Off by 1 letter:
সার্ definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of সারা: সারা – to finish, to be healed or cured
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of সারা: সারা2 [ sārā2 ] v to hide, to conceal (টাকাগুলো সেরে রাখা); to finish, to accomplish (কাজ সারা); to kill, to destroy (দফা সারা); to ruin, to undo (জুয়ায় তাকে সারল); to mend, to repair (ঘড়ি সারা); to correct or rectify (দোষ সারা, ভুল সারা); to be corrected or rectified; to recover, to come round (রোগীটি সেরেছে); to cure, to heal (রোগ সারা); to be cured; to restore or improve (স্বাস্থ্য সারা); to be restored or improved. ☐ a. finished; mended, repaired; corrected.
Samsad Bangla Abhidhan
2nd person intimate present imperative tense of সারা: সারা3 [ sārā3 ] ক্রি. 1 সাবধানে বা সঙ্গোপনে রাখা (সে টাকাগুলি সেরে রেখেছে); 2 সম্পাদন করা বা সমাপ্ত করা (দায় সারা); 3 সর্বনাশ করা, বিপদে বা দুর্দশায় ফেলা (জুয়ায় তাকে সেরেছে); 4 নষ্ট করা বা পণ্ড করা (দফা সেরেছে); 5 মেরামত করা (ভাঙা ঘড়ি সারা); 6 সংশোধন করা, শোধরানো (চরিত্র সারা, ভুল সারা, হাতের লেখা সারা); 7 আরোগ্যলাভ করা (রোগ সারা, সেরে ওঠা)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 লুক্কায়িত; 2 মেরামত-করা; 3 দুর্দশাগ্রস্ত; নষ্ট; পণ্ড। [সং. √ সৃ + বাং. আ]। ~নো ক্রি. মেরামত করানো (বাড়ি সারানো); 2 সংশোধন করানো; 3 সমাপ্ত করানো; 4 মুক্ত করা (রোগ সারানো); 5 নীরোগ করা (শরীর সারানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
Off by 2 letters:
চার্চ definitions

Bangla-Tangla Dictionary
চার্চ – church [English]
Samsad Bangla Abhidhan
চার্চ [ cārca ] বি. গির্জা, খ্রিস্টানদের উপাসনামন্দির। [ইং. church]।
মার্চ definitions

Bangla-Tangla Dictionary
মার্চ – March
Samsad Bengali-English Dictionary
মার্চ [ mārca ] n the third month of the English calendar, March.
Samsad Bangla Abhidhan
মার্চ [ mārca ] বি. ইংরেজি বৎসরের তৃতীয় মাস।[ইং. March]।
সর্ definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of সরা: সরা
1. to shift, to move
2. shallow terracotta bowl used for serving and eating ভোগ, or painted on the underside and used for decoration
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of সরা: সরা2 [ sarā2 ] v to move, to stir; to move away, to withdraw; to move aside; to remove; to issue forth, to flow out, to come out (জল সরা, বাক্য সরা); to come in and go out, to pass (বাতাস সরা); (sl.) to die; to decamp, to slip away; to move facilely (কলম সরা); to be willing or inclined (মন সরা); to be willing to work (হাত সরা).
Samsad Bangla Abhidhan
2nd person intimate present imperative tense of সরা: সরা2 [ sarā2 ] ক্রি. 1 চলা. নড়া ('কহিনু তাহারে সরো': রবীন্দ্র); 2 স্থান পরিবর্তন করা (সংসার থেকে সরে যাওয়া); 3 পথ ছাড়া (সরে দাঁড়াল); 4 নির্গত বা নিঃসৃত হওয়া ('মুখে তার বাক্য নাহি সরে': জল সরা); 5 প্রবেশ করা বা বাইরে যাওয়া, চলাচল করা (বাতাস সরা); 3 (অশি.) মারা যাওয়া, গত হওয়া (বাপ তো সরল); 7 চলে যাওয়া, স্থান ত্যাগ করা (এখন থেকে সরে পড়ো); 8 পালানো (চোরটা সরল); 9 স্বাভাবিকভাবে ক্রিয়াশীল হওয়া (কলম সরা); 1 ইচ্ছুক হওয়া (মন সরছে না); 11 ব্যবহার করা (পুকুরের জল সরা)। ☐ বি. উক্ত সব অর্থে। [সং. √ সৃ + বাং. আ]। ~নো ক্রি. 1 স্থানান্তরিত করা (সরিয়ে দেওয়া); 2 (ব্যঙ্গে) চুরি করা (বহু টাকা সরিয়েছে)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে।
সার definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of সারা: সারা – to finish, to be healed or cured
Samsad Bengali-English Dictionary
সার [ sāra ] n the best or excellent part; duramen, heart-wood; sap (of a tree); film or cream (of milk); marrow (of bone); pith; essence; extract; inner significance, gist; substance, abstract; spirit, vigour, manure, fertilizer; (only) worth. (কথামাত্র সার). ☐ a. best, excel lent; essential; real or true or inner. সার করা v. to have recourse to something on considering it the sole object of pursuit; to regard something as the best or sole object. সার বোঝা v. to regard some thing as the best or sole object; to form an unalterable and final conviction. সার দেওয়া v. to manure. উদ্ভিজ্জ সার vegetable manure. খনিজ সার mineral manure. প্রানিজ সার, প্রাণী-সার animal manure. মিশ্র সার n. compost. ~কথা (lit.) essential words; substance; gist; sum and substance. ~কুড়, ~গাদা, ~ডোবা n. a dunghill, a manure-pit. ~গর্ভ a. having an inner significance or import; rich in content; substantial. ~গ্রন্থ n. a manual, a vade-mecum. ~নিবন্ধ n. an abstract register. ~বত্তা n. substantiality; real worth. ~বান a. full of substance, substantial; rich in duramen, sappy; pithy; fertile. ~ভূত a. abstracted into or reduced to substance only; (loos.) substantial; best, picked. ~মাটি n. marl. ~শূন্য, ~হীন a. pithless, sapless; unsubstantial. ~সংক্ষেপ n. substance, summary; a precis; essence; see also সারাংশ । ~সংগ্রহ, ~সংকলন n. collection or compilation of the substantial or best specimens or of the pick; an abstract; an anthology of the best things. 2nd person ordinary present simple tense of সারা: সারা2 [ sārā2 ] v to hide, to conceal (টাকাগুলো সেরে রাখা); to finish, to accomplish (কাজ সারা); to kill, to destroy (দফা সারা); to ruin, to undo (জুয়ায় তাকে সারল); to mend, to repair (ঘড়ি সারা); to correct or rectify (দোষ সারা, ভুল সারা); to be corrected or rectified; to recover, to come round (রোগীটি সেরেছে); to cure, to heal (রোগ সারা); to be cured; to restore or improve (স্বাস্থ্য সারা); to be restored or improved. ☐ a. finished; mended, repaired; corrected.
Samsad Bangla Abhidhan
ঘন [ ghana ] বি. 1 মেঘ (ঘনঘটা); 2 (গণি.) সমান তিন রাশির গুণফল, cube যেমন, 2x2x2=8; 3 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট বস্তু, solid. ☐ বিণ. 1 নিবিড়, দুর্ভেদ্য, দুর্গম (ঘন অন্ধকার, ঘন জঙ্গল, ছায়াঘন পথ) ; 2 অবিরল, বারংবার কৃত (ঘন ঘন বিলাপ, ঘন ঘন আসা-যাওয়া) ; 3 ঠাসা, ঠাসবুনটযুক্ত (ঘন বুনানি); 4 জমাট, মোটা (ঘন কাপড়); 5 প্রবল, গভীর (ঘন বরষা); 6 দৈর্ঘ্য প্রস্থ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট (ঘন ক্ষেত্র)। [সং. √হন্ + অ]। ~কৃষ্ণ বিণ. মেঘের মতো কালো; গাঢ় কৃষ্ণবর্ণ। ~ঘটা বি. মেঘের আড়ম্বর বা সমারোহ। ঘন ঘন ক্রি-বিণ. প্রায়ই, বারংবার; খুব কাছাকাছি (ঘন ঘন সন্নিবিষ্ট)। ~ঘোর বিণ. মেঘে আচ্ছন্ন ও অন্ধকারময়। ~তা, ~ত্ব বি. দৈর্ঘ্য প্রস্থ ও বেধ-এই ত্রিমাত্রাযুক্ত অবস্থা বা আকার; দৃঢ়তা; নিবিড়তা; গাঢ়তা। ~ফল বি. দৈর্ঘ্য প্রস্থ ও বেধের গুণফল। ~বসতি বি. গায়ে গায়ে লাগা ঘরবাড়ি; যেখানে খুব কাছাকাছিভাবে লোকে বাস করে। ~বিন্যাস বি. ফাঁক না রেখে পরপর স্থাপন। ~বীথি বি. মেঘলোক, মেঘমালা; আকাশপথ। ~মূল বি. যে রাশি আপনার দ্বারা দুবার গুণিত হয় সেই রাশি উক্ত গুণফলের ঘনমূল, cube-root. ~শ্যাম বিণ. মেঘের মতো শ্যামবর্ণ। ☐ বি. 1 শ্রীকৃষ্ণ; 2 রামচন্দ্র।~সার বি. 1 কর্পূর; 2 চন্দন ; 3 পারদ। সার1 [ sāra1 ] বি. পঙ্ক্তি, শ্রেণি (সারে সারে সাজানো)। [সারি2 দ্র]। সার2 [ sāra2 ] বি. 1 ব্রিটিশ সরকার প্রদত্ত উচ্চ খেতাববিশেষ (সার সুরেন্দ্রনাথ); 2 শিক্ষক অফিসার প্রভৃতি মাননীয় ব্যক্তিকে সম্বোধনের শব্দ। [ইং. sir]। সার3 [ sāra3 ] বি. 1 শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট অংশ (সর্বধর্মের সার); 2 বৃক্ষাদির শক্ত মজ্জা; 3 দুগ্ধাদির সর বা ননি; 4 তেজ; বীর্য; 5 গূঢ় তাৎপর্য, মর্মার্থ, সংক্ষিপ্ত নিষ্কর্য (শাস্ত্রের সার); 6 জমির উর্বরতাবৃদ্ধিকারী পদার্থ, fertilizer manure (খেতে সার দেওয়া); 7 একমাত্র সম্বল (কেবল কথাই সার)। ☐ বিণ. 1 শ্রেষ্ঠ (সার তত্ত্ব, সারাংশ)। [সং. √ সৃ + অ]। ~কুঁড় বি. সার তৈরি করার উদ্দেশ্যে গোময়াদি রাখার কুণ়্ড। ~গর্ভ বিণ. উৎকৃষ্ট গুণ বা ধর্মযুক্ত, অন্তঃসারবিশিষ্ট (সারগর্ভ উপদেশ)। ~গাদা বি. সার তৈরি করার জন্য স্তূপাকার করে রাখা গোবর; যেখানে উক্ত স্তূপ রাখা হয়। ~গ্রাহী (-হিন্) বিণ. গূঢ় তাৎপর্য উপলব্ধি করতে সমর্থ; উৎকৃষ্ট বা শ্রেষ্ঠ অংশ গ্রহণ করে এমন। ~তরু বি. 1 জমির উর্বরতাবর্ধক গাছ; 2 কলাগাছ। ~বান (-বৎ) বিণ. সারযুক্ত, সারগর্ভ, উৎকৃষ্ট। বি. ~বত্তা। ~ভূত বিণ. 1 সারবস্তুতে পরিণত; 2 সারস্বরূপ, শ্রেষ্ঠ। ~মর্ম বি. শ্রেষ্ঠ অংশ; মূল অংশ; সারাংশ। ~মাটি বি. জমির উর্বরতাবর্ধক মাটি; সারযুক্ত মাটি। ~লৌহ বি. ইস্পাত। ~সংক্ষেপ বি. সংক্ষেপে মূল অংশ বা বিষয়ের বর্ণনা; সারাংশ। ~সংগ্রহ বি. সার অংশ বা প্রকৃত তাৎপর্য গ্রহণ। ~হীন, ~শূন্য বিণ. সারপদার্থহীন; মজ্জাশূন্য; অসার। সারতরু [ sārataru ] দ্র সার3 সারবত্তা [ sārabattā ] দ্র সার3 2nd person ordinary present simple tense of সারা: সারা3 [ sārā3 ] ক্রি. 1 সাবধানে বা সঙ্গোপনে রাখা (সে টাকাগুলি সেরে রেখেছে); 2 সম্পাদন করা বা সমাপ্ত করা (দায় সারা); 3 সর্বনাশ করা, বিপদে বা দুর্দশায় ফেলা (জুয়ায় তাকে সেরেছে); 4 নষ্ট করা বা পণ্ড করা (দফা সেরেছে); 5 মেরামত করা (ভাঙা ঘড়ি সারা); 6 সংশোধন করা, শোধরানো (চরিত্র সারা, ভুল সারা, হাতের লেখা সারা); 7 আরোগ্যলাভ করা (রোগ সারা, সেরে ওঠা)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 লুক্কায়িত; 2 মেরামত-করা; 3 দুর্দশাগ্রস্ত; নষ্ট; পণ্ড। [সং. √ সৃ + বাং. আ]। ~নো ক্রি. মেরামত করানো (বাড়ি সারানো); 2 সংশোধন করানো; 3 সমাপ্ত করানো; 4 মুক্ত করা (রোগ সারানো); 5 নীরোগ করা (শরীর সারানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
সার্থ definitions

Samsad Bengali-English Dictionary
সার্থ [ sārtha ] a moneyed, wealthy; significant, meaningful. ☐ n. a companion; a collection; a flock, a herd; a company; merchants collectively; a company of merchants. সার্থক a. significant (esp. in arith.); successful; effective; useful; realized, gratified. সার্থকজন্মা a. successful in life. সার্থকতা n. (rare) significance; success; fruition; effectiveness; utility, use; realization; gratification. সার্থকনামা a. one who has fully justified one's name (esp. by one's attainments and deeds); famous. ~নিবন্ধক n. a registrar of firms. ~বাহ n. a company of merchants travelling together, a caravan of merchants; a merchant; a guide.
Samsad Bangla Abhidhan
সার্থ1 [ sārtha1 ] বি. 1 সঙ্গী; 2 সমূহ; 3 জন্তুসমূহ, পশুর দল (সার্থভ্রষ্ট হাতি)। [সং. √ সৃ + ণিচ্ + থ]। সার্থ2 [ sārtha2 ] বি. বণিকসমূহ। ☐ বিণ. 1 ধনবান; 2 তাৎপর্যপূর্ণ বা অর্থযুক্ত। [সং. সহ + অর্থ]। ~বাহ বি. 1 একত্র গমনকারী বণিকদল বা তার নেতা; 2 বণিক; 3 পথপ্রদর্শক। সার্থবাহ [ sārthabāha ] দ্র সার্থ2
সার্ধ definitions

Samsad Bengali-English Dictionary
সার্ধ [ sārdha ] a one and a half of.
Samsad Bangla Abhidhan
সার্ধ [ sārdha ] বিণ. এক এবং আধ, সাড়ে; দেড়। [সং. সহ + অর্ধ]।
সার্ব definitions

Samsad Bengali-English Dictionary
সার্ব [ sārba ] a relating to all, universal. ~কালিক a. of all times; eternal; perpetual. ~জনীন same as সর্বজনীন (see সর্ব). ~জাতিক a. international; universal. ~জাতিক ভ্রাতৃত্ব international brother hood. ~জাতিকতা n. internationalism. ~দেশিক same as সর্বদেশীয় (see সর্ব). ~ভৌম n. an emperor; a sovereign ruler, a sovereign; a title awarded to some Sanskrit pundits. ☐ a. worldwide; universal; having worldwide fame; (loos.) supreme, sovereign. ~রাষ্ট্রিক a. pertaining to all states; international; universal. লৌকিক a. universal.
Samsad Bangla Abhidhan
সার্ব [ sārba ] বিণ. 1 সর্বসম্বন্ধীয়; 2 সর্বহিতকর (সার্বদেশিক সৌহার্দ্য)। [সং. সর্ব + অ]। ~কালিক বিণ. সকল কালের, চিরন্তন; চিরস্থায়ী। ~জনিক বিণ. সকলের সঙ্গে সম্বন্ধযুক্ত (সার্বজনিক কল্যাণ)। ~জনীন বিণ. 1 সকলের যোগ্য, সর্বজনের জন্য অনুষ্ঠিত; 2 সর্ববিদিত (সার্বজনীন উৎসব)। [সর্বজনীন দ্র]।
Off by 3 letters:
অসার definitions

Samsad Bengali-English Dictionary
অসার [ asāra ] a unsubstantial, vapoury; negligible; worthless; false; pithless, marrowless, sapless (অসার কাঠ); futile, pointless (অসার যুক্তি). ~তা, ~ত্ব n. unsubstantiality; vaporiness; negligibility; worthlessness; falseness, falsity; lack of pith or marrow or sap; futility; pointlessness. অসার সংসার the inane and unmeaning world, the in substantial world.
আসার definitions

Samsad Bengali-English Dictionary
আসার [ āsāra ] n torrential rain, a heavy shower; water-drop(s) (নয়নাসার).
Samsad Bangla Abhidhan
আসার [ āsāra ] বিন. তুচ্ছ, অপদার্থ, বাজে; মিথ্যা (জগৎ-সংসার অসার); ভিতর শক্ত নয় এমন (অসার কাঠ)। [সং. ন + সার]। বি. ~তা, ~ত্ব। ~কাঠ বি. যে কাঠের ভিতর নরম, sam wood, অসার-সুসার বি. অসুবিধা ও সুবিধা। আসার [ āsāra ] বি. 1 বৃষ্টিপাত; 2 প্রবল বৃষ্টিপাত (ধারাসার)। [সং. আ + √ সৃ + অ]।
ওসার definitions

Samsad Bengali-English Dictionary
ওসার [ ōsāra ] n breadth, width; also dial. variant of ওয়াড় ।
Samsad Bangla Abhidhan
ওসার [ ōsāra ] বি. বিস্তার, প্রস্থ। [সং. প্রসার]।
টর্চ definitions

Bangla-Tangla Dictionary
টর্চ – torch
Samsad Bengali-English Dictionary
টর্চ, টর্চলাইট [ ṭarca, ṭarcalāiṭa ] n a torch. টর্চের আলো torch light.
Samsad Bangla Abhidhan
টর্চ [ ṭarca ] বি. ব্যাটারির সাহায্যে জ্বলে এমন আধুনিক বাতিবিশেষ। [ইং. torch]।
ধার্ definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of ধারা: ধারা – to owe, (ধার + ~ = to bother oneself at all about something)
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of ধারা: ধারা1 [ dhārā1 ] v to owe (টাকা ধারা); to have any connection or concern with (কারও বা কিছুর ধার ধারা).
Samsad Bangla Abhidhan
2nd person intimate present imperative tense of ধারা: ধারা1 [ dhārā1 ] ক্রি. ঋণী হওয়া বা থাকা (তার কাছে আমি অনেক টাকা ধারি); 2 সংস্রব রাখা (কারও ধার ধারি না)। [বাং. ধার 3 + আ]।
পসার definitions

Samsad Bengali-English Dictionary
পসার1 [ pasāra1 ] n a market-place, a bazaar; a shop; articles of traffic, wares (দোকানপসার). পসার2 [ pasāra2 ] n a professional man's business practice; good practice (এই উকিলটির পসার আছে); good reputation, fame (গায়কমণ্ডলীতে পসার করা).
Samsad Bangla Abhidhan
পসার1 [ pasāra1 ] বি. 1 হাট-বাজার, দোকানপাট; 2 পণ্যসম্ভার, পণ্যদ্রব্য (দোকানপসার)। [হি. পঁসর (=দোকান)]। পসার2 [ pasāra2 ] বি. 1 ব্যবসায়ে খ্যাতি (ডাক্তারের পসার জমা, উকিলের পসার); 2 প্রতিপত্তি; 3 খদ্দের মক্কেল প্রভৃতির প্রাচুর্য। [সং. প্রসার]।
পার্ definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of পারা: পারা – to be able to do
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of পারা: পারা3 [ pārā3 ] v (aux.) to be able, can, may (করতে পারা). ☐ v. to do, to perform, to execute, to manage (সে এ কাজ পারে না); to vie with, to compete with (সে তার সঙ্গে পারে না).
Samsad Bangla Abhidhan
2nd person intimate present imperative tense of পারা: পারা3 [ pārā3 ] ক্রি. বি. 1 সমর্থ হওয়া (বুঝতে পারি না, উঠতে পার?); 2 এঁটে ওঠা বা বশে আনার ক্ষমতা থাকা (তার সঙ্গে পারা শক্ত, ওর সঙ্গে আমি কী করে পারব?); 3 অনুমতি পাওয়া, বাধাহীন হওয়া (এখন যেতে পার)। [সং. √ পৃ + বাং. আ]।
মার্ definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of মারা: মারা – to hit, to beat (+ যাওয়া = to die (human))
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of মারা: মারা [ mārā ] v to kill; to strike, to hit (বল মারা); to beat, to flog; to drive in, to pierce (ছুরি মারা = to stab); to strike with (চাবুক মারা); to deal (ঘুসি মারা = to deal one a blow); to afflict or distress (কথায় মারা); to ruin (চুরিটায় আমাকে মেরেছে); to destroy, to exterminate, to eradicate (বিষ মারা); to dry or dehydrate (রস মারা); to implant, to drive in (পেরেক মারা); to affix (টিকিট মারা); to sew up (তালি মারা); to paste (লেবেল মারা); to close up, to fill up (ফাঁক মারা); to rob, to pick (পকেট মারা); to obtain by unfair means, to misappropriate, to defal cate (টাকা মারা); to win or earn esp. by a fluke (লটারি মারা); to deprive of (অন্ন মারা, রুজি মারা); to cause to lose (জাত মারা); (inf.) to eat or gobble (ভাত মারা); to shout (হাঁক মারা); to give out, to emit (জেল্লা মারা); to block, to obstruct (পথ মারা); to blunt, to dull (ধার মারা, কোণ মারা); to tuck (মালকোঁচা মারা); (inf.) to score (গোল মারা); to adopt, to have recourse to, to exhibit (চাল মারা). চাল মারা see চাল3 । মারা পড়া, মারা যাওয়া v. to be killed; to die; to be lost (বহু টাকা মারা গেছে) ।
Samsad Bangla Abhidhan
2nd person intimate present imperative tense of মারা: মারা [ mārā ] ক্রি. বি. 1 বিনাশ করা বা বধ করা (সাপ মারা); 2 প্রহার করা (ছাত্রকে মারা); 3 বধ বা আঘাত করার উদ্দেশ্যে প্রয়োগ করা (ছুরি মারা); 4 নষ্ট করা (বিষ মারা, জাত মারা); 5 শুষ্ক করা (রস মারা); 6 প্রবিষ্ট করানো, ঠুকে বসানো (পেরেক মারা); 7 জুড়ে বা এঁটে দেওয়া (তালি মারা, টিকিট মারা); 8 প্রয়োগ করা, মুদ্রিত করা, লাগানো (লেবেল মারা, ছাপ মারা) ; 9 অপহরণ করা (পকেট মারা); 1 অসদুপায়ে লাভ করা, আত্মসাৎ করা (টাকা মেরে দেওয়া); 11 ; বন্ধ করা, ভোগ করতে না দেওয়া (ভাত মারা); 12 অবরুদ্ধ করা, রোধ করা (পথ মারা); 13 ধারণ করা (মালকোঁচা মারা); 14 প্রদর্শন করা (চাল মারা, চালাকি মারা, ফুটানি মারা); 15 (কথ্য) খুব খাওয়া (লুচিমাংস মারা); 16 দেওয়া (উঁকি মারা); 17 উপভোগ করা (ফূর্তি মারা, মজা মারা)। ☐ বিণ. 1 নিহত (লাঠি দিয়ে সাপ মারা); 2 বসানো লাগানো বা আঁটা হয়েছে এমন (পেরেক-মারা জুতো, টিকিট মারা খাম); 3 বধকারী (মাছিমারা, বাঘমারা); 4 নষ্ট, মৃত (মেরে যাওয়া)। [সং. √ মৃ + ণিচ্ + বাং.অ]। মারা পড়া, মারা যাওয়া ক্রি. বি. 1 প্রাণ হারানো; 2 নষ্ট হওয়া (টাকা মারা যাওয়া)। ~. মারি বি. 1 পরস্পর প্রহার; 2 দাঙ্গা, লড়াই। মেরে-কেটে ক্রি বিণ. অব্য. বাদ দেওয়া বা কাটাকুটি করা সত্ত্বেও, অন্ততপক্ষে (মেরেকেটে তিন হাজার টাকা পাবে)। মেরে দেওয়া ক্রি. বি. আত্মসাৎ করা; চুরি করা। মেরে ফেলা ক্রি. বি. হত্যা বা খুন করা; প্রাণনাশ করা। পেটে মারা, ভাতে মারা ক্রি. বি. 1 না খেতে দিয়ে দুর্বল করে ফেলা; 2 জীবিকার উপায় নষ্ট করে দেওয়া।
সকার definitions

Samsad Bangla Abhidhan
সকার [ sakāra ] বিণ. ফুটবল খেলা। [ইং. soccer]।
সবার definitions

Bangla-Tangla Dictionary
সবার[adjective] public, of everyone

genitive of verbal noun of সওয়া:
সওয়া [variant of সহ্য করা]

Samsad Bengali-English Dictionary
সবাকার [ sabākāra ] var of সবার । সবার [ sabāra ] a of everybody, of all; owned or shared by all; common; public; universal.
Samsad Bangla Abhidhan
সব [ saba ] বিণ. সমস্ত, সকল (সব মানুষই মরণশীল, সব কথা শোনা যায় না)। ☐ সর্ব. বি. 1 সকল লোক বা বিষয় বা বস্তু (সবে মিলে যাও, সব জানি); 2 সমস্ত সম্পদ (সব হারানো)। [সং. সর্ব]। ~কিছু সর্ব. সমস্ত বিষয় বা বস্তু (নিজের সবকিছু নিয়ে গেছে)। ~চিন বিণ. সবাইকে চেনে এমন। ~জান্তা (ব্যঙ্গে) বিণ. সবকিছু জানে এমন, সর্বজ্ঞ (কী এমন সবজান্তা হয়েছ?)। ~টা সর্ব. সমস্ত অংশ (সবটা তুমি একাই খেয়ো না)। ~রকম বি. সর্ব. সমস্তরকম (সবরকমই দেখেছি)। ☐ বিণ. সমস্ত রকমের (সবরকম খেলাই হবে)। ~সুদ্ধ বিণ. ক্রি-বিণ. মোট, সবসমেত (সবসুদ্ধ পাঁচশো লোক খাবে)। সবাই, (ঝোঁকযুক্ত) সব্বাই সর্ব. সকলেই; প্রত্যেকেই (সবাই এসেছে, সব্বাই যাবে)। সবা-কার, সবার বিণ. সকলের ('আমার ভাণ্ডার আছে ভ'রে তোমা সবাকার ঘরে ঘরে': রবীন্দ্র', 'যেথায় থাকে সবার আপন দীনের হতে দীন': রবীন্দ্র)। সবারে সর্ব. (রে বিভক্তি) (কাব্যে) সকলকে ('সবারে আমি প্রণাম করে যাই': রবীন্দ্র)। সবে সর্ব. সকলে ('সবে মিলি করি কাজ')। সবার [ sabāra ] দ্র সব genitive of verbal noun of সওয়া: সওয়া2 [ sōẏā2 ] ক্রি. বি. সহ্য করা (আঘাত সওয়া, আর সইতে পারছে না, 'ব্যথা যারা সয়ে গেছে রাতি-দিন': জী. দা)। [সহা দ্র]।
সমার্থ definitions

Samsad Bengali-English Dictionary
সমার্থ, সমার্থক [ samārtha, samārthaka ] a synonymous. সমার্থক শব্দ a synonym. ~বোধক same as সমার্থক । ~শব্দকোষ n. a dictionary of synonyms, a thesaurus.
Samsad Bangla Abhidhan
সমার্থ, সমার্থক [ samārtha, samārthaka ] বিণ. একার্থবোধক; এক বা অনুরূপ অর্থবিশিষ্ট। [সং. সম্ + অর্থ + ক]। সমার্থক শব্দ বি. একই অর্থ বোঝায় এমন শব্দ।
সর definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of সরা: সরা
1. to shift, to move
2. shallow terracotta bowl used for serving and eating ভোগ, or painted on the underside and used for decoration
Samsad Bengali-English Dictionary
সর [ sara ] n a thin layer on milk or any other similar substance, film. 2nd person ordinary present simple tense of সরা: সরা2 [ sarā2 ] v to move, to stir; to move away, to withdraw; to move aside; to remove; to issue forth, to flow out, to come out (জল সরা, বাক্য সরা); to come in and go out, to pass (বাতাস সরা); (sl.) to die; to decamp, to slip away; to move facilely (কলম সরা); to be willing or inclined (মন সরা); to be willing to work (হাত সরা).
Samsad Bangla Abhidhan
সর [ sara ] বি. দুধ দই প্রভৃতির উপরে যে ঘন ও নরম আস্তরণ পড়ে। [সং. √ সৃ + অ]। ~পুরিয়া বি. ভাজা সরের মধ্যে পুর দেওয়া মিষ্টান্নবিশেষ। ~ভাজা বি. ঘিয়ে ভাজা সর দিয়ে প্রস্তুত মিষ্টান্নবিশেষ। সরপুরিয়া [ sarapuriẏā ] দ্র সর সরভাজা [ sarabhājā ] দ্র সর 2nd person ordinary present simple tense of সরা: সরা2 [ sarā2 ] ক্রি. 1 চলা. নড়া ('কহিনু তাহারে সরো': রবীন্দ্র); 2 স্থান পরিবর্তন করা (সংসার থেকে সরে যাওয়া); 3 পথ ছাড়া (সরে দাঁড়াল); 4 নির্গত বা নিঃসৃত হওয়া ('মুখে তার বাক্য নাহি সরে': জল সরা); 5 প্রবেশ করা বা বাইরে যাওয়া, চলাচল করা (বাতাস সরা); 3 (অশি.) মারা যাওয়া, গত হওয়া (বাপ তো সরল); 7 চলে যাওয়া, স্থান ত্যাগ করা (এখন থেকে সরে পড়ো); 8 পালানো (চোরটা সরল); 9 স্বাভাবিকভাবে ক্রিয়াশীল হওয়া (কলম সরা); 1 ইচ্ছুক হওয়া (মন সরছে না); 11 ব্যবহার করা (পুকুরের জল সরা)। ☐ বি. উক্ত সব অর্থে। [সং. √ সৃ + বাং. আ]। ~নো ক্রি. 1 স্থানান্তরিত করা (সরিয়ে দেওয়া); 2 (ব্যঙ্গে) চুরি করা (বহু টাকা সরিয়েছে)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে।

Processing time: 1.64 s