শেখানো definitions

Bangla-Tangla Dictionary
শেখানো – to teach
Samsad Bengali-English Dictionary
শেখা [ śēkhā ] v to learn; to study; to practise; to undergo training. ☐ n. learning; studying. ☐ a. that which has been learnt or studied or practised. শিখানো, ~নো v. to teach; to educate; to train; to instruct. ☐ a. that which has been taught; tutored, instructed. শেখানো সাক্ষী a tutored or primed witness.
Samsad Bangla Abhidhan
শেখা [ śēkhā ] ক্রি. বি. 1 শিক্ষা করা বা জ্ঞান লাভ করা (লেখাপড়া শেখা, ভদ্রতা শেখা); 2 চর্চা করা (তবলা শেখে)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে (শেখা বিদ্যে)। শিখানো, শেখানো ক্রি. বি. শিক্ষা দেওয়া (সাক্ষীকে শেখানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে (শেখানো বুলি)। [< সং. √ শিক্ষ্]।

Processing time: 0.41 s