শ্রাদ্ধশান্তিতে definitions

Bangla-Tangla Dictionary
locative of শ্রাদ্ধশান্তি: শ্রাদ্ধশান্তি – Hindu funeral rites [derivation: শ্রাদ্ধ + শান্তি]
Samsad Bengali-English Dictionary
locative of শ্রাদ্ধশান্তি: শ্রাদ্ধ [ śrāddha ] n a respectful and well-wishing offering to the manes, obsequies, sraddha; (sarcas.) extravagant use or spending, waste; (কথার শ্রাদ্ধ, টাকার শ্রাদ্ধ); (rather vul.) tremendous persecution or utter ruin; vituperation; (sl.) an undesirable affair. শ্রাদ্ধ করা v. to per form one's sraddha ceremony; (sarcas.) to use or spend extravagantly; to waste, (rather vul.) to persecute tremendously or ruin utterly; to revile. শ্রাদ্ধ খাওয়া v. to partake of the feast given on the occasion of a sraddha ceremony. শ্রাদ্ধ গড়াবে v. (sl.) the (undesirable) affair will go a long way. ~কার্য, ~ক্রিয়া n. (performance of) obsequies or sraddha. ~শান্তি n. sraddha and similar other rites so that the manes enjoy blessed peace.
Samsad Bangla Abhidhan
locative of শ্রাদ্ধশান্তি: শ্রাদ্ধ [ śrāddha ] বি. 1 শ্রদ্ধার সঙ্গে মৃত ব্যক্তির উদ্দেশে পিণ্ডদান ও শাস্ত্রবিহিত অন্যান্য অনুষ্ঠান; 2 (ব্যঙ্গে) অযথা প্রয়োগ বা ব্যয়, অপচয় (টাকার শ্রাদ্ধ); 3 দারুণ উৎপীড়ন, সর্বনাশ (সে লোকটার শ্রাদ্ধ করে ছাড়বে-তু. আদ্যশ্রাদ্ধ)। [সং. শ্রদ্ধা + অ]। শ্রাদ্ধ খাওয়া ক্রি. বি. শ্রাদ্ধ উপলক্ষ্যে নিমন্ত্রিত হয়ে ভোজ খাওয়া। শ্রাদ্ধ গড়ানো ক্রি. বি. অবাঞ্ছিত ব্যাপার দীর্ঘস্থায়ী হওয়া। ~বাসর বি. শ্রাদ্ধের দিন। ~শান্তি বি. মৃতের আত্মার শান্তিকামনায় শ্রাদ্ধাদির অনুষ্ঠান। শ্রাদ্ধিক, শ্রাদ্ধীয় বিণ. শ্রাদ্ধসম্বন্ধীয়; শ্রাদ্ধে প্রদেয়। ☐ বি. শ্রাদ্ধে প্রদেয় দ্রব্য। ভূতের বাপের শ্রাদ্ধ (আল.) অতি বিশৃঙ্খল ব্যাপার।

Processing time: 0.41 s