Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
সাপ definitions
Bangla-Tangla Dictionary
সাপ – snake
Samsad Bengali-English Dictionary
সাপ [ sāpa ] n a snake, a serpent; (fig.) a malicious person. সাপও মরে লাঠিও ভাঙ্গে (fig.) accomplishment of a difficult job without sustaining any loss or damage. সাপ হয়ে কাটা আর রোজা হয়ে ঝাড়া (fig.) to hunt with the hound and run with the hare. সাপের ছুঁচো গেলা (fig.) involvement in a nauseating or unpleasant affair which cannot now be shaken off. সাপের পাঁচ-পা দেখা (fig.) to get extremely audacious as if one has come into possession of some rare power. সাপের হাঁচি বেদেয় চেনে (fig.) a jeweller knows the shine of a gem.সাপিনি [ sāpini ] fem of সাপ ।
Samsad Bangla Abhidhan
সাপ [ sāpa ] বি. হাত-পা-বিহীন বিষধর বা বিষহীন সরীসৃপবিশেষ, সর্প। [সং. সর্প]। বি. স্ত্রী. সাপিনি। সাপ-খেলানো সুর সাপুড়িয়াদের বাঁশির সুর বা অনুরূপ সুর, যার তালে তালে সাপ খেলে। ~খোপ বি. সাপ ও অনুরূপ সরীসৃপাদি (এই জায়গা তো সাপখোপের আ়ড্ডা)। সাপও মরে লাঠিও না ভাঙে (আল.) বিনা ক্ষতিতে কঠিন কার্যসাধন হওয়া; দুই দিক বজায় থাকা। সাপে-নেউলে বি. (আল.) চিরবৈরিতা। সাপের ছুঁচো গেলা দুর্গন্ধ ছুঁচোকে উদরস্থকরা সাপের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য, কিন্তু মুখে পুরবার পরে সাপ তার বাঁকা দাঁতের মধ্য দিয়ে তাকে উগরে ফেলতে পারে না-এ থেকে (আল.) ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যাপারের সঙ্গে যুক্ত থাকা; উভয়সংকটে পড়া। সাপের পাঁচ পা দেখা (আল.) অত্যধিক স্পর্ধা হেতু অসম্ভবকে সম্ভব মনে করা। সাপের হাঁচি বেদেয় চেন (আল.) অভিজ্ঞ ব্যক্তিকে ফাঁকি দেবার উপায় নেই।