শত্রুর definitions

Bangla-Tangla Dictionary
genitive of শত্রু: শত্রু – enemy
Samsad Bangla Abhidhan
genitive of শত্রু: শত্রু, (কথ্য) শত্তুর [ śatru, (kathya) śattura ] বি. 1 মনে মনে বা প্রকাশ্যে ঘৃণা করে কিংবা ক্ষতিসাধন করে এমন ব্যক্তি; অরি, বৈরী; 2 প্রতিপক্ষ, বিপক্ষ। [সং. √ শদ্ + রু]। ~ঘ্ন বিণ. শত্রুধ্বংসকারী। ☐ বি. সুমিত্রার গর্ভজাত দশরথের চতুর্থ পুত্র। ~জয়ী (-য়িন্), ~জিৎ, ~ঞ্জয় বিণ. শত্রুদমনকারী; শত্রুর বিরুদ্ধে জয়লাভকারী। ~তা বি. শত্রুর মতো আচরণ, বৈরিতা; তীব্র প্রতিকূলতা। ~নাশ বি. শত্রু ধ্বংস করা। ~পক্ষ বি. বিপক্ষ, প্রতিপক্ষ। ~বিনাশ শত্রুনাশ এর অনুরূপ। ~মিত্র-ভেদ বি. কে বন্ধু কে শত্রু তা বিচার; আত্মপরবিচার। ~হীন, নিঃশত্রু বিণ. 1 শত্রু নেই এমন; 2 সমস্ত শত্রুকে বিনাশ করা হয়েছে এমন।

Processing time: 1.22 s