শাক definitions

Bangla-Tangla Dictionary
শাক – spinach and other leafy greens
Samsad Bengali-English Dictionary
শাক [ śāka ] n any edible herb or creeper, spinach, spinage. শাক দিয়ে মাছ ঢাকা (fig.) a ludicrous and futile attempt at concealing a detestable offence. ~ভাত same as শাকান্ন । ~পাতা n. pl. edible herbs, creepers and leaves collectively; (fig.) extremely poor food. ~সবজি n. edible herbs, creepers, fruits and roots collectively; vegetables, greens. ~সবজির খেত a kitchen garden. শাকান্ন n. (lit.) a dish of only rice and spinach; (fig.) very poor or simple food. শাকাহারী n. a person subsisting on lean vegetarian diet.
Samsad Bangla Abhidhan
ঢেঁকি [ ḍhēn̐ki ] বি. 1 ধান ডাল ইত্যাদি শস্য বা অন্যান্য বস্তু ভানবার বা কুটবার জন্য ব্যবহৃত এবং বড় কাঠের দণ্ড দিয়ে তৈরী যন্ত্রবিশেষ; 2 (আল.) অত্যন্ত বোকা লোক বুদ্ধির ঢেঁকি)। [মুন্ডা.ডিংকি]। কল বি. ঢেঁকির আকৃতিবিশিষ্ট চাপ দিয়ে ওঠানামা করার জন্য বালক-বালিকাদের ক্রিয়াযন্ত্রবিশেষ। শাক বি. ভোজ্য শাকবিশেষ। শাল বি. ঢেঁকিঘর। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে (সচ. খেদোক্তিতে) যার ভাগ্য মন্দ তার কোনো অবস্থাতেই ভালো কিছু হতে পারে না। বুকে ঢেঁকির পাড় পড়া (প্রধানত পরশ্রীকাতরতার দুরুন) মর্মজ্বালায় ছটফট করা। শাক [ śāka ] বি. 1 রেঁধে খাবার যোগ্য লতাবৃক্ষপত্রাদি (নটে শাক, কলমি শাক); 2 পুরাণোক্ত দ্বীপবিশেষ; 3 সেগুন গাছ; 4 শকাব্দ। [সং. √ শক্ + অ]। শাক দিয়ে মাছ ঢাকা নিন্দনীয় কাজ গোপনের ব্যর্থ চেষ্টা করা। ~পাতা বি. বিভিন্ন শাক; (আল.) নিরামিষ ও অকিচিঞ্চিৎকর আহার্য। ~ভাত, শাকান্ন বি. উপকরণহীন বা ব্যঞ্জনাদি বর্জিত শাক ও ভাত; অত্যন্ত দরিদ্রের উপযোগী সামান্য খাদ্য। ~সবজি বি. তরিতরকারি। শাকান্ন [ śākānna ] দ্র শাক

Processing time: 0.39 s