সভাপতি definitions

Bangla-Tangla Dictionary
সভাপতি – president of an assembly or council
Samsad Bengali-English Dictionary
সভা [ sabhā ] n an assembly, a council; a commit tee; an association, a society, a club, a community (ব্রাহ্মণসভা); a conference, a meeting, an assemblage; an audience chamber, a durbar (রাজসভা); a court (বিচারসভা). সভা করা v. to hold a meeting; to hold a court or durbar; to sit in a court or durbar. সভা চলছে v. the meeting is in progress, the meeting is under way. সভা ডাকা v. to convene a meeting. সভা বসছে v. the meeting has commenced; the court has sat. সভা ভাঙল v. the meeting breaks up or ends; the court rises. বনিকসভা n. a chamber of commerce. রাজ্যসভা n. a legislative assembly; the Upper House of the Indian Parliament. লোকসভা n. a parliament; the Indian Parliament (the House of the People or the Lower House or Chamber). ~কক্ষ n. an assembly hall; a council-room; a meeting room; a committee-room. ~কবি n. a court poet. ~গৃহ same as সভাকক্ষ and সভাভবন । ~জন n. a member of an assembly, council, court, association etc. or of the audience of a meeting; a courtier. ~তল n. the venue or place of a meeting; the floor of an assembly house or hall (esp. of a legislative assembly). ~নেত্রী n. fem. a woman president or chairperson of a meeting, assembly, association etc. ~পন্ডিত n. a Brahman scholar retained in a court, a court-pundit; a court scholar. ~পতি n. a president or chair man of a meeting, association etc.; the chairman of a legislative council; the speaker of a legislative assembly. ~পতিত্ব n. presidentship, presidency; chairmanship; speakership. ~পতিত্ব করা v. to preside (over). ~ভঙ্গ n. the break up or dissolution of a meeting; the rising of a court. n. ~ভবন an assembly house, a council house; an association hall, a society house; a court house. ~রম্ভ n. commencement of a meeting. ~সদ n. a member of an assembly, council, committee, conference etc; a courtier; (law) an assessor. ~সমিতি n. meetings and associations (collectively). ~সীন a. sitting or seated at a meeting or in a court. ~স্থল same as ~তল ।
Samsad Bangla Abhidhan
সভা [ sabhā ] বি. 1 সমিতি, পরিষদ (আইনসভা); 2 প্রতিষ্ঠান, গোষ্ঠী (ব্রাহ্মসভা, আত্মীয়সভা); 3 সম্মেলন, বৈঠক (সাংবাদিক সভা); 4 জনসমাবেশ (জনসভা); 5 রাজদরবার (রাজসভা)। [সং. সহ + √ভা + অ]। সভা আহ্বান করা, সভা ডাকা ক্রি-বিণ. সভার বৈঠকে সদস্যদের যোগদানের জন্য আমন্ত্রণ করা; বক্তব্য প্রচার করার জন্য জনসমাবেশের ব্যবস্থা করা। সভা করা ক্রি. সভার অনুষ্ঠান করা। ~কক্ষ, ~গৃহ, ~তল, ~মণ্ডপ, ~স্থল বি. যেখানে সভার অধিবেশন হয়। ~কবি বি. রাজার সভায় নিযুক্ত কবি। ~কুট্টিম বি. সভার পাকা মেঝে। ~জন বি. সভাস্ত লোক, সদস্য; সভাসদ। ~নেত্রী বি. (স্ত্রী.) সভার কার্যাদির পরিচালিকা; কোনো প্রতিষ্ঠানের পরিচালিকা। ~পতি বি. সভার কার্যাদির বা প্রতিষ্ঠানের পরিচালক। ~ভঙ্গ বি. সভার অধিবেশনের শেষ। ~রম্ভ বি. সভার কার্যাদির শুরু। ~সদ বি. সভায় যোগদানকারী, সদস্য; সভার সদস্য। ~সমিতি বি. সভা বৈঠক বা ওইজাতীয় লোকসমাগম (তিনি আজকাল বড়ো-একটা সভাসমিতিতে যান না)। ~সাহিত্য বি. রাজসভার পৃষ্ঠপোষকতায় সভাসাহিত্যেকের রচিত সাহিত্য, court literature. ~সাহিত্যিক বি. রাজসভায় বিশেষভাবে সমাদৃত সাহিত্যিক। ~সীন বিণ. সভায় বা দরবারে উপস্থিত বা উপবিষ্ট। ~স্থ বিণ. সভায় উপস্থিত (সভাস্থ লোকজন)।

Processing time: 0.43 s