Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
রাষ্ট্রীয় definitions
Bangla-Tangla Dictionary
রাষ্ট্রীয় – [adjective] state, of the state
Samsad Bengali-English Dictionary
রাষ্ট্র [ rāṣṭra ] n a state, a kingdom; a country. ☐ a. widely circulated or proclaimed (esp. all over a state or country). রাষ্ট্র করাv. to circulate or to noise abroad or pro claim widely. ~দূতn. an ambassador (fem. an ambassadress). ~নায়কn. a ruler or popular leader of a state. ~নিযুক্তকn. a charge d' affaires. ~নিয়োগাধিকারn. the Public Service Commission. ~নীতি, ~নৈতিক variants of রাজনীতি and রাজনৈতিক (see রাজ4). ~পতিn. the president of a state; the president of the Republic of India. ~পুঞ্জn. a group or a union of states; (loos.) the United Nations. ~প্রধানn. the head of a state. ~বিজ্ঞানn. Political Science. ~বিপ্লবn. a civil strife; a revolution. ~ভাষাn. state language. ~মন্ডলn. a commonwealth. ~মন্ত্রীn. a minister of state. ~সঙ্ঘ, ~সংঘn. the United Na tions Organization. রাষ্ট্রাধীন within the jurisdiction or control or a state; a. territorial. রাষ্ট্রায়ত্ত a. nationalized. রাষ্ট্রায়ত্ত করাv. to nationalize. রাষ্ট্রিক, রাষ্ট্রীয়a. pertaining to a state or country; national; territorial. রাষ্ট্রীয়করণn. nationalization.
Samsad Bangla Abhidhan
রাষ্ট্র [ rāṣṭra ] বি. 1 এক শাসনতন্ত্রের অধীন দেশ, স্বাধীন দেশ; 2 কোনো দেশের অংশ, রাজ্য, প্রদেশ। ☐ বিণ. (বাং.) (দেশময়) প্রচারিত, ঘোষিত, বিদিত (কথাটা রাষ্ট্র হয়ে গেছে)। [সং. রাজ্ + ষ্ট্র]। রাষ্ট্র করা ক্রি. বি. প্রচারিত করা। ~দূত বি. রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে অন্য রাষ্ট্রে প্রেরিত দূত। ~নায়ক বি. রাষ্ট্রের শাসক বা পরিচালক। ~নীতি বি. রাষ্ট্র পরিচালনার বা শাসনের নীতি রাজনীতি। ~নীতিক, (বাং. প্রয়োগ) ~নৈতিক বিণ. রাজনীতিমূলক রাজনীতিবিষয়ক। ~পতি বি. 1 রাষ্ট্রের অধিপতি, নৃপতি; 2 ভারতীয় সাধারণতন্ত্রের নির্বাচিত পরিচালক, President. ~প্রধান বি. রাষ্ট্রের শাসক বা অধিপতি; সংবিধান-অনুযায়ী কোনো রাষ্ট্রের প্রধান। ~বিজ্ঞান বি. রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ ও পরিচালন-বিষয়ক বিদ্যা, political science. ~বিপ্লব বি. 1 রাষ্ট্রের শাসনতন্ত্রের সর্বাত্নক পরিবর্তন (ফরাসি বিপ্লব); 2 রাষ্ট্রের আভ্যন্তরীণ যুদ্ধবিগ্রহাদি, গৃহযুদ্ধ। ~ভাষা বি. রাষ্ট্রের সরকারি ভাষা। ~মন্ত্রী বি. কোনো সরকারের মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী অপেক্ষা কম মর্যাদা ও ক্ষমতাসম্পন্ন মন্ত্রী। ~সংঘ, ~.সঙ্ঘ বি. বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার জন্য গঠিত স্বাধীন রাষ্ট্রসমূহের সংস্থাবিশেষ, UNO. রাষ্ট্রিক, রাষ্ট্রীয় বিণ. 1 রাষ্ট্রসম্বন্ধীয় (রাষ্ট্রিক প্রয়োজন, রাষ্ট্রীয় মর্যাদা); 2 রাষ্ট্রের দ্বারা পরিচালিত (রাষ্ট্রীয় বিদ্যালয়)।