সাঁতার definitions

Bangla-Tangla Dictionary
সাঁতার – swimming
Samsad Bengali-English Dictionary
সাঁতার [ sān̐tāra ] n swimming; natation. সাঁতার কাটা, সাঁতার দেওয়া v. to swim. সাঁতার কাটার পুকুর a swimming pool; (U. S.) a natatorium. সাঁতার-জল n. a mass of water so deep that one has to swim to keep oneself afloat. সাঁতারু n. a swimmer; an expert swimmer.
Samsad Bangla Abhidhan
সাঁতরা [ sān̐tarā ] ক্রি. সাঁতরানো। [সাঁতার দ্র]। ~নো ক্রি. সাঁতার কাটা, সন্তরণ করা। ☐ বি. সাঁতার, সন্তরণ। সাঁতার [ sān̐tāra ] বি. হাত-পা বা ডানার সাহায্যে জলে বিচরণ, সন্তরণ। [সং. সন্তরণ]। সাঁতারু বিণ. 1 সন্তরণকারী; 2 সাঁতারে পটু।

Processing time: 0.45 s