লক্ষ্মী definitions

Bangla-Tangla Dictionary
লক্ষ্মী – Lakshmi [name]
Samsad Bangla Abhidhan
লক্ষ্মী [ lakṣmī ] বি. (স্ত্রী.) 1 বিষ্ণুপত্নী এবং ধনসম্পদ ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী, রমা, কমলা; 2 সৌভাগ্য, শ্রী (গৃহলক্ষ্মী)। ☐ বিণ. (বাং.) শান্তপ্রকৃতি, সুবোধ (লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী ছেলে)। [সং. √ লক্ষ্ + ম + ঈ]। ~কান্ত, .পতি বি. নারায়ণ, বিষ্ণু। ~ছাড়া বি. বিণ. শ্রীভ্রষ্ট; দুর্ভাগা; দুষ্ট। ~জনার্দন বি. 1 লক্ষ্মী ও নারায়ণ; 2 শালগ্রামবিশেষ। ~টি বি. সুবোধ ও শান্তপ্রকৃতি ব্যক্তিকে বা প্রিয়পাত্রকে আদরের সম্বোধনবিশেষ।~নারায়ণ-লক্ষ্মীজনার্দন -এর অনুরূপ। ~বান (-বৎ), (বাং.) ~বন্ত, ~.মন্ত বিণ. 1 সৌভাগ্যবান; 2 ধনবান। ~বার বি. বৃহস্পতিবার, ওই দিনে লক্ষ্মীর পূজা হয় বলে। ~বিলাস বি. কবিরাজি তেল বা জ্বরঘ্ন ওষুধবিশেষ। ~শ্রী বি. কল্যাণসূচক কান্তি। ~স্বরূপিণী বিণ. (স্ত্রী.) মূর্তিমতী লক্ষ্মীর মতো, রূপে-গুণে লক্ষ্মীতুল্যা।

Processing time: 0.4 s