সভ্যতা definitions

Bangla-Tangla Dictionary
সভ্যতা – civilization
Samsad Bengali-English Dictionary
সভ্য [ sabhya ] n a member (of a club, association, assembly, parliament etc.). ☐ a. courteous, polite, civil, mannerly; refined; elegant; civilized. সভ্য করা v. to enrol as a member; to civilize. সভ্য হওয়া v. to be enrolled as a member; to be civilized; to become courteous or polite. ~জগৎ same as ~সমাজ । ~তা n. courtesy, politeness, civility, mannerliness; culture, civilization. সভ্যতাভিমানী n. proud (often arrogantly) of one's refinement or culture or civilization. fem. সত্যতাভিমানিনী । ~পদ n. membership. ~পদ ত্যাগ করা to resign or renounce membership. ~ভব্য a. courteous and gentle (সভ্যভব্য মানুষ); passably refined or elegant (সভ্যভব্য পোশাক). ~সমাজ n. refined or cultured society; civilized society; the civilized world.
Samsad Bangla Abhidhan
সভ্য [ sabhya ] বি. সভা বা সংঘের সদস্য। ☐ বিণ. 1 ভদ্র (সভ্য আচরণ, সভ্য জগৎ); 2 শিষ্ট, মার্জিত, সুরুচিসম্পন্ন। [সং. সভা + য]। স্ত্রী. সভ্যা~তা বি. 1 ভদ্র আচরণ; 2 মার্জিত রুচি, মন ও প্রবৃত্তির উৎকর্ষ এবং তদনুযায়ী জীবনযাপন প্রণালী। ~তাভি-মানী (-নিন্) বিণ. ভদ্র ও মার্জিত বলে গর্বকারী। স্ত্রী. ~তাভি-মানিনী। ~পদ বি. কোনো সংস্থা প্রতিষ্ঠান বা দলের সদস্যতা। ~ভব্য বিণ. শিষ্ট ও ভদ্র। ~সমাজ বি. সমাজের শিষ্ট ও মার্জিতরুচি সম্প্রদায়।

Processing time: 0.44 s