Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
শক্তি definitions
Bangla-Tangla Dictionary
শক্তি – power, force, capacity
Samsad Bengali-English Dictionary
শক্তি [ śakti ] n power; strength, might; force; vigour; capacity; capability; potency (as of homoeopathic medicines); (phys.) energy; a state influential in international affairs, a power; (Hindu. myth.) the female principle taking part in the work of creation, Sakti, Shakti, a female deity; Goddess Durga (দুর্গা); an ancient missile. ~ক্ষয়n. loss of power or strength or energy; (of an army) loss of men. ~ধরa. powerful, strong. শক্তি প্রয়োগ করাv. to apply force. ~বর্গn. pl. states influential in international affairs or taking part in a war, powers. ~মত্তা, ~শালিতাn. powerfulness, strength; forcefulness; possession of full vigour. ~মান, ~শালীa. powerful, strong. forceful; vigorous; nervous (শক্তিশালী গদ্য). fem. ~মতী, ~শালিনী । ~শেলn. a dreadful or deadly mythological missile. ~সঞ্চয়n. accumulation of strength or power; accumulation or preservation of energy. শক্তি সঞ্চার করাv. to infuse strength in; to invigorate; to energize. ~সামর্থ্যn. power and capabilities. ~সাম্যn. balance of power. ~হীনa. powerless; weak; impotent. fem. ~হীনা । ~হীনতাn. powerlessness; weakness; impotence.
Samsad Bangla Abhidhan
শক্তি [ śakti ] বি. 1 ক্ষমতা, সামর্থ্য, বল (প্রাণশক্তি, শরীরের শক্তি); 2 প্রভাব, প্রতিপত্তি; 3 পরাক্রান্ত স্বাধীন রাষ্ট্র (ইয়োরোপীয় শক্তিবর্গ); 4 হোমিয়োপ্যাথিক ওষুধের ক্রম অথবা গুণের মাত্রা (নাক্স ভম 3 শক্তি); 5 দুর্গা, কালী, কমলা এই তিন স্ত্রী-দেবতা; 6 পৌরাণিক অস্ত্রবিশেষ (শক্তিশেল); 7 দেবসেনাপতি কার্তিকেয়র অস্ত্র; 8 (বিজ্ঞা.) কর্মক্ষমতাদির মাত্রা, energy (বি. প.)। [সং. √ শক্ + তি]। ~উপাসক বি. দুর্গা কালী প্রভৃতি স্ত্রী-দেবতার উপাসক, শাক্ত। ~ধর বিণ. প্রচুর শক্তি বা ক্ষমতার অধিকারী (শক্তিধর রাষ্ট্র, শক্তিধর মল্ল)। ☐ বি. 'শক্তি'-অস্ত্রধারী কার্তিকেয়র এক নাম। ~পূজা, ~আরাধনা বি. কালী দুর্গা প্রভৃতি স্ত্রী-দেবতার আরাধনা। ~বর্ধক বিণ. যাতে শক্তি বা জোর বাড়ে (শক্তিবর্ধক ওষুধ)। ~ময় বিণ. শক্তিশালী। স্ত্রী. ~ময়ী। ~.মান, ~.শালী বিণ. শক্তি আছে এমন, বলবান। স্ত্রী. ~মতী, ~.শালিনী। বি. ~মত্তা, ~.শালিতা। ~.শেল বি. রাবণের 'শক্তি'-নামক অনিবার্য ও মারাত্মক অস্ত্রবিশেষ যার আঘাতে লক্ষণ ধরাশায়ী ও প্রায় নিহত হয়েছিলেন। ~সাধক-শক্তিউপাসক -এর অনুরূপ। ~হীন বিণ. শক্তি নেই এমন, দুর্বল। স্ত্রী. ~হীনা। বি. ~হীনতা। ~.হ্রাস বি. শক্তি কমে যাওয়া বা কমিয়ে দেওয়া।