সাহিত্যর definitions

Bangla-Tangla Dictionary
genitive of সাহিত্য: সাহিত্য – literature
Samsad Bengali-English Dictionary
genitive of সাহিত্য: সাহিত্য [ sāhitya ] n literature; a book (ধর্মসাহিত্য); composition, writing (প্রচারসাহিত্য). ~কলা n. the art of literary composition. ~ক্ষেত্র n. field of literature. ~চর্চা n. literary pursuit or discussion. সাহিত্যচর্চা করা v. to compose or study or cultivate literature. ~জগৎ n. the literary world, the world of letters. ~বৃত্তি, ~ব্যবসায় n. the literary profession. ~ব্যবসায়ী n. same as সাহিত্যিক (n.). ~ভান্ডার n. the store or repertory of literature. ~রথী n. an eminent litterateur or writer. ~শিল্প same as ~কলা । ~সভা n. a literary society or gathering; the literary world. ~সমাজ n. the literary world, litterateurs collectively. ~সমালোচক n. a critic of literature; a literary critic. ~সমালোচনা n. literary criticism. সহিত্যসেবা করা v. to pursue or compose or study or cultivate literature devotedly. ~সেবী a. devoted to literature; devotedly pursuing or composing or studying or cultivating literature. ☐ n. a devotee of literature; a litterateur, a writer, an author. সাহিত্যাকাশ same as ~জগৎ । সাহিত্যাচার্য n. one profoundly versed in literature; a connoisseur or a great teacher of literature; a great author or litterateur. সাহিত্যানুশীলন same as ~চর্চা । সাহিত্যালোচনা n. literary discussion. সাহিত্যালোচনা করা v. to discuss literature. সাহিত্যিক a. literary (সাহিত্যিক বৈঠক); pursuing literature (সাহিত্যিক লোক). ☐ n. a litterateur, a man of letters, a writer, an author (fem. an authoress).
Samsad Bangla Abhidhan
genitive of সাহিত্য: সাহিত্য [ sāhitya ] বি. 1 সাহিতের ভাব, মিলন, যোগ (কবির ও সহৃদয় কাব্যপাঠকের সাহিত্য, শব্দ ও অর্থের সাহিত্য); 2 জ্ঞানগর্ভ বা শিক্ষামূলক গ্রন্থ (ধর্মসাহিত্য); 3 কাব্য প্রবন্ধ-উপন্যাসাদি চিন্তামূলক বা রসাত্মক বা রম্য রচনা (রসসাহিত্য, সাহিত্য-সংগীত-কলা); 4 (বাং.) গ্রন্থ, রচনা (প্রবন্ধ-সাহিত্য, প্রচার-সাহিত্য)। [সং. সহিত + য]। ~কলা, ~শিল্প বি. কাব্য-উপন্যাসাদি রসাত্মক গ্রন্থরচনার কৌশল বা গ্রন্থরচনারূপ শিল্প। ~চর্চা, সাহিত্যানু-শীলন বি. সাহিত্যশিল্প রচনা; সাহিত্যশিল্প সম্বন্ধে আলোচনা। ~জগৎ, সাহিত্যাকাশ বি. সাহিত্যিক সম্প্রদায় বা সাহিত্যিকদের সমাজ। ~বৃত্তি বি. সাহিত্যরচনারূপ উপজীবিকা। ~রথী বি. বিশিষ্ট সাহিত্যিক। ~সভা বি. সাহিত্যশিল্পাদি-সংক্রান্ত সভা বা গোষ্ঠী; সাহিত্যজগৎ। ~সমাজ বি. সাহিত্যিকগণ; সাহিত্যিক-সম্প্রদায়। ~সাধক বি. 1 সাহিত্যরচনা ও সাহিত্যচর্চা যার ব্রত; 2 (শিথি.) সাহিত্যিক। ~সাধনা বি. সাহিত্যরচনা ও সাহিত্যচর্চারূপ ব্রত। ~সেবা বি. সাহিত্যরচনা ও সাহিত্যের উন্নতিবিধান। ~সেবক, ~সেবী (-বিন্) বি. বিণ. যে ব্যক্তি সাহিত্যসেবা করে; (শিথি.) সাহিত্যিক। সাহিত্যাচার্য বি. সাহিত্যশিল্প সম্বন্ধে প্রগাঢ় পণ্ডিত; সাহিত্যের বিশিষ্ট অধ্যাপক। সাহিত্যিক বিণ. সাহিত্যশিল্প-সম্বন্ধীয় (সাহিত্যিক আলোচনা, সাহিত্যিক বৈঠক)। ☐ বিণ. বি. সাহিত্য-রচনাকারী।

Processing time: 1.27 s