Off by 5 letters:
সমর্থক definitions

Bangla-Tangla Dictionary
সমর্থক – supporter
Samsad Bengali-English Dictionary
সমর্থক [ samarthaka ] n a seconder; a supporter; (dero.) a countenancer; a confirmer, a confirmator; a corroborator.
Samsad Bangla Abhidhan
সমর্থক [ samarthaka ] বিণ. বি. সমর্থনকারী (প্রস্তাবের সমর্থক)। [সং. সম্ + √ অর্থ্ + অক]।
সমর্থন definitions

Bangla-Tangla Dictionary
সমর্থন – support (eg, for an issue, for a motion) (+ করা = to support)
Samsad Bengali-English Dictionary
সমর্থন [ samarthana ] n seconding (of a motion or nomination); support; (dero.) countenancing; confirmation; corroboration. সমর্থন করা v. to second; to support; to countenance; to confirm; to corroborate.
Samsad Bangla Abhidhan
সমর্থন [ samarthana ] বি. 1 প্রতিপোষণ; 2 পক্ষাবলম্বন (অন্যায়ের সমর্থন); 3 দৃঢ়ীকরণ। [সং. সম্ + √ অর্থ্ + অন]। সমর্থিত বিণ. সমর্থন করা হয়েছে এমন, সমর্থনপ্রাপ্ত। স্ত্রী. সমর্থিতা
Off by 6 letters:
অসমর্থন definitions

Samsad Bengali-English Dictionary
অসমর্থন [ asamarthana ] n want of support or sanction or confirmation; disapproval; want of consent.
Samsad Bangla Abhidhan
অসমর্থন [ asamarthana ] বি. সমর্থন বা অনুমোদনের অভাব, স্বীকৃতির অভাব। [সং. ন + সমর্থন]।
সঙ্কল্প definitions

Samsad Bangla Abhidhan
সঙ্কট, সঙ্কর, সঙ্কর্ষণ, সঙ্কলন, সঙ্কল্প, সঙ্কাশ, সঙ্কীর্ণ, সঙ্কীর্তন, সঙ্কুচিত, সঙ্কুল, সঙ্কুলান, সঙ্কেত, সঙ্কোচ [ saṅkaṭa, saṅkara, saṅkarṣaṇa, saṅkalana, saṅkalpa, saṅkāśa, saṅkīrṇa, saṅkīrtana, saṅkucita, saṅkula, saṅkulāna, saṅkēta, saṅkōca ] যথাক্রমে সংকট, সংকর, সংকর্ষণ, সংকলন, সংকল্প, সংকাশ, সংকীর্ণ, সংকীর্তন, সংকুচিত, সংকুল, সংকুলান, সংকেত ও সংকোচ -এর বানানভেদ।
সমরস্থল definitions

Samsad Bengali-English Dictionary
সমর [ samara ] n a war, a battle, a fight. ~কৌশল n. the art of planning operations in war, strategy. ~ক্ষেত্র, ~ভূমি same as যুদ্ধক্ষেত্র । ~শায়ী a. killed in a battle, fallen in a fight, killed in action. fem. ~শায়িনী । ~সজ্জা, ~সাজ n. battle-dress and arms and equipment (of any individual soldier); war equipment; preparation for war. ~স্থল, সমরাঙ্গন same as যুদ্ধক্ষেত্র । সমরানল n. war regarded as a widely devastating fire, fire or flames of war.
সমর্থ definitions

Bangla-Tangla Dictionary
সমর্থ – able, competent
Samsad Bengali-English Dictionary
সমর্থ [ samartha ] a capable, able; competent; ablebodied; of full age and able to earn (সমর্থ ছেলে); of full age and fit for marriage (সমর্থ মেয়ে). সমর্থা [ samarthā ] fem of সমর্থ ।
Samsad Bangla Abhidhan
সমর্থ [ samartha ] বিণ. 1 সক্ষম, পারগ; 2 যোগ্য, উপযুক্ত; 3 কর্মক্ষম, বলিষ্ঠ (সমর্থ দেহ)। [সং. সম্ + √ অর্থ্ + অ]। স্ত্রী. সমর্থা। বি. ~তা, সামর্থ্য
সমার্থক definitions

Samsad Bengali-English Dictionary
সমার্থ, সমার্থক [ samārtha, samārthaka ] a synonymous. সমার্থক শব্দ a synonym. ~বোধক same as সমার্থক । ~শব্দকোষ n. a dictionary of synonyms, a thesaurus.
Samsad Bangla Abhidhan
সমার্থ, সমার্থক [ samārtha, samārthaka ] বিণ. একার্থবোধক; এক বা অনুরূপ অর্থবিশিষ্ট। [সং. সম্ + অর্থ + ক]। সমার্থক শব্দ বি. একই অর্থ বোঝায় এমন শব্দ।
স্থলপথে definitions

Samsad Bengali-English Dictionary
স্থল [ shala ] n a place; a site; location, scene, venue; land; ground; condition, situation, circumstances, case (এরূপ স্থলে); stead, position, place (ভরসাস্থল); a container, a repository; a matter or object or point (তর্কস্থল). ~কমল n. land-lily, (cp.) lily of the valley. ~গত a. of or on the land, land; overland. ~চর a. living or moving on land, terrestrial. ~পথ n. a land-route. ~পথে adv. by land, over land. স্থলপদ্ম same as স্থলকমল । ~বাণিজ্য n. land-trade. ~বায়ু n. land-breeze. ~বিশেষে adv. in some cases; as the case may be; wherever apposite or appropriate. ~যুদ্ধ n. land-fight. ~সংকট n. an isthmus. ~সেনা, ~সৈন্য n. land army. স্থলাভিষিক্ত a. placed in another's position or post; substituted; deputizing. স্থলারবিন্দ same as স্থলকমল । স্থলী n. a site, a place; a bag. a sac; a container, a repository. স্থলীয় a. of or on the land, land.
Off by 7 letters:
অসমর্থ definitions

Samsad Bengali-English Dictionary
অসমর্থ [ asamartha ] a incapable, unable, incompetent; disabled. fem. অসমর্থা । অসমর্থতা n. incapability, inability; incompetence; dis ability.
Samsad Bangla Abhidhan
অসমর্থ [ asamartha ] বিণ. 1 অক্ষম (আমি এ কাজ করতে অসমর্থ); 2 দুর্বল, শক্তিহীন (তিনি বৃদ্ধ এবং অসমর্থ); 3 অদক্ষ, অপটু (অসমর্থ হাতের কাজ)। [সং. ন + সমর্থ]। বি. ~তা। স্ত্রী. অসমর্থা
কল্প definitions

Samsad Bengali-English Dictionary
কল্প1 [ kalpa1 ] sfx almost, resembling (মৃতকল্প). কল্প2 [ kalpa2 ] n one of the principal and most ancient Hindu scriptures forming a part of the Vedic literature (also কল্পসূত্র); one whole day of Brahma (ব্রহ্মা) amounting to 432, years (কল্পান্তে); universal annihilation; a scriptural direction (নবম্যাদি কল্প); a ritual rule or a holy time (কল্পারম্ভ); object, aim (রক্ষাকল্পে); resolution (দৃঢ়কল্প); a side or party (মুখ্যকল্প). ~তরু, ~দ্রুম, ~বৃক্ষ n. a (mythological) wishing-tree; (fig.) an extremely liberal and generous person. ~লতা n. a paradisia cal creeper. ~লোক n. a fancied land where everything is good and avail able, a dreamland, a Utopia, Elysium. কল্পান্ত n. end or termination of one whole day of Brahma (ব্রহ্মা); universal annihilation. কল্পান্তর n. another whole day and night of Brahma (ব্রহ্মা). কল্পান্তস্থায়ী a. everlasting, eternal. কল্পারম্ভ n. beginning or commencement of a day of Brahma (ব্রহ্মা); commencement of a holy tide.
Samsad Bangla Abhidhan
কল্প1 [ kalpa1 ] ঈষদূন বা তৎসদৃশ অর্থে তদ্ধিত প্রত্যয়বিশেষ (মৃতকল্প, অনুজকল্প, পিতৃকল্প)। কল্প2 [ kalpa2 ] বি. 1 যজ্ঞাদি সম্পাদনের নিয়মসংবলিত বেদাঙ্গ গ্রন্থবিশেষ; 2 ব্রহ্মার এক অহোরাত্র অর্থাৎ 432 কোটি বৎসর (কল্পান্তে); 3 শাস্ত্রীয় বিধি (কল্পাবাস, নবম্যাদি কল্প); 4 প্রলয়; 5 পূজার বিধি (কল্পারম্ভ); 6 অভিপ্রায় (রক্ষাকল্পে); 7 সংকল্প (দৃঢ়কল্প); 8 পক্ষ (মুখ্যকল্প)। [সং. √ ক্9প্ (যোগ্যতা, উৎপত্তি প্রভৃতি অর্থে) + অ]।
জনসমর্থন definitions

Bangla-Tangla Dictionary
জনসমর্থন – public support
ন্যূনকল্পে definitions

Samsad Bengali-English Dictionary
ন্যূন [ nyūna ] a less (than); short of; deficient (in); inferior (to). ন্যূন হওয়া v. to be less (than); to fall short (of), to be deficient (in); to be inferior (to). ~কল্প a. least, minimum. ~কল্পে adv. at least. ~তা n. state of being smaller in number or amount or degree; shortage; deficiency; inferiority. ~পক্ষে same as ন্যূনকল্পে । সংখ্যায় adv. in the least number, at least. ন্যূনাতিরেক, ন্যূনাধিক্য n. shortage and excess; shortage or excess; disparity. ন্যূনাধিক adv. more or less.
Samsad Bangla Abhidhan
ন্যূন [ nyūna ] বিণ. অপেক্ষাকৃত কম বা অল্প (কোনো অংশে ন্যূন নয়)। [সং. নি + √ ঊন্ + অ]। ~কল্পে, ~পক্ষে ক্রি-বিণ. নিদেনপক্ষে, কম করে ধরলেও। ~তা বি. কমতি, কমসম, অভাব, ঘাটতি। ন্যূনাধিক বিণ. কমবেশি, কম বা বেশি (এ কাহিনি ন্যূনাধিক অতিরঞ্জিত)। ন্যূনাধিক্য বি. কমবেশির ভাব, তারতম্য।
মনকে definitions

Samsad Bengali-English Dictionary
মন1 [ mana1 ] n a measure of weight (=4 seers or about 82 lbs.), a maund. ~কষা n. the system of calculating weight in terms of maunds, seers etc. ~কে adv. for each maund, each maund; in every or each maund.
Samsad Bangla Abhidhan
মন2 [ mana2 ] (বর্জি). মণ বি. ওজনের মাপবিশেষ, 4 সের, প্রায় 37*1/2 কিলোগ্রাম পরিমিত ওজনের সমান মাপ। [আ. মন্-তু. সং 'মণভিধানং খযুগৈশ্চ সেরৈঃ']। ~কষা বি. (গণি.) মনের হিসাব মূল্যাদি নিরূপণের অঙ্ক। ~কিয়া বিয় মন হিসাবের তালিকা। ~কে ক্রি বিণ. মনপ্রতি, প্রতি মনে (মনকে দু-সের কম)। ~মনি বিণ. মনযুক্ত, মনবিশিষ্ট (দুমনি বস্তা)।
মরলে definitions

Bangla-Tangla Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of মরা: মরা – to die
Samsad Bengali-English Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of মরা: মরা2 [ marā2 ] v to die; (of trees etc.) to wither; to be ruined (চাকরি গেলে মরবে); to be extremely troubled or afflicted (ভেবে মরা); to be strongly seized with (লজ্জায় মরা); to suffer or be punished (বদমাশি করলে মরবে); to dry up, to silt up (নদী মরা); to be allayed, to abate (ব্যথা মরা); to decrease (তেজ মরা); to weaken (পেট মরা); to be spiritless (অভাবে মরে থাকা); to be out (বাতাসে আলো গেল মরে). ☐ a. dead; withered; dried up, silted up; allayed, abated; decreased; weak or weakened; utterly spiritless; extinct; dim. অনাহারে মরা v. to die of hunger, to starve; to famish. মরমে মরা v. to be extremely mortified or ashamed. মরতে মরতে বাঁচা v. to come back from the jaws of death. মরে বাঁচা v. to be relieved from suffering by death. মরে মরে impairing one's health utterly; with utmost strain and difficulty. জীয়ন্তে মরা more dead than alive. মরা নাড়ি, মরা পেট stomach weakened on account of continued under-feeding.
Samsad Bangla Abhidhan
conditional participle and 2nd person ordinary past simple tense of মরা: মরা [ marā ] বি. ক্রি. 1 প্রাণত্যাগ করা, মারা যাওয়া; 2 সর্বস্বহারা বা সর্বনাশগ্রস্ত হওয়া (চাকরি গেলে লোকটা মরবে); 3 নিদারুন কষ্ট পাওয়া (গরমে মরা, ভেবে মরছি, লজ্জায় মরছে); 4 শুকিয়ে যাওয়া, মজা (নদীটা মরে গেছে); 5 হ্রাস পাওয়া (রস মরা, ব্যথা মরা); 6 নির্জীব হওয়া (অভাবের জন্য লোকটা মরে আছে); 7 লুপ্ত হওয়া ('বাতাস আলো গেল মরে': রবীন্দ্র)। ☐ বিণ. 1 মৃত (মরা হাতি); 2 শুষ্ক, মজে গেছে এমন (মরা খাল); 3 নির্জীব (মরা প্রাণ, উনুনের মরা আঁচ); 4 লুপ্ত বা হ্রাসপ্রাপ্ত (মরা খিদে); 5 খাদযুক্ত (মরা সোনা)। [সং. √ মৃ + বাং. অ]। ~কটাল. বি. ভাটা। ~কান্না বি কারও মৃত্যুতে আত্মীয়-পরিজনেরা যেমন উচ্চরোলে কাঁদে সেইরকম কান্না। মরা গাং, মরা নদী মজে-যাওয়া নদী ('এবার তোর মরা গাঙে বান এসেছে': বরীন্দ্র)। মরা পেট, মরা নাড়ি বহুদিন অনাহারে বা অর্ধাহারে থাকার ফলে পূর্ণ আহারে অসমর্থ পাকস্থলী। ~মাস বি. খুশকি। ~হাজা বিণ. 1 মৃত ও ক্ষয়প্রাপ্ত (মরাহাজা পুকুর); 2 জীর্ণশীর্ণ (মরাহাজা শরীর)।
সংকল্প definitions

Samsad Bengali-English Dictionary
সংকল্প [ saṅkalpa ] n a resolve, a determination; a (strong) desire; a solemn vow to do something (taken esp. on the eve of a religious worship); resolution. সংকল্প করা v. to resolve; to determine, to make up one's mind; to take a solemn vow to do something (esp. on the eve of a religious ceremony the purpose for which it is intended). সংকল্প-বিকল্প n. desire and doubt; certainty and uncertainty; hesitation. ~সাধনা করা v. to fulfil a resolve; to attain a desire; to give effect to a resolution. সংকল্পিত a. determined, re solved; purposed intended; passed or adopted as a resolution.
Samsad Bangla Abhidhan
সংকল্প [ saṅkalpa ] বি. 1 স্থিরীকৃত কার্য, মানসকর্ম (কামসংকল্পবর্জিত); 2 মনোরথ, অভিপ্রায়, উদ্দেশ্য (সংকল্প স্থির করা, সংকল্প কার্যে পরিণত করা); 3 প্রতিজ্ঞা (দৃঢ় সংকল্প, সংকল্পে অটল); 4 সভাদিতে গৃহীত প্রস্তাব, resolution (স. প.)। [সং. সম্ + √ ক্9প্ + অ]। ~বিকল্প বি. 1 বাসনা ও সংশয়; 2 নিশ্চয় ও সন্দেহ, দ্বৈধ। সংকল্পিত বিণ. 1 সংকল্পের বিষয়ীভূত; 2 কর্তব্যরূপে স্থিরীকৃত; 3 অভিপ্রেত, বাঞ্ছিত। সঙ্কট, সঙ্কর, সঙ্কর্ষণ, সঙ্কলন, সঙ্কল্প, সঙ্কাশ, সঙ্কীর্ণ, সঙ্কীর্তন, সঙ্কুচিত, সঙ্কুল, সঙ্কুলান, সঙ্কেত, সঙ্কোচ [ saṅkaṭa, saṅkara, saṅkarṣaṇa, saṅkalana, saṅkalpa, saṅkāśa, saṅkīrṇa, saṅkīrtana, saṅkucita, saṅkula, saṅkulāna, saṅkēta, saṅkōca ] যথাক্রমে সংকট, সংকর, সংকর্ষণ, সংকলন, সংকল্প, সংকাশ, সংকীর্ণ, সংকীর্তন, সংকুচিত, সংকুল, সংকুলান, সংকেত ও সংকোচ -এর বানানভেদ।
সকলে definitions

Bangla-Tangla Dictionary
সকলে – everyone (nominative)
সদর্থক definitions

Samsad Bangla Abhidhan
সদর্থক [ sadarthaka ] বিণ. 1 অস্তিত্ববাচক, ধনাত্মক; 2 হ্যাঁ-বোধক; positive; 3 সাধু বা উত্তম অর্থসূচক। [সং. সৎ1 + অর্থ + ক]। তু. নঞর্থক
সদর্পে definitions

Samsad Bengali-English Dictionary
সদর্প [ sadarpa ] a proud, boastful, arrogant, haughty. সদর্পে adv. proudly, boastfully, arrogantly, haughtily.
Samsad Bangla Abhidhan
সদর্প [ sadarpa ] বিণ. দর্পযুক্ত, অহংকৃত, গর্বিত (সদর্প ঘোষণা, সদর্প আচরণ)। [সং. সহ + দর্প]। সদর্পে ক্রি-বিণ. দর্পভরে, গর্বের সঙ্গে।
সমকালে definitions

Bangla-Tangla Dictionary
সমকালে [postposition] at the same time as [derivation: সম + কাল + এ]
Samsad Bengali-English Dictionary
সমকাল [ samakāla ] n the same time; the same age. ~কালবর্তী, সমকালিক, সমকালীন a. contemporary, contemporaneous; coeval; simultaneous. সমকালে adv. at the same time; in the same age; simultaneously.
সমক্ষে definitions

Samsad Bengali-English Dictionary
সমক্ষ [ samakṣa ] a lying before; visible; direct. ~দৃষ্টি n. direct vision. সমক্ষ বর্ণালিবীক্ষণ direct vision spectroscope. সমক্ষে adv. before one's eyes; visible.
Samsad Bangla Abhidhan
সমক্ষ [ samakṣa ] অব্য. দৃষ্টির সম্মুখে। ☐ বিণ. 1 অগ্রবর্তী; 2 প্রত্যক্ষ। [সং. সম্ + অক্ষি + অ]। সমক্ষে ক্রি-বিণ. দৃষ্টির সম্মুখে; সামনে (সকলের সমক্ষে)।

Processing time: 1.67 s