সরে definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present simple tense of সরা: সরা
1. to shift, to move
2. shallow terracotta bowl used for serving and eating ভোগ, or painted on the underside and used for decoration

perfective participle of সরা:
সরা
1. to shift, to move
2. shallow terracotta bowl used for serving and eating ভোগ, or painted on the underside and used for decoration

Samsad Bengali-English Dictionary
locative of সর: সর [ sara ] n a thin layer on milk or any other similar substance, film. 3rd person ordinary present simple tense of সরা: সরা2 [ sarā2 ] v to move, to stir; to move away, to withdraw; to move aside; to remove; to issue forth, to flow out, to come out (জল সরা, বাক্য সরা); to come in and go out, to pass (বাতাস সরা); (sl.) to die; to decamp, to slip away; to move facilely (কলম সরা); to be willing or inclined (মন সরা); to be willing to work (হাত সরা). perfective participle of সরা: সরা2 [ sarā2 ] v to move, to stir; to move away, to withdraw; to move aside; to remove; to issue forth, to flow out, to come out (জল সরা, বাক্য সরা); to come in and go out, to pass (বাতাস সরা); (sl.) to die; to decamp, to slip away; to move facilely (কলম সরা); to be willing or inclined (মন সরা); to be willing to work (হাত সরা).
Samsad Bangla Abhidhan
locative of সর: সর [ sara ] বি. দুধ দই প্রভৃতির উপরে যে ঘন ও নরম আস্তরণ পড়ে। [সং. √ সৃ + অ]। ~পুরিয়া বি. ভাজা সরের মধ্যে পুর দেওয়া মিষ্টান্নবিশেষ। ~ভাজা বি. ঘিয়ে ভাজা সর দিয়ে প্রস্তুত মিষ্টান্নবিশেষ। locative of সর: সরপুরিয়া [ sarapuriẏā ] দ্র সর locative of সর: সরভাজা [ sarabhājā ] দ্র সর 3rd person ordinary present simple tense of সরা: সরা2 [ sarā2 ] ক্রি. 1 চলা. নড়া ('কহিনু তাহারে সরো': রবীন্দ্র); 2 স্থান পরিবর্তন করা (সংসার থেকে সরে যাওয়া); 3 পথ ছাড়া (সরে দাঁড়াল); 4 নির্গত বা নিঃসৃত হওয়া ('মুখে তার বাক্য নাহি সরে': জল সরা); 5 প্রবেশ করা বা বাইরে যাওয়া, চলাচল করা (বাতাস সরা); 3 (অশি.) মারা যাওয়া, গত হওয়া (বাপ তো সরল); 7 চলে যাওয়া, স্থান ত্যাগ করা (এখন থেকে সরে পড়ো); 8 পালানো (চোরটা সরল); 9 স্বাভাবিকভাবে ক্রিয়াশীল হওয়া (কলম সরা); 1 ইচ্ছুক হওয়া (মন সরছে না); 11 ব্যবহার করা (পুকুরের জল সরা)। ☐ বি. উক্ত সব অর্থে। [সং. √ সৃ + বাং. আ]। ~নো ক্রি. 1 স্থানান্তরিত করা (সরিয়ে দেওয়া); 2 (ব্যঙ্গে) চুরি করা (বহু টাকা সরিয়েছে)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে। perfective participle of সরা: সরা2 [ sarā2 ] ক্রি. 1 চলা. নড়া ('কহিনু তাহারে সরো': রবীন্দ্র); 2 স্থান পরিবর্তন করা (সংসার থেকে সরে যাওয়া); 3 পথ ছাড়া (সরে দাঁড়াল); 4 নির্গত বা নিঃসৃত হওয়া ('মুখে তার বাক্য নাহি সরে': জল সরা); 5 প্রবেশ করা বা বাইরে যাওয়া, চলাচল করা (বাতাস সরা); 3 (অশি.) মারা যাওয়া, গত হওয়া (বাপ তো সরল); 7 চলে যাওয়া, স্থান ত্যাগ করা (এখন থেকে সরে পড়ো); 8 পালানো (চোরটা সরল); 9 স্বাভাবিকভাবে ক্রিয়াশীল হওয়া (কলম সরা); 1 ইচ্ছুক হওয়া (মন সরছে না); 11 ব্যবহার করা (পুকুরের জল সরা)। ☐ বি. উক্ত সব অর্থে। [সং. √ সৃ + বাং. আ]। ~নো ক্রি. 1 স্থানান্তরিত করা (সরিয়ে দেওয়া); 2 (ব্যঙ্গে) চুরি করা (বহু টাকা সরিয়েছে)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে।

Processing time: 1.85 s