Off by 3 letters:
টিভি definitions

Bangla-Tangla Dictionary
টিভি – TV
Samsad Bangla Abhidhan
টিভি [ ṭibhi ] বি. টেলিভিজন, দূরদর্শন। [ইং. television এর সংক্ষিপ্ত রূপ]। টেলিভিশন [ ṭēlibhiśana ] দ্র টিভি
বলভি definitions

Samsad Bangla Abhidhan
বলভি, বলভী [ balabhi, balabhī ] বি. 1 গৃহচূড়া, বাড়ির শীর্ষ; 2 ছাদের উপরের ঘর, চিলেকোঠা; 3 ছাদ; 4 চাল বা ছাদের খুঁটির উপর স্থাপিত লম্বা কাঠ। [সং. √ বল্ (আচ্ছাদন) + অভি, ঈ]।
ভি definitions

Bangla-Tangla Dictionary
ভি – the letter V [English]
লি definitions

Bangla-Tangla Dictionary
লি – Lee [surname] [foreign] [http://en.wikipedia.org/wiki/Brett_Lee]
লিকি definitions

Samsad Bengali-English Dictionary
লিক, লিকি [ lika, liki ] n a young of a louse; the egg of a louse, a nit.
Samsad Bangla Abhidhan
লিকি [ liki ] বি. লিক1 -এর রূপভেদ।
লিখি definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of লেখা: লেখা – to write

1st person present imperative tense of লেখা:
লেখা – to write

Samsad Bangla Abhidhan
1st person present simple tense of লেখা: লিখা, লেখা [ likhā, lēkhā ] ক্রি. বি. 1 অক্ষরবিন্যাস করা, লিপিবদ্ধ করা; 2 গ্রন্থাদি রচনা করা (বই লিখেছেন); 3 আইনসিদ্ধ দলিল সম্পাদনপূর্বক হস্তান্তর করা (জমি লিখে দেওয়া); 5 অঙ্কন করা। ☐ বিণ. লিখিত। [সং. √ লিখ্ + বাং. আ]। ~নো ক্রি. বি. অপরের দ্বারা লেখার কাজ করানো ☐ বিণ. উক্ত অর্থে। 1st person present imperative tense of লেখা: লিখা, লেখা [ likhā, lēkhā ] ক্রি. বি. 1 অক্ষরবিন্যাস করা, লিপিবদ্ধ করা; 2 গ্রন্থাদি রচনা করা (বই লিখেছেন); 3 আইনসিদ্ধ দলিল সম্পাদনপূর্বক হস্তান্তর করা (জমি লিখে দেওয়া); 5 অঙ্কন করা। ☐ বিণ. লিখিত। [সং. √ লিখ্ + বাং. আ]। ~নো ক্রি. বি. অপরের দ্বারা লেখার কাজ করানো ☐ বিণ. উক্ত অর্থে।
লিপি definitions

Samsad Bengali-English Dictionary
লিপি [ lipi ] n a letter, an epistle, a missive; a note; a writing (ভাগ্যলিপি); an inscription (অনুশাসন-লিপি); a script or alpha bet (ব্রাহ্মীলিপি). ~কর n. a writer, a scribe; a copyist; a penman; an amanuensis; a composer of a letter. লিপিকর প্রমাদ n. a slip of the pen; an error committed by the copyist. ~কা n. a short letter, a chit or note; a letter. ~কার same as ~কর । ~কৌশল n. penmanship; the art or style of writing. ~চাতুর্য n. dexterity in writing or composing. লিপিবদ্ধ বা লিপিভুক্ত করা v. to place on record, to record; to write or include in a letter, book etc. বিদ্যা n. penmanship; calligraphy; the art of composing letters.
Samsad Bangla Abhidhan
লিপি [ lipi ] বি. 1 চিঠি, পত্র; 2 লিখন (বিধিলিপি); 3 অক্ষর, ভাষার লেখ্যরূপ, বর্ণমালা (দেবনাগরী লিপি, ব্রাহ্মীলিপি) [সং. √ লিপ্ + ই]। ~কর, ~কার বি. 1 নকলবিশ; 2 লেখক। ~কর-প্রমাদ বি. লেখার ভুল; নকলনবিশের লেখার ভুল। ~কা বি. ক্ষুদ্র পত্র; পত্র। ~কুশল বিণ. পত্র রচনায় বা নকল করায় দক্ষ। ~কৌশল বি. অক্ষরবিন্যাসের দক্ষতা; লেখার কায়দা। ~চাতুর্য বি. পত্রাদি রচনায় পটুতা। ~বদ্ধ, ~ভুক্ত বিণ. লিখিত (লিপিবদ্ধ অভিযোগ, বক্তব্য লিপিবদ্ধ করা)।
লিলি definitions

Samsad Bangla Abhidhan
লিলি [ lili ] বি. পদ্মফুল, কমল [ইং. lily]।
লেভি definitions

Samsad Bangla Abhidhan
লেভি [ lēbhi ] বি. ধান পাট গম প্রভৃতি ফসলের অথবা চিনি সিমেন্ট প্রভৃতির যে অংশ বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট মূল্য সরকারকে দিতে হয়। [ইং. levy]।
Off by 4 letters:
অভি definitions

Samsad Bengali-English Dictionary
অভি [ abhi ] pfx denoting: front, approach, proximity, onward direction, spaciousness, ambi-, circum-, peri-, pro-, to wards, to-.
Samsad Bangla Abhidhan
অভাবী [ abhābī ] (-বিন্) বিণ. অভাবগ্রস্ত, অনটনের মধ্যে রয়েছে এমন; দরিদ্র। [সং. অভাব + ইন্]। অভি- অব্য. সম্মুখ সমীপ চতুর্দিক সাদৃশ্য ইত্যাদি সূচক উপসর্গ।
অলি definitions

Samsad Bengali-English Dictionary
অলি1 [ ali1 ] n the bumble-bee; the scorpion; wine (অলিপান). অলি2 [ ali2 ] n a guardian; a custodian; a trustee.
Samsad Bangla Abhidhan
অলি1 [ ali1 ] বি. 1 ভ্রমর, ভোমরা ('গুঞ্জরিয়া আসে অলি': দ্বি. রা); 2 বৃশ্চিক; 3 মদ, সুরা (অলিপানা)। [সং. √ অল্ + ই]। অলি2 [ ali2 ] বি. অভিভাবক; রক্ষক। [আ. বলি]।
আলজিভ definitions

Samsad Bengali-English Dictionary
আলজিহ্বা, আলজিভ, আলজিব [ ālajihbā, ālajibha, ālajiba ] n the uvula, the epiglottis.
Samsad Bangla Abhidhan
আল-জিভ, আল-জিব [ āla-jibha, āla-jiba ] বি. গলনালির মধ্যস্থ ছোট মাংসখণ্ড, উপজিহ্বা, uvula. [সং. অলিজিহ্বা]।
আলি definitions

Bangla-Tangla Dictionary
আলি – Ali [surname]
Samsad Bengali-English Dictionary
আলি1 [ āli1 ] n a ridge of earth set up around a piece of agricultural land, a dyke, a dam.
Samsad Bangla Abhidhan
আলি1 [ āli1 ] বি. 1 সম্ভ্রান্ত মুসলমান পুরুষের পদবিবেশেষ; 2 মোহম্মদের জামাতা ও প্রধান শিষ্য। ☐ বিণ. 1 উদার; 2 উন্নত, উচ্চ। [আ. আলী]। আলি2 [ āli2 ] বি. সখী; সঙ্গিনী। [সং. আ + √অল্ + ই -তু. হি. সহেলী]। আলি3 [ āli3 ] বি. 1 জমির বাঁধ, আল, আইল; 2 সারি, শ্রেণী (গীতালি)। [সং. আ + √ অল্ + ই -তু. আবলি]। আলী1, 2, 3, আলি1, 2, 3 [ ālī1, 2, 3, āli1, 2, 3 ] এর বার্জি. বানানভেদ।
উলি definitions

Samsad Bengali-English Dictionary
-ওয়ালা2 [ -ōẏālā2 ] sfx denoting: a trader, a seller, a practitioner, an owner, one in possession of or endowed with etc., -er, -or, ist. fem. ওয়ালি, উলি ।
Samsad Bangla Abhidhan
উলি [ uli ] বি. চুলের মধ্যে আঙুল চালিয়ে বিলে কাটা ('আল্যালে মাথায় চুলি, না জানি করিতে উলি': ব. প.)। [বিলি দ্র]। ওয়ালা1 [ ōẏālā1 ] (তদ্ধিত প্রত্যয়বিশেষ); 2 ব্যবসায়ী, বিক্রেতা (ফলওয়ালা); 2 পেশাধারী (ফেরিওয়ালা, পাহারাওয়ালা); 3 অধিকারী, মালিক (বাড়িওয়ালা, টাকাওয়ালা লোক)। [হি. ওয়ালা]। স্ত্রী. ওয়ালি, উলি
এলি definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate past simple tense of আসা: আসা – to come
Samsad Bengali-English Dictionary
2nd person intimate past simple tense of আসা: আয়1 [ āẏa1 ] v 2nd pers. imp. of আসা । আয়, খেলি come, let us play. 2nd person intimate past simple tense of আসা: আসা2 [ āsā2 ] v to come; to appear; to come up; to arrive (ট্রেন আসা); to reach, to come up to (মুখ পর্যন্ত আসা); to commence, to begin (জ্বর আসা); to set in (শরৎ আসা); to be excited with (আবেগ আসা); to rise, to crop up (মনে আসা); to enter (ঘরে আসা); to attack, to come upon (ঢুলুনি আসা); to be struck with (ভয় আসা); to be supplied with (কথা আসা); to be filled with (চোখে জল আসা); to take place, to occur, to come about (বিপদ আসা); to be earned, to accrue (টাকা আসা); to be on the point of (ফুরিয়ে আসা). ☐ a. that which has come (কাছে আসা) ☐ n. act of coming; arrival. এগিয়ে আসা v. to come up, to advance. আসা-যাওয়া n. come-and-go. উঠে আসা v. to come up; to get up; to re move; to get loose, to be detached, to come off (ছাল উঠে আসা). কথা আসা v. to be able to speak. কাছে আসা v. to come or draw near, to come by; to approach. কাজে আসা, ব্যবহারে আসা v. to be of use, to be useful, to be serviceable. কান্না আসা v. to feel like crying or weeping. নেমে আসা v. to come down; to get down; to alight; to descend; to dismount. নিভে আসা v. to get dimmer and dimmer. নিয়ে আসা v. to bring along, bring with one self; to fetch. ফিরে আসা v. to come back, to return. ফুরিয়ে আসা v. to be about to be exhausted; to be about to end. ফেলে আসা v. to leave behind. বহে আসা v. to flow down, to stream down; to come along. বেয়ে আসা v. to come steering along. বাইরে আসা v. to come out, to emerge. ভিতরে আসা v. to come in, to enter. রেখে আসা same as ফেলে আসা । 2nd person intimate past simple tense of আসা: মুখ [ mukha ] n the face; the mouth; countenance, appearance(s) (লোকের কাছে মুখ থাকা); gift of the gab, oratorical skill, eloquence (উকিলটির মুখ নেই); acrimonious speech, sharp or caustic tongue (তার বড়ো মুখ হয়েছে); speech, language, mode of speaking (দুর্মুখ); an entrance (গুহামুখ); an opening (ফোঁড়ার মুখ); an outlet; an outfall (নদীমুখ); a tip, a point (ছুঁচের মুখ); an end, an extremity, a head (রাস্তার মুখ); outset, be ginning (উন্নতির মুখ); direction (গৃহমুখে). মুখ উজ্জ্বল করা v. to bring glory or credit to, to glorify. মুখ করা v. to scold (esp. peevishly). মুখ কুট্কুট্ করা same as মুখ চুলকানো (see চুলকানো). মুখ খারাপ করা v. to utter foul or filthy or abusive words. মুখ খিঁচানো v. to make faces (at); to mouth; to scold. মুখ খোলা v. to begin to speak, to open one's mouth. মুখ গোঁজ করা v. to pull a long face; to be down in the mouth. মুখ চলা v. to be eating or speaking or scolding. মুখ চাওয়া v. to be dependent (on a per son); to be considerate about or partial to (a person). মুখ চুন করা v. to become pale (on account of fear, shame etc.). মুখ ছোট করা v. to discountenance; to discredit; to disgrace. মুখ টিপে হাসা v. to smile in a jocular or an oblique or a sly manner, to smirk. মুখ তুলতে না পারা v. to be highly abashed, to be put out of countenance. মুখ তুলে চাওয়া, মুখ তোলা v. to look up; (fig.) to smile on. মুখ থাকা v. to have one's face saved, to have appearances kept up. মুখ থুবরে পড়া v. to fall on one's face. মুখ দেখা v. to see ceremonially the face of a person (esp. of a bride) for the first time. মুখ দেখতে না পারা same as মুখ তুলতে না পারা । মুখ দেখানো v. to show one's face, to put in an appearance. মুখ নষ্ট করা v. to speak or plead in vain. মুখ নষ্ট হওয়া v. to have one's advice or request turned down. মুখ পোড়ানো v. to disgrace, to scandalize. মুখ ফসকানো v. (of words, remarks etc.) to slip off one's tongue. মুখ ফেরানো v. to turn away or look in another direction (in disgust, displeasure etc.); (fig.) to become unfavourable or hos tile to. মুখ ফোটা v. to begin to speak (esp. for the first time); to utter. মুখ ফোলানো v. to pout one's lips; to pull a long face. মুখ বন্ধ করা v. to stop one's mouth, to silence or be silent. মুখ বাঁকানো v. to turn up one's nose (in dis pleasure, abhorrence etc.); to make a wry face. মুখ বোজা v. to stop one's mouth, to become reticent or uncommunicative. মুখ ভার (বা ভারী) করা same as মুখ গোঁজ করা । মুখ ভেংচানো same as ভেংচানো । মুখ মারা v. to put out of countenance; to disgrace; to silence; to deprive one of one's appetite by feeding one with a highly palatable dish. মুখ রাখা v. to save one's face; to keep up appearances. মুখ লুকানো v. to hide one's face. মুখ শুকানো v. to look pale. মুখ সামলানো v. to speak guardedly; to for bear speaking unreservedly; to observe restraint in speech; to hold one's tongue. মুখ সেলাই করে দেওয়া v. to sew up or seal one's lips, to silence. মুখ হওয়া v. to learn to take liberties in speech; to be unrestrained in speech; to form a habit of scolding; (of a boil, etc.) to open. মুখে আনা v. to utter. মুখে আসা v. to occur to one to speak; to desire to utter; to be capable of being uttered; to be uttered. মুখে খই ফোটা v. to be chattering excessively, to have a long tongue; to be eloquent. মুখে জল আসা v. to have one's mouth watering. মুখে দেওয়া v. to eat. মুখে ফুল-চন্দন পড়া v. (used as a good wish) to have one's tongue blessed for having made a desirable or favourable or successful prophecy. মুখে ভাত n. the Hindu custom of a child's eating rice for the first time. মুখে-মুখে adv. orally; viva voce; extemporarily, off-hand, impromptu; defiantly to one's face, in retort (মুখে মুখে জবাব); transmitted orally from one person to another (মুখে মুখে প্রচারিত). মুখের উপর to one's face; defying openly. মুখের কথা (fig.) a very easy job; (fig.) an oral promise, word of mouth. মুখের ছাঁদ cut of one's jib. মুখের তোড় fluency of speech. মুখের ভয়ে in fear of bitter scolding, in fear of sharp or caustic tongue. মুখের মতো fitting. কোন মুখে সেখানে যাবে have you the face to go there? ~আলগা a. incapable of keeping a secret, given to divulging secrets; having no control over one's tongue; having a long tongue. ~কমল n. a face conceived as a lotus, a lotus-face. ~চন্দ্র n. moonface. ~চন্দ্রিকা n. the ceremonial viewing of each other's face by a bride and a bridegroom at a Hindu wedding. ~চাপা a. tongue-tied, uncommunicative. ~চুন n. clear sign of discomfiture, fear etc. on one's face; abashed look. ~চোরা a. bashful, shy; tongue-tied. ~চ্ছটা, ~চ্ছবি n. the glamour or beauty of a face. ~ঝামটা, ~নাড়া n. scolding, mouthing. মুখ ঝামটা বা মুখ নাড়া দেওয়া v. to scold, to mouth, to snarl at. ~নিঃসৃত, ~নির্গত a. issuing or emerging or emerged from one's mouth or face. ~পত্র n. a preface, a preamble, an introduction; a journal representing an organization or association. ~পদ্ম same as ~কমল । ~পাত n. the opening or top plait of a folded cloth; the cover or jacket of a book; the front; the outward show; commencement, inception, inauguration. ~পাত্র n. a spokesman; a leader (esp. of a deputation). ~পোড়া n. (in abuses) a disgraceful or scandalous person; (in affection) a mischievous person; a kind of monkey, the langur (হনুমান). fem. মুখপুড়ি (in the first two senses only). ~ফোড় a. (impertinently) outspoken. ~দন্ধ n. an introduction, a preface. মুখ ব্যাদান করা v. to gape, to open one's mouth wide. ~ভঙ্গি n. a wry face or mouth; a grimace. মুখভঙ্গি করা same as ভেংচানো । ~মন্ডল n. the face. ~মিষ্টি n. sweet or suave language. ☐ a. fair-spoken, sweet-tongued. মুখরক্ষা করা v. to save one's face; to keep up appearances. ~রুচি same as ~চ্ছটা । ~রোচক a. pleasant to the taste, tasty, palatable; appetizing. মুখরোচক কথা pleasant or palatable or flattering speech. ~লাবণ্য same as ~চ্ছটা । ~শশী same as ~চন্দ্র । ~শুদ্ধি n. deodorization of the mouth by chewing betel-leaves etc. after taking meals. ~শ্রী n. the beauty or grace of the face. ~সর্বস্ব a. efficient in tall talk (but not in action). মুখসর্বস্ব ব্যক্তি a prattler, a gasbag.
Samsad Bangla Abhidhan
2nd person intimate past simple tense of আসা: আসা2 [ āsā2 ] ক্রি. 1 আগমন করা, উপস্থিত হওয়া (বাড়ি আসবে); 2 সাধ্যে কুলানো, পটুতা থাকা (গানবাজনা আমার আসে না); 3 জোগানো (মাথায় একটা বুদ্ধি এসেছে); 4 উদয় হওয়া (মনে আসা, হাসি আসছে); 5 আয় হওয়া (অনেক টাকা এসেছে); 6 শুরু হওয়া (ফুরিয়ে আসছে, মাঘের শেষে বসন্ত আসে); 7 ঘটা (বিপদ আসছে); 8 উপযোগী হওয়া, কাজে লাগা (ঘড়িটা কাজে আসছে না); 9 প্রবেশ করা, ঢোকা (জানলা দিয়ে আলো আসে)। ☐ বিণ. 1 আগত (ডাকে-আসা চিঠি); 2 গত, সমাপ্ত (নিবে-আসা আলো)। ☐ বি. আগমন (তার আমার আশায় আছি)। [বাং. √ আস্ + আ]। ~আসি, ~যাওয়া বি. 1 যাতায়াত, আসা ও যাওয়া; 2 মেলামেশা (দুই পরিবারের মধ্যে তেমন আসা-যাওয়া নেই). কথা আসা ক্রি. বি. কথাবার্তা বা উত্তর জোগানো (মুখে কথা আসছে না)। কানে আসা ক্রি. বি. শুনতে পাওয়া, কর্ণগোচর হওয়া (কথাটা কানে এল)। পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া, গর্ভসঞ্চার হওয়া (সেই বছরই ছেলেটা পেটে এল)। বলে আসা ক্রি. বি. অনুমতি নিয়ে আসা বা জানিয়ে আসা। মনে আসা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে পড়া। মাথায় আসা ক্রি. বি. বুঝতে পারা। মুখে আসা ক্রি. বি. উচ্চারিত হওয়া বা মুখে জোগানো। হাতে আসা ক্রি. বি. অধিকারে বা আয়ত্তে আসা।
কলভ definitions

Samsad Bengali-English Dictionary
কলভ [ kalabha ] n a young elephant.
Samsad Bangla Abhidhan
কলভ [ kalabha ] বি. হাতির শাবক, হাতির বাচ্চা। (করভ দ্র)। [সং. কর + √ ভা + অ। র > ল]।
কলি definitions

Samsad Bengali-English Dictionary
কলি1 [ kali1 ] n the fourth or last age of creation according to Hindu scriptures (কলিযুগ কলিকাল); the presiding deity of this age (also কলিদেব, কলিদেবতা). ঘোর কলি an age full of sins, an infernal age. কলির সন্ধ্যা, কলির শেষ creation approaching final annihilation; (fig.) utter peril. কলি2 [ kali2 ] n a bud; a shingling style of hair dressing, shingle; the Vaishnavic (বৈষ্ণবীয়) style of painting one's face with sandal-paste (রসকলি); a line of a verse or a song. কলি3 [ kali3 ] n whitewash, limewash. কলি করা, কলি ধরানো, কলি ফেরানো v. to white wash.
Samsad Bangla Abhidhan
কলি1 [ kali1 ] বি. 1 পুরাণোক্ত চতুর্থ বা শেষ যুগ (কলিকাল, কলিযুগ); 2 কলিদেব, দ্বাপরের পরবর্তী যুগের অধিদেবতা। [সং. √ কল্ + ই]। (সবে) কলির সন্ধ্যা (সন্ধে) কলির সূচনামাত্র, অর্থাৎ বিপদের সূচনামাত্র, ভয়াবহ ভবিষ্যৎ পরিণামের উপক্রমমাত্র। কলি2 [ kali2 ] বি. 1 কলিকা, কুঁড়ি; 2 কেশবিন্যাসের ভঙ্গিবিশেষ; 3 বৈষ্ণবদের তিলক কাটার ভঙ্গিবিশেষ (রসকলি); 4 কবিতা বা গানের চরণ। [সং. √ কল্ + ই]। কলি3 [ kali3 ] বি. চুনকাম, দেওয়ালে চুন দেওয়া। [আ. কলী]। কলী করা, কলি ধরানো, কলি ফেরানো ক্রি. বি. চুনকাম করা।
খলি definitions

Samsad Bengali-English Dictionary
খলি [ khali ] n oilcake; earwax, cerumen.
Samsad Bangla Abhidhan
খলি [ khali ] বি. খইল, খোল। [সং. √খল্ (চলনে) + ই]।
গলি definitions

Bangla-Tangla Dictionary
গলি – lane

1st person present simple tense of গলা:
গলা – to melt, to pass through

1st person present imperative tense of গলা:
গলা – to melt, to pass through

Samsad Bengali-English Dictionary
গলি [ gali ] n a narrow street, a lane; a corridor. কানা গলি a blind alley, a cul-de-sac. ~ঘুঁজি n. pl. different narrow passages and concealed corners; lanes and by lanes; (fig.) secret regions or parts. nook and corner (মনের গলিঘুঁজি). 1st person present simple tense of গলা: গলা1 [ galā1 ] v to melt (বরফ গলা); to pass or slip through; (fig.) to be tight-fisted (হাত দিয়ে জল গলে না); to pass through or enter (ঘরের মধ্যে গলে যাওয়া); to soften (মন গলা); to be overwhelmed (স্থেহে গলা); to burst open and secrete morbid matter (ফোড়া গলা); to decompose (মৃতদেহটা গলে গেছে, পচে গলে যাওয়া). ☐ a. melted; worn out; softened overmuch; that which has burst open and is secreting morbid matter; decomposed; rotten. গলানো v. to (cause to) melt; to (cause to) pass through; to (cause to) soften; to overwhelm; to put on easily or lightly (জুতোটা পায়ে গলিয়ে নাও); to cause to burst open and secrete morbid matter; to decompose. ☐ a. melted. গলা গলা a. excessively softened or soft (গলা গলা ভাত). 1st person present simple tense of গলা: গলা2 [ galā2 ] n the throat; the neck; the Adam's apple; voice (তার গলা পাচ্ছি, গানের গলা); strength of voice (খেয়াল গাইতে হলে গলা থাকা চাই) গলা কাটা). গলা v. to cut one's throat. গলা চাপা v. to restrain one's voice; to throttle. গলা ছাড়া v. to remove restraint from one's voice (whilst singing, lamenting, calling etc.) গলা টেপা v. to throttle. গলা টিপলে দুধ বেরোয় (lit.—of a person) so young that milk comes out of the mouth when the throat is pressed; (fig.) very young or inexperienced (cp. greenhorn). গলা ধরা, গলা বসা, গলা ভাঙা v. to be hoarse. গলায় গাথাঁ same as গলায় পড়া । গলায় দড়ি (in curses) damn! hang! গলায় পড়া v. to come upon one as an undesirable bur den. গলায় লাগা v. to feel an uneasy sensation or pain in the throat, to have choking in the throat preventing easy passage of food; to cause irritation or inflammation of the larynx. গলার কাঁটা a fishbone stuck in one's throat; (fig.) a bothersome burden. গলার জোর strength of voice. গলার থলি (anat.) the pouch in the gullet or the crop. গলার ব্যথা throat-pain, inflammation of the throat, throatsore, quinsy. একগলা, গলা পর্যল্ত a. reaching up to the neck, reaching up to the chin. ভারী গলা grave or deep voice. ~কাটা a. exorbitant, cut-throat (price etc.) (গলাকাটা দাম). ☐ n. one who demands an exorbitant price (cp. a cut throat). ~খাঁকারি n. act of clearing one's throat noisily, act of hawking. গলাখাঁকারি দেওয়া v. to hawk. গলা খুসখুসুনি n. itching sensation in the throat. ~গলি a. very intimate; close; matey; bosom; side by side. ☐ adv. very intimately; closely; cheek by jowl. ☐ n. close intimacy; closeness. ~গলি করা v. to be intimate with; to make free with; to hug. গলাধঃকরণ n. act of swallowing or gulping; act of eating or drinking. গলাধঃকরণ করা v. to swallow, to gulp; to eat or drink; (fig.) to brook, to endure (অপমান গলাধঃকরণ করা). ~ধাক্কা n. catching by the neck and driving one out. গলাধাক্কা দেওয়া v. to catch by the neck and drive one out. ~বন্ধ n. a neckerchief; a comforter; muffler. ~বাজি n. shouting (usu. continuous); (ridi.) oration; bragging; bullying. গলাবাজি করা v. to shout (usu. continuously); (ridi.) to deliver a lecture, to harangue; to brag; to bully. গলাবাজি করে জেতা to shout others down. গলায় গলায় a. very close, intimate, hand in glove (গলায় গলায় ভাব). ☐ adv. neck and neck, side by side; up to the throat; up to the brim; very closely, intimately. 1st person present imperative tense of গলা: গলা1 [ galā1 ] v to melt (বরফ গলা); to pass or slip through; (fig.) to be tight-fisted (হাত দিয়ে জল গলে না); to pass through or enter (ঘরের মধ্যে গলে যাওয়া); to soften (মন গলা); to be overwhelmed (স্থেহে গলা); to burst open and secrete morbid matter (ফোড়া গলা); to decompose (মৃতদেহটা গলে গেছে, পচে গলে যাওয়া). ☐ a. melted; worn out; softened overmuch; that which has burst open and is secreting morbid matter; decomposed; rotten. গলানো v. to (cause to) melt; to (cause to) pass through; to (cause to) soften; to overwhelm; to put on easily or lightly (জুতোটা পায়ে গলিয়ে নাও); to cause to burst open and secrete morbid matter; to decompose. ☐ a. melted. গলা গলা a. excessively softened or soft (গলা গলা ভাত). 1st person present imperative tense of গলা: গলা2 [ galā2 ] n the throat; the neck; the Adam's apple; voice (তার গলা পাচ্ছি, গানের গলা); strength of voice (খেয়াল গাইতে হলে গলা থাকা চাই) গলা কাটা). গলা v. to cut one's throat. গলা চাপা v. to restrain one's voice; to throttle. গলা ছাড়া v. to remove restraint from one's voice (whilst singing, lamenting, calling etc.) গলা টেপা v. to throttle. গলা টিপলে দুধ বেরোয় (lit.—of a person) so young that milk comes out of the mouth when the throat is pressed; (fig.) very young or inexperienced (cp. greenhorn). গলা ধরা, গলা বসা, গলা ভাঙা v. to be hoarse. গলায় গাথাঁ same as গলায় পড়া । গলায় দড়ি (in curses) damn! hang! গলায় পড়া v. to come upon one as an undesirable bur den. গলায় লাগা v. to feel an uneasy sensation or pain in the throat, to have choking in the throat preventing easy passage of food; to cause irritation or inflammation of the larynx. গলার কাঁটা a fishbone stuck in one's throat; (fig.) a bothersome burden. গলার জোর strength of voice. গলার থলি (anat.) the pouch in the gullet or the crop. গলার ব্যথা throat-pain, inflammation of the throat, throatsore, quinsy. একগলা, গলা পর্যল্ত a. reaching up to the neck, reaching up to the chin. ভারী গলা grave or deep voice. ~কাটা a. exorbitant, cut-throat (price etc.) (গলাকাটা দাম). ☐ n. one who demands an exorbitant price (cp. a cut throat). ~খাঁকারি n. act of clearing one's throat noisily, act of hawking. গলাখাঁকারি দেওয়া v. to hawk. গলা খুসখুসুনি n. itching sensation in the throat. ~গলি a. very intimate; close; matey; bosom; side by side. ☐ adv. very intimately; closely; cheek by jowl. ☐ n. close intimacy; closeness. ~গলি করা v. to be intimate with; to make free with; to hug. গলাধঃকরণ n. act of swallowing or gulping; act of eating or drinking. গলাধঃকরণ করা v. to swallow, to gulp; to eat or drink; (fig.) to brook, to endure (অপমান গলাধঃকরণ করা). ~ধাক্কা n. catching by the neck and driving one out. গলাধাক্কা দেওয়া v. to catch by the neck and drive one out. ~বন্ধ n. a neckerchief; a comforter; muffler. ~বাজি n. shouting (usu. continuous); (ridi.) oration; bragging; bullying. গলাবাজি করা v. to shout (usu. continuously); (ridi.) to deliver a lecture, to harangue; to brag; to bully. গলাবাজি করে জেতা to shout others down. গলায় গলায় a. very close, intimate, hand in glove (গলায় গলায় ভাব). ☐ adv. neck and neck, side by side; up to the throat; up to the brim; very closely, intimately.
Samsad Bangla Abhidhan
গলি [ gali ] বি. সংকীর্ণ রাস্তা। [হি. গলী]। ~ঘুঁজি বি. খুব সরু রাস্তা; সরু ও দুর্গম রাস্তা; অলিগলি (সেই গলিঘুঁজির মধ্যে বাড়িটা খুঁজে বার করতে খুবই বেগ পেতে হয়েছে)। 1st person present simple tense of গলা: গলা1 [ galā1 ] বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিৎকার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ☐ ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ~কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। ☐ বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ~গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ~টিপি বি. গলা টিপে ধরা। ~ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ~বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ~বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ~ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 1st person present simple tense of গলা: গলা2 [ galā2 ] ক্রি. 1 গলে যাওয়া, তরল বা দ্রব হওয়া (বরফ গলা) ; 2 সরু ফাঁকের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া (হাত দিয়ে জল গলে না, 'পাঁচিলের ফোকর গলে': নজরুল); 3 অভিভূত হওয়া (পুত্রস্নেহে গলে যাওয়া); 4 ফেটে নরম ও তরল হওয়া (ফোঁড়া গলে যাওয়া); 5 ঢোকা, প্রবেশ করা (এর মধ্যে মাথা গলবে না) ; 6 বেশি সিদ্ধ হয়ে নরম হওয়া (ভাত গলে গেছে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. গলিত, দ্রবীভূত; জীর্ণ; অতিরিক্ত নরম হয়েছে বা ফেটে গেছে এমন; পচা (পচা-গলা)। [বাং. √গল্ (সং. √গল্) + আ]। ~নো ক্রি. 1 গালানো, দ্রব বা তরল করা ; 2 সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল); 3 অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল); 4 প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ; 5 পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। 1st person present imperative tense of গলা: গলা1 [ galā1 ] বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিৎকার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ☐ ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ~কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। ☐ বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ~গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ~টিপি বি. গলা টিপে ধরা। ~ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ~বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ~বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ~ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 1st person present imperative tense of গলা: গলা2 [ galā2 ] ক্রি. 1 গলে যাওয়া, তরল বা দ্রব হওয়া (বরফ গলা) ; 2 সরু ফাঁকের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া (হাত দিয়ে জল গলে না, 'পাঁচিলের ফোকর গলে': নজরুল); 3 অভিভূত হওয়া (পুত্রস্নেহে গলে যাওয়া); 4 ফেটে নরম ও তরল হওয়া (ফোঁড়া গলে যাওয়া); 5 ঢোকা, প্রবেশ করা (এর মধ্যে মাথা গলবে না) ; 6 বেশি সিদ্ধ হয়ে নরম হওয়া (ভাত গলে গেছে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. গলিত, দ্রবীভূত; জীর্ণ; অতিরিক্ত নরম হয়েছে বা ফেটে গেছে এমন; পচা (পচা-গলা)। [বাং. √গল্ (সং. √গল্) + আ]। ~নো ক্রি. 1 গালানো, দ্রব বা তরল করা ; 2 সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল); 3 অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল); 4 প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ; 5 পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
গলিনি definitions

Bangla-Tangla Dictionary
1st person negative present perfect tense of গলা: গলা – to melt, to pass through
Samsad Bengali-English Dictionary
1st person negative present perfect tense of গলা: গলা1 [ galā1 ] v to melt (বরফ গলা); to pass or slip through; (fig.) to be tight-fisted (হাত দিয়ে জল গলে না); to pass through or enter (ঘরের মধ্যে গলে যাওয়া); to soften (মন গলা); to be overwhelmed (স্থেহে গলা); to burst open and secrete morbid matter (ফোড়া গলা); to decompose (মৃতদেহটা গলে গেছে, পচে গলে যাওয়া). ☐ a. melted; worn out; softened overmuch; that which has burst open and is secreting morbid matter; decomposed; rotten. গলানো v. to (cause to) melt; to (cause to) pass through; to (cause to) soften; to overwhelm; to put on easily or lightly (জুতোটা পায়ে গলিয়ে নাও); to cause to burst open and secrete morbid matter; to decompose. ☐ a. melted. গলা গলা a. excessively softened or soft (গলা গলা ভাত). 1st person negative present perfect tense of গলা: গলা2 [ galā2 ] n the throat; the neck; the Adam's apple; voice (তার গলা পাচ্ছি, গানের গলা); strength of voice (খেয়াল গাইতে হলে গলা থাকা চাই) গলা কাটা). গলা v. to cut one's throat. গলা চাপা v. to restrain one's voice; to throttle. গলা ছাড়া v. to remove restraint from one's voice (whilst singing, lamenting, calling etc.) গলা টেপা v. to throttle. গলা টিপলে দুধ বেরোয় (lit.—of a person) so young that milk comes out of the mouth when the throat is pressed; (fig.) very young or inexperienced (cp. greenhorn). গলা ধরা, গলা বসা, গলা ভাঙা v. to be hoarse. গলায় গাথাঁ same as গলায় পড়া । গলায় দড়ি (in curses) damn! hang! গলায় পড়া v. to come upon one as an undesirable bur den. গলায় লাগা v. to feel an uneasy sensation or pain in the throat, to have choking in the throat preventing easy passage of food; to cause irritation or inflammation of the larynx. গলার কাঁটা a fishbone stuck in one's throat; (fig.) a bothersome burden. গলার জোর strength of voice. গলার থলি (anat.) the pouch in the gullet or the crop. গলার ব্যথা throat-pain, inflammation of the throat, throatsore, quinsy. একগলা, গলা পর্যল্ত a. reaching up to the neck, reaching up to the chin. ভারী গলা grave or deep voice. ~কাটা a. exorbitant, cut-throat (price etc.) (গলাকাটা দাম). ☐ n. one who demands an exorbitant price (cp. a cut throat). ~খাঁকারি n. act of clearing one's throat noisily, act of hawking. গলাখাঁকারি দেওয়া v. to hawk. গলা খুসখুসুনি n. itching sensation in the throat. ~গলি a. very intimate; close; matey; bosom; side by side. ☐ adv. very intimately; closely; cheek by jowl. ☐ n. close intimacy; closeness. ~গলি করা v. to be intimate with; to make free with; to hug. গলাধঃকরণ n. act of swallowing or gulping; act of eating or drinking. গলাধঃকরণ করা v. to swallow, to gulp; to eat or drink; (fig.) to brook, to endure (অপমান গলাধঃকরণ করা). ~ধাক্কা n. catching by the neck and driving one out. গলাধাক্কা দেওয়া v. to catch by the neck and drive one out. ~বন্ধ n. a neckerchief; a comforter; muffler. ~বাজি n. shouting (usu. continuous); (ridi.) oration; bragging; bullying. গলাবাজি করা v. to shout (usu. continuously); (ridi.) to deliver a lecture, to harangue; to brag; to bully. গলাবাজি করে জেতা to shout others down. গলায় গলায় a. very close, intimate, hand in glove (গলায় গলায় ভাব). ☐ adv. neck and neck, side by side; up to the throat; up to the brim; very closely, intimately.
Samsad Bangla Abhidhan
1st person negative present perfect tense of গলা: গলা1 [ galā1 ] বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিৎকার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ☐ ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ~কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। ☐ বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ~গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ~টিপি বি. গলা টিপে ধরা। ~ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ~বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ~বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ~ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 1st person negative present perfect tense of গলা: গলা2 [ galā2 ] ক্রি. 1 গলে যাওয়া, তরল বা দ্রব হওয়া (বরফ গলা) ; 2 সরু ফাঁকের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া (হাত দিয়ে জল গলে না, 'পাঁচিলের ফোকর গলে': নজরুল); 3 অভিভূত হওয়া (পুত্রস্নেহে গলে যাওয়া); 4 ফেটে নরম ও তরল হওয়া (ফোঁড়া গলে যাওয়া); 5 ঢোকা, প্রবেশ করা (এর মধ্যে মাথা গলবে না) ; 6 বেশি সিদ্ধ হয়ে নরম হওয়া (ভাত গলে গেছে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. গলিত, দ্রবীভূত; জীর্ণ; অতিরিক্ত নরম হয়েছে বা ফেটে গেছে এমন; পচা (পচা-গলা)। [বাং. √গল্ (সং. √গল্) + আ]। ~নো ক্রি. 1 গালানো, দ্রব বা তরল করা ; 2 সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল); 3 অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল); 4 প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ; 5 পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

Processing time: 0.7 s