 বাক্পটু; 4 বাগ্মী ☐ বি 1 হিতবচন; 2 জ্ঞানগর্ভ কথা; 3 নীতিবাক্য। ~ভাষী বিণ. মধুরভাষী; প্রিয়ংবদ। স্ত্রী. ~ভাষিণী। ~ভিক্ষ বিণ. (স্থানাদি-সম্বন্ধে) প্রচুর ভিক্ষা বা খাদ্যবস্তু মেলে এমন (অর্থাৎ যেখানে দুর্ভিক্ষ বা অজন্মা নেই)। ~মঙ্গল বি. পরমকল্যাণ, বিশেষ শুভ। ~মতি বিণ. উত্তম মতিগতিবিশিষ্ট বা বুদ্ধিশালী। ☐ বি. উত্তম মতিগতি বা শুভবুদ্ধি। ~মধুর বিণ. অতি মধুর। ~মধ্যমা বিণ. (স্ত্রী.) সরু ও সুগঠিত কোমরবিশিষ্টা। ~মন বি. ফুল। ~মনা বিণ. জ্ঞানবান; মহৎ, উদারচেতা; (বাং. স্ত্রী.) ভালো স্বভাববিশিষ্ট। ☐ বি. দেবতা; পণ্ডিত ব্যক্তি। ~মন্ত্রণা বি. উত্তম বা সৎপরামর্শ। ~মন্দ বিণ. মধুর ও ধীর; মৃদুমন্দ। ~মহৎ, ~মহান বিণ. অতি মহৎ। স্ত্রী. ~মহতী। ~মিষ্ট বিণ. অতিমিষ্ট। ~মেধা (-ধস্) বিণ. উৎকৃষ্ট ধীশক্তিসম্পন্ন; অতি মেধাবী। ~যুক্তি বি. উত্তম পরামর্শ। ~যোগ্য বিণ. উত্তম যোগ্যতাসম্পন্ন; অতি উপযুক্ত। স্ত্রী. ~যোগ্যা। ~রক্ষিত বিণ. ভালোভাবে রক্ষিত। স্ত্রী. ~রক্ষিতা। ~রঙ্গী বিণ. চমৎকার ভঙ্গিযুক্ত বা লীলাযুক্ত ('চলন ভঙ্গী অতি সুরঙ্গী' : চণ্ডী)। ~রঞ্জিত বিণ. অতিরঞ্জিত; সমানভাবে বা শোভনরূপে চিত্রিত। স্ত্রী. ~রঞ্জিতা। ~রব বি. মধুর ধ্বনি। ~রম্য বিণ. অতি রমণীয়। ~রস বিণ. মিষ্টি রসযুক্ত; স্বাদু। ☐ বি. মিষ্টি রস বা স্বাদ। ~রসা বি. স্ত্রী. 1 তুলসী; 2 রাস্না। ~রসাল বিণ. স্বাদু রসযুক্ত। ~রসিক বিণ. উত্তম রসবোধযুক্ত; অতিশয় রঙ্গরসপটু। স্ত্রী. ~রসিকা। ~রুচি বি. উত্তম ও মার্জিত রুচি। ☐ বিণ. সুরুচুসম্পন্ন। ~রূপ বিণ. সুন্দর রূপবিশিষ্ট; রূপবান; সুশ্রী; সুগঠন। স্ত্রী. ~রূপা। ~লক্ষণ বিণ. উত্তম লক্ষণযুক্ত। ☐ বি. উত্তম লক্ষণ। স্ত্রী. ~লক্ষণা। ~লোচনা বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। বিণ. পুং. ~লোচন। ~লোহিত বিণ. গাঢ় লাল। ~শাসক বিণ. বি. সুশাসনকারী। ~শাসন বি. ন্যায়সংগত বা নিরপেক্ষ শাসন। ~শাসিত বিণ. ন্যায়সংগত বা নিরপেক্ষ বা উপযুক্তভাবে শাসিত। ~শিক্ষক বিণ. উত্তম শিক্ষা বা উপদেশ দানকারী; যে শিক্ষক ভালো পড়াতে পারেন। ~শিক্ষা বি. উত্তম শিক্ষা বা উপদেশ। ~শিক্ষিত বিণ. উত্তম শিক্ষাপ্রাপ্ত। স্ত্রী. ~শিক্ষিতা। ~শীতল বিণ. অতিশয় শীতল; যে রকম শীতলতায় দেহমন স্নিগ্ধ হয়। ~শীল বিণ. সৎস্বভাববিশিষ্ট; সচ্চরিত্র, ভদ্র। স্ত্রী. ~শীলা। ~শৃঙ্খল বিণ. সুব্যবস্থাযুক্ত; ভালোভাবে নিয়ন্ত্রিত। ~শৃঙ্খলা বি. উত্তম ব্যবস্থা বা নিয়ম। ~শোভন বিণ. সুন্দর শোভাযুক্ত; অতি সুন্দর; সুসংগত; মানানসই। ~শোভনা বিণ. স্ত্রী. অতিসুন্দর (শ্রীদুর্গার সুশোভনা মূর্তি)। ~শোভিত বিণ. সুন্দরভাবে ভূষিত বা সজ্জিত। স্ত্রী. ~শোভিতা। ~শ্রাব্য বিণ. 1 শ্রুতিমধুর; 2 অশ্লীলতাদি দোষবর্জিত। ~শ্রী বিণ. সুন্দর রূপযুক্ত বা লাবণ্যযুক্ত; কান্তিমান; সুন্দর; ~সংগত বিণ. সম্পূর্ণ সংগত বা সামঞ্জস্যপূর্ণ (সুসংগত পরিকল্পনা বা সমাধান)। ~সংগতি বি. উত্তম বা পূর্ণ সামঞ্জস্য (চার দিকের সঙ্গে সুসংগতি)। ~সংবাদ বি. শুভ বা আনন্দদায়ক খবর। ~সংবৃত বিণ. উত্তমরূপে আচ্ছাদিত। স্ত্রী. ~সংবৃতা। ~সংযত বিণ. যথোচিত বা অতিশয় সংযমপূর্ণ; সুনিয়ন্ত্রিত। ~সংলগ্ন বিণ. সুষ্ঠুভাবে মিলিত বা সংযুক্ত (সুসংলগ্ন কার্যকারণ-সূত্র)। ~সংস্কৃত বি. 1 উত্তমরূপে মেরামত করা বা সংশোধন করা হয়েছে এমন; 2 উত্তমরূপে মার্জিত বা বিন্যস্ত; 3 অতি ভদ্র বা সভ্য (সুসংস্কৃত রুচি ও দৃষ্টিভঙ্গি)। ~সজ্জিত বিণ. পরিপাটিরূপে সাজানো হয়েছে বা সেজেছে এমন। স্ত্রী. ~সজ্জিতা। ~সভ্য বিণ. যথোচিত বা অতিশয় সভ্য। স্ত্রী. ~সভ্যা। ~সমঞ্জস বিণ. অত্যন্ত সংগত বা যোগ্য (সুসমঞ্জস নীতি বা পরিকল্পনা)। ~সময় বি. শুভ বা সুখপূর্ণ সময়, সুদিন; উপযুক্ত সময়। ~সম্পন্ন বিণ. উত্তমরূপে নিষ্পন্ন; অতিশয় সংগতিশালী বা সমৃদ্ধ। ~সম্পাদিত বিণ. উত্তমরূপে নিষ্পন্ন। ~সম্বন্ধ বিণ. উত্তমরূপে বদ্ধ বা সম্বন্ধযুক্ত (সুসম্বন্ধ যুক্তিপরম্পরা); নিত্যসম্বন্ধ। ~সহ বিণ. সহজে বা বিনা কষ্টে সহ্য করা যায় এমন। ~সাধ্য বিণ. সহজে করতে পারা যায় এমন। ~সিদ্ধ বিণ. 1 তাপাদিতে উত্তমরূপে সিদ্ধ (সুসিদ্ধ ব্যঞ্জন); 2 সুসম্পন্ন; 3 সম্পূর্ণ সাফল্যমণ্ডিত; 4 সম্পূর্ণরূপে পূরণ হয়েছে এমন (সুসিদ্ধ বাসনা)। ~স্থিত বিণ. 1 সুস্থ; 2 নিরূদ্বেগ; 3 সুপ্রতিষ্ঠিত; 4 অস্থিরতা থেকে মুক্ত (দেশের রাজনীতিক অবস্থা সুস্থিত নয়)। ~স্থির বিণ. 1 অতি শান্ত, সুধীর; 2 সম্পূর্ণ সুস্থ; 3 স্থিরীভূত (সুস্থির পরিবেশ)। ~স্নিগ্ধ বিণ. 1 অতি স্নিগ্ধ; 2 অতি মসৃণ বা চিক্কণ; 3 অতি স্নেহপূর্ণ। ~স্পষ্ট বিণ. অত্যন্ত বা সম্পূর্ণ স্পষ্ট অথবা ব্যক্ত (সুস্পষ্ট উপলব্ধি, সুস্পষ্ট ছবি)। ~স্মিত বিণ. সুন্দর মৃদুহাস্যযুক্ত। স্ত্রী. ~স্মিতা। ~স্বন বি. মধুর ধ্বনি। ~স্বপ্ন বি. মনোরম বা শুভসূচক স্বপ্ন; সুখস্বপ্ন। ~স্বর বি. মধুর স্বর বা ধ্বনি। ~স্বাদ বি. উত্তম স্বাদ। ☐ বিণ. উত্তম স্বাদযুক্ত, সুস্বাদু। ~স্বাদু বিণ. অতি মধুর স্বাদযুক্ত। ~হাস বিণ. সুন্দর হাসিযুক্ত। ☐ বি. সুন্দর হাসি। বিণ. স্ত্রী. ~হাসিনী সুখ্যাতি, সুগঠন, সুগঠিত, সুগতি, সুগন্ধ, সুগন্ধা, সুগন্ধি, সুগন্ধিত, সুগন্ধী, সুগভীর, সুগম, সুগম্য, সুগম্ভীর, সুগান, সুগুপ্ত, সুগৃহীতনামা, সুগোল [ sukhyāti, sugaṭhana, sugaṭhita, sugati, sugandha, sugandhā, sugandhi, sugandhita, sugandhī, sugabhīra, sugama, sugamya, sugambhīra, sugāna, sugupta, sugṛhītanāmā, sugōla ] দ্র সু
Off by 4 letters:
অসখ্য definitions

Samsad Bangla Abhidhan
অসখ্য [ asakhya ] বি. সখ্য বা প্রীতির অভাব, বন্ধুতার অভাব। [সং. ন + সখ্য]।
কুখ্যাত definitions

Bangla-Tangla Dictionary
কুখ্যাত – infamous
Samsad Bengali-English Dictionary
কুখ্যাত [ kukhyāta ] a notorious; infamous. কুখ্যাতি n. notoriety; infamy.
Samsad Bangla Abhidhan
কুখ্যাত [ kukhyāta ] বিণ. নিন্দিত, অখ্যাতিযুক্ত। [সং. কু + খ্যাত]। কুখ্যাতি বি. নিন্দা, অপযশ।
খেত definitions

Bangla-Tangla Dictionary
খেত – field

3rd person ordinary past habitual tense of খাওয়া:
খাওয়া – to eat, to drink

Samsad Bengali-English Dictionary
ক্ষেত, ক্ষেতি [ kṣēta, kṣēti ] rej spellings of খেত and খেতি respectively. খেত [ khēta ] n (a piece of) agricultural land. ~খামার n. an agricultural farm, the cultivator's place of work. ~মজুর n. an agricultural labourer, a farm worker, a farmhand. 3rd person ordinary past habitual tense of খাওয়া: খাওয়া [ khāōẏā ] v to eat; to drink (জল খাওয়া); to take or enjoy (চা খাওয়া, ওষুধ খাওয়া, হাওয়া খাওয়া); to smoke (সিগারেট খাওয়া); to chew (পান খাওয়া); to accept or take (ঘুষ খাওয়া); to take or receive, to suffer (মার খাওয়া, কিল খাওয়া); to cause to lose, to cause to be dismissed from (চাকরি খাওয়া); to spoil or ruin (মাথা খাওয়া); to consume or absorb (লণ্ঠনটা খুব তেল খায়); to eat away, to wear away, to corrode. ☐ a. eaten or drunk or taken or smoked or chewed completely or incompletely (পাখিতে খাওয়া ফল); used by one whilst eating or drinking and yet unwashed (খাওয়া থালা); partly eaten away or worn away or corroded. কিল খাওয়া v. to receive a blow; to be buffeted. কুরে খাওয়া v. to scrape or gnaw away, to eat away. গালি খাওয়া v. to be rebuked or rated. চরিত্র খাওয়া n. character-assassination. বকুনি খাওয়া v. to be rebuked or abused or reprimanded, to be taken to task. খাওয়া খাওয়ি n. mutual entertainment at tables; mutual feasting; (idiom.) mutual quarrelling (খাওয়া-খাওয়ি করা). খাওয়া-দাওয়া n. eating and drinking. খাওয়া-দাওয়া করা v. to eat and drink. খাওয়ানো v. to feed; to cause to eat or drink or take or smoke or chew; to cause to accept (ঘুষ খাওয়ানো); to cause to receive or suffer (মার খাওয়ানো); to cause to spoil or ruin (মাথা খাওয়ানো); to cause to consume or absorb (তেল খাওয়ানো); to cause to be eaten or worn away; to cause to be corroded.
Samsad Bangla Abhidhan
খেত [ khēta ] বি. চাষের জমি, ক্ষেত (খেতের ফসল)। [সং. ক্ষেত্র]। 3rd person ordinary past habitual tense of খাওয়া: খাওয়া [ khāōẏā ] ক্রি. 1 ভোজন করা, আহার করা; 2 পান করা (চা দুধ খাওয়া) ; 3 সেবন করা (হাওয়া খেতে বেরিয়েছি); 4 ভোগ করা, সহ্য করা (মার খাওয়া, গালি খাওয়া); 5 উৎকোচ বা ঘুষ নেওয়া (পয়সা খেয়েছে, ঘুষ খেয়েছে); 6 দংশন করা (সাপে খেয়েছে); 7 নষ্ট করা, কলঙ্কিত করা (চোখের মাথা খেয়েছ নাকি?) ছেলেটার মাথা খাচ্ছ কেন?); 8 গ্রাস করা (আমার সব সম্পত্তি মহাজনে খেয়েছে); 9 শেষ করা, বিনষ্ট করা (স্বামী-পুত্র খেয়ে এখন বাপের বাড়িতে এসে উঠেছে); 1 টেনে নেওয়া, শোষা (যন্ত্রটা বেশ তেল খায়) ; 11 (চুম্বন ইত্যাদি) দেওয়া (চুমু খাওয়া); 12 (আদর) পাওয়া (মায়ের আদর খাচ্ছে); 13 খাটা, উপযুক্ত হওয়া (খাপ খায় না)। ☐ বি. ভোজন। ☐ বিণ. খাওয়া হয়েছে এমন। [বাং. √খা + আ]। ~দাওয়া বি. পানভোজন ; আহারাদি। ~নো ক্রি. (অন্যকে) ভোজন বা পান করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ~পরা বি. খাওয়াদাওয়া ও পোশাক-আশাক (আমি কারও খাওয়াপরার দায়িত্ব নিতে পারব না)। ~র জল. খাবার জল বি. পানীয় জল।
খ্যাত definitions

Samsad Bengali-English Dictionary
খ্যাত [ khyāta ] a famous (খ্যাতনামা); called, named designated or known as (আর্যনামে খ্যাত জাতি). ~নামা a. one whose name is well-known, famous, renowned, celebrated.
Samsad Bangla Abhidhan
খ্যাত [ khyāta ] বিণ. 1 বিখ্যাত, প্রসিদ্ধ (খ্যাতনামা); 2 উক্ত, কথিত, অভিহিত, পরিচিত (সে এই নামেই খ্যাত)। [সং. খ্যা + ত]। ~নামা (-মন্) বিণ. বিখ্যাত, প্রসিদ্ধ। খ্যাতি বি. 1 প্রসিদ্ধি, যশ; 2 আখ্যা; 3 প্রচার।
মুখ্য definitions

Bangla-Tangla Dictionary
মুখ্য [adjective] chief
Samsad Bengali-English Dictionary
মুখ্য [ mukhya ] a chief, principal, main; pre-eminent; foremost, prime; original; major. মুখ্য আধিকারিক the chief officer. ~কর্ম n. (gr.) a direct object. ~ক্রিয়া n. a primary action; (gr.) a principal verb. মুখ্য জোয়ার high tide, flow tide. ~তল n. the principal plane. মুখ্য নিরীক্ষক the chief auditor. মুখ্য নির্বাহক the chief executive officer. মুখ্য ন্যায়াধীশ chief judge. ~মন্ত্রী n. the chief minister.
Samsad Bangla Abhidhan
মুখ্য [ mukhya ] বিণ. প্রধান, শ্রেষ্ঠ, প্রথম (মুখ্য উদ্দেশ্য, মুখ্যমন্ত্রী) [সং মুখ + য]। ~, (বর্জি.) ~তঃ (-তস্) অব্য. প্রধানত, বিশেষত।
মুখ্যতঃ definitions

Samsad Bangla Abhidhan
মুখ্য [ mukhya ] বিণ. প্রধান, শ্রেষ্ঠ, প্রথম (মুখ্য উদ্দেশ্য, মুখ্যমন্ত্রী) [সং মুখ + য]। ~, (বর্জি.) ~তঃ (-তস্) অব্য. প্রধানত, বিশেষত।
মুখ্যতল definitions

Samsad Bengali-English Dictionary
মুখ্য [ mukhya ] a chief, principal, main; pre-eminent; foremost, prime; original; major. মুখ্য আধিকারিক the chief officer. ~কর্ম n. (gr.) a direct object. ~ক্রিয়া n. a primary action; (gr.) a principal verb. মুখ্য জোয়ার high tide, flow tide. ~তল n. the principal plane. মুখ্য নিরীক্ষক the chief auditor. মুখ্য নির্বাহক the chief executive officer. মুখ্য ন্যায়াধীশ chief judge. ~মন্ত্রী n. the chief minister.
যেত definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary past habitual tense of যাওয়া: যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary past habitual tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary past habitual tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
সংখ্যাত definitions

Samsad Bengali-English Dictionary
সংখ্যা [ saṅkhyā ] n enumeration, counting; a number; a numeral; (math.) a figure; reckoning, estimation. সংখ্যা করা v. to enumerate, to count; to reckon, to estimate. সংখ্যা হওয়া v. to be (capable of being) enumerated or counted or numbered. ~গণনা n. enumeration; counting. ~গরিষ্ঠ a. largest in number; (loos.) enjoying a majority. সংখ্যাগুরু a. large in number; larger in number; enjoying a majority. সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় the majority community. সংখ্যা-জ্যোতিষ n. numerology. ~ a. numbered, counted, enumerated; calculated; reckoned. সংখ্যাতীত a. countless, innumerable, numberless. ~ n. enumeration, counting; numbering; calculation. সংখ্যানুপাতে adv. in pro portion to number. ~পাত n. act of writing down a number. ~বাচক a. denoting numbers, numeral. ~মান n. measure. ~মাপন n. measurement. সংখ্যায়ক n. an enumerator, a calculator. ~লঘিষ্ঠ a. smallest in number. ~লঘু, ~ল্প a. small in number; smaller in number. সংখ্যালঘু (বা সংখ্যালঘিষ্ঠ) সম্প্রদায় the minority community.
Samsad Bangla Abhidhan
সংখ্যা [ saṅkhyā ] বি. 1 গণনা, হিসাব (সংখ্যা করা); 2 রাশি (পূর্ণ সংখ্যা); 3 অঙ্ক, রাশি লিখনে ব্যবহৃত 1, 2, 3 প্রভৃতি অঙ্ক (সংখ্যাপাত, দ্বিতীয় সংখ্যা, শেষ সংখ্যা); 4 বিচার ('সাংখ্যেতে কি হবে সংখ্যা': ভা. চ.)। [সং. সম্ + √ খ্যা + অ + আ]। ~গরিষ্ঠ বিণ. সংখ্যায় সবচেয়ে বড়ো এমন (সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়)। ~গুরু বিণ. সংখ্যায় অপেক্ষাকৃত বেশি এমন, majority, সংখ্যাগরিষ্ঠ (স. প.)। ~ বিণ. 1 গণনা করা হয়েছে এমন; বিচারিত। ~তীত বিণ. সংখ্যা করা অর্থাৎ সংখ্যা নির্ণয় করা যায় না এমন, অসংখ্য, অগণিত। ~ বি. গণনা। ~লঘিষ্ঠ বিণ. সংখ্যায় সবচেয়ে ছোটো এমন। ~লঘু, ~ল্প বিণ. সংখ্যায় অপেক্ষাকৃত কম, minority (স. প.)।
সংখ্যেয় definitions

Samsad Bengali-English Dictionary
সংখ্যেয় [ saṅkhyēẏa ] a countable, calculable, enumerable.
Samsad Bangla Abhidhan
সংখ্যেয় [ saṅkhyēẏa ] বিণ. গণনীয়। [সং. সম্ + √ খ্যা + য]।
সব্যেতর definitions

Samsad Bangla Abhidhan
সব্য [ sabya ] বিণ. 1 বাম, বাঁ; 2 বাম ও দক্ষিণ উভয়। [সং. √ সূ + য]। ~সাচী (-চিন্) বিণ. বাম ও দক্ষিণ উভয় হাতেই সমানভাবে শরচালনায় সমর্থ (সব্যসাচী ধনুর্ধর)। ☐ বি. (উভয় হাতেই সমভাবে শরচালনায় দক্ষ বলে) অর্জুন। সব্যেতর বিণ. দক্ষিণ, ডান।
সমুদ্যত definitions

Samsad Bengali-English Dictionary
সমুদ্যত [ samudyata ] a about to, on the point of, perfectly ready or prepared; raised or lifted (সমুদ্যত খড়্গ) .
Samsad Bangla Abhidhan
সমুদ্যত [ samudyata ] বিণ. সম্যক উদ্যত; উত্তোলিত। [সং. সম্ + উদ্যত]।
সুক্ত definitions

Samsad Bangla Abhidhan
সুক্ত [ sukta ] বি. 1 ঋকের সমষ্টি বেদমন্ত্র; 2 বেদের যে-কোনো একটি সমগ্র কবিতা বা স্তোত্র; 3 সৎ বচন। [সং. সু + উক্ত]। সুক্তি বি. সদ্বাক্য, সুভাষিত।
সুখ definitions

Bangla-Tangla Dictionary
সুখ – happiness, satisfaction
Samsad Bengali-English Dictionary
সুখ [ sukha ] n ease, comfort; contentment; happiness, joy; bliss. সুখে থাকতে ভূতে কিলায় (fig.) the folly of leaving a comfortable and peaceful situation for a troubled one; act of inviting unnecessary troubles. সুখের পায়রা (fig.) a person of happy-go-lucky temperament; a fair weather friend. ~কর, ~জনক, ~দু, ~দায়ক a. easeful, comfortable; giving contentment or pleasure or happiness or joy; happy, joyful, delightful, pleasant; blissful. ~দা, ~দায়িকা । ~দুঃখ fem. n. weal and woe, joy and sorrow, happiness and misery. ~বিধান করা v. to provide for ease and comfort or for happiness. ~বোধ same as সুখানুভব । ~ভাগী a. partaking of or sharing another's joy or happiness. fem. ~ভাগিনী । সুখভোগ করা v. to enjoy ease and comfort; to enjoy happiness or joy; to enjoy bliss. ~ভোগী a. enjoying ease and comfort; enjoying happiness of joy; enjoying bliss and comfort; full of happiness or joy, happy, joyful; pleasant; blissful. ~ময় a. full of ease and happiness. ~রবি n. joy or happiness identified with the sun, the sun of joy or happiness. ~শয়ন, ~শয্যা n. a comfort able bed, (cp.) a bed of down or of roses; a bed of pleasure. ~শান্তি n. happiness and peace. ~শ্রাব্য a. pleasant to hear; melodious and sweet or agreeable or pleasing to the ear. ~সংবাদ n. (a piece of) happy news. ~সম্পদ n. happiness and riches, milk and honey. ~সূর্য same as সুখরবি । ~স্পর্শ a. pleasant to the touch. ~স্বাচ্ছন্দ্য n. happiness and ease, happiness and affluence, milk and honey. ~স্বপ্ন n. a happy or pleasant dream. ~স্মৃতি n. happy memory or recollection. সুখেস্বাচ্ছন্দ্যে adv. in comfort and happiness.
Samsad Bangla Abhidhan
সুখ [ sukha ] বি. 1 স্বাচ্ছন্দ্য, আরাম (আমরা সুখে নেই); 2 তৃপ্তি; 3 আনন্দ, হর্ষ (সুখে থাকা, মনের সুখে)। ☐ বিণ. আরামদায়ক, প্রীতিকর, প্রিয় (সুখনিদ্রা)। [সং. √ সুখ্ + অ]। ~কর, ~জনক বিণ. যাতে সুখ বা আরাম হয় এমন। ~ বিণ. সুখদায়ক। স্ত্রী. ~দা। ~রবি বি. সুখরূপ সূর্য, সুখ-সৌভাগ্য। ~লেশ বি. সুখের লেশ, সামান্যতম সুখ। ~শয়ন, ~শয্যা বি. আরামদায়ক বিছানা। ~সংবাদ বি. আনন্দের খবর, সুখবর। ~সূর্য বি. সুখরবি -র অনুরূপ। ~স্পর্শ বিণ. যা স্পর্শ করলে সুখানুভব হয়। ~স্মৃতি বি. বিগত সুখের স্মৃতি; সুখকর স্মৃতি। ~স্বপ্ন বি. সুখপ্রদ স্বপ্ন। সুখানু-ভব, সুখানু-ভূতি বি. সুখবোধ। সুখান্বেষণ বি. সুখ খোঁজা, সুখলাভের চেষ্টা। সুখাবহ বিণ. সুখদায়ক। সুখাশা বি. সুখলাভের আশা। সুখাসন বি. আরামপ্রদ আসন। সুখাসীন বিণ. আরামে উপবিষ্ট। স্ত্রী. সুখাসীনাসুখে থাকতে ভূতে কিলায় সুখের জীবনে স্বেচ্ছায় দুঃখ ডেকে আনা। সুখোদক বি. উষ্ণ জল।
সুখাদ্য definitions

Samsad Bengali-English Dictionary
সুখাদ্য [ sukhādya ] n tasteful and nutritious food, delicious food, a delicacy.
Samsad Bangla Abhidhan
সুখাদ্য [ sukhādya ] দ্র সু
সুখিত definitions

Samsad Bangla Abhidhan
সুখিত [ sukhita ] বিণ. সুখপ্রাপ্ত, তৃপ্ত। [সং. সুখ + ইত]।

Processing time: 0.71 s