রৌদ্র definitions

Bangla-Tangla Dictionary
রৌদ্র – sunshine [shadhu]
Samsad Bengali-English Dictionary
রৌদ্র [ raudra ] n sunshine, the sun. ☐ a. terrible, dreadful. রৌদ্র উঠেছে v. the sun is up. রৌদ্র পোহানো v. to bask in the sun; to take a sun-bath. রৌদ্রে দেওয়া v. to ex pose to the sun's rays, to spread in the sun to dry, to sun. ~দগ্ধ a. sunburnt. ~দর্শন a. fierce-looking, of a formidable appearance. ~পক্ক a. sun-baked, sunned. ~রস n. (rhet.) the emotion of rage. ~সেবন করা same as রৌদ্র পোহানো । ~স্নান sun-bath. ~স্নান করা v. to sun bathe. রৌদ্রোজ্জ্বল a. shining in the sun light, brightened with sunshine, sun clad.
Samsad Bangla Abhidhan
রোদ [ rōda ] বি. রৌদ্র -র কথ্য রূপ ('রোদের ঝিকিমিকি': রবীন্দ্র)। রোদ ওঠা ক্রি. বি. 1 সূর্যালোক প্রকাশ পাওয়া; 2 মেঘ বা অন্ধকার কেটে গিয়ে সূর্যের আলো দেখা দেওয়া। রোদ পড়া ক্রি. বি. রোদের তেজ বা প্রখরতা কমে যাওয়া, বিকাল হওয়া (রোদ পড়লে বাড়ি থেকে বেরিয়ো)। রোদ পোহানো ক্রি. বি. (প্রধানত শীতের সময়) রোদের তাপ উপভোগ করা। রোদে দেওয়া ক্রি. বি. সূর্যতাপে শুকানোর জন্য মেলে দেওয়া। রোদে পোড়া ক্রি. বি. রোদের তাপে কষ্ট পাওয়া। রৌদ্র [ raudra ] বি. 1 রোদ, সূর্যের কিরণ বা আলো বা তাপ; 2 (অল.) কাব্যের রসবিশেষ। ☐ বিণ. 1 রুদ্রসম্বন্ধীয়; 3 প্রচণ্ড, ভয়ানক (রৌদ্রতেজ)। [সং. রুদ্র + অ]। ~দগ্ধ বিণ. সূর্যতাপে ঝলসিত। ~পক্ক বিণ. সূর্যতাপে সিদ্ধ। রৌদ্ধ সেবন করা ক্রি. বি. দেহে সূর্যালোক লাগানো। ~স্নাত বিণ. দেহে বা সর্বাঙ্গে রোদ লাগানো হয়েছে এমন। ~স্নান বি. সর্বাঙ্গে রোদ লাগানোর চিকিৎসাবিশেষ, sun-bath. রৌদ্রোজ্জ্বল বিণ. সূর্যকিরণে উদ্ভাসিত বা ঝলমলে (রৌদ্রোজ্জ্বল দিন)।

Processing time: 0.4 s