শবদেহ definitions

Bangla-Tangla Dictionary
শবদেহ – corpse
Samsad Bengali-English Dictionary
শব, শবদেহ [ śaba, śabadēha ] n a dead body, a corpse. শবদাহ, শবদাহন n. cremation. শবদাহ করা v. to burn a dead body, to cremate. শবদাহক n. one who cremates, a cremator. শবদাহনচুল্লি n. a cremator; an incinerator. শবদাহস্থান n. a crematorium. শবপরীক্ষা n. post-mortem; autopsy. শবপরীক্ষা করা v. to make a post-mortem of, to autopsy. শবব্যবচ্ছেদ করা v. to dis sect a dead body. শবযাত্রা n. a funeral procession শবযান n. a bier. শবসৎকার n. obsequies, funeral rites; cremation. শবসৎকার করা v. to perform the obsequies of; to cremate. শবসাধনা n. a form of mystical rite or religious meditation performed by sitting upon a dead body in a crematorium usu. on a new-moon night; (fig.) a dreadful endeavour to achieve something. শবাকার a. corpse like; looking like a corpse. শবাগার n. a morgue. শবাচ্ছাদন-বস্ত্র n. shroud; a winding-sheet; dead-clothes. শবাধার n. a bier. শবানুগমন করা v. to follow a corpse to the funeral place. শবানুগামী, শবানুযাত্রী n. one who follows a corpse to the funeral place, a mourner. শবাসন n. a posture of yogic exercise in which one lies still with the face up. শবাসনা a. fem. mounted upon a corpse. ☐ n. Goddess Kali (কালী).
Samsad Bangla Abhidhan
শব [ śaba ] বি. মৃতদেহ, মড়া, লাশ। [সং. √ শব্ + অ]। ~দাহ, ~দহন বি. অগ্নিযোগে মৃতদেহ ভস্মীভূত করা, মড়া পোড়ানো। ~দাহ-স্থান বি. যেখানে শবদাহ করা হয়, শ্মশান। ~দেহ বি. মড়া, মৃতদেহ। ~ব্যবচ্ছেদ বি. শারীরবিজ্ঞান শিক্ষার জন্য বা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ অস্ত্রদ্বারা ছিন্নবিচ্ছিন্ন করে পরীক্ষা। ~যাত্রা বি. দাহ করার বা কবর দেওয়ার জন্য মৃতদেহ নিয়ে যাওয়া। ~যান বি. (প্রধানত কবর দেবার জন্য) মৃতদেহপূর্ণ কফিন বা শবাধার বহন করে নিয়ে যাবার গাড়ি। ~সৎকার বি. শবদাহ; কবর; অন্ত্যেষ্টি। ~সাধনা বি. (সদ্যোমৃত পুরুষের) শবের উপর অশ্বারোহণের ভঙ্গিতে উপবেশন করে তান্ত্রিক সাধনাবিশেষ। শবাধার বি. যে আধার বা বাক্সে মৃতদেহ রেখে কবর দেওয়া হয়। শবানু-গমন বি. শবদেহ শ্মশানে বা কবরে নিয়ে যাবার সময় মৃতের প্রতি সম্মান জানাতে বা শোক জানাতে সঙ্গে যাওয়া। শবানু-যাত্রী (ত্রিন্) বি. শবানুগমনকারী। শবাসন বি. শবের মতো চিত হয়ে শুয়ে থাকার যোগাসনবিশেষ। শবাসনা বি. শবের উপর অবস্থিতা কালিকাদেবী।

Processing time: 0.44 s