শাপ definitions

Bangla-Tangla Dictionary
শাপ – curse (+ দেওয়া)
Samsad Bengali-English Dictionary
শাপ [ śāpa ] n a curse, a malison, imprecation. শাপ দেওয়া v. to curse, to imprecate. ~গ্রস্ত a. lying under a curse; cursed, accursed. fem. ~গ্রস্তা । ~ভ্রষ্ট a. fallen or expelled (esp. from heaven) by a curse. fem. ~ভ্রষ্টা । ~মুক্ত a. freed from a curse. ~মুক্তি, ~মোচন n. release from a curse. শাপমোচন করা v. to release from a curse, to set free from a curse. ~শাপান্ত n. (rare) a curse and release from it; (pop.) severe and repeated cursing. শাপা same as শাপ দেওয়া । শাপান্ত n. termination of a curse; release from a curse; (loos.) a spell of severe cursing.
Samsad Bangla Abhidhan
শাপ [ śāpa ] বি. অন্যের ক্ষতি বা অমঙ্গল কামনা বা তা উচ্চারণ, অভিসম্পাত, অভিশাপ। [সং. √ শপ্ + অ]। ~গ্রস্ত বিণ. শাপের ফলে দুর্দশাপন্ন; অভিশপ্ত। স্ত্রী. ~গ্রস্তা। ~ভ্রষ্ট বিণ. শাপের ফলে হীনজন্মপ্রাপ্ত। স্ত্রী. ~ভ্রষ্টা। ~মুক্তি বি. অভিশাপ থেকে মুক্তিলাভ। ~মোচন বি. অভিশাপ খণ্ডন। শাপা ক্রি. অভিশাপ দেওয়া। ~শাপান্ত বি. 1 শাপমোচন, শাপভঙ্গ; 2 (বাং.) সর্বরকম অভিশাপ (শাপশাপাস্ত করা)। শাপিত বিণ. শাপগ্রস্ত, শাপপ্রাপ্ত।

Processing time: 0.41 s