শোধ definitions

Bangla-Tangla Dictionary
শোধ – payment, revenge (+ নেওয়া = to take revenge)
Samsad Bengali-English Dictionary
শোধ [ śōdha ] n repayment; payment, acquittance, clearing off (dues); revenge, vengeance, retaliation. শোধ করা v. to re pay; to pay. শোধ তোলা same as শোধ নেওয়া । শোধ দেওয়া v. to pay back, to re pay; to pay; to take revenge (upon), to avenge; to retaliate. শোধ নেওয়া v. to take revenge (on, upon), to avenge; to retaliate. শোধ যাওয়া v. to be repaid or paid. ~বোধ n. settling or balancing of accounts; (fig.) having one's revenge on somebody, squaring up with some body; final settlement. শোধ্য a. repay able.
Samsad Bangla Abhidhan
শোধ [ śōdha ] বি. 1 (ঋণাদি) পরিশোধ, প্রত্যর্পণ (ধার শোধ করা); 2 প্রতিশোধ, প্রতিহিংসা গ্রহণ (এর শোধ নেবই, শোধ তুলতে হবে); 3 শোধন, শুদ্ধি। [সং. √ শুধ্ + অ]। শোধ করা, শোধ দেওয়া ক্রি. বি. পরিশোধ হওয়া। জন্মের শোধ ক্রি-বিণ. জন্মের মতো, শেষবার বা শেষবারের মতো (জন্মের শোধ খেয়ে নাও)। ~বোধ বি হিংসা ও প্রতিহিংসা বা হারজিত সমান-সমান হওয়া, মিটমাট। শোধা ক্রি. শোধ করা ('শুধেছি কঠিন ঋণ': রবীন্দ্র)।

Processing time: 1.43 s