সাধ definitions

Bangla-Tangla Dictionary
সাধ – choice, want [example: সাধ যায় না চাঁছা গালে একটা থাপড় দিয়ে কানটা মলে দিতে?]

2nd person ordinary present simple tense of সাধা:
সাধা [verb]

Samsad Bengali-English Dictionary
সাধ [ sādha ] n desire; longing; fancy or choice (সাধের বস্তু); voluntary will, volition, pleasure, one's own accord (সাধ করে মৃত্যুবরণ); option; a ceremony for giving desired articles of food to a pregnant woman (সাধ দেওয়া বা সাধ খাওয়া). সাধ করা v. to desire; to long (for); to choose; to volunteer (for); to opt (for). সাধ করে adv. voluntarily; wilfully; willingly. সাধ মিটিয়ে adv. satisfying one's desire; to one's satisfaction. 2nd person ordinary present simple tense of সাধা: সাধা [ sādhā ] v to endeavour or practise austerely or arduously (মন্ত্র সাধা); to try to improve by practice (গলা সাধা); to accomplish (কাজ সাধা); to attain or realize ('সাধিতে মনের সাধ'); to offer (ঘুস সাধা); to volunteer (সেধে বিপদে পড়া); to bring about, to put forward; to offer (বাদ সাধা); to try to pacify or appease (পায়ে ধরে সাধা) ; to importunate (না সাধলে সে আসবে না) ; (gr.) to derive (as a word). ☐ a. improved or chastened or prepared by practice (সাধা গলা); held out for acceptance, offered (সাধা ভাত).
Samsad Bangla Abhidhan
সাধ [ sādha ] বি. 1 কামনা, অভিলাষ (মনের সাধ, সাধের মানবজন্ম); 2 শখ (সাধ মিটানো); 3 স্বিচ্ছা (সাধ করে ধরা দেওয়া); 4 গর্ভিণীর স্পৃহানুযায়ী খাদ্য ইত্যাদি দানের উৎসব, দোহদ (সাধভক্ষণ, সাধ দেওয়া)। [সং. শ্রদ্ধা]। ~ভক্ষণ বি. গর্ভিণীর ইচ্ছানুযায়ী খাদ্য খাওয়ানোর অনুষ্ঠানবিশেষ। সাধে ক্রি-বিণ. সাধ করে, স্বেচ্ছায় ('সাধে কি বাবা বলে')। সাধে [ sādhē ] দ্র সাধ 2nd person ordinary present simple tense of সাধা: সাধা [ sādhā ] ক্রি. 1 সম্পাদন করা (কাজ সাধা); 2 সাধনা করা, সিদ্ধিলাভের বা উন্নতিলাভের জন্য অভ্যাস করা (মন্ত্র সাধা, গলা সাধা); 3 সফল বা পূর্ণ করা ('সাধিতে মনের সাধ': মধু); 4 দিতে চাওয়া (ঘুস সাধা); 5 স্বতঃপ্রবৃত্ত হওয়া, সাধ করা (সেধে বিপদে পড়া); 6 ঘটানো (বাদ সাধা); 7 ক্রোধ নিবৃত্তির জন্য অনুনয় করা (পায়ে ধরে সাধা); 8 অনুরোধ করা (না সাধলে আসবে না); 9 (ব্যাক.) সূত্রের উল্লেখ করে ব্যুৎপত্তি বিশ্লেষণ করা (শব্দ সাধা)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 অভ্যাসদ্বারা মার্জিত (সাধা গলা); 2 যাচিত (সাধা ভাত ফেলতে নেই)। [সং. √ সাধ্ + বাং. আ]। ~নো ক্রি. পরের দ্বারা সম্পাদন করানো; অনুনয় করতে বাধ্য করা। ☐ বি. উক্ত উভয় অর্থে। ~সাধি বি. বারবার বা ক্রমাগত অনুনয় (অনেক সাধাসাধি করেও রাজি করানো যায়নি)।

Processing time: 0.41 s