সফর definitions

Bangla-Tangla Dictionary
সফর – tour (+ করা = to tour)
Samsad Bengali-English Dictionary
সফর [ saphara ] n a travel; a journey; a tour. সফর করা v. to travel; to journey; to tour. সফরে বের হওয়া v. to go on a tour. ~সূচি n. tour programme.
Samsad Bangla Abhidhan
সফর1 [ saphara1 ] বি. দেশভ্রমণ; 2 পরিদর্শন বা তত্ত্বাবধানের উদ্দেশ্যে ভ্রমণ; 3 মুসলমানি বৎসরের অন্যতম মাস। [আ.]। সফরি, সফরিয়া বিণ. 1 সফরসংক্রান্ত; 2 সমুদ্রযাত্রা বা সমুদ্রবাণিজ্য-সংক্রান্ত। ☐ বিণ. বি. বাণিজ্যপোতারোহী। সফরী, সফর2 [ sapharī, saphara2 ] বি. পুঁটিমাছ। [সং. সফ (শফ) + √ রা + অ + ঈ]। অগভীর জলে সফরী ফরফরায়তে 1 অল্প জলে পুঁটিমাছ ফরফর করে বেড়ায়; 2 (আল.) সামান্য বিদ্যার অধিকারীরাই বিদ্যা জাহির করে বেশি।

Processing time: 0.42 s