শীর্ষ definitions

Bangla-Tangla Dictionary
শীর্ষ [noun] [adjective] chief
Samsad Bengali-English Dictionary
শীর্ষ [ śīrṣa ] n the head; top, apex, summit; tip; the highest or the first or the most distinguished place (also শীর্ষস্থান); (geom.) a vertex (of an angle etc.). ~ a. (used as a sfx.) having a particular title, entitled, styled; headed. ~কোণ n. (geom.) a vertical angle. ~স্থ a. situated on the top or on the head. পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করা to stand or come first in an examination. ~স্থানীয় a. highest, first; most distinguished, chief, topmost.
Samsad Bangla Abhidhan
শীর্ষ [ śīrṣa ] বি. 1 মস্তক (শীর্ষচ্ছেদ); 2 চূড়া (পর্বতশীর্ষ); 3 উপরিভাগ (শীর্ষদেশ); 4 উপরে লিখিত নাম; 5 অগ্রভাব, আগা; 6 সর্বোচ্চ বা প্রধান স্থান (তার নাম সবার শীর্ষে); 7 (গণি.) ত্রিভুজের কোণের প্রান্তবিন্দু। [সং. √ শ্রি + অস্ = শিরঃ > শীর্ষ]। ~ বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদে শীর্ষ -শব্দের রূপ (শিক্ষাসংস্কার শীর্ষক প্রবন্ধ)। ~নাম বি. শিরোনাম, heading. ~স্থান বি. 1 মস্তক; 2 উপরিভাগ; 3 প্রথম বা প্রধান স্থান। ~স্থানীয় বিণ. 1 মস্তকোপরি বা শীর্ষে অবস্থিত বা অবস্থানের যোগ্য; 2 প্রধান (শীর্ষস্থানীয় নেতা)। স্ত্রী. ~স্থানীয়াশীর্ষাসন বি. মাথা নীচের দিকে এবং পা উপরের দিকে থাকে এমন অবস্থানযুক্ত যোগাসনবিশেষ।

Processing time: 0.39 s