Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
শ্রম definitions
Bangla-Tangla Dictionary
শ্রম – labor (+ করা = to labor)
Samsad Bengali-English Dictionary
শ্রম [ śrama ] n labour, toil; physical or manual labour; diligence, assiduity, industry (শ্রম বিনা লেখাপড়া হয় না); exertion, fatigue; rigour (সশ্রম কারাদণ্ড). শ্রম করাv. to labour, to toil; to do physical or manual labour; to apply oneself diligently or assiduously; to exert oneself; to undergo rigours. উৎপাদক শ্রম productive labour. ~কাতরa. reluctant to toil, grudging labour; lazy. ~জn. produced by toil or industry. ~জনকa. toilsome, strenuous, fatiguing. ~জলn. perspiration (caused by toil), sweat. ~জীবীa. earning one's livelihood by manual labour. ☐ n. same as শ্রমিক । ~ণn. a Buddhist mendicant, ascetic. fem. ~ণা । ~বণ্টন, ~বিভাগn. (econ.) division of labour. ~বিমুখ same as ~কাতর । ~মন্ত্রকn. the Ministry of Labour. ~মহাধ্যক্ষn. Labour Commissioner. ~লভ্যa. obtainable by effort or application. ~লব্ধa. earned by toil or industry. ~শিল্পn. an industry. ~শীল, ~সহিষ্ণুa. devoted to labour, laborious, painstaking, hardy, industrious, diligent, assiduous. ~শীলতাn. industry, diligence, assiduity. ~সাধ্যa. involving labour; laborious, toil some; strenuous; attainable by hard work. শ্রম স্বীকার করাv. to take pains. শ্রমাপনোদন করাv. to allay or remove fatigue; to refresh, to freshen up. শ্রমিকn. a manual labourer, a labourer; a work man, an industrial worker. শ্রমিক আন্দোলনn. labour movement. শ্রমিক গোলযোগn. labour unrest; labour trouble. শ্রমিকদলn. a gang of labourers; (pol.) the Labour Party. শ্রমিক-সংঘn. a trade union. শ্রমোপজীবী same as শ্রমজীবী ।fem. শ্রমোপজীবিনী ।
Samsad Bangla Abhidhan
শ্রম [ śrama ] বি. মেহনত, পরিশ্রম, দৈহিক খাটুনি। [সং. √ শ্রম্ + অ]। শ্রম আদালত বি. শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে মালিকের বিরোধজনিত মামলার বিচারের বিশেষ আদালত, labour tribunal. ~কাতর বিণ. পরিশ্রম করতে কষ্টোবোধ করে এমন। ~জল, ~বারি বি. ঘাম। ~জীবী (-বিন্) বিণ. বি. দৈহিক শ্রমের সাহায্যে জীবিকার্জনকারী, শ্রমিক, মজুর। ~দপ্তর, ~দফ-তর বি. শ্রমিকদের স্বার্থসংক্রান্ত ব্যাপারে ভারপ্রাপ্ত সরকারি দপ্তর। ~বণ্টন, ~বিভাগ বি. একই দ্রব্য বা তার বিভিন্ন অংশ বিভিন্ন শ্রমিককে দিয়ে প্রস্তুত করানোর ব্যবস্থা, division of labour, ~বিমুখ বিণ. পরিশ্রম করতে চায় না এমন; অলস। ~লব্ধ বিণ. পরিশ্রমের ফলে অর্জিত। ~শীল বিণ. পরিশ্রমী। ~সাধ্য বিণ. যা সম্পাদন করতে পরিশ্রমের প্রয়োজন হয়।