Search
Options
Omit Bangla-Tangla Dictionary
Omit Samsad Bengali-English Dictionary
Omit Samsad Bangla Abhidhan
Omit conjugations and other variants
Maximum matches to return
শুভরাত্রি definitions
Bangla-Tangla Dictionary
শুভরাত্রি
– good night
Samsad Bangla Abhidhan
শুভ [ śubha ] বি. মঙ্গল, কল্যাণ (শুভংকর, শুভার্থী)। ☐ বিণ. শুভজনক, কল্যাণকর। [সং. √ শুভ্ + অ]। স্ত্রী. শুভা । ~কামনা বি. মঙ্গলকামনা; শুভেচ্ছা। ~কাল , ~ক্ষণ বি. 1 কল্যাণকর সময়, শুভ সময়; 2 সুযোগ। ~গ্রহ বি. (জ্যোতিষ.) যে-গ্রহের প্রভাবে জাতকের মঙ্গল হয়। ~ংকর , ~স্কর বিণ. মঙ্গলজনক। ☐ বি. শুভংকরী নামক গণিতশাস্ত্রের রচয়িতা। ~ংকরী , ~ঙ্করী বিণ. (স্ত্রী.) মঙ্গলকারিণী। ☐ বি. 1 দুর্গাদেবী; 2 শুভংকর রচিত গণিতশাস্ত্র। ~দ বিণ. কল্যাণকারী। স্ত্রী. ~দা । ~দিন বি. ভালো দিন, মঙ্গলজনক দিন (শুভদিন দেখে যাত্রা করা)। ~দৃষ্টি বি. 1 কল্যাণকর দৃষ্টি, সুনজর; 2 বিবাহকালে বরকন্যার পরস্পরকে প্রথম দর্শনের অনুষ্ঠান। ~বিবাহ বি. মঙ্গল জনক বিবাহ; বিবাহের শুভ অনুষ্ঠান। ~বুদ্ধি বি. সুবুদ্ধি, সুমতি। ~যোগ শুভকাল ও শুভক্ষণ এর অনুরূপ। ~রাত্রি বি. 1 মঙ্গলজনক রাত্রি; 2 দিনের শেষে 'রাত্রি মঙ্গলজনক হোক' এই শুভকামনাবিশেষ। ~সংকল্প বি. মঙ্গলজনক প্রতিজ্ঞা। ~সংবাদ বি. ভালো খবর। ~সন্ধ্যা বি. সন্ধ্যাবেলার অভিবাদনবিশেষ। ~সূচনা বি. ভালো ও আশাজনক আরম্ভ। শুভকাঙ্ক্ষা, শুভানু-ধ্যান বি. কল্যাণকামনা, হিতকামনা। শুভাকাঙ্ক্ষী (-ঙিক্ষন্), শুভানু-ধ্যায়ী (-য়িন্), শুভার্থী (-র্থিন্) বিণ. কল্যাণকামী, হিতকামী। স্ত্রী. শুভাকাঙ্ক্ষিণী, শুভানু-ধ্যায়িনী, শুভার্থিনী । শুভানন বিণ. সুন্দর ও মঙ্গলপ্রদ মুখবিশিষ্ট। স্ত্রী. শুভাননা । শুভানুষ্ঠান বি. মাঙ্গলিক কর্ম। শুভারম্ভ বি. শুভ বা মঙ্গলজনক সূচনা। শুভাশংসা বি. মঙ্গলকামনা। শুভাশীর্বাদ, শুভাশিস বি. মঙ্গল কামনাপূর্ণ আশীর্বাদ। শুভাশুভ বি. হিতাহিত, মঙ্গল ও অমঙ্গল।
Processing time: 0.49 s