Off by 3 letters:
সমস্ত definitions

Bangla-Tangla Dictionary
সমস্ত – entire, whole
Samsad Bengali-English Dictionary
সমস্ত [ samasta ] a all, every; whole, entire; (gr.—of words) compounded. ~পদ n. (gr.) a compound word.
Samsad Bangla Abhidhan
সমস্ত [ samasta ] বিণ. সকল, সমুদায়, সম্পূর্ণ (সমস্ত দিন)। ☐ বি. 1 সবটুকু, সবকিছু (ঘরের সমস্তটা ভিজেছে, সমস্ত শুনেছি); 2 (ব্যাক.) সমাসবদ্ধ। [সং. সম্ + √ অস্ + ত]।
সমাসক্ত definitions

Samsad Bengali-English Dictionary
সমাসক্ত [ samāsakta ] a attached (to); addicted (to); deeply attentive or engrossed; joined.
Samsad Bangla Abhidhan
সমা-সক্ত [ samā-sakta ] বিণ. 1 অতিশয় আসক্ত; 2 অভিনিবিষ্ট; 3 সংযুক্ত। [সং. √ সম্ + আসক্ত]। সমা-সক্তি বি. 1 অতিশয় আসক্তি; 2 সংযোগ।
Off by 4 letters:
মস্ত definitions

Bangla-Tangla Dictionary
মস্ত – big
Samsad Bengali-English Dictionary
মস্ত [ masta ] n the head (ছিন্ন মস্তা) ☐ a. high, tall, lofty; very large or big, huge; very broad or long; vast extensive; big (মস্ত মামলা); great (মস্ত বীর); eminent (মস্ত লোক); very distinguished, very influential or powerful; very rich or opulent; elevated, noble (মস্ত আদর্শ); of great value (মস্ত কথা); very important (মস্ত প্রশ্ন); very difficult (মস্ত দায়িত্ব); very serious (মস্ত বিপদ); too much (মস্ত জ্বালা); (iron.) scanty, poor (মস্ত দরদ). ☐ adv. very (মস্ত বড়ো).
Samsad Bangla Abhidhan
মস্ত [ masta ] বিণ. 1 (সং.) উঁচু (মস্ত বৃক্ষ); 2 (বাং) প্রকাণ্ড, সুবৃহৎ (মস্ত বাড়ি, মস্ত প্রাসাদ); 3 বিস্তৃত (মস্ত মাঠ); 4 মহৎ (মস্ত লোক, মস্ত হৃদয়)। ☐ বিণ-বিণ. খুব, অতিশয় (মস্ত বড়ো, মস্ত ধনী)। ☐বি. মস্তক, মাথা (ছিন্নমস্তা) [সং. √ মস্ + ত-তু. ফা. মসৎ]।
সমা-সক্ত definitions

Samsad Bangla Abhidhan
সমা-সক্ত [ samā-sakta ] বিণ. 1 অতিশয় আসক্ত; 2 অভিনিবিষ্ট; 3 সংযুক্ত। [সং. √ সম্ + আসক্ত]। সমা-সক্তি বি. 1 অতিশয় আসক্তি; 2 সংযোগ।
সমাধিস্থ definitions

Samsad Bengali-English Dictionary
সমাধি [ samādhi ] n self-absorbed spiritual meditation during which the meditator loses his or her entity and becomes one with the Supreme Being; a reverie, a trance; a self-absorbed meditation; burial, interment, a grave, a sepulchral monument, a tomb, a mausoleum (also সমাধিমন্দির); (fig.) end. ~ক্ষেত্র n. a burial ground, a cemetery; (loos.) a grave. ~ভঙ্গ করা v. to disturb or interrupt self absorbed meditation; to give up self absorbed meditation. ~মগ্ন a. drowned or absorbed in profound meditation; tranced. ~স্তম্ভ n. a tombstone. ~স্থ same as ~মগ্ন,- and buried. সমাধিস্থ করা v. to bury, to lay in the grave, to inter. ~স্থল, ~স্থান same as ~ক্ষেত্র ।
Samsad Bangla Abhidhan
সমাধি [ samādhi ] বি. 1 পরমাত্মার মধ্যে জীবাত্মার নিবেশ, চিত্তবৃত্তির নিরোধপূর্বক স্বরূপে অবস্থিতি; 2 বাহ্যজ্ঞানহীন ধ্যানের চরম অবস্থা; 3 সম্পূর্ণরূপে ঈশ্বরে চিত্ত-সমর্পণ; 4 গভীর তন্ময়তা; 5 সমাধান; 6 কবর দেওয়া; 7 কবর, গোর। [সং. সম্ + আ + √ ধা + ই]। ~ক্ষেত্র, ~স্থল, ~স্থান বি. গোরস্থান, কবরখানা। ~প্রস্তর বি. কবরের উপরে স্থাপিত স্মৃতিপ্রস্তর। ~মগ্ন, ~স্থ বিণ. সমাধিতে নিমগ্ন, বাহ্যজ্ঞানরহিত হয়ে ধ্যানরত। ~মন্দির বি. কবরের উপরে নির্মিত স্মৃতিমন্দির। ~স্তম্ভ বি. কবরের উপরে নির্মিত স্মৃতিস্তম্ভ।
সমাপ্ত definitions

Bangla-Tangla Dictionary
সমাপ্ত – finished
Samsad Bengali-English Dictionary
সমাপিত, সমাপ্ত [ samāpita, samāpta ] a completed; concluded, ended, finished, closed; fulfilled. সমাপ্ত করা বা হওয়া same as সমাপন করা বা হওয়া । সমাপ্তি same as সমাপন । সমাপ্তি সংগীত same as সমাপন সংগীত । সমাপ্য a. that which should be concluded or ended or finished.
Samsad Bangla Abhidhan
সমাপ্ত [ samāpta ] বিণ. 1 সম্পূর্ণ; 2 নিষ্পন্ন। [সং. সম্ + √ আপ্ + ত]। সমাপ্তি বি. 1 সমাধা, সমাপন; 2 অবসান; শেষ।
সমাস definitions

Samsad Bengali-English Dictionary
সমাস [ samāsa ] n (gr.) compounding of two or more words into one. সমাস করা v. to compound two or more words into one. সমাস ভাঙা v. to resolve a compound word into components. ~বদ্ধ a. compounded.
Samsad Bangla Abhidhan
সমাস [ samāsa ] বি. 1 সংক্ষেপ; 2 সংগ্রহ; 3 মিলন; 4 (ব্যাক.) পরস্পর সম্বন্ধবিশিষ্ট একাধিক পদের একপদীকরণ। [সং. সম্ + √ অস্ + অ]।
সাধত definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary past habitual tense of সাধা: সাধা [verb]
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary past habitual tense of সাধা: সাধা [ sādhā ] v to endeavour or practise austerely or arduously (মন্ত্র সাধা); to try to improve by practice (গলা সাধা); to accomplish (কাজ সাধা); to attain or realize ('সাধিতে মনের সাধ'); to offer (ঘুস সাধা); to volunteer (সেধে বিপদে পড়া); to bring about, to put forward; to offer (বাদ সাধা); to try to pacify or appease (পায়ে ধরে সাধা) ; to importunate (না সাধলে সে আসবে না) ; (gr.) to derive (as a word). ☐ a. improved or chastened or prepared by practice (সাধা গলা); held out for acceptance, offered (সাধা ভাত).
Samsad Bangla Abhidhan
3rd person ordinary past habitual tense of সাধা: সাধা [ sādhā ] ক্রি. 1 সম্পাদন করা (কাজ সাধা); 2 সাধনা করা, সিদ্ধিলাভের বা উন্নতিলাভের জন্য অভ্যাস করা (মন্ত্র সাধা, গলা সাধা); 3 সফল বা পূর্ণ করা ('সাধিতে মনের সাধ': মধু); 4 দিতে চাওয়া (ঘুস সাধা); 5 স্বতঃপ্রবৃত্ত হওয়া, সাধ করা (সেধে বিপদে পড়া); 6 ঘটানো (বাদ সাধা); 7 ক্রোধ নিবৃত্তির জন্য অনুনয় করা (পায়ে ধরে সাধা); 8 অনুরোধ করা (না সাধলে আসবে না); 9 (ব্যাক.) সূত্রের উল্লেখ করে ব্যুৎপত্তি বিশ্লেষণ করা (শব্দ সাধা)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 অভ্যাসদ্বারা মার্জিত (সাধা গলা); 2 যাচিত (সাধা ভাত ফেলতে নেই)। [সং. √ সাধ্ + বাং. আ]। ~নো ক্রি. পরের দ্বারা সম্পাদন করানো; অনুনয় করতে বাধ্য করা। ☐ বি. উক্ত উভয় অর্থে। ~সাধি বি. বারবার বা ক্রমাগত অনুনয় (অনেক সাধাসাধি করেও রাজি করানো যায়নি)।
সাধ্ definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of সাধা: সাধা [verb]
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of সাধা: সাধা [ sādhā ] v to endeavour or practise austerely or arduously (মন্ত্র সাধা); to try to improve by practice (গলা সাধা); to accomplish (কাজ সাধা); to attain or realize ('সাধিতে মনের সাধ'); to offer (ঘুস সাধা); to volunteer (সেধে বিপদে পড়া); to bring about, to put forward; to offer (বাদ সাধা); to try to pacify or appease (পায়ে ধরে সাধা) ; to importunate (না সাধলে সে আসবে না) ; (gr.) to derive (as a word). ☐ a. improved or chastened or prepared by practice (সাধা গলা); held out for acceptance, offered (সাধা ভাত).
Samsad Bangla Abhidhan
2nd person intimate present imperative tense of সাধা: সাধা [ sādhā ] ক্রি. 1 সম্পাদন করা (কাজ সাধা); 2 সাধনা করা, সিদ্ধিলাভের বা উন্নতিলাভের জন্য অভ্যাস করা (মন্ত্র সাধা, গলা সাধা); 3 সফল বা পূর্ণ করা ('সাধিতে মনের সাধ': মধু); 4 দিতে চাওয়া (ঘুস সাধা); 5 স্বতঃপ্রবৃত্ত হওয়া, সাধ করা (সেধে বিপদে পড়া); 6 ঘটানো (বাদ সাধা); 7 ক্রোধ নিবৃত্তির জন্য অনুনয় করা (পায়ে ধরে সাধা); 8 অনুরোধ করা (না সাধলে আসবে না); 9 (ব্যাক.) সূত্রের উল্লেখ করে ব্যুৎপত্তি বিশ্লেষণ করা (শব্দ সাধা)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 অভ্যাসদ্বারা মার্জিত (সাধা গলা); 2 যাচিত (সাধা ভাত ফেলতে নেই)। [সং. √ সাধ্ + বাং. আ]। ~নো ক্রি. পরের দ্বারা সম্পাদন করানো; অনুনয় করতে বাধ্য করা। ☐ বি. উক্ত উভয় অর্থে। ~সাধি বি. বারবার বা ক্রমাগত অনুনয় (অনেক সাধাসাধি করেও রাজি করানো যায়নি)।
Off by 5 letters:
অসমাপ্ত definitions

Bangla-Tangla Dictionary
অসমাপ্ত – incomplete
Samsad Bengali-English Dictionary
অসমাপিত, অসমাপ্ত [ asamāpita, asamāpta ] a unfinished; not ended or concluded or terminated; not over; not completed, incomplete. অসমাপ্তি n. state of being not finished or ended or concluded or terminated or completed, incompletion.
Samsad Bangla Abhidhan
অসমাপ্ত [ asamāpta ] বিণ. শেষ হয়নি বা শেষ করা হয়নি এমন, অসম্পূর্ণ; অনিষ্পন্ন। [সং. ন + সমাপ্ত]। বি. অসমাপ্তি
আসমাপ্ত definitions

Samsad Bangla Abhidhan
আসমাপ্ত [ āsamāpta ] বিণ. সমাপ্ত ('আসমাপ্ত মুহুর্তের ঊর্ধ্বশ্বাস গতি': সু. দ.)। [সং. আ + সমাপ্ত]।
খাস্ত definitions

Samsad Bangla Abhidhan
খাস্ত, খাস্তা1 [ khāsta, khāstā1 ] বিণ. নষ্ট, বিকৃত। [ফা. খস্তা]। সাত নকলে আসল খাস্তা বারবার বা ক্রমাগত নকল হতে হতে আসল বা মূলই হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়।
দাস্ত definitions

Samsad Bengali-English Dictionary
দাস্ত [ dāsta ] n evacuation of the bowels, motion purgation; faeces, stool; loose motion; diarrhoea.
Samsad Bangla Abhidhan
দাস্ত [ dāsta ] বি. 1 মলনিঃসরণ, মলত্যাগ; 2 প্রচুর তরল মল নিঃসরণ, উদরাময়, পাতলা পায়খানা। [ফা. দস্ৎ]।
মস্তক definitions

Samsad Bengali-English Dictionary
মস্তক [ mastaka ] n (high. & for.) the head; the cranium, the skull, the brain; the top, the summit, the crest (হিমালয়ের মস্তক); the topmost or foremost position (মন্ত্রিসভার মস্তকে ছিলেন জওহরলাল). মস্তক ছেদন করা v. to decapitate, to behead; to truncate. ~চ্যুত a. fallen from or slipped off the head or top. ~বিশিষ্ট a. having a head, cephalous; headed (বহুমস্তকবিশিষ্ট = hydraheaded). ~ব্যবচ্ছেদ n. cephalotomy. ~সংক্রান্ত a. cephalic. ~হীন, ~শূন্য a. head less; acephalous; truncated. ~শূল n. headache, migraine. মস্তকাবরণ n. a covering for the head; a head-dress; a turban; a helmet; a cap; a veil. মস্তকাভরণ n. an ornament for the head. মস্তকোপরি adv. on or over the head. মস্তকোর্ধ্বে adv. over the head, overhead.
Samsad Bangla Abhidhan
মস্তক [ mastaka ] বি. 1 মাথা, শির, মুণ্ড (নতমস্তক); 2 চূড়া, আগা (পর্বতমস্তক, প্রাসাদমস্তক) [সং. মস্ত + ক]। মস্তকাবরণ বি. যে দিয়ে মাথা ঢাকা হয়, টুপি।
মস্তি definitions

Samsad Bangla Abhidhan
মস্তি1 [ masti1 ] বি. ব্যপ্তি, বিস্তার ('জীবনের জয় চাই মৃত্যুর মস্তিতে': বিষ্ণু; 'নিশ্বাসে টেনেছি ভিজা মাটির মস্তিতে': বিষ্ণু. [সং. √ মস্ (পরিমাণ করা) + তি]। মস্তি2 [ masti2 ] বি. (কথ্য) ফূর্তি, মজা (আজ খুব মস্তি হবে)। [দেশি.]।
মাগধী definitions

Samsad Bengali-English Dictionary
মাগধ [ māgadha ] a of or relating to Magadha, Magadhan. মাগধী n. Magadhi, the Prakritic language which is considered the source of Hindi and Bengali. অর্ধমাগধী n. a kind of Magadhi (মাগধী) corrupted with mixture of several Prakritic dialects.
মাত definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of মাতা: মাতা – to get into a frenzy, to go crazy
Samsad Bengali-English Dictionary
মাত1 [ māta1 ] a thoroughly maddened or overwhelmed (নেশায় মাত) or charmed or captivated (গানে মাত, আসর মাত) or replete or pervaded (গন্ধে মাত). মাত করা . v. to madden or overwhelm or charm or captivate or replete or pervade thoroughly. মাত2 [ māta2 ] n (in chess) checkmating; act of defeating thoroughly (প্রতিপক্ষকে মাত করা); act of winning outright (বাজি মাত করা). ☐ a. checkmated; completely defeated. মাত করা v. to checkmate; to defeat thoroughly; to win outright. 2nd person ordinary present simple tense of মাতা: মাতা2 [ mātā2 ] v to go mad; (of elephants etc.) to be seized with must, to be in must; to run amuck; to be frenzied or maddened; to be beside onelself, to be overwhelmed with; to be absorbed (in); to become feverishly enthusiastic; to be greatly excited; to indulge in a revel-rout; to rise and swell by the action of fermentation, to ferment.
Samsad Bangla Abhidhan
জাত3 [ jāta3 ] বিণ. 1 জন্মেছে এমন (সদ্যোজাত); 2 উৎপন্ন (ক্ষেত্রজাত)। ☐ বি. 1 জন্ম (জাতকর্ম); 2 সমূহ (দ্রব্যজাত)। [সং. √ জন্ + ত]। ~কর্ম, ~কৃত্য, ~ক্রিয়া বি. হিন্দু শিশুর জন্ম উপলক্ষ্যে অনুষ্ঠেয় সংস্কারবিশেষ। ~কোপ, ~ক্রোধ বি. আজন্মকাল ধরে ক্রোধ, বহু পুরোনো ও তীব্র ক্রোধ। ☐বিণ. দীর্ঘকাল ধরে ক্রুদ্ধ। ~পত্র বি. কোষ্ঠী, জন্মপত্রিকা। ~পুত্র বিণ. যার পুত্র জন্মেছে, পুত্রবান। ~বেদা, ~বেদাঃ (-দস্) বি. অগ্নিদেব।~ মাত ্র ক্রি-বি জন্মের সঙ্গে সঙ্গে ☐ বিণ.ণ. সদ্যোজাত। ~শত্রু বি. আজন্ম শত্রু। ☐ বিণ. (যার) অনেক শত্রু জন্মেছে এমন। মাত1 [ māta1 ] বিণ. 1 মত্ত; 2 বিভোর, মুগ্ধ (গন্ধে মাত)। [সং. মত্ত]। মাত2 [ māta2 ] বি. বিপক্ষের পরাজয়, জিত (বাজি মাত করা)। ☐ বিণ. পরাজিত (তুমি মাত হয়েছ)। [আ. মাৎ]। মাত3 [ māta3 ] বি. 1 অসার বা জলীয় অংশ (গুড়ের মাত); 2 ঝোলা গুড় (মাতগুড়)। [< সং. মস্তু]। 2nd person ordinary present simple tense of মাতা: মাতা2 [ mātā2 ] ক্রি. 1 মত্ত হওয়া, খেপে যাওয়া (হাতিটা মেতে গেছে); 2 মুগ্ধ বিভোর বা আত্মহারা হওয়া, উৎসাহে ভরপুর হওয়া, উৎসাহভরে কাজে নিবিষ্ট হওয়া ('ওরে ওরে আমার মন মেতেছে': রবীন্দ্র; ছেলেরা খেলায় মেতেছে); 3 গেঁজে ওঠা (খেজুরের রস মেতেছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. মাতা < সং. √ মদ্]। ~নো ক্রি. বি. 1 মত্ত করা; 2 মুগ্ধল ও উল্লসিত করা, বিভোর বা আত্মহারা করা (দেশকে মাতিয়ে তোলা); 3 গাঁজানো। ☐ বিণ. উক্ত সব অর্থে; (সমাসের উত্তরপদে) মত্ত, উৎসাহিত বা উল্লসিত করে এমন (মনমাতানো সুর, প্রাণমাতানো খেলা)। ~মাতি বি. 1 ক্রমাগত মাতালের মতো আচরণ; 2 দাপাদাপি, দুরন্তপনা (ঢেউয়ের মাতামাতি, হাওয়ার মাতামাতি)।
মাধবী definitions

Samsad Bengali-English Dictionary
মাধব [ mādhaba ] a relating to honey; honeyed. ☐ n. Krishna (কৃষ্ণ) or Vishnu (বিষ্ণু). মাধবী, মাধবিকা, মাধবীলতা n. an evergreen creeper, (cp.) the myrtle. মাধবীকুঞ্জ n. a myrtle-bower.
Samsad Bangla Abhidhan
মাধবী [ mādhabī ] বি. স্ত্রী. 1 চিরহরিৎ লতাবিশেষ; 2 মাধবের পত্নী বিণ. বৈশাখী ('তোমায় দেখছি মাধবী রাতে': রবীন্দ্র)। [সং মাধব + ঈ]। ~কুঞ্জ বি. মাধবীলতায় সমাচ্ছন্ন স্থান। ~লতা বি মাধবী গাছের লতানো ডা়ল।
মাধ্ব definitions

Samsad Bangla Abhidhan
মাধ্ব [ mādhba ] বিণ. বৈষ্ণাবাচার্য মধ্বচার্য কর্তৃক প্রতিষ্ঠিত বৈষ্ণব সম্প্রদায়। [সং মধ্ব + অ]।
মাস definitions

Bangla-Tangla Dictionary
মাস – month
Samsad Bengali-English Dictionary
মাস2 [ māsa2 ] n a month. মাসে, মাসে-মাসে adv. every month. ☐ a. monthly (মাসে দশ টাকা আয়).
Samsad Bangla Abhidhan
মাস1 [ māsa1 ] বি. মাংস -র কথ্য রূপ (হাড়মাস কালি করা)। মাস2 [ māsa2 ] বি. বৎসরের 12 ভাগের একভাগ, স্থূল হিসাবে 3 দিন। [সং. √মস্ +অ]। ~. ওয়ারি বিণ. মাসিক। ~. কাবার বি. মাসের শেষ বা শেষদিন। ~. কাবারি বিণ. 1 মাসের শেষে করণীয় বা প্রয়োজনীয় (মাসকাবারি বাজার); 2 একমাসের উপযুক্ত। ☐বি. মাসিক বরাদ্দ। ~. মাহিনা, (কথ্য) মাইনে বি. মাসিক বেতন। ~. হারা, মাসো-হারা বি. (ভরণপোষণের জন্য বা অন্য কারণে খরচের জন্য) প্রতি মাসে প্রদেয় বৃত্তি বা ভাতা। [আ. মুশাহারা অথবা সং. মাসহার + বাং. আ]। মাসোহারা [ māsōhārā ] দ্র মাস2

Processing time: 0.64 s