শ্মশানে definitions

Bangla-Tangla Dictionary
locative of শ্মশান: শ্মশান – crematorium
Samsad Bengali-English Dictionary
locative of শ্মশান: শ্মশান, শ্মশানপুরী, শ্মশানভূমি [ śmaśāna, śmaśānapurī, śmaśānabhūmi ] n a crematorium, a crematory, a cremation ground; (fig.) a deserted and cheerless place, house etc. শ্মশানে পরিণত করা v. to turn into or reduce to a cheerless desert. শ্মশানকালী n. Goddess Kali (কালী), the presiding deity of crematoria. শ্মশানচারী a. roaming or living in crematoria. fem. শ্মশানচারিণী । শ্মশানবন্ধু n. one who accompanies or carries a dead body to the crematorium. শ্মশানবাসী a. living in crematoria. fem. শ্মশানবাসিনী । শ্মশানবৈরাগ্য n. the perception of transitoriness of the world, with which the mind of a visitor to a crematorium becomes imbued for a while; (fig.) sham distaste or aversion for the world just before death.
Samsad Bangla Abhidhan
locative of শ্মশান: শ্মশান [ śmaśāna ] বি. শবদাহের স্থান, মশান। [সং. শ্মন্ + শান]। ~কালী বি. শ্মশানচারিণীরূপে কল্পিতা কালীমূর্তি। ~চারী (-রিন্), ~বাসী (-সিন্) বিণ. শ্মশানে বিচরণকারী বা বাসকারী। ☐ বি. 1 শিব, ভূতনাথ; 2 ভূত, প্রেত। ~চারিণী, ~বাসিনী বিণ. (স্ত্রী.) শ্মশানে বিচরণকারিণী বা বাসকারিণী। ☐ বি. কালিকাদেবী। ~পুরী, ~ভূমি বি. 1 শবদাহস্থান, শ্মশান; 2 (আল.) জনশূন্য হওয়ার ফলে শ্মশানের মতো মনে হয় এমন স্থান। ~বন্ধু বি. যে-ব্যক্তি দাহকার্যের জন্য শবানুগমন করে শ্মশানে যায়। ~বৈরাগ্য বি. শ্মশানে শবদাহকালে বিষয়-বাসনা সম্পর্কে যে ঔদাসীন্য বা বিমুখতা জন্মে।

Processing time: 0.42 s