Off by 2 letters:
মুগ definitions

Bangla-Tangla Dictionary
মুগ – mung bean
Samsad Bengali-English Dictionary
মুগ [ muga ] n a kind of pigeon-pea.
Samsad Bangla Abhidhan
মুগ [ muga ] বি. হলুদ রঙ্গের ডালবিশেষ। [সং মুদ্গ]। ~কলাই বি. খোসা না-ছাড়ানো মুগ
সমু definitions

Bangla-Tangla Dictionary
সমু – Samu [name]
সুগোল definitions

Samsad Bengali-English Dictionary
সুগোল [ sugōla ] n perfectly round; beautifully round or rotund; plump.
Samsad Bangla Abhidhan
সু [ su ] অব্য. শুভ সুন্দর মধুর উৎকৃষ্ট উত্তম অধিক খুব অত্যন্ত সহজ প্রভৃতি অর্থসূচক উপসর্গ। ☐ বিণ. ভালো (সুমতি, সুরুপা)। ☐ বি. শুভ বা উত্তম বিষয় (সু ও কু র দ্বন্দ্ব)। [সং.]। ~কঠিন বিণ. অত্যন্ত কঠিন। ~কণ্ঠ বিণ. মধুর কণ্ঠস্বরযুক্ত। ~কবি বি. উৎকৃষ্ট কবি। ~কণ্ঠ বিণ. অনায়াসে করণীয় (দুস্কর ও সুকর কর্ম)। ~কর্ম বি. 1 সৎকাজ; ভালো কাজ; 2 ধর্মকর্ম। ~কল্পিত বিণ. 1 বিশেষভাবে বা ভালোভাবে ভেবেচিন্তে রচিত বা স্থিরীকৃত (সুকল্পিত ফন্দি); 2 উত্তমরূপে কল্পিত। ~কান্ত বিণ. সুন্দর কান্তিযুক্ত। ~কীর্তি বিণ. অতিশয় যশস্বী; উত্তম যশের অধিকারী। ☐ বি. ব্যাপকভাবে প্রচারিত বা বিশেষ গৌরবসূচক যশ। ~কুমার বিণ. অতি কোমল বা অল্পবয়স্ক, স্নিগ্ধ (সুকুমার সৌন্দর্য, সুকুমার মতি)। সুকুমার শিল্প কাব্য সংগীত চিত্রাঙ্কন প্রভৃতি চারুকলা। ~কুমারী বিণ. সুকুমার -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. নবমল্লিকা। ~কৃত বিণ. 1 সুসম্পন্ন; 2 সুনির্মিত; 3 সুগঠিত; 4 সৎকর্মের অনুষ্ঠাতা। ☐ বি. সুকৃতি। ~কৃৎ বিণ. 1 ধর্মাচারী; ধার্মিক; 2 সৎকর্মের অনুষ্ঠাতা; 3 পুণ্যবান; 4 ভাগ্যবান। ~কৃতি বি. 1 সৎকর্ম ('আজন্মের সঞ্চিত সুকৃতি': সু. দ.); 2 পুণ্য; 3 ধর্মকর্ম; 4 মঙ্গল; 5 সৌভাগ্য। ~কৃতী (-তিন্) সুকৃৎ এর অনুরূপ। ~কেশ বিণ. সুন্দর কেশযুক্ত। স্ত্রী. ~কেশা, (বাং.) &tilde কেশিনী। ~কোমল বিণ. 1 অতিশয় কোমল বা নরম; 2 অতি মধুর বা স্নিগ্ধ। ~কৌশলে ক্রি-বিণ. চমৎকার কৌশলের দ্বারা। ~ক্রিয়া বি. সৎকর্ম, পুণ্য। ~খ্যাতি বি. প্রশংসা; যশ। ~গঠন বিণ. সুগঠিত। ☐ বি. সুন্দর গ়ড়ন বা আকৃতি (সুগঠনে মণ্ডিত)। স্ত্রী. ~গঠনা। ~গঠিত বিণ. 1 সুন্দর আকারযুক্ত; 2 সুন্দরভাবে নির্মিত। ~গত বিণ. সুন্দর গতিযুক্ত। ☐ বি. বুদ্ধদেব। ~গতি বি. 1 সুন্দর গতি; 2 মোক্ষ। ~গন্ধ বি. 1 মধুর গন্ধ; 2 গন্ধক; 3 চন্দনবৃক্ষ, 4 চন্দন। ☐ বিণ. সুবাসিত, সুরভিত (সুগন্ধ তেল); মধুর গন্ধযুক্ত। ~গন্ধ-বহ বি. বায়ু। ~গন্ধা বি. 1 রান্না; 2 নবমল্লিকা; 3 মাধবী; 4 তুলসী। ~গন্ধি বিণ. (সচ. নিজস্ব) মধুর গন্ধযুক্ত (সুগন্ধিপুষ্প)। ☐ বি. 1 গন্ধদ্রব্য; 2 চুনির মতো রত্নবিশেষ। ~গন্ধিত বিণ. মধুর গন্ধযুক্ত। ~গন্ধী (-ন্ধিন্) বিণ. মধুর গন্ধযুক্ত, সুবাসিত। ~গভীর বিণ. অতি গভীর (সুগভীর শ্রদ্ধা, সুগভীর পাণ্ডিত্য)। ~গম, ~গম্য বিণ. 1 (পথাদি সম্বন্ধে) সহজে চলাফেরার উপযুক্ত (জয়ের পথ সুগম); 2 সহজে প্রবেশসাধ্য; 3 সহজবোধ্য (ভাষা সুগম নয়); 4 সহজলভ্য। ~গম্ভীর বিণ. অত্যন্ত গম্ভীর। ~গান বি. মধুর বা সুন্দর গান ('কবিত্ব সুগান' : কৃত্তি.)। ~গুপ্ত বিণ. সযত্নে বা সম্পূর্ণরূপে গুপ্ত রাখা হয়েছে এমন। ~গৃহীত-নামা (-নামন্) বিণ. উচ্চারণ করলে পুণ্য হয় এমন নামবিশিষ্ট; পুণ্যশ্লোক, প্রাতঃস্মরণীয়। ~গোল বিণ. 1 সম্পূর্ণ গোলাকার; 2 সুন্দর এবং গোলাকৃতি; 3 নিটোল। ~গ্রথিত বিণ. ভালোভাবে বিন্যস্ত বা রচিত। ~গ্রাহী (-হিন্) বিণ. ভালোভাবে গ্রহণকারী বা আকর্ষণকারী। ~গ্রীব বি. বানররাজ বালীর ভ্রাতা। ☐ বিণ. যার গ্রীবা বা কণ্ঠদেশ সুন্দর। ~চন্দন বি. উৎকৃষ্ট চন্দনবৃক্ষ। সুচরিত, সুচরিত্র বিণ. সচ্চরিত্র; সুস্বভাব। ☐ বি. উত্তম চরিত্র; সৎ স্বভাব। স্ত্রী. সুচরিতা, সুচরিত্রা। ~চরিতেষু সুচরিতসমীপে; চিঠিপত্রে ভদ্রতাসূচক পাঠবিশেষ। স্ত্রী. ~চরিতাসু। ~চারু বিণ. অতি সুন্দর (সুচারুরূপে সজ্জিত)। ~চিক্কণ বিণ. অতিশয় মসৃণ বা উজ্জ্বল; অত্যন্ত চকচকে। ~চিত্রিত বিণ. সুন্দরভাবে অঙ্কিত বা বর্ণিত। ~চিন্তিত বিণ. উত্তমরূপে বা বিশেষভাবে বিবেচিত (সুচিন্তিত অভিমত)। ~চির বিণ. অতি দীর্ঘস্থায়ী ('সুচির শর্বরী' : রবীন্দ্র)। ☐ বি. সুদীর্ঘ কাল। ~চেতা (-তস্) বিণ. 1 সন্তুষ্টচিত্ত; 2 সতর্ক। ~ছাঁদ বিণ. 1 সুগঠিত; 2 সুন্দর গঠনকৌশলযুক্ত; 3 সুন্দর ভঙ্গিযুক্ত। ☐ বি. সুন্দর ছাঁদ বা গঠন। ~জন বি. সৎ লোক; সজ্জন। ~জলা বিণ. প্রচুর উত্তম বা সুমিষ্ট জলপূর্ণ; প্রচুর ও উত্তম জলপূর্ণ নদীর দ্বারা সমৃদ্ধিশালিনী। ~জাত বিণ. 1 সদ্বংশজাত; 2 বৈধভাবে জাত অর্থাৎ জারজ নয়। স্ত্রী. ~জাতা। ~জেয় বিণ. সহজে জয়সাধ্য। ~ঠাম বিণ. সুন্দর চেহারাযুক্ত বা অঙ্গসৌষ্ঠববিশিষ্ট (সুঠাম দেহ)। ~ডোল, ~ডৌল বিণ. সুন্দর আকারযুক্ত; সুগঠন। ~তনু বিণ. 1 অতি কৃশ; কৃশাঙ্গ; 2 সুন্দর দেহযুক্ত; 3 ছিমছাম; 4 সুঠাম। ~তপা বিণ. উগ্র বা কঠোর তপস্যায় অভ্যস্ত, মহাতপা। ☐ বি. 1 ওই রকম তপস্বী; 2 সূর্য। ~তপ্ত বিণ. 1 অতিশয় তপ্ত; 2 প্রদীপ্ত, সমুজ্জ্বল। ~তার বিণ. সুস্বাদু। ☐ বি. উত্তম স্বাদ। ~তীক্ষ্ণ বিণ. 1 অত্যন্ত ধারালো; 2 অত্যন্ত মর্মদাহী (সুতীক্ষ্ণ বিদ্রুপ)। ~তীব্র বিণ. অত্যন্ত তীব্র। ~তুঙ্গ বিণ. অতি তুঙ্গ বা উচ্চ। ~দক্ষ বিণ. অতিশয় দক্ষ। ~দক্ষিণ বিণ. 1 অতি সরল বা উদার ('মনে হয় অমাবস্যা সুদক্ষিণ, সজীব, নির্ভার': সু. দ.); 2 অতি নিপুণ। স্ত্রী. ~দক্ষিণা। ~দতী বি. স্ত্রী. সুন্দর দন্তযুক্তা যুবতী। ~দন্ত বিণ. সুন্দর দন্তযুক্ত। ☐ বি. সুন্দর দাঁত। ~দর্শন বিণ. 1 দেখতে সুন্দর (সুদর্শন যুবক); 2 নয়নরঞ্জন; শোভন। ☐ বি. বিষ্ণুর চক্র। ~দীর্ঘ বিণ. অতি দীর্ঘ (সুদীর্ঘ পথ)। ~দুশ্চর বিণ. অতি দুর্গম। ~দূর, ~দূর-বর্তী (-র্তিন্) বিণ. বি. অতিদূরবর্তী; অতিদূরবর্তী স্থান (সুদূরপ্রসারী; সুদূরের আহ্বান)। ~দূর-পরাহত বিণ. দূরবর্তী কালেও ব্যাহত অর্থাৎ ঘটা কঠিন বা অসম্ভবপ্রায়। ~দূর-প্রসারী (-রিন্) বিণ. অনেক দূর পর্যন্ত বিস্তৃত; দীর্ঘ (সুদূরপ্রসারী পরিকল্পনা)। ~দৃঢ় বিণ. অত্যন্ত দৃঢ় (সুদৃঢ় ভিত্তি)। ~দৃশ্য বিণ. দেখতে সুন্দর, সুদর্শন; শোভাময়। ~দৃষ্টি বি. অনুকূল বা সদয় দৃষ্টি। ~ধীর বিণ. 1 অতি ধীরগতি; 2 অতি ধীরস্বভাব; 3 শান্ত বা নম্র। ~নজর বি. 1 সুদৃষ্টি; 2 অনুকূল ধারণা (উপরওয়ালার সুনজর)। ~নয়না, (বাং.) ~নয়নী বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। পুং. ~নয়ন। ~নাভ বিণ. সুন্দর নাভিযুক্ত। ☐ বি. মৈনাক পর্বত। ~নাম (-মন্) বি. খ্যাতি, যশ। ~নিপুণ বিণ. অতি নিপুণ। স্ত্রী. ~নিপুণা। ~নিয়ন্ত্রণ বি. সুষ্ঠু ব্যবস্থা বা পরিচালনা; সুবন্দোবস্ত; উত্তম নিয়ম। ~নিয়ন্ত্রিত বিণ. সুপরিচালিত, সংযমিত। ~নিয়ম বি. উত্তম নিয়ম বা ব্যবস্থা। ~নির্দিষ্ট বিণ. 1 সুন্দরভাবে বা স্পষ্টভাবে স্থিরীকৃত (সুনির্দিষ্ট পথ বা পরিকল্পনা); 2 স্পষ্ট উল্লেখযুক্ত। ~নিশ্চয় বি. 1 সন্দেহাতীত বলে জ্ঞান বা বোধ; 2 উত্তমরূপে নির্ধারণ। ☐ বিণ. (বাং.) সুনিশ্চিত। ☐ ক্রি-বিণ. (বাং.) সঠিকভাবে; অতি অবশ্য। ~নীতি বি. উৎকৃষ্ট নীতি। ☐ বিণ. (বিরল) উৎকৃষ্ট নীতিযুক্ত; নীতিমান। ~নীল বি. বিণ. চমৎকার বা গাঢ় নীল। ~নেত্রা বিণ. স্ত্রী. সুন্দর চোখবিশিষ্টা। ~পক্ব বিণ. 1 সম্পূর্ণরূপে পাকা (সুপক্ব ফল); 2 ভালোভাবে বা সম্পূর্ণ সিদ্ধ বা রান্না হয়েছে এমন (সুপক্ব ব্যঞ্জন)। ~পথ বি. উত্তম বা সৎ পথ। ~পরি-চিত বিণ. ভালোভাবে চেনা বা জানা আছে এমন। ~পরি-জ্ঞাত বিণ. বিশেষভাবে জ্ঞাত। ~পরি-ণাম বি. ভালো পরিণাম বা ফলাফল। ~পর্ণ বিণ. 1 সুন্দর পাতাওয়ালা (সুপর্ণ বৃক্ষ); 2 সুন্দর পক্ষযুক্ত বা পালকযুক্ত (সুপর্ণ পক্ষী)। ☐ বি. 1 সুন্দর পাখাযুক্ত পাখি 2 গরুড়; 3 মুরগি। ~প্রাচ্য বিণ. সহজে হজম হয় এমন, লঘুপাক। ~পাত্র বি. বিবাহের ব্যাপারে উত্তম বা কাম্য পাত্র। বি. স্ত্রী. ~পাত্রী। ~পুত্র বি. গুণবান ছেলে। ~পুরুষ বি. সুন্দর বা সুগঠিত পুরুষ। ☐ বিণ. (বা.) সুন্দর বা সুগঠিত (সুপুরুষ ব্যক্তি)। ~প্রকাশ বিণ. স্পষ্টভাবে বা সুন্দরভাবে প্রকাশিত। ~প্রজা-বতী বিণ. (স্ত্রী.) বহু সুসন্তান প্রসবকারিণী। ~প্রতিষ্ঠ, ~প্রতিষ্ঠিত বিণ. 1 উত্তম বা দৃঢ় প্রতিষ্ঠাযুক্ত; অতি বিখ্যাত; 2 উত্তমরূপে স্থাপিত। ~প্রভ বিণ. উজ্জ্বল প্রভাযুক্ত। ~প্রভা বিণ. (স্ত্রী.) দীপ্তিশালিনী। ~প্রভাত বি. 1 সুন্দর বা শুভ প্রভাত; 2 (আল.) সৌভাগ্যোদয়; 3 মধ্যরাত্রির পর থেকে মধ্যাহ্নের প্রাক্কালীন সম্ভাষণবিশেষ (ইং. good morning)-এর অনুবাদ। ~প্রযুক্ত বিণ. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ করা হয়েছে এমন (সুপ্রযুক্ত দৃষ্টান্ত)। ~প্রয়োগ বি. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ। ~প্রশস্ত বিণ. 1 অত্যুত্তম (সুপ্রশস্ত কাল); 2 সুযোগ্য; 3 (বাং.) প্রচুর আয়তন বিশিষ্ট বা চওড়া (সুপ্রশস্ত কক্ষ বা রাস্তা)। ~প্রসন্ন বি. অতি প্রসন্ন বা অনকূল (ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন)। ~প্রসব বি. নির্বিঘ্নে প্রসব। ~প্রসিদ্ধ বিণ. অতি বিখ্যাত; ব্যাপকভাবে বা বিশেষরূপে লোকসমাজে পরিচিত। স্ত্রী. ~প্রসিদ্ধা। ~প্রাপ্য বিণ. সহজে পাওয়া যায় এমন, সুলভ। ~প্রিয় বিণ. অতি প্রিয়। স্ত্রী. ~প্রিয়া। ~ফল বি. 1 শুভ ফল, উত্তম পরিণতি; 2 তীর্থ-দর্শনের শুভ পরিণামের জন্য পাণ্ডার আশীর্বাদ। ~ফল-দায়ক, ~ফল-প্রসূ বিণ. শুভ ফলদায়ক। বিণ. স্ত্রী. ~ফলা উত্তম ফলপ্রসবিনী। ☐ বি. কলা। ~বঙ্কিম বিণ. বাঁকা অথচ সুন্দর। ~বদনা, (বাং.) ~বদনী বিণ. (স্ত্রী.) সুন্দর মুখশ্রীবিশিষ্টা। বিণ. (পুং.) ~বদন। ~বন্দোবস্ত বি. উত্তম ব্যবস্থা। ~বলিত বিণ. বলিষ্ঠ; সুগঠিত। ~বাক্য বি. (বাং.) উত্তম বা মধুর কথা। ~বিচার বি. উত্তম বিচার; ন্যায় বিচার; নিরপেক্ষ বিচার; সুমীমাংসা; সুবিবেচনা। ~বিচারক বিণ. সুবিচার করতে সক্ষম বা সুবিচার করে এমন। ☐ বি. তেমন ব্যক্তি বা বিচারক। ~বিদিত বিণ. উত্তমরূপে জ্ঞাত; অতি প্রসিদ্ধ। ~বিধান, ~বিধি বি. উত্তম নিয়ম বা ব্যবস্থা। ~বিনয় বি. যথোচিত বিনয়। ~বিনীত বিণ. 1 অত্যন্ত বিনীত; 2 সুষ্ঠুভাবে শিক্ষিত। বিণ. (স্ত্রী.) ~বিনীতা। ~বিন্যস্ত বিণ. যথাস্থানে সুন্দরভাবে স্থাপিত বা সজ্জিত। ~বিন্যাস বি. যথাস্থানে সুন্দরভাবে স্থাপন করা বা সাজানো। ~বিপুল বিণ. অতি প্রকাণ্ড, মস্ত বড়; বিরাট; প্রচুর। স্ত্রী. ~বিপুলা। ~বিমল বিণ. অতিশয় বা সম্পূর্ণ নির্মল। ~বিশাল বিণ. অতি বিশাল। ~বিস্তীর্ণ, ~বিস্তৃত বিণ. অতি বিস্তৃত। ~বিহিত বিণ. সঠিক ব্যবস্থার দ্বারা নিষ্পাদিত; ভালোভাবে সম্পন্ন। ☐ বি. উত্তম ব্যবস্থা বা প্রতিকার। ~বুদ্ধি বি. সৎ বুদ্ধি, সুমতি। ☐ বিণ. সৎ বুদ্ধিযুক্ত। ~বৃষ্টি বি. যথোচিত বৃষ্টি (অর্থাৎ, অনাবৃষ্টি বা অতিবৃষ্টি নয়)। ~বৃহৎ বিণ. অতি বৃহৎ, মস্ত বড়ো, প্রকাণ্ড। ~বেশ বিণ. উত্তম পোশাক-পরিহিত। ☐ বি. উত্তম পোশাক; সাজপোশাকের পারিপাট্য। স্ত্রী. (বিণ.) ~বেশা। ~বোধ বিণ. 1 সদ্বুদ্ধিসম্পন্ন; 2 প্রাঞ্জল; 3 (ব্যঙ্গে) শান্তশিষ্ট ও আজ্ঞাবহ, গো বেচারা। ☐ বি. উত্তম বুদ্ধি বা জ্ঞান। ~বোধ্য বিণ. সহজে বোধগম্য। ~ব্যবস্থা বি. উৎকৃষ্ট ব্যবস্থা। ~ব্যবস্থিত বিণ. উৎকৃষ্ট ব্যবস্থাযুক্ত। ~ব্রত বিণ. সত্ব্রত পালনকারী; যে সুষ্ঠুভাবে ব্রত পালন করে। স্ত্রী. ~ব্রতা। ~ব্রহ্মণ্য বিণ. পূর্ণ ব্রহ্মতেজোময়। ☐ বি. 1 কার্তিকেয়; 2 বৈদিক যজ্ঞের পুরোহিতবিশেষ; 3 পূর্ণ ব্রহ্মতেজ। ~ব্রাহ্মণ বি. আচারনিষ্ঠ ব্রাহ্মণ; সৎ ব্রাহ্মণ। ~ভগ বিণ. 1 সৌভাগ্যশালী; 2 সুন্দর; 3 সুখদায়ক; 4 প্রিয়। স্ত্রী. ~ভগা সুভগ -র সমস্ত অর্থে; এবং-পতিসোহাগিনি। ~ভদ্র বিণ. 1 পরমকল্যাণযুক্ত; 2 অত্যন্ত শিষ্ট। স্ত্রী. ~ভদ্র। ~ভাষ বি. সুবচন। ~ভাষিত বিণ. 1 সুন্দরভাবে কথিত; 2 মধুরভাষী; 3 বাক্পটু; 4 বাগ্মী ☐ বি 1 হিতবচন; 2 জ্ঞানগর্ভ কথা; 3 নীতিবাক্য। ~ভাষী বিণ. মধুরভাষী; প্রিয়ংবদ। স্ত্রী. ~ভাষিণী। ~ভিক্ষ বিণ. (স্থানাদি-সম্বন্ধে) প্রচুর ভিক্ষা বা খাদ্যবস্তু মেলে এমন (অর্থাৎ যেখানে দুর্ভিক্ষ বা অজন্মা নেই)। ~মঙ্গল বি. পরমকল্যাণ, বিশেষ শুভ। ~মতি বিণ. উত্তম মতিগতিবিশিষ্ট বা বুদ্ধিশালী। ☐ বি. উত্তম মতিগতি বা শুভবুদ্ধি। ~মধুর বিণ. অতি মধুর। ~মধ্যমা বিণ. (স্ত্রী.) সরু ও সুগঠিত কোমরবিশিষ্টা। ~মন বি. ফুল। ~মনা বিণ. জ্ঞানবান; মহৎ, উদারচেতা; (বাং. স্ত্রী.) ভালো স্বভাববিশিষ্ট। ☐ বি. দেবতা; পণ্ডিত ব্যক্তি। ~মন্ত্রণা বি. উত্তম বা সৎপরামর্শ। ~মন্দ বিণ. মধুর ও ধীর; মৃদুমন্দ। ~মহৎ, ~মহান বিণ. অতি মহৎ। স্ত্রী. ~মহতী। ~মিষ্ট বিণ. অতিমিষ্ট। ~মেধা (-ধস্) বিণ. উৎকৃষ্ট ধীশক্তিসম্পন্ন; অতি মেধাবী। ~যুক্তি বি. উত্তম পরামর্শ। ~যোগ্য বিণ. উত্তম যোগ্যতাসম্পন্ন; অতি উপযুক্ত। স্ত্রী. ~যোগ্যা। ~রক্ষিত বিণ. ভালোভাবে রক্ষিত। স্ত্রী. ~রক্ষিতা। ~রঙ্গী বিণ. চমৎকার ভঙ্গিযুক্ত বা লীলাযুক্ত ('চলন ভঙ্গী অতি সুরঙ্গী' : চণ্ডী)। ~রঞ্জিত বিণ. অতিরঞ্জিত; সমানভাবে বা শোভনরূপে চিত্রিত। স্ত্রী. ~রঞ্জিতা। ~রব বি. মধুর ধ্বনি। ~রম্য বিণ. অতি রমণীয়। ~রস বিণ. মিষ্টি রসযুক্ত; স্বাদু। ☐ বি. মিষ্টি রস বা স্বাদ। ~রসা বি. স্ত্রী. 1 তুলসী; 2 রাস্না। ~রসাল বিণ. স্বাদু রসযুক্ত। ~রসিক বিণ. উত্তম রসবোধযুক্ত; অতিশয় রঙ্গরসপটু। স্ত্রী. ~রসিকা। ~রুচি বি. উত্তম ও মার্জিত রুচি। ☐ বিণ. সুরুচুসম্পন্ন। ~রূপ বিণ. সুন্দর রূপবিশিষ্ট; রূপবান; সুশ্রী; সুগঠন। স্ত্রী. ~রূপা। ~লক্ষণ বিণ. উত্তম লক্ষণযুক্ত। ☐ বি. উত্তম লক্ষণ। স্ত্রী. ~লক্ষণা। ~লোচনা বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। বিণ. পুং. ~লোচন। ~লোহিত বিণ. গাঢ় লাল। ~শাসক বিণ. বি. সুশাসনকারী। ~শাসন বি. ন্যায়সংগত বা নিরপেক্ষ শাসন। ~শাসিত বিণ. ন্যায়সংগত বা নিরপেক্ষ বা উপযুক্তভাবে শাসিত। ~শিক্ষক বিণ. উত্তম শিক্ষা বা উপদেশ দানকারী; যে শিক্ষক ভালো পড়াতে পারেন। ~শিক্ষা বি. উত্তম শিক্ষা বা উপদেশ। ~শিক্ষিত বিণ. উত্তম শিক্ষাপ্রাপ্ত। স্ত্রী. ~শিক্ষিতা। ~শীতল বিণ. অতিশয় শীতল; যে রকম শীতলতায় দেহমন স্নিগ্ধ হয়। ~শীল বিণ. সৎস্বভাববিশিষ্ট; সচ্চরিত্র, ভদ্র। স্ত্রী. ~শীলা। ~শৃঙ্খল বিণ. সুব্যবস্থাযুক্ত; ভালোভাবে নিয়ন্ত্রিত। ~শৃঙ্খলা বি. উত্তম ব্যবস্থা বা নিয়ম। ~শোভন বিণ. সুন্দর শোভাযুক্ত; অতি সুন্দর; সুসংগত; মানানসই। ~শোভনা বিণ. স্ত্রী. অতিসুন্দর (শ্রীদুর্গার সুশোভনা মূর্তি)। ~শোভিত বিণ. সুন্দরভাবে ভূষিত বা সজ্জিত। স্ত্রী. ~শোভিতা। ~শ্রাব্য বিণ. 1 শ্রুতিমধুর; 2 অশ্লীলতাদি দোষবর্জিত। ~শ্রী বিণ. সুন্দর রূপযুক্ত বা লাবণ্যযুক্ত; কান্তিমান; সুন্দর; ~সংগত বিণ. সম্পূর্ণ সংগত বা সামঞ্জস্যপূর্ণ (সুসংগত পরিকল্পনা বা সমাধান)। ~সংগতি বি. উত্তম বা পূর্ণ সামঞ্জস্য (চার দিকের সঙ্গে সুসংগতি)। ~সংবাদ বি. শুভ বা আনন্দদায়ক খবর। ~সংবৃত বিণ. উত্তমরূপে আচ্ছাদিত। স্ত্রী. ~সংবৃতা। ~সংযত বিণ. যথোচিত বা অতিশয় সংযমপূর্ণ; সুনিয়ন্ত্রিত। ~সংলগ্ন বিণ. সুষ্ঠুভাবে মিলিত বা সংযুক্ত (সুসংলগ্ন কার্যকারণ-সূত্র)। ~সংস্কৃত বি. 1 উত্তমরূপে মেরামত করা বা সংশোধন করা হয়েছে এমন; 2 উত্তমরূপে মার্জিত বা বিন্যস্ত; 3 অতি ভদ্র বা সভ্য (সুসংস্কৃত রুচি ও দৃষ্টিভঙ্গি)। ~সজ্জিত বিণ. পরিপাটিরূপে সাজানো হয়েছে বা সেজেছে এমন। স্ত্রী. ~সজ্জিতা। ~সভ্য বিণ. যথোচিত বা অতিশয় সভ্য। স্ত্রী. ~সভ্যা। ~সমঞ্জস বিণ. অত্যন্ত সংগত বা যোগ্য (সুসমঞ্জস নীতি বা পরিকল্পনা)। ~সময় বি. শুভ বা সুখপূর্ণ সময়, সুদিন; উপযুক্ত সময়। ~সম্পন্ন বিণ. উত্তমরূপে নিষ্পন্ন; অতিশয় সংগতিশালী বা সমৃদ্ধ। ~সম্পাদিত বিণ. উত্তমরূপে নিষ্পন্ন। ~সম্বন্ধ বিণ. উত্তমরূপে বদ্ধ বা সম্বন্ধযুক্ত (সুসম্বন্ধ যুক্তিপরম্পরা); নিত্যসম্বন্ধ। ~সহ বিণ. সহজে বা বিনা কষ্টে সহ্য করা যায় এমন। ~সাধ্য বিণ. সহজে করতে পারা যায় এমন। ~সিদ্ধ বিণ. 1 তাপাদিতে উত্তমরূপে সিদ্ধ (সুসিদ্ধ ব্যঞ্জন); 2 সুসম্পন্ন; 3 সম্পূর্ণ সাফল্যমণ্ডিত; 4 সম্পূর্ণরূপে পূরণ হয়েছে এমন (সুসিদ্ধ বাসনা)। ~স্থিত বিণ. 1 সুস্থ; 2 নিরূদ্বেগ; 3 সুপ্রতিষ্ঠিত; 4 অস্থিরতা থেকে মুক্ত (দেশের রাজনীতিক অবস্থা সুস্থিত নয়)। ~স্থির বিণ. 1 অতি শান্ত, সুধীর; 2 সম্পূর্ণ সুস্থ; 3 স্থিরীভূত (সুস্থির পরিবেশ)। ~স্নিগ্ধ বিণ. 1 অতি স্নিগ্ধ; 2 অতি মসৃণ বা চিক্কণ; 3 অতি স্নেহপূর্ণ। ~স্পষ্ট বিণ. অত্যন্ত বা সম্পূর্ণ স্পষ্ট অথবা ব্যক্ত (সুস্পষ্ট উপলব্ধি, সুস্পষ্ট ছবি)। ~স্মিত বিণ. সুন্দর মৃদুহাস্যযুক্ত। স্ত্রী. ~স্মিতা। ~স্বন বি. মধুর ধ্বনি। ~স্বপ্ন বি. মনোরম বা শুভসূচক স্বপ্ন; সুখস্বপ্ন। ~স্বর বি. মধুর স্বর বা ধ্বনি। ~স্বাদ বি. উত্তম স্বাদ। ☐ বিণ. উত্তম স্বাদযুক্ত, সুস্বাদু। ~স্বাদু বিণ. অতি মধুর স্বাদযুক্ত। ~হাস বিণ. সুন্দর হাসিযুক্ত। ☐ বি. সুন্দর হাসি। বিণ. স্ত্রী. ~হাসিনী সুখ্যাতি, সুগঠন, সুগঠিত, সুগতি, সুগন্ধ, সুগন্ধা, সুগন্ধি, সুগন্ধিত, সুগন্ধী, সুগভীর, সুগম, সুগম্য, সুগম্ভীর, সুগান, সুগুপ্ত, সুগৃহীতনামা, সুগোল [ sukhyāti, sugaṭhana, sugaṭhita, sugati, sugandha, sugandhā, sugandhi, sugandhita, sugandhī, sugabhīra, sugama, sugamya, sugambhīra, sugāna, sugupta, sugṛhītanāmā, sugōla ] দ্র সু
Off by 3 letters:
গো definitions

Bangla-Tangla Dictionary
গো
1. cow
2. an endearing form of address for those older or of the same age
Samsad Bengali-English Dictionary
গো2 [ gō2 ] n the cow; the ox; any of the sense organs (গোচর); the earth (গোপতি).
Samsad Bangla Abhidhan
গো1 [ gō1 ] অব্য. সম্বোধনসূচক শব্দবিশেষ (আজ আমি যাব না গো, সে কী গো)। [সং. অঘোঃ > বাং. ওগো]। গো2 [ gō2 ] বি. 1 ধেনু, গাভী, গোরু; 2 গোজাতি; 3 বৃষ; 4 ইন্দ্রিয় (গোচর); 5 পৃথিবী (গোপতি)। [সং. √গম্ + ও]। ~কর্ণ বি. অনামিকা ও বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে তার মধ্যবর্তী ব্যবধান; গণ্ডূষ। ~কুল বি. 1 গোরুর পাল; 2 গোষ্ঠ; 3 যমুনাতীরের গ্রামবিশেষ, যেখানে শ্রীকৃষ্ণ ও বলরাম নন্দগৃহে পালিত হয়েছিলেন। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়দায়িত্বহীন ব্যক্তি। ~ক্ষীর বি. গোদুগ্ধ, গোরুর দুধ। ~খুর, ~ক্ষুর বি. 1 কাঁটা গাছবিশেষ; 2 গোরুর ক্ষুর; 3 গোখরো সাপ। ~ক্ষুরা, ~খুরা, গোখরো বি. ফণায় গোরুর ক্ষুরের মতো চিহ্নযুক্ত বিষধর সাপবিশেষ। গোখাদক বিণ. গোমাংস ভক্ষণকারী। ~গৃহ বি. গোশালা, গোয়াল। ~গ্রন্থি বি. ঘুঁটে। ~গ্রাস বি. 1 প্রায়শ্চিত্তের পর গোরুর মুখে মন্ত্রপূত ঘাস দান; 2 বড় বড় গ্রাস (গোগ্রাসে গেলা)। ~ঘৃত বি. গাওয়া ঘি। ~ঘ্ন বিণ. গোহত্যাকারী। ~চন্দন বি. গোরোচনা। ~চারণ বি. গোরু চরানো; গোরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানো। ~দান বি. গাভিদানরূপ পূণ্যকর্ম। ~দোহনী, ~দোহিনী বি. দুধের ভাঁড় বা হাঁড়ি। ~ধন বি. গাভিরূপ সম্পদ। ~ধূলি বি. যখন গোরুর পাল খুরের আঘাতে ধুলো উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়; সূর্যাস্তকাল। গোধূলি লগ্ন বি. গোধূলির শুভক্ষণ (গোধূলি লগ্নে বিয়ে)। ~পাট, ~বাট বি. গোগৃহ, গোয়াল। ~বৎস বি. বাছুর। ~বধ বি. গোহত্যা। ~বেড়েন বি. গোরুকে প্রহার করার মতো নির্দয় প্রহার। ~বৈদ্য বি. 1 গোরুর রোগের চিকিৎসক। ~ব্রজ বি. গোষ্ঠ; গোচারণ মাঠ। ~ভাগাড় বি. মরা গোরু ফেলবার স্থান। ~মাংস বি. গোরুর মাংস। ~মাতা (-তৃ) বি. 1 সমস্ত গোজাতির মাতৃস্থানীয়া সুরভি নামের গাভী; 2 মাতৃস্বরূপা গোজাতি। ~মুখ বি. 1 গোরুর মুখ; 2 গোরুর মুখাকৃতিবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; 3 জপমালার ঝুলি। ☐ বিণ. গোরুর মুখের মতো আকৃতিবিশিষ্ট। ~মূখী বি. 1 হিমালয়ের গোমুখাকৃতি গহ্বরবিশেষ যার ভিতর দিয়ে গঙ্গা নির্গত হয়েছে; 2 জপমালার ঝুলি। ~মূর্খ বিণ. গোরুর মতো নির্বোধ, নিরেট, বোকা; অক্ষরপরিচয় পর্যন্ত নেই এমন। ~মূত্র বি. চোনা, গোরুর প্রস্রাব। ~মেধ বি. গোবলিঘটিত বৈদিক যজ্ঞবিশেষ। ~যান বি. বলদে টানা গাড়ি, গোরুর গাড়ি। ~রক্ত বি. গোরুর রক্ত; (হিন্দুর পক্ষে) অস্পৃশ্য বস্তু। ~রক্ষক বি. রাখাল। ~রস বি. গোদুগ্ধ; গোদুগ্ধজাত দই. ঘি, ইত্যাদি। ~শালা বি. গোয়াল; গোরুর থাকার জায়গা। ~স্তন বি. 1 গোরুর স্তন; 2 চারটি 'নর' বি পঙ্ক্তিযুক্ত হারবিশেষ। ~স্তনী বি. আঙুর ফলের গোছা। ~হত্যা বি. গোবধ -এর অনুরূপ। গোদোহিনী [ gōdōhinī ] দ্র গো গোবাট [ gōbāṭa ] দ্র গো গোবৈদ্য, গোভাগাড় [ gōbaidya, gōbhāgāṛa ] দ্র গো গোমাংস, গোমাতা [ gōmāṃsa, gōmātā ] দ্র গো গোমুখ, গোমুখী, গোমূর্খ, গোমূত্র [ gōmukha, gōmukhī, gōmūrkha, gōmūtra ] দ্র গো গোশালা [ gōśālā ] দ্র গো
ভুগো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future imperative tense of ভোগা: ভোগা – to suffer, to suffer from
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary future imperative tense of ভোগা: ভোগা1 [ bhōgā1 ] n cheating or swindling; deceiving or hoaxing. ভোগা দেওয়া v. to cheat, to swindle; to deceive, to hoax. 2nd person ordinary future imperative tense of ভোগা: ভোগা2, ভোগ [ bhōgā2, bhōga ] v to suffer, to undergo, to sustain (যন্ত্রণা ভোগ); to suffer from (জ্বরে ভুগছে); to be afflicted or troubled or harassed or punished (দুর্বুদ্ধির জন্য ভোগা). ভোগানো v. to cause to suffer or undergo; to cause to suffer from; to afflict or trouble or harass or punish; to give persistent or protracted trouble (এ জ্বর ভোগাবে). ভোগানি n. suffering; affliction; trouble, harassment.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future imperative tense of ভোগা: ভুগা, ভোগা [ bhugā, bhōgā ] ক্রি. 1 দুঃখকষ্ট সহ্য করা; 2 কষ্ট পাওয়া (অসুখে ভুগছে)। [বাং. √ ভুগা। ভোগানো ক্রি. দুঃখকষ্ট ইত্যাদি সহ্য করানো; কষ্ট দেওয়া (লোকটাকে এত ভোগাচ্ছ কেন?)। 2nd person ordinary future imperative tense of ভোগা: ভোগা2 [ bhōgā2 ] ক্রি. বি. 1 দুঃখকষ্ট সহ্য করা; 2 কষ্ট পাওয়া (ছেলেটা খুব ভুগছে)। [বাং. √ ভুগা]। ~নো ক্রি. বি. দুঃখ কষ্ট ইত্যাদি সহ্য করানো, কষ্ট দেওয়া (তাকে এত ভোগাচ্ছে কেন?)। ~ন্তি বি. নিদারুণ কষ্ট বা দুর্ভোগ (ভোগান্তির চরম, ভোগান্তির একশেষ)।
মগ definitions

Samsad Bengali-English Dictionary
মগ1 [ maga1 ] n a mug. মগ2 [ maga2 ] n a native of Arakan or Burma. মগের মুলুক Arakan; Burma; (fig.) a lawless country.
Samsad Bangla Abhidhan
মগ1 [ maga1 ] বি. হাতলযুক্ত ছোট কিন্তু পেয়ালার চেয়ে বড়ো। পাত্রবিশেষ, বড়ো পেয়ালাবিশেষ ইং. mug। মগ2 [ maga2 ] বি. ব্রহ্মদেশ বা আরকানের অধিবাসী বর্মি মঙ মগের মুলুক বি. 1 মগদের বাসভূমি অর্থাৎ আরকান রাজ্য বা ব্রহ্মদেশ 2 যথেচ্চারের দেশ, অরাজক দেশ। মগ3 [ maga3 ] বিণ. 1 শীর্ষ মগডাল 2 আপ্লুত ডগমগ আর্বাচীন সং মঙ্গ মাস্তুল।
মাগো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present imperative tense of মাগা: মাগা – to ask for something
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary present imperative tense of মাগা: মাগা [ māgā ] v to beg; to ask for; to solicit; to pray for.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary present imperative tense of মাগা: মাগা [ māgā ] ক্রি. 1 যা়চ্ঞা করা, প্রার্থনা করা ('তোমার কাছে এ বর মাগি': রবীন্দ্র); 2 ভিক্ষা করা (মেগে খাওয়া); 3 চাওয়া ('ভিক্ষা মাগি দ্বারে দ্বার': রবীন্দ্র)। ☐ বি. বিণ উক্ত অর্থে। [বাং. √ মাগ্ (< সং √ মার্গ্) + আ]। ~নো ক্রি. 1 ভিক্ষা করানো বা চাওয়ানো; 2 আনানো। ☐বি. উক্ত অর্থে।
মুখো definitions

Samsad Bengali-English Dictionary
মুখস্ত [ mukhasta ] a committed to memory, got by heart, memorized, lying in or within the mouth. মুখস্ত করা v. to commit to memory, to get by heart, to memorize; to cram. মুখস্ত বলা v. to commit from memory. ~বিদ্যা n. the art of cramming; knowledge confined to memory work. -মুখা older var. of -মুখো । -মুখী [ -mukhī ] fem of -মুখো । মুখো [ mukhō ] sfx denoting: having a particular face, faced (পোড়ারমুখো); facing (উত্তরমুখো); towards (ঘরমুখো)
Samsad Bangla Abhidhan
মুখী1 [ mukhī1 ] দ্র. মুখো মুখো [ mukhō ] বিণ. বাংলা বহুব্রীহি সমাসে উত্তরপদে মুখ -এর রূপ (ঘরমুখো, পো়ড়ামুখো)। [সং. মুখ + বাং. উয়া > ও]। স্ত্রী. মুখী (বহুমুখী, চন্দ্রমুখী, কালামুখী)।
মুগা definitions

Samsad Bengali-English Dictionary
মুগা [ mugā ] n a kind of silkworm; a kind of coarse silk spun by the aforesaid silk worms.
Samsad Bangla Abhidhan
মুগা [ mugā ] বি. 1 রেশমকীটবিশেষ; 2 রেশমকীটের লালা থেকে প্রস্তুত রেশম বা তাতে তৈরী বস্ত্র। [অস.]।
মুছো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future imperative tense of মোছা: মোছা – to wipe
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary future imperative tense of মোছা: মুছা, মোছা [ muchā, mōchā ] v to wipe; to mop, to swab; to rub out, to obliterate, to efface. to expunge (দাগ মোছা). ~নো v. to cause to wipe or mop or swab or rub out or obliterate or efface or expunge.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future imperative tense of মোছা: মুছা, মোছা [ muchā, mōchā ] ক্রি. বি. 1 (বস্ত্রাদি দ্বারা) ঘষে পরিষ্কার করা বা শুষ্ক করা (গা মোছা, ঘরদোর মোছা, হাতমুক মোছা); 2 ঘষে তুলে ফেলা (কালির দাগ মোছা)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে। [< সং. √ মৃজ্ (=শোধন), তু. বাং. পুঁছা]। ~নো ক্রি বি. অন্যকে দিয়ে ঘষে পরিষ্কার করা বা শুকিয়ে নেওয়া। ☐ বিণ. উক্ত অর্থে।
মুঠো definitions

Bangla-Tangla Dictionary
মুঠো – frim grip, clenched fist
Samsad Bangla Abhidhan
মুঠ, মুঠা, মুঠি, মুঠো [ muṭha, muṭhā, muṭhi, muṭhō ] বি. 1 মুষ্টি, সংকুচিত করতল (মুঠিভরা ফুল, 'মুঠোয় ভরি গোটা ভুবনটাই': শ. ঘো.); 2 অধিকার, কবল (জমিদারের মুঠি থেকে বেরিয়ে আসা, মুঠোয় পাওয়া)। ☐বি. মুষ্টি-পরিমিত (একমুঠো চাল)। [সং. মুষ্টি]। মুঠা-মুঠা, মুঠো-মুঠো বিণ. 1 অনেক মুঠো (মুঠোমুঠো ধুলো); 2 (আল.) অনেক (মুঠোমুঠো টাকা)।
মুথো definitions

Samsad Bangla Abhidhan
মুথা [ muthā ] (কথ্য). মুথো বি. সুগন্ধি শিকড়যুক্ত তৃণবিশেষ।[সং. মুস্ত, মুস্তক]।
মুলো definitions

Samsad Bengali-English Dictionary
মুলো [ mulō ] n the radish.
Samsad Bangla Abhidhan
মুলো [ mulō ] বি. ব্যঞ্জনের উপকরণরূপে ব্যবহৃত কন্দবিশেষ। [সং. মূলক]।
মুড়ো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future imperative tense of মোড়া: মোড়া – to wrap around, to cover
Samsad Bengali-English Dictionary
মুড়ো1 [ muṛō1 ] n the head of a fish; tip or corner (কাপড়ের মুড়ো); an end or extremity (ঘরের এ মুড়ো থেকে ও মুড়ো) । মুড়ো2 [ muṛō2 ] a pollarded or lopped (মুড়ো গাছ); worn-out or decayed (মুড়ো ঝাঁটা) । 2nd person ordinary future imperative tense of মোড়া: মুড়া2, মোড়া [ muṛā2, mōṛā ] v to cover, to wrap; to enclose (খামে চিঠি মোড়া); to fold (বিছানা মোড়া); to double up (হাঁটু মুড়ে বসা); to contort or twist or bend (দেহ মোড়া); to ravel in, to wind round (আঙ্গুলে সুতো মোড়া). 2nd person ordinary future imperative tense of মোড়া: মুড়া3, মোড়া [ muṛā3, mōṛā ] v to pollard, to lop; to eat of the top (of) (ছাগলে গাছ মুড়েছে); to shave (মাথা মোড়া)
Samsad Bangla Abhidhan
মুড়া2, মোড়া [ muṛā2, mōṛā ] (কথ্য). মুড়ো বি. 1 মুণ্ড (মাছের মুড়ো); 2 আগা; 3 প্রান্ত (এ-মুড়ো থেকে ও-মুড়ো); 4 আঁচল ছেঁড়া কাপড়; 5 পরিধেয় বস্ত্র খুঁট বা টুকরো। ☐ বিণ. 1 মুণ্ডিত (মোড়া মাথা, মোড়া গাছ); 2 ক্ষয়প্রাপ্ত (মুড়ে ঝাঁটা); 3 নির্জল (মুড়া মাখন)। ☐ ক্রি. 1 মুণ্ডিত করা (মাথা মোড়ানো); 2 অগ্রভাগ বা বাড়তি ডালপালা ছাঁটা (গাছ মোড়ানো); 3 বৃক্ষাদির ডগা খাওয়া (ছাগলে গাছগুলো মুড়িয়েছে)। [সং. √ মুণ্ড্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 মুণ্ডিত করা বা করানো, ন্যাড়া করা বা করানো; 2 আগা ছাঁটা বা ছাটানো। ☐ বিণ. উক্ত সব অর্থে। লেজা2 [ lējā2 ] বি. 1 মাছের লেজ; 2 শেষ ভাগ। [বাং. লেজ + আ]। মুড়া, (কথ্য) মুড়ো বি. (আল.) আগাগোড়া, সমস্ত, সবকিছু। 2nd person ordinary future imperative tense of মোড়া: মুড়া1, মোড়া [ muṛā1, mōṛā ] বি. ক্রি. 1 আবৃত বা বেষ্টিত করা ('চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী': রবীন্দ্র); 2 জড়ানো (কাগজে মোড়া); 3 ভাঁজ বা সংকুচিত করা (হাঁটু মুড়ে বসা); 4 মোচড়ানো বা বাঁকানো (গা মোড়া); 5 পাকানো (আঙ্গুলে তার মোড়া)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ. মংড < সং. √ মণ্ড্-তু. হি. √ মঢ়]। ~নো ক্রি. বি. আবৃত বা বেষ্টিত করানো; ভাঁজ বা সংকুচিত করানো; পাক বা মোচড় দেওয়ানো বা দেওয়া; বাঁকা করানো বা করা। ☐ বিণ. উক্ত সব অর্থে। 2nd person ordinary future imperative tense of মোড়া: মুড়া2, মোড়া [ muṛā2, mōṛā ] (কথ্য). মুড়ো বি. 1 মুণ্ড (মাছের মুড়ো); 2 আগা; 3 প্রান্ত (এ-মুড়ো থেকে ও-মুড়ো); 4 আঁচল ছেঁড়া কাপড়; 5 পরিধেয় বস্ত্র খুঁট বা টুকরো। ☐ বিণ. 1 মুণ্ডিত (মোড়া মাথা, মোড়া গাছ); 2 ক্ষয়প্রাপ্ত (মুড়ে ঝাঁটা); 3 নির্জল (মুড়া মাখন)। ☐ ক্রি. 1 মুণ্ডিত করা (মাথা মোড়ানো); 2 অগ্রভাগ বা বাড়তি ডালপালা ছাঁটা (গাছ মোড়ানো); 3 বৃক্ষাদির ডগা খাওয়া (ছাগলে গাছগুলো মুড়িয়েছে)। [সং. √ মুণ্ড্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 মুণ্ডিত করা বা করানো, ন্যাড়া করা বা করানো; 2 আগা ছাঁটা বা ছাটানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।
মেগো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future imperative tense of মাগা: মাগা – to ask for something
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary future imperative tense of মাগা: মাগা [ māgā ] v to beg; to ask for; to solicit; to pray for.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future imperative tense of মাগা: মাগা [ māgā ] ক্রি. 1 যা়চ্ঞা করা, প্রার্থনা করা ('তোমার কাছে এ বর মাগি': রবীন্দ্র); 2 ভিক্ষা করা (মেগে খাওয়া); 3 চাওয়া ('ভিক্ষা মাগি দ্বারে দ্বার': রবীন্দ্র)। ☐ বি. বিণ উক্ত অর্থে। [বাং. √ মাগ্ (< সং √ মার্গ্) + আ]। ~নো ক্রি. 1 ভিক্ষা করানো বা চাওয়ানো; 2 আনানো। ☐বি. উক্ত অর্থে।
সম definitions

Bangla-Tangla Dictionary
সম – same
Samsad Bengali-English Dictionary
সম [ sama ] a equal; equivalent; similar, resembling (মৃত্যুসম); identical, same; uniform; straight; level flat; even, not odd (সমরাশি); impartial (সমদর্শী). ☐ n. (mus.) the terminal point of a measure. সমা [ samā ] a. fem of সম (a.).
Samsad Bangla Abhidhan
সম [ sama ] বিণ. 1 তুল্য, সমান, অনুরূপ (পুত্রসম, সমবয়স্ক, সমশ্রেণির); 2 অভিন্ন, একই (সমকাল); 3 ঋজু, অবন্ধুর (সমরেখা, সমতল); 4 যুগ্ম (সমরাশি); 5 সম্পূর্ণ; 6 সাধু। ☐ বি. (সংগীতে) তালের মাত্রাবিশেষ বা সমাপ্তি (গানের শেষে সমে এসে থামা)। [সং. √ সম্ + অ]। ~কক্ষ বিণ. 1 তুল্য প্রতিদ্বন্দ্বী বা সমান বলশালী; 2 তুল্য (তার সমকক্ষ ধনুর্ধর কে আছে?); 3 সমান (তার সমকক্ষ কেউ নেই)। স্ত্রী. ~কক্ষা। ~কক্ষতা বি. তুল্যতা, অভিন্নতা (নারী-পুরুষের সমকক্ষতা)। ~কাম বি. পুরুষের প্রতি পুরুষের কিংবা নারীর প্রতি নারীর যৌন আকর্ষণবোধ, homosexu ality. ~কামী বিণ. বি. সমকামযুক্ত বা সমকামযুক্ত ব্যক্তি। বি. ~কামিতা। ~কাল বি. একই সময় বা যুগ (আমাদের সমকালে এমন ঘটনা আর ঘটেনি)। ~কালিক, ~কালীন বিণ. একই কালের বা সময়ের, সমসাময়িক, contemporary (সমকালীন ঘটনাপ্রবাহ, দুই সমকালীন সাহিত্যিক)। ~কেন্দ্রিক বি. একই কেন্দ্রযুক্ত, concentric (সমকেন্দ্রিক দুটি বৃত্ত)। ~কোণ বি. (জ্যামি.) একটি সরলরেখার উপর লম্বভাবে অন্য একটি সরলরেখা অঙ্কন করলে যে কোণ উৎপন্ন হয়, right angle. ~কোণী ত্রিভুজ দ্র ত্রি। ~কৌণিক বিণ. 1 সমকোণযুক্ত; 2 সমকোণসংক্রান্ত। ~গোত্র বি. একই গোত্র বা বংশ। ~গোত্রীয় বিণ. একই গোত্রযুক্ত বা বংশীয়। ~ঘন (জ্যামি.) বি. 1 সমান গুণযুক্ত; সমজাতীয়, homogeneous; 2 regular solid (বি. প.)। ~চতুর্ভুজ বি. (জ্যামি.) যে চতুর্ভুজের চারটি বাহু ও চারটি কোণ পরস্পর সমান। ~জাতি বি. সমান বা একই জাতি, সমান বা একই শ্রেণি। ☐ বিণ. একজাতিভুক্ত। বি. ~জাতিতা, ~জাতিত্ব। ~জাতীয় বিণ. একই জাতির বা শ্রেণির অন্তর্ভুক্ত। স্ত্রী. ~জাতীয়া। বি. ~জাতীয়তা, ~জাতীয়ত্ব। ~তট বি. প্রাচীন পূর্ববঙ্গ। ~তল বিণ. অবন্ধুর, চৌরস, এবড়ো-খেবড়ো নয় এমন, plain. ~তা বি. 1 তুল্য বা সমান অবস্থা. অনুরূপতা; 2 অভিন্নতা (অধিকার ও ক্ষমতার সমতা); 3 ঋজুতা; 4 অবন্ধুরতা; 5 যুগ্মতা; 6 সমানভাব; 7 সাধুতা। ~তুল বিণ. 1 সমান ওজনবিশিষ্ট; 2 সমান সমান; 3 সমকক্ষ। ~তুল্য বিণ. (বাং. মতে) সমান সমান; সমকক্ষ। বি. ~তুল্যতা। স্ত্রী. ~তুল্যা। ~ত্ব বি. সমতা -র অনুরূপ। ~দর্শন বি. সমানজ্ঞানে অর্থাৎ কোনো ভেদাভেদ না করে দর্শন বা বিচার, নিরপেক্ষ বিচার। ☐ বিণ. সমান আকৃতিবিশিষ্ট। ~দর্শী (-র্শিন্) বিণ. 1 সমদর্শনকারী; 2 রাগদ্বেষবর্জিত; 3 নিরপেক্ষ, ভেদাভেদ করে না এমন। বি. ~দর্শিতা। স্ত্রী. ~দর্শিনী। ~দুঃখ বিণ. সমান দুঃখে দুঃখী। ☐ বি. সমান দুঃখ। ~দুঃখী (-খিন্) বিণ. সমান দুঃখযুক্ত; সমব্যথী। স্ত্রী. ~দুঃখিনী। ~দূর-বর্তী (-র্তিন্) বিণ. কোনো নির্দিষ্ট স্থান থেকে সমান দূরে অবস্থিত, equidistant. বি. ~দূর-বর্তিতা। স্ত্রী. ~দূর-বর্তিনী। ~দৃষ্টি বি. সমদর্শন, নিরপেক্ষ দৃষ্টিতে বিচার বা বিচারের ক্ষমতা। ~দ্বি-খণ্ডক বিণ. সমান দুই খণ্ডে বিভক্ত করে এমন। ~দ্বি-বাহু ত্রিভুজ দ্র ত্রি। ~দ্বি-ভুজ বি. (জ্যামি.) সমদ্বিবাহু ক্ষেত্র, rhomboid. ~ধর্মা (-র্মন্) বিণ. 1 সমান বা একরকম ধর্মবিশিষ্ট বা গুণযুক্ত; 2 (বাং.) একই ধর্মাবলম্বী। ~পদস্থ বিণ. 1 সমান পদে অধিষ্ঠিত; 2 সমান অধিকারপ্রাপ্ত বা ক্ষমতাপ্রাপ্ত। স্ত্রী. ~পদস্থা। বি. ~পদস্থতা। ~পাতে ক্রি-বিণ. সমান্তরালে, সমান্তরালভাবে। ~পৃষ্ঠ বিণ. সমতল, অবন্ধুর। ~প্রকৃতি বিণ. একই প্রকৃতিবিশিষ্ট; একই ধরনের। ~প্রাণ বিণ. অভিন্নহৃদয়; অন্তরঙ্গ। বি. ~প্রাণতা। স্ত্রী. ~প্রাণা। ~বয়সি, ~বয়স্ক বিণ. সমান বয়সবিশিষ্ট, একবয়সি। স্ত্রী. ~বয়স্কা। ~বর্তিতা দ্র সমবর্তী। ~বাহু ত্রিভুজ দ্র ত্রি। ~বেদনা, ~ব্যথা বি. পরের দুঃখে দুঃখবোধ, সহানুভুতি, দরদ। ~ব্যথী বিণ. সমবেদনাযুক্ত, দরদি। স্ত্রী. ~ব্যথিনী। ~ভাব বি. 1 একই ভাব বা ধরন; 2 সমান অবস্থা; 3 সাদৃশ্য। ~ভূমি বি. 1 সমতল ভূমি; 2 সমান উচ্চভূমি। ☐ বিণ. 1 সমতল; 2 ভূমির সঙ্গে সমান বা মিলিত অর্থাৎ মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে এমন (আক্রমণকারীরা গ্রামের ঘরবাড়ি সমভূমি করে দিল)। ~মূল্য বি. সমান বা একই দাম। ☐ বিণ. 1 সমান বা একই দামবিশিষ্ট; 2 তুল্য গৌরববিশিষ্ট। বি. ~মূল্যতা। ~রস বি. (অল.) সমান সুখ, তুল্য সুখ বা আনন্দ; যে আনন্দানুভূতির ভিতরে নব আনন্দানুভূতি এক হয়ে গেছে। ☐ বিণ. সমান রসযুক্ত। ~রাশি বি. (গণি.) যুগ্ম সংখ্যা (যেমন 6 8 2)। ~শ্রেণি বি. একই জাতি বা গোষ্ঠী বা দল। ☐ বিণ একই জাতি বা গোষ্ঠী বা দলের অন্তর্ভুক্ত। ~সময় বি. একই সময়। ~সাময়িক বিণ. (বাংলা প্রয়োগ) একই সময়ের (সমসাময়িক ইতিহাস)। সাম-সাময়িক শুদ্ধ রূপ কিন্তু অপ্র.। ~সূত্র বি. 1 দিক্চক্রবালের পূর্ব ও পশ্চিম বিন্দু ভেদকারী কাল্পনিক বৃত্তবিশেষ; 2 একই সরলরেখা (সমসূত্রে অবস্থিত); 3 একই সূত্র অর্থাৎ বন্ধন গ্রথন প্রভৃতির উপকরণ (সমসূত্রে গ্রথিত); 4 একই উপায় (সমসূত্রে জ্ঞাত হওয়া)। ~স্থলী বি. গঙ্গা ও যমুনার মধ্যবর্তী স্থলভাগ, দোআব। ~স্বরে ক্রি-বিণ. মিলিত কণ্ঠে (সকলে সমস্বরে বলে উঠল)। ~স্বামিত্ব বি. সমানাধিকার, সমান মালিকানা। সমতুল, সমতুল্য [ samatula, samatulya ] দ্র সম সমশ্রেণি [ samaśrēṇi ] দ্র সম সমসাময়িক [ samasāmaẏika ] দ্র সম সমা [ samā ] বিণ. সম -র স্ত্রীলিঙ্গ। ☐ বি. সংবৎসর। [সম দ্র]।
সু definitions

Samsad Bengali-English Dictionary
সু1 [ su1 ] n an auspicious or beautiful or good person or thing. সু2 [ su2 ] pfx denoting: auspicious or beautiful, sweet, good, very, easy etc.
Samsad Bangla Abhidhan
সু [ su ] অব্য. শুভ সুন্দর মধুর উৎকৃষ্ট উত্তম অধিক খুব অত্যন্ত সহজ প্রভৃতি অর্থসূচক উপসর্গ। ☐ বিণ. ভালো (সুমতি, সুরুপা)। ☐ বি. শুভ বা উত্তম বিষয় (সু ও কু র দ্বন্দ্ব)। [সং.]। ~কঠিন বিণ. অত্যন্ত কঠিন। ~কণ্ঠ বিণ. মধুর কণ্ঠস্বরযুক্ত। ~কবি বি. উৎকৃষ্ট কবি। ~কণ্ঠ বিণ. অনায়াসে করণীয় (দুস্কর ও সুকর কর্ম)। ~কর্ম বি. 1 সৎকাজ; ভালো কাজ; 2 ধর্মকর্ম। ~কল্পিত বিণ. 1 বিশেষভাবে বা ভালোভাবে ভেবেচিন্তে রচিত বা স্থিরীকৃত (সুকল্পিত ফন্দি); 2 উত্তমরূপে কল্পিত। ~কান্ত বিণ. সুন্দর কান্তিযুক্ত। ~কীর্তি বিণ. অতিশয় যশস্বী; উত্তম যশের অধিকারী। ☐ বি. ব্যাপকভাবে প্রচারিত বা বিশেষ গৌরবসূচক যশ। ~কুমার বিণ. অতি কোমল বা অল্পবয়স্ক, স্নিগ্ধ (সুকুমার সৌন্দর্য, সুকুমার মতি)। সুকুমার শিল্প কাব্য সংগীত চিত্রাঙ্কন প্রভৃতি চারুকলা। ~কুমারী বিণ. সুকুমার -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. নবমল্লিকা। ~কৃত বিণ. 1 সুসম্পন্ন; 2 সুনির্মিত; 3 সুগঠিত; 4 সৎকর্মের অনুষ্ঠাতা। ☐ বি. সুকৃতি। ~কৃৎ বিণ. 1 ধর্মাচারী; ধার্মিক; 2 সৎকর্মের অনুষ্ঠাতা; 3 পুণ্যবান; 4 ভাগ্যবান। ~কৃতি বি. 1 সৎকর্ম ('আজন্মের সঞ্চিত সুকৃতি': সু. দ.); 2 পুণ্য; 3 ধর্মকর্ম; 4 মঙ্গল; 5 সৌভাগ্য। ~কৃতী (-তিন্) সুকৃৎ এর অনুরূপ। ~কেশ বিণ. সুন্দর কেশযুক্ত। স্ত্রী. ~কেশা, (বাং.) &tilde কেশিনী। ~কোমল বিণ. 1 অতিশয় কোমল বা নরম; 2 অতি মধুর বা স্নিগ্ধ। ~কৌশলে ক্রি-বিণ. চমৎকার কৌশলের দ্বারা। ~ক্রিয়া বি. সৎকর্ম, পুণ্য। ~খ্যাতি বি. প্রশংসা; যশ। ~গঠন বিণ. সুগঠিত। ☐ বি. সুন্দর গ়ড়ন বা আকৃতি (সুগঠনে মণ্ডিত)। স্ত্রী. ~গঠনা। ~গঠিত বিণ. 1 সুন্দর আকারযুক্ত; 2 সুন্দরভাবে নির্মিত। ~গত বিণ. সুন্দর গতিযুক্ত। ☐ বি. বুদ্ধদেব। ~গতি বি. 1 সুন্দর গতি; 2 মোক্ষ। ~গন্ধ বি. 1 মধুর গন্ধ; 2 গন্ধক; 3 চন্দনবৃক্ষ, 4 চন্দন। ☐ বিণ. সুবাসিত, সুরভিত (সুগন্ধ তেল); মধুর গন্ধযুক্ত। ~গন্ধ-বহ বি. বায়ু। ~গন্ধা বি. 1 রান্না; 2 নবমল্লিকা; 3 মাধবী; 4 তুলসী। ~গন্ধি বিণ. (সচ. নিজস্ব) মধুর গন্ধযুক্ত (সুগন্ধিপুষ্প)। ☐ বি. 1 গন্ধদ্রব্য; 2 চুনির মতো রত্নবিশেষ। ~গন্ধিত বিণ. মধুর গন্ধযুক্ত। ~গন্ধী (-ন্ধিন্) বিণ. মধুর গন্ধযুক্ত, সুবাসিত। ~গভীর বিণ. অতি গভীর (সুগভীর শ্রদ্ধা, সুগভীর পাণ্ডিত্য)। ~গম, ~গম্য বিণ. 1 (পথাদি সম্বন্ধে) সহজে চলাফেরার উপযুক্ত (জয়ের পথ সুগম); 2 সহজে প্রবেশসাধ্য; 3 সহজবোধ্য (ভাষা সুগম নয়); 4 সহজলভ্য। ~গম্ভীর বিণ. অত্যন্ত গম্ভীর। ~গান বি. মধুর বা সুন্দর গান ('কবিত্ব সুগান' : কৃত্তি.)। ~গুপ্ত বিণ. সযত্নে বা সম্পূর্ণরূপে গুপ্ত রাখা হয়েছে এমন। ~গৃহীত-নামা (-নামন্) বিণ. উচ্চারণ করলে পুণ্য হয় এমন নামবিশিষ্ট; পুণ্যশ্লোক, প্রাতঃস্মরণীয়। ~গোল বিণ. 1 সম্পূর্ণ গোলাকার; 2 সুন্দর এবং গোলাকৃতি; 3 নিটোল। ~গ্রথিত বিণ. ভালোভাবে বিন্যস্ত বা রচিত। ~গ্রাহী (-হিন্) বিণ. ভালোভাবে গ্রহণকারী বা আকর্ষণকারী। ~গ্রীব বি. বানররাজ বালীর ভ্রাতা। ☐ বিণ. যার গ্রীবা বা কণ্ঠদেশ সুন্দর। ~চন্দন বি. উৎকৃষ্ট চন্দনবৃক্ষ। সুচরিত, সুচরিত্র বিণ. সচ্চরিত্র; সুস্বভাব। ☐ বি. উত্তম চরিত্র; সৎ স্বভাব। স্ত্রী. সুচরিতা, সুচরিত্রা। ~চরিতেষু সুচরিতসমীপে; চিঠিপত্রে ভদ্রতাসূচক পাঠবিশেষ। স্ত্রী. ~চরিতাসু। ~চারু বিণ. অতি সুন্দর (সুচারুরূপে সজ্জিত)। ~চিক্কণ বিণ. অতিশয় মসৃণ বা উজ্জ্বল; অত্যন্ত চকচকে। ~চিত্রিত বিণ. সুন্দরভাবে অঙ্কিত বা বর্ণিত। ~চিন্তিত বিণ. উত্তমরূপে বা বিশেষভাবে বিবেচিত (সুচিন্তিত অভিমত)। ~চির বিণ. অতি দীর্ঘস্থায়ী ('সুচির শর্বরী' : রবীন্দ্র)। ☐ বি. সুদীর্ঘ কাল। ~চেতা (-তস্) বিণ. 1 সন্তুষ্টচিত্ত; 2 সতর্ক। ~ছাঁদ বিণ. 1 সুগঠিত; 2 সুন্দর গঠনকৌশলযুক্ত; 3 সুন্দর ভঙ্গিযুক্ত। ☐ বি. সুন্দর ছাঁদ বা গঠন। ~জন বি. সৎ লোক; সজ্জন। ~জলা বিণ. প্রচুর উত্তম বা সুমিষ্ট জলপূর্ণ; প্রচুর ও উত্তম জলপূর্ণ নদীর দ্বারা সমৃদ্ধিশালিনী। ~জাত বিণ. 1 সদ্বংশজাত; 2 বৈধভাবে জাত অর্থাৎ জারজ নয়। স্ত্রী. ~জাতা। ~জেয় বিণ. সহজে জয়সাধ্য। ~ঠাম বিণ. সুন্দর চেহারাযুক্ত বা অঙ্গসৌষ্ঠববিশিষ্ট (সুঠাম দেহ)। ~ডোল, ~ডৌল বিণ. সুন্দর আকারযুক্ত; সুগঠন। ~তনু বিণ. 1 অতি কৃশ; কৃশাঙ্গ; 2 সুন্দর দেহযুক্ত; 3 ছিমছাম; 4 সুঠাম। ~তপা বিণ. উগ্র বা কঠোর তপস্যায় অভ্যস্ত, মহাতপা। ☐ বি. 1 ওই রকম তপস্বী; 2 সূর্য। ~তপ্ত বিণ. 1 অতিশয় তপ্ত; 2 প্রদীপ্ত, সমুজ্জ্বল। ~তার বিণ. সুস্বাদু। ☐ বি. উত্তম স্বাদ। ~তীক্ষ্ণ বিণ. 1 অত্যন্ত ধারালো; 2 অত্যন্ত মর্মদাহী (সুতীক্ষ্ণ বিদ্রুপ)। ~তীব্র বিণ. অত্যন্ত তীব্র। ~তুঙ্গ বিণ. অতি তুঙ্গ বা উচ্চ। ~দক্ষ বিণ. অতিশয় দক্ষ। ~দক্ষিণ বিণ. 1 অতি সরল বা উদার ('মনে হয় অমাবস্যা সুদক্ষিণ, সজীব, নির্ভার': সু. দ.); 2 অতি নিপুণ। স্ত্রী. ~দক্ষিণা। ~দতী বি. স্ত্রী. সুন্দর দন্তযুক্তা যুবতী। ~দন্ত বিণ. সুন্দর দন্তযুক্ত। ☐ বি. সুন্দর দাঁত। ~দর্শন বিণ. 1 দেখতে সুন্দর (সুদর্শন যুবক); 2 নয়নরঞ্জন; শোভন। ☐ বি. বিষ্ণুর চক্র। ~দীর্ঘ বিণ. অতি দীর্ঘ (সুদীর্ঘ পথ)। ~দুশ্চর বিণ. অতি দুর্গম। ~দূর, ~দূর-বর্তী (-র্তিন্) বিণ. বি. অতিদূরবর্তী; অতিদূরবর্তী স্থান (সুদূরপ্রসারী; সুদূরের আহ্বান)। ~দূর-পরাহত বিণ. দূরবর্তী কালেও ব্যাহত অর্থাৎ ঘটা কঠিন বা অসম্ভবপ্রায়। ~দূর-প্রসারী (-রিন্) বিণ. অনেক দূর পর্যন্ত বিস্তৃত; দীর্ঘ (সুদূরপ্রসারী পরিকল্পনা)। ~দৃঢ় বিণ. অত্যন্ত দৃঢ় (সুদৃঢ় ভিত্তি)। ~দৃশ্য বিণ. দেখতে সুন্দর, সুদর্শন; শোভাময়। ~দৃষ্টি বি. অনুকূল বা সদয় দৃষ্টি। ~ধীর বিণ. 1 অতি ধীরগতি; 2 অতি ধীরস্বভাব; 3 শান্ত বা নম্র। ~নজর বি. 1 সুদৃষ্টি; 2 অনুকূল ধারণা (উপরওয়ালার সুনজর)। ~নয়না, (বাং.) ~নয়নী বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। পুং. ~নয়ন। ~নাভ বিণ. সুন্দর নাভিযুক্ত। ☐ বি. মৈনাক পর্বত। ~নাম (-মন্) বি. খ্যাতি, যশ। ~নিপুণ বিণ. অতি নিপুণ। স্ত্রী. ~নিপুণা। ~নিয়ন্ত্রণ বি. সুষ্ঠু ব্যবস্থা বা পরিচালনা; সুবন্দোবস্ত; উত্তম নিয়ম। ~নিয়ন্ত্রিত বিণ. সুপরিচালিত, সংযমিত। ~নিয়ম বি. উত্তম নিয়ম বা ব্যবস্থা। ~নির্দিষ্ট বিণ. 1 সুন্দরভাবে বা স্পষ্টভাবে স্থিরীকৃত (সুনির্দিষ্ট পথ বা পরিকল্পনা); 2 স্পষ্ট উল্লেখযুক্ত। ~নিশ্চয় বি. 1 সন্দেহাতীত বলে জ্ঞান বা বোধ; 2 উত্তমরূপে নির্ধারণ। ☐ বিণ. (বাং.) সুনিশ্চিত। ☐ ক্রি-বিণ. (বাং.) সঠিকভাবে; অতি অবশ্য। ~নীতি বি. উৎকৃষ্ট নীতি। ☐ বিণ. (বিরল) উৎকৃষ্ট নীতিযুক্ত; নীতিমান। ~নীল বি. বিণ. চমৎকার বা গাঢ় নীল। ~নেত্রা বিণ. স্ত্রী. সুন্দর চোখবিশিষ্টা। ~পক্ব বিণ. 1 সম্পূর্ণরূপে পাকা (সুপক্ব ফল); 2 ভালোভাবে বা সম্পূর্ণ সিদ্ধ বা রান্না হয়েছে এমন (সুপক্ব ব্যঞ্জন)। ~পথ বি. উত্তম বা সৎ পথ। ~পরি-চিত বিণ. ভালোভাবে চেনা বা জানা আছে এমন। ~পরি-জ্ঞাত বিণ. বিশেষভাবে জ্ঞাত। ~পরি-ণাম বি. ভালো পরিণাম বা ফলাফল। ~পর্ণ বিণ. 1 সুন্দর পাতাওয়ালা (সুপর্ণ বৃক্ষ); 2 সুন্দর পক্ষযুক্ত বা পালকযুক্ত (সুপর্ণ পক্ষী)। ☐ বি. 1 সুন্দর পাখাযুক্ত পাখি 2 গরুড়; 3 মুরগি। ~প্রাচ্য বিণ. সহজে হজম হয় এমন, লঘুপাক। ~পাত্র বি. বিবাহের ব্যাপারে উত্তম বা কাম্য পাত্র। বি. স্ত্রী. ~পাত্রী। ~পুত্র বি. গুণবান ছেলে। ~পুরুষ বি. সুন্দর বা সুগঠিত পুরুষ। ☐ বিণ. (বা.) সুন্দর বা সুগঠিত (সুপুরুষ ব্যক্তি)। ~প্রকাশ বিণ. স্পষ্টভাবে বা সুন্দরভাবে প্রকাশিত। ~প্রজা-বতী বিণ. (স্ত্রী.) বহু সুসন্তান প্রসবকারিণী। ~প্রতিষ্ঠ, ~প্রতিষ্ঠিত বিণ. 1 উত্তম বা দৃঢ় প্রতিষ্ঠাযুক্ত; অতি বিখ্যাত; 2 উত্তমরূপে স্থাপিত। ~প্রভ বিণ. উজ্জ্বল প্রভাযুক্ত। ~প্রভা বিণ. (স্ত্রী.) দীপ্তিশালিনী। ~প্রভাত বি. 1 সুন্দর বা শুভ প্রভাত; 2 (আল.) সৌভাগ্যোদয়; 3 মধ্যরাত্রির পর থেকে মধ্যাহ্নের প্রাক্কালীন সম্ভাষণবিশেষ (ইং. good morning)-এর অনুবাদ। ~প্রযুক্ত বিণ. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ করা হয়েছে এমন (সুপ্রযুক্ত দৃষ্টান্ত)। ~প্রয়োগ বি. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ। ~প্রশস্ত বিণ. 1 অত্যুত্তম (সুপ্রশস্ত কাল); 2 সুযোগ্য; 3 (বাং.) প্রচুর আয়তন বিশিষ্ট বা চওড়া (সুপ্রশস্ত কক্ষ বা রাস্তা)। ~প্রসন্ন বি. অতি প্রসন্ন বা অনকূল (ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন)। ~প্রসব বি. নির্বিঘ্নে প্রসব। ~প্রসিদ্ধ বিণ. অতি বিখ্যাত; ব্যাপকভাবে বা বিশেষরূপে লোকসমাজে পরিচিত। স্ত্রী. ~প্রসিদ্ধা। ~প্রাপ্য বিণ. সহজে পাওয়া যায় এমন, সুলভ। ~প্রিয় বিণ. অতি প্রিয়। স্ত্রী. ~প্রিয়া। ~ফল বি. 1 শুভ ফল, উত্তম পরিণতি; 2 তীর্থ-দর্শনের শুভ পরিণামের জন্য পাণ্ডার আশীর্বাদ। ~ফল-দায়ক, ~ফল-প্রসূ বিণ. শুভ ফলদায়ক। বিণ. স্ত্রী. ~ফলা উত্তম ফলপ্রসবিনী। ☐ বি. কলা। ~বঙ্কিম বিণ. বাঁকা অথচ সুন্দর। ~বদনা, (বাং.) ~বদনী বিণ. (স্ত্রী.) সুন্দর মুখশ্রীবিশিষ্টা। বিণ. (পুং.) ~বদন। ~বন্দোবস্ত বি. উত্তম ব্যবস্থা। ~বলিত বিণ. বলিষ্ঠ; সুগঠিত। ~বাক্য বি. (বাং.) উত্তম বা মধুর কথা। ~বিচার বি. উত্তম বিচার; ন্যায় বিচার; নিরপেক্ষ বিচার; সুমীমাংসা; সুবিবেচনা। ~বিচারক বিণ. সুবিচার করতে সক্ষম বা সুবিচার করে এমন। ☐ বি. তেমন ব্যক্তি বা বিচারক। ~বিদিত বিণ. উত্তমরূপে জ্ঞাত; অতি প্রসিদ্ধ। ~বিধান, ~বিধি বি. উত্তম নিয়ম বা ব্যবস্থা। ~বিনয় বি. যথোচিত বিনয়। ~বিনীত বিণ. 1 অত্যন্ত বিনীত; 2 সুষ্ঠুভাবে শিক্ষিত। বিণ. (স্ত্রী.) ~বিনীতা। ~বিন্যস্ত বিণ. যথাস্থানে সুন্দরভাবে স্থাপিত বা সজ্জিত। ~বিন্যাস বি. যথাস্থানে সুন্দরভাবে স্থাপন করা বা সাজানো। ~বিপুল বিণ. অতি প্রকাণ্ড, মস্ত বড়; বিরাট; প্রচুর। স্ত্রী. ~বিপুলা। ~বিমল বিণ. অতিশয় বা সম্পূর্ণ নির্মল। ~বিশাল বিণ. অতি বিশাল। ~বিস্তীর্ণ, ~বিস্তৃত বিণ. অতি বিস্তৃত। ~বিহিত বিণ. সঠিক ব্যবস্থার দ্বারা নিষ্পাদিত; ভালোভাবে সম্পন্ন। ☐ বি. উত্তম ব্যবস্থা বা প্রতিকার। ~বুদ্ধি বি. সৎ বুদ্ধি, সুমতি। ☐ বিণ. সৎ বুদ্ধিযুক্ত। ~বৃষ্টি বি. যথোচিত বৃষ্টি (অর্থাৎ, অনাবৃষ্টি বা অতিবৃষ্টি নয়)। ~বৃহৎ বিণ. অতি বৃহৎ, মস্ত বড়ো, প্রকাণ্ড। ~বেশ বিণ. উত্তম পোশাক-পরিহিত। ☐ বি. উত্তম পোশাক; সাজপোশাকের পারিপাট্য। স্ত্রী. (বিণ.) ~বেশা। ~বোধ বিণ. 1 সদ্বুদ্ধিসম্পন্ন; 2 প্রাঞ্জল; 3 (ব্যঙ্গে) শান্তশিষ্ট ও আজ্ঞাবহ, গো বেচারা। ☐ বি. উত্তম বুদ্ধি বা জ্ঞান। ~বোধ্য বিণ. সহজে বোধগম্য। ~ব্যবস্থা বি. উৎকৃষ্ট ব্যবস্থা। ~ব্যবস্থিত বিণ. উৎকৃষ্ট ব্যবস্থাযুক্ত। ~ব্রত বিণ. সত্ব্রত পালনকারী; যে সুষ্ঠুভাবে ব্রত পালন করে। স্ত্রী. ~ব্রতা। ~ব্রহ্মণ্য বিণ. পূর্ণ ব্রহ্মতেজোময়। ☐ বি. 1 কার্তিকেয়; 2 বৈদিক যজ্ঞের পুরোহিতবিশেষ; 3 পূর্ণ ব্রহ্মতেজ। ~ব্রাহ্মণ বি. আচারনিষ্ঠ ব্রাহ্মণ; সৎ ব্রাহ্মণ। ~ভগ বিণ. 1 সৌভাগ্যশালী; 2 সুন্দর; 3 সুখদায়ক; 4 প্রিয়। স্ত্রী. ~ভগা সুভগ -র সমস্ত অর্থে; এবং-পতিসোহাগিনি। ~ভদ্র বিণ. 1 পরমকল্যাণযুক্ত; 2 অত্যন্ত শিষ্ট। স্ত্রী. ~ভদ্র। ~ভাষ বি. সুবচন। ~ভাষিত বিণ. 1 সুন্দরভাবে কথিত; 2 মধুরভাষী; 3 বাক্পটু; 4 বাগ্মী ☐ বি 1 হিতবচন; 2 জ্ঞানগর্ভ কথা; 3 নীতিবাক্য। ~ভাষী বিণ. মধুরভাষী; প্রিয়ংবদ। স্ত্রী. ~ভাষিণী। ~ভিক্ষ বিণ. (স্থানাদি-সম্বন্ধে) প্রচুর ভিক্ষা বা খাদ্যবস্তু মেলে এমন (অর্থাৎ যেখানে দুর্ভিক্ষ বা অজন্মা নেই)। ~মঙ্গল বি. পরমকল্যাণ, বিশেষ শুভ। ~মতি বিণ. উত্তম মতিগতিবিশিষ্ট বা বুদ্ধিশালী। ☐ বি. উত্তম মতিগতি বা শুভবুদ্ধি। ~মধুর বিণ. অতি মধুর। ~মধ্যমা বিণ. (স্ত্রী.) সরু ও সুগঠিত কোমরবিশিষ্টা। ~মন বি. ফুল। ~মনা বিণ. জ্ঞানবান; মহৎ, উদারচেতা; (বাং. স্ত্রী.) ভালো স্বভাববিশিষ্ট। ☐ বি. দেবতা; পণ্ডিত ব্যক্তি। ~মন্ত্রণা বি. উত্তম বা সৎপরামর্শ। ~মন্দ বিণ. মধুর ও ধীর; মৃদুমন্দ। ~মহৎ, ~মহান বিণ. অতি মহৎ। স্ত্রী. ~মহতী। ~মিষ্ট বিণ. অতিমিষ্ট। ~মেধা (-ধস্) বিণ. উৎকৃষ্ট ধীশক্তিসম্পন্ন; অতি মেধাবী। ~যুক্তি বি. উত্তম পরামর্শ। ~যোগ্য বিণ. উত্তম যোগ্যতাসম্পন্ন; অতি উপযুক্ত। স্ত্রী. ~যোগ্যা। ~রক্ষিত বিণ. ভালোভাবে রক্ষিত। স্ত্রী. ~রক্ষিতা। ~রঙ্গী বিণ. চমৎকার ভঙ্গিযুক্ত বা লীলাযুক্ত ('চলন ভঙ্গী অতি সুরঙ্গী' : চণ্ডী)। ~রঞ্জিত বিণ. অতিরঞ্জিত; সমানভাবে বা শোভনরূপে চিত্রিত। স্ত্রী. ~রঞ্জিতা। ~রব বি. মধুর ধ্বনি। ~রম্য বিণ. অতি রমণীয়। ~রস বিণ. মিষ্টি রসযুক্ত; স্বাদু। ☐ বি. মিষ্টি রস বা স্বাদ। ~রসা বি. স্ত্রী. 1 তুলসী; 2 রাস্না। ~রসাল বিণ. স্বাদু রসযুক্ত। ~রসিক বিণ. উত্তম রসবোধযুক্ত; অতিশয় রঙ্গরসপটু। স্ত্রী. ~রসিকা। ~রুচি বি. উত্তম ও মার্জিত রুচি। ☐ বিণ. সুরুচুসম্পন্ন। ~রূপ বিণ. সুন্দর রূপবিশিষ্ট; রূপবান; সুশ্রী; সুগঠন। স্ত্রী. ~রূপা। ~লক্ষণ বিণ. উত্তম লক্ষণযুক্ত। ☐ বি. উত্তম লক্ষণ। স্ত্রী. ~লক্ষণা। ~লোচনা বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। বিণ. পুং. ~লোচন। ~লোহিত বিণ. গাঢ় লাল। ~শাসক বিণ. বি. সুশাসনকারী। ~শাসন বি. ন্যায়সংগত বা নিরপেক্ষ শাসন। ~শাসিত বিণ. ন্যায়সংগত বা নিরপেক্ষ বা উপযুক্তভাবে শাসিত। ~শিক্ষক বিণ. উত্তম শিক্ষা বা উপদেশ দানকারী; যে শিক্ষক ভালো পড়াতে পারেন। ~শিক্ষা বি. উত্তম শিক্ষা বা উপদেশ। ~শিক্ষিত বিণ. উত্তম শিক্ষাপ্রাপ্ত। স্ত্রী. ~শিক্ষিতা। ~শীতল বিণ. অতিশয় শীতল; যে রকম শীতলতায় দেহমন স্নিগ্ধ হয়। ~শীল বিণ. সৎস্বভাববিশিষ্ট; সচ্চরিত্র, ভদ্র। স্ত্রী. ~শীলা। ~শৃঙ্খল বিণ. সুব্যবস্থাযুক্ত; ভালোভাবে নিয়ন্ত্রিত। ~শৃঙ্খলা বি. উত্তম ব্যবস্থা বা নিয়ম। ~শোভন বিণ. সুন্দর শোভাযুক্ত; অতি সুন্দর; সুসংগত; মানানসই। ~শোভনা বিণ. স্ত্রী. অতিসুন্দর (শ্রীদুর্গার সুশোভনা মূর্তি)। ~শোভিত বিণ. সুন্দরভাবে ভূষিত বা সজ্জিত। স্ত্রী. ~শোভিতা। ~শ্রাব্য বিণ. 1 শ্রুতিমধুর; 2 অশ্লীলতাদি দোষবর্জিত। ~শ্রী বিণ. সুন্দর রূপযুক্ত বা লাবণ্যযুক্ত; কান্তিমান; সুন্দর; ~সংগত বিণ. সম্পূর্ণ সংগত বা সামঞ্জস্যপূর্ণ (সুসংগত পরিকল্পনা বা সমাধান)। ~সংগতি বি. উত্তম বা পূর্ণ সামঞ্জস্য (চার দিকের সঙ্গে সুসংগতি)। ~সংবাদ বি. শুভ বা আনন্দদায়ক খবর। ~সংবৃত বিণ. উত্তমরূপে আচ্ছাদিত। স্ত্রী. ~সংবৃতা। ~সংযত বিণ. যথোচিত বা অতিশয় সংযমপূর্ণ; সুনিয়ন্ত্রিত। ~সংলগ্ন বিণ. সুষ্ঠুভাবে মিলিত বা সংযুক্ত (সুসংলগ্ন কার্যকারণ-সূত্র)। ~সংস্কৃত বি. 1 উত্তমরূপে মেরামত করা বা সংশোধন করা হয়েছে এমন; 2 উত্তমরূপে মার্জিত বা বিন্যস্ত; 3 অতি ভদ্র বা সভ্য (সুসংস্কৃত রুচি ও দৃষ্টিভঙ্গি)। ~সজ্জিত বিণ. পরিপাটিরূপে সাজানো হয়েছে বা সেজেছে এমন। স্ত্রী. ~সজ্জিতা। ~সভ্য বিণ. যথোচিত বা অতিশয় সভ্য। স্ত্রী. ~সভ্যা। ~সমঞ্জস বিণ. অত্যন্ত সংগত বা যোগ্য (সুসমঞ্জস নীতি বা পরিকল্পনা)। ~সময় বি. শুভ বা সুখপূর্ণ সময়, সুদিন; উপযুক্ত সময়। ~সম্পন্ন বিণ. উত্তমরূপে নিষ্পন্ন; অতিশয় সংগতিশালী বা সমৃদ্ধ। ~সম্পাদিত বিণ. উত্তমরূপে নিষ্পন্ন। ~সম্বন্ধ বিণ. উত্তমরূপে বদ্ধ বা সম্বন্ধযুক্ত (সুসম্বন্ধ যুক্তিপরম্পরা); নিত্যসম্বন্ধ। ~সহ বিণ. সহজে বা বিনা কষ্টে সহ্য করা যায় এমন। ~সাধ্য বিণ. সহজে করতে পারা যায় এমন। ~সিদ্ধ বিণ. 1 তাপাদিতে উত্তমরূপে সিদ্ধ (সুসিদ্ধ ব্যঞ্জন); 2 সুসম্পন্ন; 3 সম্পূর্ণ সাফল্যমণ্ডিত; 4 সম্পূর্ণরূপে পূরণ হয়েছে এমন (সুসিদ্ধ বাসনা)। ~স্থিত বিণ. 1 সুস্থ; 2 নিরূদ্বেগ; 3 সুপ্রতিষ্ঠিত; 4 অস্থিরতা থেকে মুক্ত (দেশের রাজনীতিক অবস্থা সুস্থিত নয়)। ~স্থির বিণ. 1 অতি শান্ত, সুধীর; 2 সম্পূর্ণ সুস্থ; 3 স্থিরীভূত (সুস্থির পরিবেশ)। ~স্নিগ্ধ বিণ. 1 অতি স্নিগ্ধ; 2 অতি মসৃণ বা চিক্কণ; 3 অতি স্নেহপূর্ণ। ~স্পষ্ট বিণ. অত্যন্ত বা সম্পূর্ণ স্পষ্ট অথবা ব্যক্ত (সুস্পষ্ট উপলব্ধি, সুস্পষ্ট ছবি)। ~স্মিত বিণ. সুন্দর মৃদুহাস্যযুক্ত। স্ত্রী. ~স্মিতা। ~স্বন বি. মধুর ধ্বনি। ~স্বপ্ন বি. মনোরম বা শুভসূচক স্বপ্ন; সুখস্বপ্ন। ~স্বর বি. মধুর স্বর বা ধ্বনি। ~স্বাদ বি. উত্তম স্বাদ। ☐ বিণ. উত্তম স্বাদযুক্ত, সুস্বাদু। ~স্বাদু বিণ. অতি মধুর স্বাদযুক্ত। ~হাস বিণ. সুন্দর হাসিযুক্ত। ☐ বি. সুন্দর হাসি। বিণ. স্ত্রী. ~হাসিনী সুকবি [ sukabi ] দ্র সু সুকর্ম, সুকল্পিত [ sukarma, sukalpita ] দ্র সু সুকান্ত, সুকীর্তি, সুকুমার, সুকুমারী, সুকৃত, সুকৃৎ, সুকৃতি, সুকৃতী, সুকেশ, সুকেশিনী, সুকেশী, সুকোমল, সুকৌশলে [ sukānta, sukīrti, sukumāra, sukumārī, sukṛta, sukṛt, sukṛti, sukṛtī, sukēśa, sukēśinī, sukēśī, sukōmala, sukauśalē ] দ্র সু সুক্রিয়া [ sukriẏā ] দ্র সু সুখবর [ sukhabara ] দ্র সু সুখাদ্য [ sukhādya ] দ্র সু সুখ্যাতি, সুগঠন, সুগঠিত, সুগতি, সুগন্ধ, সুগন্ধা, সুগন্ধি, সুগন্ধিত, সুগন্ধী, সুগভীর, সুগম, সুগম্য, সুগম্ভীর, সুগান, সুগুপ্ত, সুগৃহীতনামা, সুগোল [ sukhyāti, sugaṭhana, sugaṭhita, sugati, sugandha, sugandhā, sugandhi, sugandhita, sugandhī, sugabhīra, sugama, sugamya, sugambhīra, sugāna, sugupta, sugṛhītanāmā, sugōla ] দ্র সু সুচন্দন, সুচরিত, সুচরিতেষু, সুচরিত্র, সুচারু, সুচিক্কণ, সুচিত্রিত, সুচিন্তিত, সুচির, সুচেতা, সুছাঁদ, সুজন [ sucandana, sucarita, sucaritēṣu, sucaritra, sucāru, sucikkaṇa, sucitrita, sucintita, sucira, sucētā, suchān̐da, sujana ] দ্র সু সুজলা, সুজাত [ sujalā, sujāta ] দ্র সু সুজেয় [ sujēẏa ] দ্র সু সুঠাম [ suṭhāma ] দ্র সু সুডৌল [ suḍaula ] দ্র সু সুতনু, সুতপা, সুতপ্ত [ sutanu, sutapā, sutapta ] দ্র সু সুদক্ষ, সুদক্ষিণ, সুদতী, সুদন্ত, সুদর্শন [ sudakṣa, sudakṣiṇa, sudatī, sudanta, sudarśana ] দ্র সু সুদীর্ঘ, সুদূর, সুদৃঢ়, সুদৃশ্য, সুদৃষ্টি [ sudīrgha, sudūra, sudṛṛha, sudṛśya, sudṛṣṭi ] দ্র সু সুধীর [ sudhīra ] দ্র সু সুনজর, সুনয়না, সুনাভ, সুনাম, সুনিপুণ, সুনিয়ন্ত্রণ, সুনিয়ন্ত্রিত, সুনিয়ম, সুনির্দিষ্ট, সুনিশ্চয়, সুনিশ্চিত, সুনীতি, সুনীল [ sunajara, sunaẏanā, sunābha, sunāma, sunipuṇa, suniẏantraṇa, suniẏantrita, suniẏama, sunirdiṣṭa, suniścaẏa, suniścita, sunīti, sunīla ] দ্র সু সুপক্ব, সুপথ, সুপর্ণ, সুপাচ্য, সুপাত্র [ supakba, supatha, suparṇa, supācya, supātra ] দ্র সু সুপ্রকাশ, সুপ্রজাবতী, সুপ্রতিষ্ঠ, সুপ্রতিষ্ঠিত [ suprakāśa, suprajābatī, supratiṣṭha, supratiṣṭhita ] দ্র সু সুপ্রভ, সুপ্রভা, সুপ্রভাত, সুপ্রযুক্ত, সুপ্রয়োগ, সুপ্রশস্ত, সুপ্রসন্ন, সুপ্রসব, সুপ্রসিদ্ধ, সুপ্রাপ্য [ suprabha, suprabhā, suprabhāta, suprayukta, supraẏōga, supraśasta, suprasanna, suprasaba, suprasiddha, suprāpya ] দ্র সু সুপ্রিয় [ supriẏa ] দ্র সু সুফল, সুফলা [ suphala, suphalā ] দ্র সু সুবলিত, সুবহ [ subalita, subaha ] দ্র সু সুবিনীত, সুবিন্যস্ত, সুবিন্যাস, সুবিপুল, সুবিমল, সুবিশাল, সুবিস্তীর্ণ, সুবিস্তৃত, সুবিহিত, সুবুদ্ধি, সুবৃষ্টি, সুবৃহৎ [ subinīta, subinyasta, subinyāsa, subipula, subimala, subiśāla, subistīrṇa, subistṛta, subihita, subuddhi, subṛṣṭi, subṛhat ] দ্র সু সুবেশ, সুবোধ, সুবোধ্য, সুব্যবস্থা, সুব্যবস্থিত, সুব্রত, সুব্রহ্মণ্য, সুব্রাহ্মণ, সুভগ, সুভদ্র, সুভাষ, সুভাষিত, সুভাষিণী, সুভাষী, সুভিক্ষ, সুমঙ্গল, সুমতি, সুমধুর, সুমধ্যমা, সুমন, সুমনা, সুমন্ত্রণা, সুমন্দ [ subēśa, subōdha, subōdhya, subyabashā, subyabashita, subrata, subrahmaṇya, subrāhmaṇa, subhaga, subhadra, subhāṣa, subhāṣita, subhāṣiṇī, subhāṣī, subhikṣa, sumaṅgala, sumati, sumadhura, sumadhyamā, sumana, sumanā, sumantraṇā, sumanda ] দ্র সু সুরম্য, সুরস, সুরসা, সুরসাল, সুরসিক [ suramya, surasa, surasā, surasāla, surasika ] দ্র সু সুললিত, সুলিখিত [ sulalita, sulikhita ] দ্র সু সুলেখক, সুলোচনা, সুলোহিত, সুশাসক, সুশাসন, সুশাসিত, সুশিক্ষক, সুশিক্ষা, সুশিক্ষিত, সুশীতল, সুশীল, সুশৃঙ্খল, সুশৃঙ্খলা, সুশোভন, সুশোভিত, সুশ্রাব্য, সুশ্রী [ sulēkhaka, sulōcanā, sulōhita, suśāsaka, suśāsana, suśāsita, suśikṣaka, suśikṣā, suśikṣita, suśītala, suśīla, suśṛṅkhala, suśṛṅkhalā, suśōbhana, suśōbhita, suśrābya, suśrī ] দ্র সু সুসংগত, সুসংবাদ, সুসংবৃত, সুসংযত, সুসংস্কৃত, সুসজ্জ, সুসজ্জিত, সুসভ্য, সুসময়, সুসম্পন্ন, সুসম্পাদিত, সুসম্বন্ধ, সুসহ, সুসাধ্য [ susaṅgata, susambāda, susambṛta, susaṃyata, susaṃskṛta, susajja, susajjita, susabhya, susamaẏa, susampanna, susampādita, susambandha, susaha, susādhya ] দ্র সু সুস্থিত, সুস্থির, সুস্নিগ্ধ, সুস্বন, সুস্বপ্ন, সুস্বর, সুস্বাদ, সুস্বাদু, সুহাস [ sushita, sushira, susnigdha, susbana, susbapna, susbara, susbāda, susbādu, suhāsa ] দ্র সু
সুগত definitions

Bangla-Tangla Dictionary
সুগত – Sugata [name]
Samsad Bengali-English Dictionary
সুগত [ sugata ] a having an excellent or majestic gait. ☐ n. an appellation of Gautama Buddha.
Samsad Bangla Abhidhan
সু [ su ] অব্য. শুভ সুন্দর মধুর উৎকৃষ্ট উত্তম অধিক খুব অত্যন্ত সহজ প্রভৃতি অর্থসূচক উপসর্গ। ☐ বিণ. ভালো (সুমতি, সুরুপা)। ☐ বি. শুভ বা উত্তম বিষয় (সু ও কু র দ্বন্দ্ব)। [সং.]। ~কঠিন বিণ. অত্যন্ত কঠিন। ~কণ্ঠ বিণ. মধুর কণ্ঠস্বরযুক্ত। ~কবি বি. উৎকৃষ্ট কবি। ~কণ্ঠ বিণ. অনায়াসে করণীয় (দুস্কর ও সুকর কর্ম)। ~কর্ম বি. 1 সৎকাজ; ভালো কাজ; 2 ধর্মকর্ম। ~কল্পিত বিণ. 1 বিশেষভাবে বা ভালোভাবে ভেবেচিন্তে রচিত বা স্থিরীকৃত (সুকল্পিত ফন্দি); 2 উত্তমরূপে কল্পিত। ~কান্ত বিণ. সুন্দর কান্তিযুক্ত। ~কীর্তি বিণ. অতিশয় যশস্বী; উত্তম যশের অধিকারী। ☐ বি. ব্যাপকভাবে প্রচারিত বা বিশেষ গৌরবসূচক যশ। ~কুমার বিণ. অতি কোমল বা অল্পবয়স্ক, স্নিগ্ধ (সুকুমার সৌন্দর্য, সুকুমার মতি)। সুকুমার শিল্প কাব্য সংগীত চিত্রাঙ্কন প্রভৃতি চারুকলা। ~কুমারী বিণ. সুকুমার -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. নবমল্লিকা। ~কৃত বিণ. 1 সুসম্পন্ন; 2 সুনির্মিত; 3 সুগঠিত; 4 সৎকর্মের অনুষ্ঠাতা। ☐ বি. সুকৃতি। ~কৃৎ বিণ. 1 ধর্মাচারী; ধার্মিক; 2 সৎকর্মের অনুষ্ঠাতা; 3 পুণ্যবান; 4 ভাগ্যবান। ~কৃতি বি. 1 সৎকর্ম ('আজন্মের সঞ্চিত সুকৃতি': সু. দ.); 2 পুণ্য; 3 ধর্মকর্ম; 4 মঙ্গল; 5 সৌভাগ্য। ~কৃতী (-তিন্) সুকৃৎ এর অনুরূপ। ~কেশ বিণ. সুন্দর কেশযুক্ত। স্ত্রী. ~কেশা, (বাং.) &tilde কেশিনী। ~কোমল বিণ. 1 অতিশয় কোমল বা নরম; 2 অতি মধুর বা স্নিগ্ধ। ~কৌশলে ক্রি-বিণ. চমৎকার কৌশলের দ্বারা। ~ক্রিয়া বি. সৎকর্ম, পুণ্য। ~খ্যাতি বি. প্রশংসা; যশ। ~গঠন বিণ. সুগঠিত। ☐ বি. সুন্দর গ়ড়ন বা আকৃতি (সুগঠনে মণ্ডিত)। স্ত্রী. ~গঠনা। ~গঠিত বিণ. 1 সুন্দর আকারযুক্ত; 2 সুন্দরভাবে নির্মিত। ~গত বিণ. সুন্দর গতিযুক্ত। ☐ বি. বুদ্ধদেব। ~গতি বি. 1 সুন্দর গতি; 2 মোক্ষ। ~গন্ধ বি. 1 মধুর গন্ধ; 2 গন্ধক; 3 চন্দনবৃক্ষ, 4 চন্দন। ☐ বিণ. সুবাসিত, সুরভিত (সুগন্ধ তেল); মধুর গন্ধযুক্ত। ~গন্ধ-বহ বি. বায়ু। ~গন্ধা বি. 1 রান্না; 2 নবমল্লিকা; 3 মাধবী; 4 তুলসী। ~গন্ধি বিণ. (সচ. নিজস্ব) মধুর গন্ধযুক্ত (সুগন্ধিপুষ্প)। ☐ বি. 1 গন্ধদ্রব্য; 2 চুনির মতো রত্নবিশেষ। ~গন্ধিত বিণ. মধুর গন্ধযুক্ত। ~গন্ধী (-ন্ধিন্) বিণ. মধুর গন্ধযুক্ত, সুবাসিত। ~গভীর বিণ. অতি গভীর (সুগভীর শ্রদ্ধা, সুগভীর পাণ্ডিত্য)। ~গম, ~গম্য বিণ. 1 (পথাদি সম্বন্ধে) সহজে চলাফেরার উপযুক্ত (জয়ের পথ সুগম); 2 সহজে প্রবেশসাধ্য; 3 সহজবোধ্য (ভাষা সুগম নয়); 4 সহজলভ্য। ~গম্ভীর বিণ. অত্যন্ত গম্ভীর। ~গান বি. মধুর বা সুন্দর গান ('কবিত্ব সুগান' : কৃত্তি.)। ~গুপ্ত বিণ. সযত্নে বা সম্পূর্ণরূপে গুপ্ত রাখা হয়েছে এমন। ~গৃহীত-নামা (-নামন্) বিণ. উচ্চারণ করলে পুণ্য হয় এমন নামবিশিষ্ট; পুণ্যশ্লোক, প্রাতঃস্মরণীয়। ~গোল বিণ. 1 সম্পূর্ণ গোলাকার; 2 সুন্দর এবং গোলাকৃতি; 3 নিটোল। ~গ্রথিত বিণ. ভালোভাবে বিন্যস্ত বা রচিত। ~গ্রাহী (-হিন্) বিণ. ভালোভাবে গ্রহণকারী বা আকর্ষণকারী। ~গ্রীব বি. বানররাজ বালীর ভ্রাতা। ☐ বিণ. যার গ্রীবা বা কণ্ঠদেশ সুন্দর। ~চন্দন বি. উৎকৃষ্ট চন্দনবৃক্ষ। সুচরিত, সুচরিত্র বিণ. সচ্চরিত্র; সুস্বভাব। ☐ বি. উত্তম চরিত্র; সৎ স্বভাব। স্ত্রী. সুচরিতা, সুচরিত্রা। ~চরিতেষু সুচরিতসমীপে; চিঠিপত্রে ভদ্রতাসূচক পাঠবিশেষ। স্ত্রী. ~চরিতাসু। ~চারু বিণ. অতি সুন্দর (সুচারুরূপে সজ্জিত)। ~চিক্কণ বিণ. অতিশয় মসৃণ বা উজ্জ্বল; অত্যন্ত চকচকে। ~চিত্রিত বিণ. সুন্দরভাবে অঙ্কিত বা বর্ণিত। ~চিন্তিত বিণ. উত্তমরূপে বা বিশেষভাবে বিবেচিত (সুচিন্তিত অভিমত)। ~চির বিণ. অতি দীর্ঘস্থায়ী ('সুচির শর্বরী' : রবীন্দ্র)। ☐ বি. সুদীর্ঘ কাল। ~চেতা (-তস্) বিণ. 1 সন্তুষ্টচিত্ত; 2 সতর্ক। ~ছাঁদ বিণ. 1 সুগঠিত; 2 সুন্দর গঠনকৌশলযুক্ত; 3 সুন্দর ভঙ্গিযুক্ত। ☐ বি. সুন্দর ছাঁদ বা গঠন। ~জন বি. সৎ লোক; সজ্জন। ~জলা বিণ. প্রচুর উত্তম বা সুমিষ্ট জলপূর্ণ; প্রচুর ও উত্তম জলপূর্ণ নদীর দ্বারা সমৃদ্ধিশালিনী। ~জাত বিণ. 1 সদ্বংশজাত; 2 বৈধভাবে জাত অর্থাৎ জারজ নয়। স্ত্রী. ~জাতা। ~জেয় বিণ. সহজে জয়সাধ্য। ~ঠাম বিণ. সুন্দর চেহারাযুক্ত বা অঙ্গসৌষ্ঠববিশিষ্ট (সুঠাম দেহ)। ~ডোল, ~ডৌল বিণ. সুন্দর আকারযুক্ত; সুগঠন। ~তনু বিণ. 1 অতি কৃশ; কৃশাঙ্গ; 2 সুন্দর দেহযুক্ত; 3 ছিমছাম; 4 সুঠাম। ~তপা বিণ. উগ্র বা কঠোর তপস্যায় অভ্যস্ত, মহাতপা। ☐ বি. 1 ওই রকম তপস্বী; 2 সূর্য। ~তপ্ত বিণ. 1 অতিশয় তপ্ত; 2 প্রদীপ্ত, সমুজ্জ্বল। ~তার বিণ. সুস্বাদু। ☐ বি. উত্তম স্বাদ। ~তীক্ষ্ণ বিণ. 1 অত্যন্ত ধারালো; 2 অত্যন্ত মর্মদাহী (সুতীক্ষ্ণ বিদ্রুপ)। ~তীব্র বিণ. অত্যন্ত তীব্র। ~তুঙ্গ বিণ. অতি তুঙ্গ বা উচ্চ। ~দক্ষ বিণ. অতিশয় দক্ষ। ~দক্ষিণ বিণ. 1 অতি সরল বা উদার ('মনে হয় অমাবস্যা সুদক্ষিণ, সজীব, নির্ভার': সু. দ.); 2 অতি নিপুণ। স্ত্রী. ~দক্ষিণা। ~দতী বি. স্ত্রী. সুন্দর দন্তযুক্তা যুবতী। ~দন্ত বিণ. সুন্দর দন্তযুক্ত। ☐ বি. সুন্দর দাঁত। ~দর্শন বিণ. 1 দেখতে সুন্দর (সুদর্শন যুবক); 2 নয়নরঞ্জন; শোভন। ☐ বি. বিষ্ণুর চক্র। ~দীর্ঘ বিণ. অতি দীর্ঘ (সুদীর্ঘ পথ)। ~দুশ্চর বিণ. অতি দুর্গম। ~দূর, ~দূর-বর্তী (-র্তিন্) বিণ. বি. অতিদূরবর্তী; অতিদূরবর্তী স্থান (সুদূরপ্রসারী; সুদূরের আহ্বান)। ~দূর-পরাহত বিণ. দূরবর্তী কালেও ব্যাহত অর্থাৎ ঘটা কঠিন বা অসম্ভবপ্রায়। ~দূর-প্রসারী (-রিন্) বিণ. অনেক দূর পর্যন্ত বিস্তৃত; দীর্ঘ (সুদূরপ্রসারী পরিকল্পনা)। ~দৃঢ় বিণ. অত্যন্ত দৃঢ় (সুদৃঢ় ভিত্তি)। ~দৃশ্য বিণ. দেখতে সুন্দর, সুদর্শন; শোভাময়। ~দৃষ্টি বি. অনুকূল বা সদয় দৃষ্টি। ~ধীর বিণ. 1 অতি ধীরগতি; 2 অতি ধীরস্বভাব; 3 শান্ত বা নম্র। ~নজর বি. 1 সুদৃষ্টি; 2 অনুকূল ধারণা (উপরওয়ালার সুনজর)। ~নয়না, (বাং.) ~নয়নী বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। পুং. ~নয়ন। ~নাভ বিণ. সুন্দর নাভিযুক্ত। ☐ বি. মৈনাক পর্বত। ~নাম (-মন্) বি. খ্যাতি, যশ। ~নিপুণ বিণ. অতি নিপুণ। স্ত্রী. ~নিপুণা। ~নিয়ন্ত্রণ বি. সুষ্ঠু ব্যবস্থা বা পরিচালনা; সুবন্দোবস্ত; উত্তম নিয়ম। ~নিয়ন্ত্রিত বিণ. সুপরিচালিত, সংযমিত। ~নিয়ম বি. উত্তম নিয়ম বা ব্যবস্থা। ~নির্দিষ্ট বিণ. 1 সুন্দরভাবে বা স্পষ্টভাবে স্থিরীকৃত (সুনির্দিষ্ট পথ বা পরিকল্পনা); 2 স্পষ্ট উল্লেখযুক্ত। ~নিশ্চয় বি. 1 সন্দেহাতীত বলে জ্ঞান বা বোধ; 2 উত্তমরূপে নির্ধারণ। ☐ বিণ. (বাং.) সুনিশ্চিত। ☐ ক্রি-বিণ. (বাং.) সঠিকভাবে; অতি অবশ্য। ~নীতি বি. উৎকৃষ্ট নীতি। ☐ বিণ. (বিরল) উৎকৃষ্ট নীতিযুক্ত; নীতিমান। ~নীল বি. বিণ. চমৎকার বা গাঢ় নীল। ~নেত্রা বিণ. স্ত্রী. সুন্দর চোখবিশিষ্টা। ~পক্ব বিণ. 1 সম্পূর্ণরূপে পাকা (সুপক্ব ফল); 2 ভালোভাবে বা সম্পূর্ণ সিদ্ধ বা রান্না হয়েছে এমন (সুপক্ব ব্যঞ্জন)। ~পথ বি. উত্তম বা সৎ পথ। ~পরি-চিত বিণ. ভালোভাবে চেনা বা জানা আছে এমন। ~পরি-জ্ঞাত বিণ. বিশেষভাবে জ্ঞাত। ~পরি-ণাম বি. ভালো পরিণাম বা ফলাফল। ~পর্ণ বিণ. 1 সুন্দর পাতাওয়ালা (সুপর্ণ বৃক্ষ); 2 সুন্দর পক্ষযুক্ত বা পালকযুক্ত (সুপর্ণ পক্ষী)। ☐ বি. 1 সুন্দর পাখাযুক্ত পাখি 2 গরুড়; 3 মুরগি। ~প্রাচ্য বিণ. সহজে হজম হয় এমন, লঘুপাক। ~পাত্র বি. বিবাহের ব্যাপারে উত্তম বা কাম্য পাত্র। বি. স্ত্রী. ~পাত্রী। ~পুত্র বি. গুণবান ছেলে। ~পুরুষ বি. সুন্দর বা সুগঠিত পুরুষ। ☐ বিণ. (বা.) সুন্দর বা সুগঠিত (সুপুরুষ ব্যক্তি)। ~প্রকাশ বিণ. স্পষ্টভাবে বা সুন্দরভাবে প্রকাশিত। ~প্রজা-বতী বিণ. (স্ত্রী.) বহু সুসন্তান প্রসবকারিণী। ~প্রতিষ্ঠ, ~প্রতিষ্ঠিত বিণ. 1 উত্তম বা দৃঢ় প্রতিষ্ঠাযুক্ত; অতি বিখ্যাত; 2 উত্তমরূপে স্থাপিত। ~প্রভ বিণ. উজ্জ্বল প্রভাযুক্ত। ~প্রভা বিণ. (স্ত্রী.) দীপ্তিশালিনী। ~প্রভাত বি. 1 সুন্দর বা শুভ প্রভাত; 2 (আল.) সৌভাগ্যোদয়; 3 মধ্যরাত্রির পর থেকে মধ্যাহ্নের প্রাক্কালীন সম্ভাষণবিশেষ (ইং. good morning)-এর অনুবাদ। ~প্রযুক্ত বিণ. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ করা হয়েছে এমন (সুপ্রযুক্ত দৃষ্টান্ত)। ~প্রয়োগ বি. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ। ~প্রশস্ত বিণ. 1 অত্যুত্তম (সুপ্রশস্ত কাল); 2 সুযোগ্য; 3 (বাং.) প্রচুর আয়তন বিশিষ্ট বা চওড়া (সুপ্রশস্ত কক্ষ বা রাস্তা)। ~প্রসন্ন বি. অতি প্রসন্ন বা অনকূল (ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন)। ~প্রসব বি. নির্বিঘ্নে প্রসব। ~প্রসিদ্ধ বিণ. অতি বিখ্যাত; ব্যাপকভাবে বা বিশেষরূপে লোকসমাজে পরিচিত। স্ত্রী. ~প্রসিদ্ধা। ~প্রাপ্য বিণ. সহজে পাওয়া যায় এমন, সুলভ। ~প্রিয় বিণ. অতি প্রিয়। স্ত্রী. ~প্রিয়া। ~ফল বি. 1 শুভ ফল, উত্তম পরিণতি; 2 তীর্থ-দর্শনের শুভ পরিণামের জন্য পাণ্ডার আশীর্বাদ। ~ফল-দায়ক, ~ফল-প্রসূ বিণ. শুভ ফলদায়ক। বিণ. স্ত্রী. ~ফলা উত্তম ফলপ্রসবিনী। ☐ বি. কলা। ~বঙ্কিম বিণ. বাঁকা অথচ সুন্দর। ~বদনা, (বাং.) ~বদনী বিণ. (স্ত্রী.) সুন্দর মুখশ্রীবিশিষ্টা। বিণ. (পুং.) ~বদন। ~বন্দোবস্ত বি. উত্তম ব্যবস্থা। ~বলিত বিণ. বলিষ্ঠ; সুগঠিত। ~বাক্য বি. (বাং.) উত্তম বা মধুর কথা। ~বিচার বি. উত্তম বিচার; ন্যায় বিচার; নিরপেক্ষ বিচার; সুমীমাংসা; সুবিবেচনা। ~বিচারক বিণ. সুবিচার করতে সক্ষম বা সুবিচার করে এমন। ☐ বি. তেমন ব্যক্তি বা বিচারক। ~বিদিত বিণ. উত্তমরূপে জ্ঞাত; অতি প্রসিদ্ধ। ~বিধান, ~বিধি বি. উত্তম নিয়ম বা ব্যবস্থা। ~বিনয় বি. যথোচিত বিনয়। ~বিনীত বিণ. 1 অত্যন্ত বিনীত; 2 সুষ্ঠুভাবে শিক্ষিত। বিণ. (স্ত্রী.) ~বিনীতা। ~বিন্যস্ত বিণ. যথাস্থানে সুন্দরভাবে স্থাপিত বা সজ্জিত। ~বিন্যাস বি. যথাস্থানে সুন্দরভাবে স্থাপন করা বা সাজানো। ~বিপুল বিণ. অতি প্রকাণ্ড, মস্ত বড়; বিরাট; প্রচুর। স্ত্রী. ~বিপুলা। ~বিমল বিণ. অতিশয় বা সম্পূর্ণ নির্মল। ~বিশাল বিণ. অতি বিশাল। ~বিস্তীর্ণ, ~বিস্তৃত বিণ. অতি বিস্তৃত। ~বিহিত বিণ. সঠিক ব্যবস্থার দ্বারা নিষ্পাদিত; ভালোভাবে সম্পন্ন। ☐ বি. উত্তম ব্যবস্থা বা প্রতিকার। ~বুদ্ধি বি. সৎ বুদ্ধি, সুমতি। ☐ বিণ. সৎ বুদ্ধিযুক্ত। ~বৃষ্টি বি. যথোচিত বৃষ্টি (অর্থাৎ, অনাবৃষ্টি বা অতিবৃষ্টি নয়)। ~বৃহৎ বিণ. অতি বৃহৎ, মস্ত বড়ো, প্রকাণ্ড। ~বেশ বিণ. উত্তম পোশাক-পরিহিত। ☐ বি. উত্তম পোশাক; সাজপোশাকের পারিপাট্য। স্ত্রী. (বিণ.) ~বেশা। ~বোধ বিণ. 1 সদ্বুদ্ধিসম্পন্ন; 2 প্রাঞ্জল; 3 (ব্যঙ্গে) শান্তশিষ্ট ও আজ্ঞাবহ, গো বেচারা। ☐ বি. উত্তম বুদ্ধি বা জ্ঞান। ~বোধ্য বিণ. সহজে বোধগম্য। ~ব্যবস্থা বি. উৎকৃষ্ট ব্যবস্থা। ~ব্যবস্থিত বিণ. উৎকৃষ্ট ব্যবস্থাযুক্ত। ~ব্রত বিণ. সত্ব্রত পালনকারী; যে সুষ্ঠুভাবে ব্রত পালন করে। স্ত্রী. ~ব্রতা। ~ব্রহ্মণ্য বিণ. পূর্ণ ব্রহ্মতেজোময়। ☐ বি. 1 কার্তিকেয়; 2 বৈদিক যজ্ঞের পুরোহিতবিশেষ; 3 পূর্ণ ব্রহ্মতেজ। ~ব্রাহ্মণ বি. আচারনিষ্ঠ ব্রাহ্মণ; সৎ ব্রাহ্মণ। ~ভগ বিণ. 1 সৌভাগ্যশালী; 2 সুন্দর; 3 সুখদায়ক; 4 প্রিয়। স্ত্রী. ~ভগা সুভগ -র সমস্ত অর্থে; এবং-পতিসোহাগিনি। ~ভদ্র বিণ. 1 পরমকল্যাণযুক্ত; 2 অত্যন্ত শিষ্ট। স্ত্রী. ~ভদ্র। ~ভাষ বি. সুবচন। ~ভাষিত বিণ. 1 সুন্দরভাবে কথিত; 2 মধুরভাষী; 3 বাক্পটু; 4 বাগ্মী ☐ বি 1 হিতবচন; 2 জ্ঞানগর্ভ কথা; 3 নীতিবাক্য। ~ভাষী বিণ. মধুরভাষী; প্রিয়ংবদ। স্ত্রী. ~ভাষিণী। ~ভিক্ষ বিণ. (স্থানাদি-সম্বন্ধে) প্রচুর ভিক্ষা বা খাদ্যবস্তু মেলে এমন (অর্থাৎ যেখানে দুর্ভিক্ষ বা অজন্মা নেই)। ~মঙ্গল বি. পরমকল্যাণ, বিশেষ শুভ। ~মতি বিণ. উত্তম মতিগতিবিশিষ্ট বা বুদ্ধিশালী। ☐ বি. উত্তম মতিগতি বা শুভবুদ্ধি। ~মধুর বিণ. অতি মধুর। ~মধ্যমা বিণ. (স্ত্রী.) সরু ও সুগঠিত কোমরবিশিষ্টা। ~মন বি. ফুল। ~মনা বিণ. জ্ঞানবান; মহৎ, উদারচেতা; (বাং. স্ত্রী.) ভালো স্বভাববিশিষ্ট। ☐ বি. দেবতা; পণ্ডিত ব্যক্তি। ~মন্ত্রণা বি. উত্তম বা সৎপরামর্শ। ~মন্দ বিণ. মধুর ও ধীর; মৃদুমন্দ। ~মহৎ, ~মহান বিণ. অতি মহৎ। স্ত্রী. ~মহতী। ~মিষ্ট বিণ. অতিমিষ্ট। ~মেধা (-ধস্) বিণ. উৎকৃষ্ট ধীশক্তিসম্পন্ন; অতি মেধাবী। ~যুক্তি বি. উত্তম পরামর্শ। ~যোগ্য বিণ. উত্তম যোগ্যতাসম্পন্ন; অতি উপযুক্ত। স্ত্রী. ~যোগ্যা। ~রক্ষিত বিণ. ভালোভাবে রক্ষিত। স্ত্রী. ~রক্ষিতা। ~রঙ্গী বিণ. চমৎকার ভঙ্গিযুক্ত বা লীলাযুক্ত ('চলন ভঙ্গী অতি সুরঙ্গী' : চণ্ডী)। ~রঞ্জিত বিণ. অতিরঞ্জিত; সমানভাবে বা শোভনরূপে চিত্রিত। স্ত্রী. ~রঞ্জিতা। ~রব বি. মধুর ধ্বনি। ~রম্য বিণ. অতি রমণীয়। ~রস বিণ. মিষ্টি রসযুক্ত; স্বাদু। ☐ বি. মিষ্টি রস বা স্বাদ। ~রসা বি. স্ত্রী. 1 তুলসী; 2 রাস্না। ~রসাল বিণ. স্বাদু রসযুক্ত। ~রসিক বিণ. উত্তম রসবোধযুক্ত; অতিশয় রঙ্গরসপটু। স্ত্রী. ~রসিকা। ~রুচি বি. উত্তম ও মার্জিত রুচি। ☐ বিণ. সুরুচুসম্পন্ন। ~রূপ বিণ. সুন্দর রূপবিশিষ্ট; রূপবান; সুশ্রী; সুগঠন। স্ত্রী. ~রূপা। ~লক্ষণ বিণ. উত্তম লক্ষণযুক্ত। ☐ বি. উত্তম লক্ষণ। স্ত্রী. ~লক্ষণা। ~লোচনা বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। বিণ. পুং. ~লোচন। ~লোহিত বিণ. গাঢ় লাল। ~শাসক বিণ. বি. সুশাসনকারী। ~শাসন বি. ন্যায়সংগত বা নিরপেক্ষ শাসন। ~শাসিত বিণ. ন্যায়সংগত বা নিরপেক্ষ বা উপযুক্তভাবে শাসিত। ~শিক্ষক বিণ. উত্তম শিক্ষা বা উপদেশ দানকারী; যে শিক্ষক ভালো পড়াতে পারেন। ~শিক্ষা বি. উত্তম শিক্ষা বা উপদেশ। ~শিক্ষিত বিণ. উত্তম শিক্ষাপ্রাপ্ত। স্ত্রী. ~শিক্ষিতা। ~শীতল বিণ. অতিশয় শীতল; যে রকম শীতলতায় দেহমন স্নিগ্ধ হয়। ~শীল বিণ. সৎস্বভাববিশিষ্ট; সচ্চরিত্র, ভদ্র। স্ত্রী. ~শীলা। ~শৃঙ্খল বিণ. সুব্যবস্থাযুক্ত; ভালোভাবে নিয়ন্ত্রিত। ~শৃঙ্খলা বি. উত্তম ব্যবস্থা বা নিয়ম। ~শোভন বিণ. সুন্দর শোভাযুক্ত; অতি সুন্দর; সুসংগত; মানানসই। ~শোভনা বিণ. স্ত্রী. অতিসুন্দর (শ্রীদুর্গার সুশোভনা মূর্তি)। ~শোভিত বিণ. সুন্দরভাবে ভূষিত বা সজ্জিত। স্ত্রী. ~শোভিতা। ~শ্রাব্য বিণ. 1 শ্রুতিমধুর; 2 অশ্লীলতাদি দোষবর্জিত। ~শ্রী বিণ. সুন্দর রূপযুক্ত বা লাবণ্যযুক্ত; কান্তিমান; সুন্দর; ~সংগত বিণ. সম্পূর্ণ সংগত বা সামঞ্জস্যপূর্ণ (সুসংগত পরিকল্পনা বা সমাধান)। ~সংগতি বি. উত্তম বা পূর্ণ সামঞ্জস্য (চার দিকের সঙ্গে সুসংগতি)। ~সংবাদ বি. শুভ বা আনন্দদায়ক খবর। ~সংবৃত বিণ. উত্তমরূপে আচ্ছাদিত। স্ত্রী. ~সংবৃতা। ~সংযত বিণ. যথোচিত বা অতিশয় সংযমপূর্ণ; সুনিয়ন্ত্রিত। ~সংলগ্ন বিণ. সুষ্ঠুভাবে মিলিত বা সংযুক্ত (সুসংলগ্ন কার্যকারণ-সূত্র)। ~সংস্কৃত বি. 1 উত্তমরূপে মেরামত করা বা সংশোধন করা হয়েছে এমন; 2 উত্তমরূপে মার্জিত বা বিন্যস্ত; 3 অতি ভদ্র বা সভ্য (সুসংস্কৃত রুচি ও দৃষ্টিভঙ্গি)। ~সজ্জিত বিণ. পরিপাটিরূপে সাজানো হয়েছে বা সেজেছে এমন। স্ত্রী. ~সজ্জিতা। ~সভ্য বিণ. যথোচিত বা অতিশয় সভ্য। স্ত্রী. ~সভ্যা। ~সমঞ্জস বিণ. অত্যন্ত সংগত বা যোগ্য (সুসমঞ্জস নীতি বা পরিকল্পনা)। ~সময় বি. শুভ বা সুখপূর্ণ সময়, সুদিন; উপযুক্ত সময়। ~সম্পন্ন বিণ. উত্তমরূপে নিষ্পন্ন; অতিশয় সংগতিশালী বা সমৃদ্ধ। ~সম্পাদিত বিণ. উত্তমরূপে নিষ্পন্ন। ~সম্বন্ধ বিণ. উত্তমরূপে বদ্ধ বা সম্বন্ধযুক্ত (সুসম্বন্ধ যুক্তিপরম্পরা); নিত্যসম্বন্ধ। ~সহ বিণ. সহজে বা বিনা কষ্টে সহ্য করা যায় এমন। ~সাধ্য বিণ. সহজে করতে পারা যায় এমন। ~সিদ্ধ বিণ. 1 তাপাদিতে উত্তমরূপে সিদ্ধ (সুসিদ্ধ ব্যঞ্জন); 2 সুসম্পন্ন; 3 সম্পূর্ণ সাফল্যমণ্ডিত; 4 সম্পূর্ণরূপে পূরণ হয়েছে এমন (সুসিদ্ধ বাসনা)। ~স্থিত বিণ. 1 সুস্থ; 2 নিরূদ্বেগ; 3 সুপ্রতিষ্ঠিত; 4 অস্থিরতা থেকে মুক্ত (দেশের রাজনীতিক অবস্থা সুস্থিত নয়)। ~স্থির বিণ. 1 অতি শান্ত, সুধীর; 2 সম্পূর্ণ সুস্থ; 3 স্থিরীভূত (সুস্থির পরিবেশ)। ~স্নিগ্ধ বিণ. 1 অতি স্নিগ্ধ; 2 অতি মসৃণ বা চিক্কণ; 3 অতি স্নেহপূর্ণ। ~স্পষ্ট বিণ. অত্যন্ত বা সম্পূর্ণ স্পষ্ট অথবা ব্যক্ত (সুস্পষ্ট উপলব্ধি, সুস্পষ্ট ছবি)। ~স্মিত বিণ. সুন্দর মৃদুহাস্যযুক্ত। স্ত্রী. ~স্মিতা। ~স্বন বি. মধুর ধ্বনি। ~স্বপ্ন বি. মনোরম বা শুভসূচক স্বপ্ন; সুখস্বপ্ন। ~স্বর বি. মধুর স্বর বা ধ্বনি। ~স্বাদ বি. উত্তম স্বাদ। ☐ বিণ. উত্তম স্বাদযুক্ত, সুস্বাদু। ~স্বাদু বিণ. অতি মধুর স্বাদযুক্ত। ~হাস বিণ. সুন্দর হাসিযুক্ত। ☐ বি. সুন্দর হাসি। বিণ. স্ত্রী. ~হাসিনী
সুগম definitions

Samsad Bengali-English Dictionary
সুগম [ sugama ] a easy to go over or traverse, easily accessible (সুগম পথ); easily obtain able; easy to learn or understand (সুগম সংগীত). ~তা n. easy accessibility; easy obtainability; easy understandability.
Samsad Bangla Abhidhan
সু [ su ] অব্য. শুভ সুন্দর মধুর উৎকৃষ্ট উত্তম অধিক খুব অত্যন্ত সহজ প্রভৃতি অর্থসূচক উপসর্গ। ☐ বিণ. ভালো (সুমতি, সুরুপা)। ☐ বি. শুভ বা উত্তম বিষয় (সু ও কু র দ্বন্দ্ব)। [সং.]। ~কঠিন বিণ. অত্যন্ত কঠিন। ~কণ্ঠ বিণ. মধুর কণ্ঠস্বরযুক্ত। ~কবি বি. উৎকৃষ্ট কবি। ~কণ্ঠ বিণ. অনায়াসে করণীয় (দুস্কর ও সুকর কর্ম)। ~কর্ম বি. 1 সৎকাজ; ভালো কাজ; 2 ধর্মকর্ম। ~কল্পিত বিণ. 1 বিশেষভাবে বা ভালোভাবে ভেবেচিন্তে রচিত বা স্থিরীকৃত (সুকল্পিত ফন্দি); 2 উত্তমরূপে কল্পিত। ~কান্ত বিণ. সুন্দর কান্তিযুক্ত। ~কীর্তি বিণ. অতিশয় যশস্বী; উত্তম যশের অধিকারী। ☐ বি. ব্যাপকভাবে প্রচারিত বা বিশেষ গৌরবসূচক যশ। ~কুমার বিণ. অতি কোমল বা অল্পবয়স্ক, স্নিগ্ধ (সুকুমার সৌন্দর্য, সুকুমার মতি)। সুকুমার শিল্প কাব্য সংগীত চিত্রাঙ্কন প্রভৃতি চারুকলা। ~কুমারী বিণ. সুকুমার -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. নবমল্লিকা। ~কৃত বিণ. 1 সুসম্পন্ন; 2 সুনির্মিত; 3 সুগঠিত; 4 সৎকর্মের অনুষ্ঠাতা। ☐ বি. সুকৃতি। ~কৃৎ বিণ. 1 ধর্মাচারী; ধার্মিক; 2 সৎকর্মের অনুষ্ঠাতা; 3 পুণ্যবান; 4 ভাগ্যবান। ~কৃতি বি. 1 সৎকর্ম ('আজন্মের সঞ্চিত সুকৃতি': সু. দ.); 2 পুণ্য; 3 ধর্মকর্ম; 4 মঙ্গল; 5 সৌভাগ্য। ~কৃতী (-তিন্) সুকৃৎ এর অনুরূপ। ~কেশ বিণ. সুন্দর কেশযুক্ত। স্ত্রী. ~কেশা, (বাং.) &tilde কেশিনী। ~কোমল বিণ. 1 অতিশয় কোমল বা নরম; 2 অতি মধুর বা স্নিগ্ধ। ~কৌশলে ক্রি-বিণ. চমৎকার কৌশলের দ্বারা। ~ক্রিয়া বি. সৎকর্ম, পুণ্য। ~খ্যাতি বি. প্রশংসা; যশ। ~গঠন বিণ. সুগঠিত। ☐ বি. সুন্দর গ়ড়ন বা আকৃতি (সুগঠনে মণ্ডিত)। স্ত্রী. ~গঠনা। ~গঠিত বিণ. 1 সুন্দর আকারযুক্ত; 2 সুন্দরভাবে নির্মিত। ~গত বিণ. সুন্দর গতিযুক্ত। ☐ বি. বুদ্ধদেব। ~গতি বি. 1 সুন্দর গতি; 2 মোক্ষ। ~গন্ধ বি. 1 মধুর গন্ধ; 2 গন্ধক; 3 চন্দনবৃক্ষ, 4 চন্দন। ☐ বিণ. সুবাসিত, সুরভিত (সুগন্ধ তেল); মধুর গন্ধযুক্ত। ~গন্ধ-বহ বি. বায়ু। ~গন্ধা বি. 1 রান্না; 2 নবমল্লিকা; 3 মাধবী; 4 তুলসী। ~গন্ধি বিণ. (সচ. নিজস্ব) মধুর গন্ধযুক্ত (সুগন্ধিপুষ্প)। ☐ বি. 1 গন্ধদ্রব্য; 2 চুনির মতো রত্নবিশেষ। ~গন্ধিত বিণ. মধুর গন্ধযুক্ত। ~গন্ধী (-ন্ধিন্) বিণ. মধুর গন্ধযুক্ত, সুবাসিত। ~গভীর বিণ. অতি গভীর (সুগভীর শ্রদ্ধা, সুগভীর পাণ্ডিত্য)। ~গম, ~গম্য বিণ. 1 (পথাদি সম্বন্ধে) সহজে চলাফেরার উপযুক্ত (জয়ের পথ সুগম); 2 সহজে প্রবেশসাধ্য; 3 সহজবোধ্য (ভাষা সুগম নয়); 4 সহজলভ্য। ~গম্ভীর বিণ. অত্যন্ত গম্ভীর। ~গান বি. মধুর বা সুন্দর গান ('কবিত্ব সুগান' : কৃত্তি.)। ~গুপ্ত বিণ. সযত্নে বা সম্পূর্ণরূপে গুপ্ত রাখা হয়েছে এমন। ~গৃহীত-নামা (-নামন্) বিণ. উচ্চারণ করলে পুণ্য হয় এমন নামবিশিষ্ট; পুণ্যশ্লোক, প্রাতঃস্মরণীয়। ~গোল বিণ. 1 সম্পূর্ণ গোলাকার; 2 সুন্দর এবং গোলাকৃতি; 3 নিটোল। ~গ্রথিত বিণ. ভালোভাবে বিন্যস্ত বা রচিত। ~গ্রাহী (-হিন্) বিণ. ভালোভাবে গ্রহণকারী বা আকর্ষণকারী। ~গ্রীব বি. বানররাজ বালীর ভ্রাতা। ☐ বিণ. যার গ্রীবা বা কণ্ঠদেশ সুন্দর। ~চন্দন বি. উৎকৃষ্ট চন্দনবৃক্ষ। সুচরিত, সুচরিত্র বিণ. সচ্চরিত্র; সুস্বভাব। ☐ বি. উত্তম চরিত্র; সৎ স্বভাব। স্ত্রী. সুচরিতা, সুচরিত্রা। ~চরিতেষু সুচরিতসমীপে; চিঠিপত্রে ভদ্রতাসূচক পাঠবিশেষ। স্ত্রী. ~চরিতাসু। ~চারু বিণ. অতি সুন্দর (সুচারুরূপে সজ্জিত)। ~চিক্কণ বিণ. অতিশয় মসৃণ বা উজ্জ্বল; অত্যন্ত চকচকে। ~চিত্রিত বিণ. সুন্দরভাবে অঙ্কিত বা বর্ণিত। ~চিন্তিত বিণ. উত্তমরূপে বা বিশেষভাবে বিবেচিত (সুচিন্তিত অভিমত)। ~চির বিণ. অতি দীর্ঘস্থায়ী ('সুচির শর্বরী' : রবীন্দ্র)। ☐ বি. সুদীর্ঘ কাল। ~চেতা (-তস্) বিণ. 1 সন্তুষ্টচিত্ত; 2 সতর্ক। ~ছাঁদ বিণ. 1 সুগঠিত; 2 সুন্দর গঠনকৌশলযুক্ত; 3 সুন্দর ভঙ্গিযুক্ত। ☐ বি. সুন্দর ছাঁদ বা গঠন। ~জন বি. সৎ লোক; সজ্জন। ~জলা বিণ. প্রচুর উত্তম বা সুমিষ্ট জলপূর্ণ; প্রচুর ও উত্তম জলপূর্ণ নদীর দ্বারা সমৃদ্ধিশালিনী। ~জাত বিণ. 1 সদ্বংশজাত; 2 বৈধভাবে জাত অর্থাৎ জারজ নয়। স্ত্রী. ~জাতা। ~জেয় বিণ. সহজে জয়সাধ্য। ~ঠাম বিণ. সুন্দর চেহারাযুক্ত বা অঙ্গসৌষ্ঠববিশিষ্ট (সুঠাম দেহ)। ~ডোল, ~ডৌল বিণ. সুন্দর আকারযুক্ত; সুগঠন। ~তনু বিণ. 1 অতি কৃশ; কৃশাঙ্গ; 2 সুন্দর দেহযুক্ত; 3 ছিমছাম; 4 সুঠাম। ~তপা বিণ. উগ্র বা কঠোর তপস্যায় অভ্যস্ত, মহাতপা। ☐ বি. 1 ওই রকম তপস্বী; 2 সূর্য। ~তপ্ত বিণ. 1 অতিশয় তপ্ত; 2 প্রদীপ্ত, সমুজ্জ্বল। ~তার বিণ. সুস্বাদু। ☐ বি. উত্তম স্বাদ। ~তীক্ষ্ণ বিণ. 1 অত্যন্ত ধারালো; 2 অত্যন্ত মর্মদাহী (সুতীক্ষ্ণ বিদ্রুপ)। ~তীব্র বিণ. অত্যন্ত তীব্র। ~তুঙ্গ বিণ. অতি তুঙ্গ বা উচ্চ। ~দক্ষ বিণ. অতিশয় দক্ষ। ~দক্ষিণ বিণ. 1 অতি সরল বা উদার ('মনে হয় অমাবস্যা সুদক্ষিণ, সজীব, নির্ভার': সু. দ.); 2 অতি নিপুণ। স্ত্রী. ~দক্ষিণা। ~দতী বি. স্ত্রী. সুন্দর দন্তযুক্তা যুবতী। ~দন্ত বিণ. সুন্দর দন্তযুক্ত। ☐ বি. সুন্দর দাঁত। ~দর্শন বিণ. 1 দেখতে সুন্দর (সুদর্শন যুবক); 2 নয়নরঞ্জন; শোভন। ☐ বি. বিষ্ণুর চক্র। ~দীর্ঘ বিণ. অতি দীর্ঘ (সুদীর্ঘ পথ)। ~দুশ্চর বিণ. অতি দুর্গম। ~দূর, ~দূর-বর্তী (-র্তিন্) বিণ. বি. অতিদূরবর্তী; অতিদূরবর্তী স্থান (সুদূরপ্রসারী; সুদূরের আহ্বান)। ~দূর-পরাহত বিণ. দূরবর্তী কালেও ব্যাহত অর্থাৎ ঘটা কঠিন বা অসম্ভবপ্রায়। ~দূর-প্রসারী (-রিন্) বিণ. অনেক দূর পর্যন্ত বিস্তৃত; দীর্ঘ (সুদূরপ্রসারী পরিকল্পনা)। ~দৃঢ় বিণ. অত্যন্ত দৃঢ় (সুদৃঢ় ভিত্তি)। ~দৃশ্য বিণ. দেখতে সুন্দর, সুদর্শন; শোভাময়। ~দৃষ্টি বি. অনুকূল বা সদয় দৃষ্টি। ~ধীর বিণ. 1 অতি ধীরগতি; 2 অতি ধীরস্বভাব; 3 শান্ত বা নম্র। ~নজর বি. 1 সুদৃষ্টি; 2 অনুকূল ধারণা (উপরওয়ালার সুনজর)। ~নয়না, (বাং.) ~নয়নী বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। পুং. ~নয়ন। ~নাভ বিণ. সুন্দর নাভিযুক্ত। ☐ বি. মৈনাক পর্বত। ~নাম (-মন্) বি. খ্যাতি, যশ। ~নিপুণ বিণ. অতি নিপুণ। স্ত্রী. ~নিপুণা। ~নিয়ন্ত্রণ বি. সুষ্ঠু ব্যবস্থা বা পরিচালনা; সুবন্দোবস্ত; উত্তম নিয়ম। ~নিয়ন্ত্রিত বিণ. সুপরিচালিত, সংযমিত। ~নিয়ম বি. উত্তম নিয়ম বা ব্যবস্থা। ~নির্দিষ্ট বিণ. 1 সুন্দরভাবে বা স্পষ্টভাবে স্থিরীকৃত (সুনির্দিষ্ট পথ বা পরিকল্পনা); 2 স্পষ্ট উল্লেখযুক্ত। ~নিশ্চয় বি. 1 সন্দেহাতীত বলে জ্ঞান বা বোধ; 2 উত্তমরূপে নির্ধারণ। ☐ বিণ. (বাং.) সুনিশ্চিত। ☐ ক্রি-বিণ. (বাং.) সঠিকভাবে; অতি অবশ্য। ~নীতি বি. উৎকৃষ্ট নীতি। ☐ বিণ. (বিরল) উৎকৃষ্ট নীতিযুক্ত; নীতিমান। ~নীল বি. বিণ. চমৎকার বা গাঢ় নীল। ~নেত্রা বিণ. স্ত্রী. সুন্দর চোখবিশিষ্টা। ~পক্ব বিণ. 1 সম্পূর্ণরূপে পাকা (সুপক্ব ফল); 2 ভালোভাবে বা সম্পূর্ণ সিদ্ধ বা রান্না হয়েছে এমন (সুপক্ব ব্যঞ্জন)। ~পথ বি. উত্তম বা সৎ পথ। ~পরি-চিত বিণ. ভালোভাবে চেনা বা জানা আছে এমন। ~পরি-জ্ঞাত বিণ. বিশেষভাবে জ্ঞাত। ~পরি-ণাম বি. ভালো পরিণাম বা ফলাফল। ~পর্ণ বিণ. 1 সুন্দর পাতাওয়ালা (সুপর্ণ বৃক্ষ); 2 সুন্দর পক্ষযুক্ত বা পালকযুক্ত (সুপর্ণ পক্ষী)। ☐ বি. 1 সুন্দর পাখাযুক্ত পাখি 2 গরুড়; 3 মুরগি। ~প্রাচ্য বিণ. সহজে হজম হয় এমন, লঘুপাক। ~পাত্র বি. বিবাহের ব্যাপারে উত্তম বা কাম্য পাত্র। বি. স্ত্রী. ~পাত্রী। ~পুত্র বি. গুণবান ছেলে। ~পুরুষ বি. সুন্দর বা সুগঠিত পুরুষ। ☐ বিণ. (বা.) সুন্দর বা সুগঠিত (সুপুরুষ ব্যক্তি)। ~প্রকাশ বিণ. স্পষ্টভাবে বা সুন্দরভাবে প্রকাশিত। ~প্রজা-বতী বিণ. (স্ত্রী.) বহু সুসন্তান প্রসবকারিণী। ~প্রতিষ্ঠ, ~প্রতিষ্ঠিত বিণ. 1 উত্তম বা দৃঢ় প্রতিষ্ঠাযুক্ত; অতি বিখ্যাত; 2 উত্তমরূপে স্থাপিত। ~প্রভ বিণ. উজ্জ্বল প্রভাযুক্ত। ~প্রভা বিণ. (স্ত্রী.) দীপ্তিশালিনী। ~প্রভাত বি. 1 সুন্দর বা শুভ প্রভাত; 2 (আল.) সৌভাগ্যোদয়; 3 মধ্যরাত্রির পর থেকে মধ্যাহ্নের প্রাক্কালীন সম্ভাষণবিশেষ (ইং. good morning)-এর অনুবাদ। ~প্রযুক্ত বিণ. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ করা হয়েছে এমন (সুপ্রযুক্ত দৃষ্টান্ত)। ~প্রয়োগ বি. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ। ~প্রশস্ত বিণ. 1 অত্যুত্তম (সুপ্রশস্ত কাল); 2 সুযোগ্য; 3 (বাং.) প্রচুর আয়তন বিশিষ্ট বা চওড়া (সুপ্রশস্ত কক্ষ বা রাস্তা)। ~প্রসন্ন বি. অতি প্রসন্ন বা অনকূল (ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন)। ~প্রসব বি. নির্বিঘ্নে প্রসব। ~প্রসিদ্ধ বিণ. অতি বিখ্যাত; ব্যাপকভাবে বা বিশেষরূপে লোকসমাজে পরিচিত। স্ত্রী. ~প্রসিদ্ধা। ~প্রাপ্য বিণ. সহজে পাওয়া যায় এমন, সুলভ। ~প্রিয় বিণ. অতি প্রিয়। স্ত্রী. ~প্রিয়া। ~ফল বি. 1 শুভ ফল, উত্তম পরিণতি; 2 তীর্থ-দর্শনের শুভ পরিণামের জন্য পাণ্ডার আশীর্বাদ। ~ফল-দায়ক, ~ফল-প্রসূ বিণ. শুভ ফলদায়ক। বিণ. স্ত্রী. ~ফলা উত্তম ফলপ্রসবিনী। ☐ বি. কলা। ~বঙ্কিম বিণ. বাঁকা অথচ সুন্দর। ~বদনা, (বাং.) ~বদনী বিণ. (স্ত্রী.) সুন্দর মুখশ্রীবিশিষ্টা। বিণ. (পুং.) ~বদন। ~বন্দোবস্ত বি. উত্তম ব্যবস্থা। ~বলিত বিণ. বলিষ্ঠ; সুগঠিত। ~বাক্য বি. (বাং.) উত্তম বা মধুর কথা। ~বিচার বি. উত্তম বিচার; ন্যায় বিচার; নিরপেক্ষ বিচার; সুমীমাংসা; সুবিবেচনা। ~বিচারক বিণ. সুবিচার করতে সক্ষম বা সুবিচার করে এমন। ☐ বি. তেমন ব্যক্তি বা বিচারক। ~বিদিত বিণ. উত্তমরূপে জ্ঞাত; অতি প্রসিদ্ধ। ~বিধান, ~বিধি বি. উত্তম নিয়ম বা ব্যবস্থা। ~বিনয় বি. যথোচিত বিনয়। ~বিনীত বিণ. 1 অত্যন্ত বিনীত; 2 সুষ্ঠুভাবে শিক্ষিত। বিণ. (স্ত্রী.) ~বিনীতা। ~বিন্যস্ত বিণ. যথাস্থানে সুন্দরভাবে স্থাপিত বা সজ্জিত। ~বিন্যাস বি. যথাস্থানে সুন্দরভাবে স্থাপন করা বা সাজানো। ~বিপুল বিণ. অতি প্রকাণ্ড, মস্ত বড়; বিরাট; প্রচুর। স্ত্রী. ~বিপুলা। ~বিমল বিণ. অতিশয় বা সম্পূর্ণ নির্মল। ~বিশাল বিণ. অতি বিশাল। ~বিস্তীর্ণ, ~বিস্তৃত বিণ. অতি বিস্তৃত। ~বিহিত বিণ. সঠিক ব্যবস্থার দ্বারা নিষ্পাদিত; ভালোভাবে সম্পন্ন। ☐ বি. উত্তম ব্যবস্থা বা প্রতিকার। ~বুদ্ধি বি. সৎ বুদ্ধি, সুমতি। ☐ বিণ. সৎ বুদ্ধিযুক্ত। ~বৃষ্টি বি. যথোচিত বৃষ্টি (অর্থাৎ, অনাবৃষ্টি বা অতিবৃষ্টি নয়)। ~বৃহৎ বিণ. অতি বৃহৎ, মস্ত বড়ো, প্রকাণ্ড। ~বেশ বিণ. উত্তম পোশাক-পরিহিত। ☐ বি. উত্তম পোশাক; সাজপোশাকের পারিপাট্য। স্ত্রী. (বিণ.) ~বেশা। ~বোধ বিণ. 1 সদ্বুদ্ধিসম্পন্ন; 2 প্রাঞ্জল; 3 (ব্যঙ্গে) শান্তশিষ্ট ও আজ্ঞাবহ, গো বেচারা। ☐ বি. উত্তম বুদ্ধি বা জ্ঞান। ~বোধ্য বিণ. সহজে বোধগম্য। ~ব্যবস্থা বি. উৎকৃষ্ট ব্যবস্থা। ~ব্যবস্থিত বিণ. উৎকৃষ্ট ব্যবস্থাযুক্ত। ~ব্রত বিণ. সত্ব্রত পালনকারী; যে সুষ্ঠুভাবে ব্রত পালন করে। স্ত্রী. ~ব্রতা। ~ব্রহ্মণ্য বিণ. পূর্ণ ব্রহ্মতেজোময়। ☐ বি. 1 কার্তিকেয়; 2 বৈদিক যজ্ঞের পুরোহিতবিশেষ; 3 পূর্ণ ব্রহ্মতেজ। ~ব্রাহ্মণ বি. আচারনিষ্ঠ ব্রাহ্মণ; সৎ ব্রাহ্মণ। ~ভগ বিণ. 1 সৌভাগ্যশালী; 2 সুন্দর; 3 সুখদায়ক; 4 প্রিয়। স্ত্রী. ~ভগা সুভগ -র সমস্ত অর্থে; এবং-পতিসোহাগিনি। ~ভদ্র বিণ. 1 পরমকল্যাণযুক্ত; 2 অত্যন্ত শিষ্ট। স্ত্রী. ~ভদ্র। ~ভাষ বি. সুবচন। ~ভাষিত বিণ. 1 সুন্দরভাবে কথিত; 2 মধুরভাষী; 3 বাক্পটু; 4 বাগ্মী ☐ বি 1 হিতবচন; 2 জ্ঞানগর্ভ কথা; 3 নীতিবাক্য। ~ভাষী বিণ. মধুরভাষী; প্রিয়ংবদ। স্ত্রী. ~ভাষিণী। ~ভিক্ষ বিণ. (স্থানাদি-সম্বন্ধে) প্রচুর ভিক্ষা বা খাদ্যবস্তু মেলে এমন (অর্থাৎ যেখানে দুর্ভিক্ষ বা অজন্মা নেই)। ~মঙ্গল বি. পরমকল্যাণ, বিশেষ শুভ। ~মতি বিণ. উত্তম মতিগতিবিশিষ্ট বা বুদ্ধিশালী। ☐ বি. উত্তম মতিগতি বা শুভবুদ্ধি। ~মধুর বিণ. অতি মধুর। ~মধ্যমা বিণ. (স্ত্রী.) সরু ও সুগঠিত কোমরবিশিষ্টা। ~মন বি. ফুল। ~মনা বিণ. জ্ঞানবান; মহৎ, উদারচেতা; (বাং. স্ত্রী.) ভালো স্বভাববিশিষ্ট। ☐ বি. দেবতা; পণ্ডিত ব্যক্তি। ~মন্ত্রণা বি. উত্তম বা সৎপরামর্শ। ~মন্দ বিণ. মধুর ও ধীর; মৃদুমন্দ। ~মহৎ, ~মহান বিণ. অতি মহৎ। স্ত্রী. ~মহতী। ~মিষ্ট বিণ. অতিমিষ্ট। ~মেধা (-ধস্) বিণ. উৎকৃষ্ট ধীশক্তিসম্পন্ন; অতি মেধাবী। ~যুক্তি বি. উত্তম পরামর্শ। ~যোগ্য বিণ. উত্তম যোগ্যতাসম্পন্ন; অতি উপযুক্ত। স্ত্রী. ~যোগ্যা। ~রক্ষিত বিণ. ভালোভাবে রক্ষিত। স্ত্রী. ~রক্ষিতা। ~রঙ্গী বিণ. চমৎকার ভঙ্গিযুক্ত বা লীলাযুক্ত ('চলন ভঙ্গী অতি সুরঙ্গী' : চণ্ডী)। ~রঞ্জিত বিণ. অতিরঞ্জিত; সমানভাবে বা শোভনরূপে চিত্রিত। স্ত্রী. ~রঞ্জিতা। ~রব বি. মধুর ধ্বনি। ~রম্য বিণ. অতি রমণীয়। ~রস বিণ. মিষ্টি রসযুক্ত; স্বাদু। ☐ বি. মিষ্টি রস বা স্বাদ। ~রসা বি. স্ত্রী. 1 তুলসী; 2 রাস্না। ~রসাল বিণ. স্বাদু রসযুক্ত। ~রসিক বিণ. উত্তম রসবোধযুক্ত; অতিশয় রঙ্গরসপটু। স্ত্রী. ~রসিকা। ~রুচি বি. উত্তম ও মার্জিত রুচি। ☐ বিণ. সুরুচুসম্পন্ন। ~রূপ বিণ. সুন্দর রূপবিশিষ্ট; রূপবান; সুশ্রী; সুগঠন। স্ত্রী. ~রূপা। ~লক্ষণ বিণ. উত্তম লক্ষণযুক্ত। ☐ বি. উত্তম লক্ষণ। স্ত্রী. ~লক্ষণা। ~লোচনা বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। বিণ. পুং. ~লোচন। ~লোহিত বিণ. গাঢ় লাল। ~শাসক বিণ. বি. সুশাসনকারী। ~শাসন বি. ন্যায়সংগত বা নিরপেক্ষ শাসন। ~শাসিত বিণ. ন্যায়সংগত বা নিরপেক্ষ বা উপযুক্তভাবে শাসিত। ~শিক্ষক বিণ. উত্তম শিক্ষা বা উপদেশ দানকারী; যে শিক্ষক ভালো পড়াতে পারেন। ~শিক্ষা বি. উত্তম শিক্ষা বা উপদেশ। ~শিক্ষিত বিণ. উত্তম শিক্ষাপ্রাপ্ত। স্ত্রী. ~শিক্ষিতা। ~শীতল বিণ. অতিশয় শীতল; যে রকম শীতলতায় দেহমন স্নিগ্ধ হয়। ~শীল বিণ. সৎস্বভাববিশিষ্ট; সচ্চরিত্র, ভদ্র। স্ত্রী. ~শীলা। ~শৃঙ্খল বিণ. সুব্যবস্থাযুক্ত; ভালোভাবে নিয়ন্ত্রিত। ~শৃঙ্খলা বি. উত্তম ব্যবস্থা বা নিয়ম। ~শোভন বিণ. সুন্দর শোভাযুক্ত; অতি সুন্দর; সুসংগত; মানানসই। ~শোভনা বিণ. স্ত্রী. অতিসুন্দর (শ্রীদুর্গার সুশোভনা মূর্তি)। ~শোভিত বিণ. সুন্দরভাবে ভূষিত বা সজ্জিত। স্ত্রী. ~শোভিতা। ~শ্রাব্য বিণ. 1 শ্রুতিমধুর; 2 অশ্লীলতাদি দোষবর্জিত। ~শ্রী বিণ. সুন্দর রূপযুক্ত বা লাবণ্যযুক্ত; কান্তিমান; সুন্দর; ~সংগত বিণ. সম্পূর্ণ সংগত বা সামঞ্জস্যপূর্ণ (সুসংগত পরিকল্পনা বা সমাধান)। ~সংগতি বি. উত্তম বা পূর্ণ সামঞ্জস্য (চার দিকের সঙ্গে সুসংগতি)। ~সংবাদ বি. শুভ বা আনন্দদায়ক খবর। ~সংবৃত বিণ. উত্তমরূপে আচ্ছাদিত। স্ত্রী. ~সংবৃতা। ~সংযত বিণ. যথোচিত বা অতিশয় সংযমপূর্ণ; সুনিয়ন্ত্রিত। ~সংলগ্ন বিণ. সুষ্ঠুভাবে মিলিত বা সংযুক্ত (সুসংলগ্ন কার্যকারণ-সূত্র)। ~সংস্কৃত বি. 1 উত্তমরূপে মেরামত করা বা সংশোধন করা হয়েছে এমন; 2 উত্তমরূপে মার্জিত বা বিন্যস্ত; 3 অতি ভদ্র বা সভ্য (সুসংস্কৃত রুচি ও দৃষ্টিভঙ্গি)। ~সজ্জিত বিণ. পরিপাটিরূপে সাজানো হয়েছে বা সেজেছে এমন। স্ত্রী. ~সজ্জিতা। ~সভ্য বিণ. যথোচিত বা অতিশয় সভ্য। স্ত্রী. ~সভ্যা। ~সমঞ্জস বিণ. অত্যন্ত সংগত বা যোগ্য (সুসমঞ্জস নীতি বা পরিকল্পনা)। ~সময় বি. শুভ বা সুখপূর্ণ সময়, সুদিন; উপযুক্ত সময়। ~সম্পন্ন বিণ. উত্তমরূপে নিষ্পন্ন; অতিশয় সংগতিশালী বা সমৃদ্ধ। ~সম্পাদিত বিণ. উত্তমরূপে নিষ্পন্ন। ~সম্বন্ধ বিণ. উত্তমরূপে বদ্ধ বা সম্বন্ধযুক্ত (সুসম্বন্ধ যুক্তিপরম্পরা); নিত্যসম্বন্ধ। ~সহ বিণ. সহজে বা বিনা কষ্টে সহ্য করা যায় এমন। ~সাধ্য বিণ. সহজে করতে পারা যায় এমন। ~সিদ্ধ বিণ. 1 তাপাদিতে উত্তমরূপে সিদ্ধ (সুসিদ্ধ ব্যঞ্জন); 2 সুসম্পন্ন; 3 সম্পূর্ণ সাফল্যমণ্ডিত; 4 সম্পূর্ণরূপে পূরণ হয়েছে এমন (সুসিদ্ধ বাসনা)। ~স্থিত বিণ. 1 সুস্থ; 2 নিরূদ্বেগ; 3 সুপ্রতিষ্ঠিত; 4 অস্থিরতা থেকে মুক্ত (দেশের রাজনীতিক অবস্থা সুস্থিত নয়)। ~স্থির বিণ. 1 অতি শান্ত, সুধীর; 2 সম্পূর্ণ সুস্থ; 3 স্থিরীভূত (সুস্থির পরিবেশ)। ~স্নিগ্ধ বিণ. 1 অতি স্নিগ্ধ; 2 অতি মসৃণ বা চিক্কণ; 3 অতি স্নেহপূর্ণ। ~স্পষ্ট বিণ. অত্যন্ত বা সম্পূর্ণ স্পষ্ট অথবা ব্যক্ত (সুস্পষ্ট উপলব্ধি, সুস্পষ্ট ছবি)। ~স্মিত বিণ. সুন্দর মৃদুহাস্যযুক্ত। স্ত্রী. ~স্মিতা। ~স্বন বি. মধুর ধ্বনি। ~স্বপ্ন বি. মনোরম বা শুভসূচক স্বপ্ন; সুখস্বপ্ন। ~স্বর বি. মধুর স্বর বা ধ্বনি। ~স্বাদ বি. উত্তম স্বাদ। ☐ বিণ. উত্তম স্বাদযুক্ত, সুস্বাদু। ~স্বাদু বিণ. অতি মধুর স্বাদযুক্ত। ~হাস বিণ. সুন্দর হাসিযুক্ত। ☐ বি. সুন্দর হাসি। বিণ. স্ত্রী. ~হাসিনী সুখ্যাতি, সুগঠন, সুগঠিত, সুগতি, সুগন্ধ, সুগন্ধা, সুগন্ধি, সুগন্ধিত, সুগন্ধী, সুগভীর, সুগম, সুগম্য, সুগম্ভীর, সুগান, সুগুপ্ত, সুগৃহীতনামা, সুগোল [ sukhyāti, sugaṭhana, sugaṭhita, sugati, sugandha, sugandhā, sugandhi, sugandhita, sugandhī, sugabhīra, sugama, sugamya, sugambhīra, sugāna, sugupta, sugṛhītanāmā, sugōla ] দ্র সু
সুতো definitions

Bangla-Tangla Dictionary
সুতো – thread
Samsad Bengali-English Dictionary
সুতো [ sutō ] n thread; yarn; cotton-thread; a measure of length (= ¼ inch).

Processing time: 1.84 s