শব্দগুলো definitions

Bangla-Tangla Dictionary
plural definitive of শব্দ: শব্দ – word
Samsad Bengali-English Dictionary
plural definitive of শব্দ: শব্দ [ śabda ] n a sound; a noise; a cry or call (পাখির শব্দ, কুকুরের শব্দ); a word. শব্দ করা v. to make a sound or noise; to cry or call. ~কর, ~কারী a. making a sound or noise; crying or calling. ~কোষ n. a lexicon; a dictionary. ~তত্ত্ব n. philology. ~তরঙ্গ n. a sound-wave. ~তাত্ত্বিক a. philological. ☐ n. a philologist. ~দ্বৈত n. reduplication of words. ~প্রকরণ n. orthography. ~বহ a. conveying sounds or sound-waves. ~বিন্যাস n. arrangement of words; (gr.) syntax. ~বেধী var. of ~ভেদী । ~ব্রহ্ম n. the Supreme Being consisting of sound only (cp. Logos); the Vedas. ~ভাণ্ডার n. the treasure of words; the total corpus of words of a language. ~ভেদী a. capable of hitting the target by merely hearing the sound made by it. ~যোজনা n. adding or supplementing words. ~ময় a. full of sound; noisy; word. ~শক্তি n. different imports of a word; the capacity of words for conveying significance, power of words. ~শাস্ত্র n. the science of words; grammar; philology; branches of learning collectively. ~হীন a. sound less; noiseless; speechless; silent. শব্দাতীত a. beyond words; not expressible in words. শব্দায়মান a. in the state of making sounds, sounding; resounding. শব্দার্থ n. the meaning of a word, a word-meaning. শব্দালংকার n. any one of the figures of speech based on sound, such as, alliteration, onomatopoeia etc. শব্দিত a. sounded; filled with sound; re sounded.
Samsad Bangla Abhidhan
plural definitive of শব্দ: ঝপ [ jhapa ] বি. হঠাৎ জলে পড়ার শব্দ। ☐ ক্রি-বিণ. খপ, ঝাঁ, তাড়াতাড়ি (ঝপ করে নিয়ে এসো)। [ধ্বন্যা.]। ঝপ-ঝপ বি. ক্রি-বিণ. ক্রমাগত ঝপ শব্দ; তাড়াতাড়ি (ঝপাঝপ করে কাজ সারা)। ঝপা-ঝপ ক্রি-বিণ. খুব তাড়াতাড়ি, ঝপাঝপ করে (ঝপাঝপ স্নান করে এসো)। plural definitive of শব্দ: শব্দ [ śabda ] বি. 1 আওয়াজ, ধ্বনি (কী শব্দ হল?); 2 অর্থসূচক ধ্বনি, অক্ষর বা অক্ষরসমষ্টি (বাক্যের শব্দ)। [সং. √ শব্দ্ + অ]। ~কোশ, ~কোষ বি. অভিধান, শব্দাভিধান। ~তত্ত্ব বি. ভাষার শব্দাদি সংক্রান্ত তত্ত্ব। ~তরঙ্গ বি. যে তরঙ্গায়িত গতির সাহায্যে শব্দ বা ধ্বনি বাহিত হয়, sound wave. ~দ্বৈত বি. একই শব্দ পরপর দুবার ব্যবহার; পরপর ব্যবহৃত একই শব্দ, যুগ্মশব্দ। ~বহ বি. 1 বাতাস; 2 আকাশ। ☐ বিণ. শব্দ বহনকারী। ~বিন্যাস বি. যথাস্থানে শব্দস্থাপনপূর্বক বাক্যরচনা। ~বেধী (-ধিন্), ~ভেদী (-দিন্) বিণ. শব্দ শুনে লক্ষ্যভেদে সমর্থ (শব্দভেদী বাণ)। ~ব্রহ্ম বি. 1 শব্দরূপ বা শব্দাত্মক ব্রহ্ম; 2 বেদ। ~যোজনা বি. বাক্যে শব্দ যোগ বা শব্দের সঙ্গে শব্দ যোগ। ~রচনা বি. শব্দ তৈরি; নতুন শব্দ তৈরি করা। ~রূপ বি. বিভিন্ন বিভক্তি ও বচনে শব্দের রূপ। ~, (বর্জি.) ~শঃ ক্রি-বিণ. শব্দানুসারে, শব্দের হিসাবে। ~শক্তি বি. অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রভৃতি শব্দের অর্থবোধিকা বৃত্তি। ~শাস্ত্র বি. ব্যাকরণাদি শাস্ত্র। ~হীন বিণ. শব্দ নেই এমন, নিঃশব্দ, নীরব; ধ্বনিশূন্য। বি. ~হীনতাশব্দাতীত বিণ. শব্দদ্বারা প্রকাশ করা যায় না এমন, অনির্বচনীয়। শব্দাভি-ধান বি. যে অভিধানে শব্দের অর্থ-পদ-ব্যুৎপত্তি ইত্যাদির বিবৃতি থাকে। শব্দায়-মান বিণ. শব্দ করছে এমন। শব্দার্থ বি. শব্দের মানে। শব্দালংকার বি. (অল.) রচনার মাধুর্যসাধক বিশিষ্ট ভঙ্গির শব্দবিন্যাস অর্থাৎ অনুপ্রাস যমক শ্লেষ প্রভৃতি। (তু. অর্থালংকার)। শব্দিত বিণ. ধ্বনিত, আওয়াজযুক্ত। শব্দেন্দ্রিয় বি. কান, কর্ণ, যে-ইন্দ্রিয় দিয়ে আওয়াজ শোনা যায়।

Processing time: 0.45 s