সাদা definitions

Bangla-Tangla Dictionary
সাদা – white
Samsad Bengali-English Dictionary
সাদা [ sādā ] a white; grey; white-skinned (সাদা আদমি); free from angularities, candid, simple (সাদা মন); categorical, plain, unequivocal, downright (সাদা কথা); innocent (সাদা কাজ); having no coloured border or furbelow or flounce (সাদা ধুতি); unwritten, blank (সাদা কাগজ); unblurred; unintoxicated (সাদা চোখ). ☐ n. the white colour; the white-skinned people, the white race. সই করা সাদা কাগজ carte blanche. সাদাকে কালো এবং কালোকে সাদা করা (fig.) to misrepresent things or tell lies obviously and shamelessly, to lie in one's throat. ~চামড়া n. white skin; the white skinned people. ~টে a. whitish. সাদামাঠা, সাদামাটা, সাদাসিধা, , (coll.) সাদাসিধে a. free from angularities, can did, simple; simple-hearted, plain-living, ordinary; unostentatious, plain; categorical, unequivocal, downright, straight-cut; not crooked, honest; frank; straight; unornamented; bald, having no vicissitude, uninteresting; dull, drab. ~সাপটা a. simple, plain; un ostentatious.
Samsad Bangla Abhidhan
সাদা [ sādā ] বিণ. 1 শ্বেত, শুভ্র (সাদা দেওয়াল); 2 শ্বেতকায় (সাদা গোরু); 3 সরল, কুটিলতাহীন (সাদা মন); 4 সহজ, স্পষ্ট (সাদা কথা); 5 নির্দোষ (সাদা কাজ); 6 অবঞ্জিত (সাদা কাপড়, সাদা থান); 7 অনলংকৃত, নিরাভরণ (সাদা হাত); 8 অলিখিত (সাদা কাগজ)। [ফা. সাদাহ্]। সাদাকে কালো এবং কালোকে সাদা করা ক্রি. বি. (আল.) বেপরোয়া মিথ্যা কথা বলা। ~চামড়া বি. 1 সাদা রঙের চামড়া; 2 শ্বেতাঙ্গ (সাদা চামড়ার দেশ)। ~টে বিণ. ঈষৎ সাদা। ~মাঠা, (কথ্য) ~মাটা বিণ. কারুকার্যহীন; বৈচিত্র্যহীন ও সাধারণ। ~সাপটা বিণ. সাদামাটা, বৈচিত্র্যহীন। ~সিধা, (কথ্য) ~সিধে, ~সিদে বিণ. 1 স্পষ্ট (সাদাসিধে কথা); 2 সরল ('সাদাসিদে লোক আমি উপমার ঘটা নাহি জানি': দে. সে.) 3 অনাড়ম্বর, বিলাসবর্জিত (সাদাসিধে বেশভূষা)।

Processing time: 1.26 s