রূপ definitions

Bangla-Tangla Dictionary
রূপ – beauty, grace, shape, form
Samsad Bengali-English Dictionary
রূপ [ rūpa ] n form, body, figure; shape, appearance; build; beauty, grace; mode, manner, fashion, type, kind, sort (এরূপ, সেরূপ); complexion, colour, hue; nature, habit; (gr.) conjugation (ধাতুরূপ), declension (শব্দরূপ); (phil.) a concept. রূপে adv. in form; in beauty (রূপে লক্ষী). রূপের ডালি (fig.) an uncommonly beautiful person. রূপের ধুচুনি (fig. & sarcas.) an utterly ugly person. রূপক n. (rhet.) a figure of speech akin to metaphor and allegory. রূপক-অর্থ n. figurative meaning. ~কথা n. a folktale; a legend, a fairy tale. রূপক কাহিনি n. an allegorical tale or story, an allegory. রূপক-বাক্য n. a metaphorical or allegorical expression. ~কার n. a moulder; an artist; a dresser (esp. of actors and actresses). ~গুণ n. pl. beauty and merits. ~চাঁদ n. (sl. & facet.) a silver coin, a rupee; money. ~ a. originating from or caused by beauty. ~তত্ত্ব n. (ling.) morphology; aesthetics. ~তৃষ্ণা n. thirst for beauty. ~দক্ষ a. adept in assuming disguises; (of an actor or actress) proficient in using make-up; (of an artist) proficient in shaping or moulding. ~দস্তা n. pewter, white metal; German silver. রূপ ধারণ করা v. to assume the disguise of, to disguise oneself as; to assume the person of a dramatic character; to impersonate; to appear as. ~ধারী a. assuming the form or shape of; disguised as; impersonating; appearing as. fem. ~ধারিণী । ~বতী fem. of ~বন্ত । ~বন্ত, ~বান a. handsome, beautiful. ~মাধুরি, ~মাধুর্য n. charm of beauty. ~মুগ্ধ, ~মোহিত a. infatuated with beauty. fem. ~মুগ্ধা, ~মোহিতা । ~যৌবন n. pl. youth and beauty. ~যৌবনসম্পন্ন a. full of youth and beauty, young and handsome. fem. ~যৌবনসম্পন্না । ~রাশি n. pl. personal beauty or grace or charm. ~লাবণ্য n. charm of personal beauty. ~সী a. fem. handsome, beautiful. ☐ n. fem. a beautiful woman.
Samsad Bangla Abhidhan
রূপ [ rūpa ] বি. 1 মূর্তি, শরীর ('অরূপের রূপ দিক': রবীন্দ্র); 2 আকৃতি, চেহারা (নবরূপে অবতীর্ণ); 3 সৌন্দর্য, শ্রী, শোভা (রূপের জৌলুশ); 4 প্রকার, রকম, ধরন (এরূপ (ঘটনা, কীরূপ); 5 বর্ণ, রং ('কাল রূপ ছাড়া আন রূপ দেখব না'); 6 (ব্যাক.) শব্দমূলের বা ধাতুমূলের সঙ্গে বিভক্তিযোগ (শব্দরূপ, ধাতুরূপ); 7 (দর্শনে) দৃষ্টিসাধ্য বা প্রত্যক্ষ বিষয়। ☐ বিণ. তুল্য; অভিন্ন (স্নেহরূপ বন্ধন)। [সং. √ রূপ্ + অ]। ~কার বি. 1 রূপদাতা; 2 শিল্পী; 3 যে-ব্যক্তি (প্রধানত অভিনেতাদের) পোশাক পরায়, সজ্জাকার। ~চর্চা বি. সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার বা বাড়াবার জন্য দেহচর্চা বা প্রসাধনচর্চা। ~ বিণ. রূপজনিত। ~দক্ষ বিণ. 1 রূপধারণে দক্ষ; 2 রূপদানে বা রূপায়িত করতে দক্ষ শিল্পী, artist. ~ধারণ বি. 1 মূর্তিপরিগ্রহ; 2 (প্রধানত অভিনয়ের বা ছদ্মবেশের) পোশাক পরিধান। ~ধারী (-রিন্) বিণ. রূপধারণ করছে এমন। ~বান (-বৎ), (বাং.) ~বন্ত বিণ. সুন্দর, রূপ আছে এমন। স্ত্রী. ~বতী। ~ভেদ বি. ভিন্ন প্রকার অন্য রূপ বা রকম। ~মাধুরী বি. সৌন্দর্যের কমনীয়তা। ~মোহ বি. সৌন্দর্যের প্রতি অন্ধ আকর্ষণ; রূপবিহ্বলতা। ~সজ্জা বি. 1 সাজগোজ; 2 অভিনয়াদির জন্য সাজসজ্জা। রূপের ডালি প্রচুর সৌন্দর্যের আধার; অত্যন্ত রূপবান বা রূপবতী। রূপের ধুচুনি (ব্যঙ্গে) অত্যন্ত কুরূপ। রূপচর্চা [ rūpacarcā ] দ্র রূপ রূপদক্ষ [ rūpadakṣa ] দ্র রূপ রূপধারী [ rūpadhārī ] (-রিন্) দ্র রূপ রূপবতী [ rūpabatī ] দ্র রূপ রূপভেদ, রূপসজ্জা [ rūpabhēda, rūpasajjā ] দ্র রূপ

Processing time: 0.4 s