সময়ের definitions

Bangla-Tangla Dictionary
genitive of সময়: সময় – time (+ কাটানো = to spend time)

genitive of সম:
সম – same

Samsad Bengali-English Dictionary
genitive of সময়: সময় [ samaẏa ] n time; the time of the clock (দুটোর সময়); any particular time or part of day (সন্ধ্যার সময়); a point or period of time (সেই সময়); season; fixed or due time; working hours (স্কুলের সময়); an instance or time; suitable or opportune time; leisure; opportunity; state or condition; reign, regime, period, age; term of office; floruit; times (দুঃসময়); good days; the last gasp (বুড়োর সময় হয়েছে); longevity (সময় ফুরোলে সবাই মরবে); usage, practice, tradition, convention (কবিসময়প্রসিদ্ধি). সময় করা v. to make or find time (for), to find leisure (for); to fix time (for). সময় বুঝে চলা v. to accommodate oneself to the contemporary situation; to behave or move as a time-server; to live within one's present means. সময় দেওয়া v. to give or allow (one) time. সময় দেখা v. to read the time (of clocks etc.). সময় নষ্ট করা v. to waste time, to kill time; to lose an opportunity, to let go an opportunity. সময় পাওয়া v. to get or find time or lei sure; to be given or allowed time. সময় বলা v. to tell the time (of clocks). সময় হয়েছে v. it is time; one's days are numbered. অত্যল্প সময়ে in no time. কাজের সময় the time for work; working hours. প্রমাণ সময় n. standard time. বর্তমান সময় present times. বসন্তের সময় springtime, the spring season, spring; in spring. সন্ধ্যার সময় evening time, evening; in evening. স্থানীয় সময় local time. সময় সময়, সময়ে সময়ে from time to time; at times; occasionally. সময়ে ও অসময়ে in season and out of season. ~ক্রমে adv. in course of time. সময় নিরূপণ করা v. to as certain the time (of); to fix the time (for). ~নিষ্ঠ a. punctual. ~নিষ্ঠা n. punctuality. ~মতো same as সময়ানুসারে । ~রক্ষক n. a time-keeper, (as of a factory). ☐ a. keeping time ~রেখা n. a dateline. ~সারনি n. time-table. ~সীমা n. time limit; deadline. ~সেবক, ~সেবী n. a time-server. ☐ a. time-serving. সময়ানুসারে adv. according to a particular or fixed time; according to the demand of the passing state or condition; according to the age or time. সময়ান্তরে adv. at another or some other time; (rare) after a time-lag. সময়াভাব n. want or paucity or shortage of time. সময়োচিত, সময়োপযোগী a. timely. genitive of সম: সম [ sama ] a equal; equivalent; similar, resembling (মৃত্যুসম); identical, same; uniform; straight; level flat; even, not odd (সমরাশি); impartial (সমদর্শী). ☐ n. (mus.) the terminal point of a measure. genitive of সম: সমা [ samā ] a. fem of সম (a.).
Samsad Bangla Abhidhan
genitive of সময়: সময় [ samaẏa ] বি. 1 কাল, বেলা (পাঁচটার সময়, সন্ধ্যার সময়); 2 ফুরসত, অবসর (কথা বলবারও সময় নেই); 3 উপযুক্ত বা নির্দিষ্ট কাল (এখন আমার সময় হয়নি, সময়ের কাজ সময়ে করা, খাবার সময় হয়েছে); 4 সুযোগ (সময় বুঝে কাজ করা); 5 আমল, যুগ (অশোকের সময়); 6 দিনকাল (সময়টা খারাপ); 7 সুদিন (সময়ের বন্ধু); 8 অন্তিমকাল (বুড়োর সময় হয়েছে); 9 আয়ুষ্কাল (সময় ফুরোলে সবাই মরবে); 1 রীতি, প্রথা, প্রচলন (কবিসময় প্রসিদ্ধি)। [সং. সম্ + √ ই + অ]। ~নিষ্ঠ বিণ. নির্দিষ্ট সময়ে কাজ করে বা আসে এমন, punctual. বি. ~নিষ্ঠাসময়-সময়, সময়ে সময়ে ক্রি-বিণ. কখনো কখনো, মাঝে মাঝে ('ভেঙে পড়ে সময়-সময়': বিষ্ণু.)। ~সারণি বি. সময়জ্ঞাপক নির্ঘণ্ট বা তালিকা, timetable. ~সেবী (-বিন্), ~সেবক বিণ. সময় বুঝে স্বীয় মত ও কর্মপ্রণালীর পরিবর্তন করে এমন, সুবিধাবাদী। সময়ান্তর বি. ভিন্ন সময়। সময়াভাব বি. সময়ের অভাব। সময়োচিত, সময়োপ-যোগী (-গিন্) বিণ. বিশেষ এক সময়ের পক্ষে উচিত বা উপযুক্ত (সময়োচিত পদক্ষেপ)। genitive of সম: সম [ sama ] বিণ. 1 তুল্য, সমান, অনুরূপ (পুত্রসম, সমবয়স্ক, সমশ্রেণির); 2 অভিন্ন, একই (সমকাল); 3 ঋজু, অবন্ধুর (সমরেখা, সমতল); 4 যুগ্ম (সমরাশি); 5 সম্পূর্ণ; 6 সাধু। ☐ বি. (সংগীতে) তালের মাত্রাবিশেষ বা সমাপ্তি (গানের শেষে সমে এসে থামা)। [সং. √ সম্ + অ]। ~কক্ষ বিণ. 1 তুল্য প্রতিদ্বন্দ্বী বা সমান বলশালী; 2 তুল্য (তার সমকক্ষ ধনুর্ধর কে আছে?); 3 সমান (তার সমকক্ষ কেউ নেই)। স্ত্রী. ~কক্ষা। ~কক্ষতা বি. তুল্যতা, অভিন্নতা (নারী-পুরুষের সমকক্ষতা)। ~কাম বি. পুরুষের প্রতি পুরুষের কিংবা নারীর প্রতি নারীর যৌন আকর্ষণবোধ, homosexu ality. ~কামী বিণ. বি. সমকামযুক্ত বা সমকামযুক্ত ব্যক্তি। বি. ~কামিতা। ~কাল বি. একই সময় বা যুগ (আমাদের সমকালে এমন ঘটনা আর ঘটেনি)। ~কালিক, ~কালীন বিণ. একই কালের বা সময়ের, সমসাময়িক, contemporary (সমকালীন ঘটনাপ্রবাহ, দুই সমকালীন সাহিত্যিক)। ~কেন্দ্রিক বি. একই কেন্দ্রযুক্ত, concentric (সমকেন্দ্রিক দুটি বৃত্ত)। ~কোণ বি. (জ্যামি.) একটি সরলরেখার উপর লম্বভাবে অন্য একটি সরলরেখা অঙ্কন করলে যে কোণ উৎপন্ন হয়, right angle. ~কোণী ত্রিভুজ দ্র ত্রি। ~কৌণিক বিণ. 1 সমকোণযুক্ত; 2 সমকোণসংক্রান্ত। ~গোত্র বি. একই গোত্র বা বংশ। ~গোত্রীয় বিণ. একই গোত্রযুক্ত বা বংশীয়। ~ঘন (জ্যামি.) বি. 1 সমান গুণযুক্ত; সমজাতীয়, homogeneous; 2 regular solid (বি. প.)। ~চতুর্ভুজ বি. (জ্যামি.) যে চতুর্ভুজের চারটি বাহু ও চারটি কোণ পরস্পর সমান। ~জাতি বি. সমান বা একই জাতি, সমান বা একই শ্রেণি। ☐ বিণ. একজাতিভুক্ত। বি. ~জাতিতা, ~জাতিত্ব। ~জাতীয় বিণ. একই জাতির বা শ্রেণির অন্তর্ভুক্ত। স্ত্রী. ~জাতীয়া। বি. ~জাতীয়তা, ~জাতীয়ত্ব। ~তট বি. প্রাচীন পূর্ববঙ্গ। ~তল বিণ. অবন্ধুর, চৌরস, এবড়ো-খেবড়ো নয় এমন, plain. ~তা বি. 1 তুল্য বা সমান অবস্থা. অনুরূপতা; 2 অভিন্নতা (অধিকার ও ক্ষমতার সমতা); 3 ঋজুতা; 4 অবন্ধুরতা; 5 যুগ্মতা; 6 সমানভাব; 7 সাধুতা। ~তুল বিণ. 1 সমান ওজনবিশিষ্ট; 2 সমান সমান; 3 সমকক্ষ। ~তুল্য বিণ. (বাং. মতে) সমান সমান; সমকক্ষ। বি. ~তুল্যতা। স্ত্রী. ~তুল্যা। ~ত্ব বি. সমতা -র অনুরূপ। ~দর্শন বি. সমানজ্ঞানে অর্থাৎ কোনো ভেদাভেদ না করে দর্শন বা বিচার, নিরপেক্ষ বিচার। ☐ বিণ. সমান আকৃতিবিশিষ্ট। ~দর্শী (-র্শিন্) বিণ. 1 সমদর্শনকারী; 2 রাগদ্বেষবর্জিত; 3 নিরপেক্ষ, ভেদাভেদ করে না এমন। বি. ~দর্শিতা। স্ত্রী. ~দর্শিনী। ~দুঃখ বিণ. সমান দুঃখে দুঃখী। ☐ বি. সমান দুঃখ। ~দুঃখী (-খিন্) বিণ. সমান দুঃখযুক্ত; সমব্যথী। স্ত্রী. ~দুঃখিনী। ~দূর-বর্তী (-র্তিন্) বিণ. কোনো নির্দিষ্ট স্থান থেকে সমান দূরে অবস্থিত, equidistant. বি. ~দূর-বর্তিতা। স্ত্রী. ~দূর-বর্তিনী। ~দৃষ্টি বি. সমদর্শন, নিরপেক্ষ দৃষ্টিতে বিচার বা বিচারের ক্ষমতা। ~দ্বি-খণ্ডক বিণ. সমান দুই খণ্ডে বিভক্ত করে এমন। ~দ্বি-বাহু ত্রিভুজ দ্র ত্রি। ~দ্বি-ভুজ বি. (জ্যামি.) সমদ্বিবাহু ক্ষেত্র, rhomboid. ~ধর্মা (-র্মন্) বিণ. 1 সমান বা একরকম ধর্মবিশিষ্ট বা গুণযুক্ত; 2 (বাং.) একই ধর্মাবলম্বী। ~পদস্থ বিণ. 1 সমান পদে অধিষ্ঠিত; 2 সমান অধিকারপ্রাপ্ত বা ক্ষমতাপ্রাপ্ত। স্ত্রী. ~পদস্থা। বি. ~পদস্থতা। ~পাতে ক্রি-বিণ. সমান্তরালে, সমান্তরালভাবে। ~পৃষ্ঠ বিণ. সমতল, অবন্ধুর। ~প্রকৃতি বিণ. একই প্রকৃতিবিশিষ্ট; একই ধরনের। ~প্রাণ বিণ. অভিন্নহৃদয়; অন্তরঙ্গ। বি. ~প্রাণতা। স্ত্রী. ~প্রাণা। ~বয়সি, ~বয়স্ক বিণ. সমান বয়সবিশিষ্ট, একবয়সি। স্ত্রী. ~বয়স্কা। ~বর্তিতা দ্র সমবর্তী। ~বাহু ত্রিভুজ দ্র ত্রি। ~বেদনা, ~ব্যথা বি. পরের দুঃখে দুঃখবোধ, সহানুভুতি, দরদ। ~ব্যথী বিণ. সমবেদনাযুক্ত, দরদি। স্ত্রী. ~ব্যথিনী। ~ভাব বি. 1 একই ভাব বা ধরন; 2 সমান অবস্থা; 3 সাদৃশ্য। ~ভূমি বি. 1 সমতল ভূমি; 2 সমান উচ্চভূমি। ☐ বিণ. 1 সমতল; 2 ভূমির সঙ্গে সমান বা মিলিত অর্থাৎ মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে এমন (আক্রমণকারীরা গ্রামের ঘরবাড়ি সমভূমি করে দিল)। ~মূল্য বি. সমান বা একই দাম। ☐ বিণ. 1 সমান বা একই দামবিশিষ্ট; 2 তুল্য গৌরববিশিষ্ট। বি. ~মূল্যতা। ~রস বি. (অল.) সমান সুখ, তুল্য সুখ বা আনন্দ; যে আনন্দানুভূতির ভিতরে নব আনন্দানুভূতি এক হয়ে গেছে। ☐ বিণ. সমান রসযুক্ত। ~রাশি বি. (গণি.) যুগ্ম সংখ্যা (যেমন 6 8 2)। ~শ্রেণি বি. একই জাতি বা গোষ্ঠী বা দল। ☐ বিণ একই জাতি বা গোষ্ঠী বা দলের অন্তর্ভুক্ত। ~সময় বি. একই সময়। ~সাময়িক বিণ. (বাংলা প্রয়োগ) একই সময়ের (সমসাময়িক ইতিহাস)। সাম-সাময়িক শুদ্ধ রূপ কিন্তু অপ্র.। ~সূত্র বি. 1 দিক্চক্রবালের পূর্ব ও পশ্চিম বিন্দু ভেদকারী কাল্পনিক বৃত্তবিশেষ; 2 একই সরলরেখা (সমসূত্রে অবস্থিত); 3 একই সূত্র অর্থাৎ বন্ধন গ্রথন প্রভৃতির উপকরণ (সমসূত্রে গ্রথিত); 4 একই উপায় (সমসূত্রে জ্ঞাত হওয়া)। ~স্থলী বি. গঙ্গা ও যমুনার মধ্যবর্তী স্থলভাগ, দোআব। ~স্বরে ক্রি-বিণ. মিলিত কণ্ঠে (সকলে সমস্বরে বলে উঠল)। ~স্বামিত্ব বি. সমানাধিকার, সমান মালিকানা। genitive of সম: সমতুল, সমতুল্য [ samatula, samatulya ] দ্র সম genitive of সম: সমশ্রেণি [ samaśrēṇi ] দ্র সম genitive of সম: সমসাময়িক [ samasāmaẏika ] দ্র সম genitive of সম: সমা [ samā ] বিণ. সম -র স্ত্রীলিঙ্গ। ☐ বি. সংবৎসর। [সম দ্র]।

Processing time: 0.49 s