শ্রবণ definitions

Bangla-Tangla Dictionary
শ্রবণ – hearing
Samsad Bengali-English Dictionary
শ্রবণ [ śrabaṇa ] n hearing; listening (to); audition; the ear. শ্রবণ করা v. to hear; to listen (to); give an audition. ~গোচর a. coming within the range of hearing, audible. ~পথ n. the ear; hearing. ~বহির্ভূত same as ~শ্রবণাতীত । ~বিবর n. the ear hole. ~মধুর a. sweet to hear. ~যোগ্য a. worth listening to, fit to hear; audible. ~সুখকর a. pleasing to the ear. শ্রবণা n. the twenty-second of the twenty-seven stars according to Hindu astronomy. শ্রবণাতীত a. incapable of being heard, inaudible. শ্রবণীয় same as শ্রব্য । শ্রবণেন্দ্রিয় n. the organ of hearing, the ear.
Samsad Bangla Abhidhan
শ্রবণ [ śrabaṇa ] বি. 1 শোনা, আকর্ণন; 2 কান (শ্রবণগোচর, 'বরিষ শ্রবণে তব জলকলরব': দ্বি. রা.)। [সং. √ শ্রু + অন]। ~পথ বি. কান। ~বিবর বি. কানের ছিদ্র। ~বহির্ভূত, শ্রবণাতীত বিণ. শোনা অসাধ্য এমন; শ্রুতির বাইরে। ~মধুর বিণ. শ্রুতিমধুর। ~সুখ-কর বিণ. শুনতে ভালো লাগে এমন, শ্রুতিমধুর। শ্রবনীয়, শ্রব্য, শ্রাব্য বিণ. শ্রবণযোগ্য, শোনার যোগ্য, শুনতে পারা যায় এমন (শ্রাব্য-অশ্রাব্য অনেক কথা)। শ্রব্য-কাব্য যে কাব্য অভিনয়োপযোগী নয় অর্থাৎ যা কেবল শুনতে বা পড়তে হয় (তু. দৃশ্যকাব্য)। শ্রাব্য [ śrābya ] দ্র শ্রবণ

Processing time: 0.4 s