সপ্তম definitions

Bangla-Tangla Dictionary
সপ্তম – seventh
Samsad Bengali-English Dictionary
সপ্ত [ sapta ] n & a Seven. সপ্তক n. a collection of seven; a heptad; the seven notes collectively of a musical scale (সুরসপ্তক). ~চত্বারিংশ a. forty-seven. চত্বারিংশৎ n & a. forty-seven. ~চত্বারিংশত্তম a. forty-seventh. fem. ~চত্বারিংশত্তমী । ~তি n & a. seventy. ~তিতম a. seventieth. fem. ~তিতমী । ~ত্রিংশ a. thirty-seven. ~ত্রিংশৎ n. & a. thirty-seven. ~ত্রিংশত্তম a. thirty-seventh. fem. ~ত্রিংশত্তমী । ~দশ a. seven teen; seventeenth. ~দশী a. fem. of ~দশ ।a. fem. seventeen years old. ~দ্বীপ n. (Hindu myth.) the seven is lands or divisions of the world. ~দ্বীপা a. fem. having seven islands; divided into seven islands or divisions. ~ধা adv. in seven parts or ways; by seven times. ~পদী n. the ceremony of going seven paces together performed by the bride and the bridegroom at a Hindu wedding; (pros.) a heptametre. ☐ a. seven-footed, heptapodic; (pros.) heptametrical. ~পাতাল n. (Hindu myth.) the seven underworlds. ~বিংশ a. twenty-seven. ~বিংশতি n & a. twenty-seven. ~বিংশতিতম a. twenty-seventh. fem. ~বিংশতিতমী । সপ্তম a. seventh. ~মী a. fem. of সপ্তম ।n. the seventh day of a lunar fortnight. সপ্তমীপূজা n. autumnal worship of Goddess Durga (দুর্গা) on the seventh day of the lunar fortnight. ~যোজী a. (chem.) heptavalent. ~রথী n. the seven great charioteers of the Mahabharata. ~রথীবেষ্টিত a. surrounded by seven great charioteers of the Mahabharata; (fig.) surrounded by numerous opponents. ~র্ষি n. the seven great ancient sages of India; (astr.) the Plough; (astr.) the Great Bear, the Ursa Major (also সপ্তর্ষিমন্ডল). ~লোক n. (Hindu myth.) the seven worlds. ~ষষ্টি n. & a. sixty-seven. ~ষষ্টিতম a. sixty-seventh. fem. ~ষষ্টিতমী । ~সপ্ততি n. & a. seventy-seven. ~সপ্ততিতম a. seventy-seventh. fem. ~সপ্ততিতমী । ~সমুদ্র, ~সিন্ধু n. (Hindu myth.) the seven seas. ~সুর, ~স্বর n. (mus.) the seven notes of a scale. ~স্বরা a. (mus.) consisting of seven notes. ~স্বর্গ same as ~লোক । সপ্তা coll. contr. of সপ্তাহ । সপ্তাশীতি n. & a. eight seven. সপ্তাশীতিতম a. eighty-seventh. fem. সপ্তাশীতিতমী । সপ্তাস্র a. hep tagonal. □ n. (geom.) a heptagon. সপ্তাহ n. a calendar week; an aggregate of any consecutive seven days, a week. সপ্তাহকাল n. a period of seven days, a week. সপ্তাহকালমধ্যে adv. in a week's time, within seven days.
Samsad Bangla Abhidhan
সপ্ত [ sapta ] (-প্তন্) বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সাত। [সং. √ সপ্ + অন (ৎ আগম)]। ~ বিণ. 1 সাতসংখ্যক; 2 একসঙ্গে সাতটি। ☐ বি. 1 সাতটির সমষ্টি; 2 (সংগীতে) সুরের স্বরগ্রাম অর্থাৎ সা রে গা মা পা ধা নি এই সাতটি সুরের সমষ্টি। ~কী বি. স্ত্রীলোকের কটিভূষণ বা মেখলা। ~গ্রাম বি. বাংলার অধুনালুপ্ত কিন্তু ইতিহাসপ্রসিদ্ধ বাণিজ্য-বন্দর, সাতগাঁ। ~চত্বারিংশ, ~চত্বারিংশত্তম বিণ. সাতচল্লিশ সংখ্যার পূরক বা স্থানীয়। ~চত্বারিং-শৎ বি. বিণ. 47 সংখ্যা বা সংখ্যক, সাতচল্লিশ। ~চ্ছদ, ~পর্ণ বি. ছাতিমগাছ। ~জিহ্ব বি. অগ্নি, আগুন। ~তল বিণ. (অট্টালিকা সম্বন্ধে) সাততলা; সাতটি তলাবিশিষ্ট। ~তাল বিণ. সাতটি তালগাছের দৈর্ঘ্যের সমান গভীর। ~তি বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সত্তর। ~তি-তম বিণ. সত্তর সংখ্যার পূরক বা স্থানীয়। ~ত্রিংশ, ~ত্রিংশত্তম বিণ. 37 সংখ্যার পূরক বা স্থানীয়। স্ত্রী. ~ত্রিংশত্তমী। ~ত্রিং-শৎ বি. বিণ. 37 সংখ্যা বা সংখ্যক। ~দশ বি. বিণ. 17 সংখ্যা বা সংখ্যক। ~দশী বি. বিণ. (স্ত্রী.) 1 সতেরো স্থানীয়া; 2 সতেরো বৎসর বয়স্কা। ~দ্বীপ বি. পুরাণোক্ত সাতটি দ্বীপ বা পৃথিবীর সাতটি বিভাগ যথা, জম্বু কুশ প্লক্ষ শাল্মলী ক্রৌঞ্চ শাক ও পুষ্কর। ~দ্বীপা বিণ. (স্ত্রী.) সপ্তদ্বীপযুক্তা (সপ্তদীপা বসুন্ধরা)। ☐ বি. পৃথিবী। ~ধা ক্রি-বিণ. সাত প্রকারে, সাত ভাগে; সাত দিকে; সাতবার (সপ্তধা বিভক্ত)। ~ধাতু বি. (আয়ুর্বেদ) দেহের সাতটি উপাদান, যথা-বায়ু পিত্ত কফ রক্ত শুক্র মাংস ও অস্থি। ~নবতি বিণ. বি. সাতানব্বই। ~নবতি-তম বিণ. সাতানব্বই সংখ্যক। স্ত্রী. ~নবতি-তমী। ~পঞ্চা-শৎ বি. বিণ. সাতান্ন। ~পঞ্চাশত্তম বিণ. সাতান্ন সংখ্যক। স্ত্রী. ~পঞ্চাশত্তমী। ~পদী বি. হিন্দু বিবাহে বরবধূর একত্রে সপ্তপদ বা সাত পা বা সাতপাক ঘোরার অনুষ্ঠান। ☐ বিণ. (স্ত্রী.) সাতটি চরণযুক্তা। ~পর্ণ, ~পর্ণী বি. ছাতিমগাছ। ~পাতাল বি. তল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল-পুরাণোক্ত এই সাত পাতাল। ~বিংশতি বি. বিণ. সাতাশ। ~বিংশতি-তম বিণ. সাতাশ সংখ্যক। বিণ. (স্ত্রী.) ~বিংশতি-তমী~ বিণ. সাতের পূরক। ~মী বিণ. সপ্তম -এর স্ত্রীলিঙ্গে। ☐ বি. (জ্যোতিষ.) তিথিবিশেষ। ~রথী (-থিন্) বিণ. দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা শকুনি দুর্যোধন দুঃশাসন: বালক অভিমন্যুকে একযোগে আক্রমণপূর্বক বধকারী এই সপ্ত বীর। ~র্ষি বি. 1 মরীচি অত্রি অঙ্গিরা পুলস্ত্য পুলহ ক্রতু বশিষ্ঠ: ব্রহ্মার মানসপুত্ররূপে খ্যাত এই সাত ঋষিশ্রেষ্ঠ; 2 নক্ষত্রপুঞ্জবিশেষ, Great Bear, Ursa Major. ~র্ষি-মণ্ডল বি. সপ্তর্ষি নামে খ্যাত নক্ষত্রসমূহের সমবায়। ~লোক, ~স্বর্গ বি. ভূঃ ভুবঃ স্বঃ জনঃ মহঃ তপঃ সত্য: পুরাণোক্ত এই সপ্ত ঊর্ধ্বলোক। ~শতী বি. 1 সাতশত শ্লোকবিশিষ্ট দেবীমাহাত্ম্যসূচক গ্রন্থ, চণ্ডী; 2 সাত শতের সমবায়। ~ষষ্ঠি বি. বিণ. সাতষট্টি। ~ষষ্টি-তম বিণ. সাতষট্টি সংখ্যক। ☐ বিণ. (স্ত্রী.) ~ষষ্ঠি-তমী। ~সমুদ্র, ~সাগর, ~সিন্ধু বি. লবণ ইক্ষুরস সুরা ঘৃত দধি ক্ষীর স্বাদূদক: পুরাণোক্ত এই সাত সমুদ্র। ~সূর, ~স্বর বি. (সংগীতে) ষ়ড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত নিষাদ: স্বরগ্রামভুক্ত এই সাতটি সুর। ~স্বরা বিণ. জলতরঙ্গবাদ্য।

Processing time: 0.4 s