রাখিনি definitions

Bangla-Tangla Dictionary
1st person negative present perfect tense of রাখা: রাখা – to put, to keep, to hang up the phone
Samsad Bengali-English Dictionary
1st person negative present perfect tense of রাখা: রাখা [ rākhā ] v to place, to lay, to keep; to shelter; to protect, to guard; to preserve; to save; to rescue; to put into; to deposit; to keep for sale (এ দোকানে খারাপ মাল রাখে না); to maintain or grow on one's person (টিকি রাখা); to keep up, to maintain (ঠাট রাখা); to pawn or receive as a pawn (গয়না রেখে টাকা নেওয়া বা দেওয়া); to engage, to employ (চাকর রাখা); to rear or tame (গরু রাখা, কুকুর রাখা); to look after, to tend, to herd (দুজন রাখাল ঘোষেদের গোরু রাখে); to adopt (বন্ধ্যা নারীটি একটি ছেলে রেখেছে); to maintain for one's enjoyment, to keep (বেশ্যা রাখা); to set apart (অতিথির জন্য খাবার রাখা); to store (বছরের খোরাক রাখা); to put by, to set by, to lay by (টাকা রাখা); to refrain from mentioning or uttering (তার কথা রাখো-ঢের শুনেছি); to heed, to pay heed to, to obey, to comply with (অনুরোধ রাখা); to fulfil, to observe (প্রতিশ্রুতি রাখা); to leave (বউ রেখে কোথায় যাবে); to leave behind (কলমটা ঘরে রেখে এসেছি); to stop, to pull up, to park (গাড়ি এখানে রাখো); to cherish (মনে আশা রাখা); to bear (মনে রাখা); to buy (বাটিটা ফেরিওয়ালার কাছ থেকে রেখেছি); to take settlement of (জমি রাখা); to give (নাম রাখা); to gratify, to please (মন রাখা). আটকে রাখা same as আটকানো (v.). কথা রাখা v. to comply with or obey or accede to another's re quest; to keep one's promise or word. করে রাখা v. to have done or completed something beforehand. চোখ রাখা v. to keep an eye over, to watch. জমিয়ে রাখা v. to lay by, to save up; to store up; to accumulate, to pile up. ধরে রাখা v. to shut up; to detain; to hold back; to store up. ফেলে রাখা v. to put off. মান রাখা v. to show due respect to. সাজিয়ে রাখা v. to keep in order; to arrange in order; to display in order. রেখে যাওয়া n. to leave behind.
Samsad Bangla Abhidhan
1st person negative present perfect tense of রাখা: রাখা [ rākhā ] ক্রি. বি. 1 স্থাপন করা (মাটিতে রাখা); 2 আশ্রয় দেওয়া, থাকতে দেওয়া (পায়ে রাখা); 3 সংরক্ষিত করা (বাক্সে রাখা, মুঠোয় রাখা); 4 বহন করা বা ধারন করা (মাথায় রাখা, টিকি রাখা); 5 জানা থাকা (খবর রাখি না); 6 রক্ষা করা, ক্ষুণ্ণ হতে না দেওয়া (কুল রাখা, সম্পর্ক রাখা, মান রাখা); 7 গচ্ছিত দেওয়া (ব্যঙ্কে টাকা রাখা); 8 বন্ধক দেওয়া বা গ্রহণ করা (গয়না রেখে কর্জ দেওয়া); 9 নিযুক্ত করা (চাকর রাখা); 1 পোষা (বাড়িতে কুকুর রাখা); 11 সঞ্চিত করা, মজুত করা (ভবিষ্যতের জন্য টাকা রেখো); 12 উত্থাপন না করা (তার কথা রাখো-ঢের শুনেছি); 13 ত্যাগ বা স্থগিত করা (এখন খেলা রেখে পড়তে বসো); 14 গ্রাহ্য বা পালন করা (অনুরোধ রাখতে পারব না); 15 পোষণ করা (মনে অভিমান রাখা); 16 ফেলে যাওয়া (কলমটা কি ও-ঘরে রেখে এসেছি?); 17 ক্রয় করা (এই জামাটা ফেরিওয়ালার কাছ থেকে রেখেছি); 18 তুষ্ট করা (মন রাখা); 19 কোনো কাজ পূর্বে সম্পন্ন করা (দাদন দিয়ে রাখা)। ☐ বিণ. 1 রক্ষিত, রাখা হয়েছে এমন (তাকের উপর রাখা বই); 2 আশ্রিত 3 স্থাপিত; 4 নিযুক্ত; 5 ক্রীত; 6 বন্দোবস্ত নেওয়া এমন; 7 প্রদত্ত; 8 রাখার জন্য কৃত (মন রাখা কথা)। [সং. √ রক্ষ্ + বাং. আ]। কথা রাখা ক্রি. বি. অনুরোধ বা প্রতিশ্রুতি পালন করা। চোখ রাখা, নজর রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি বা পাহারা দেওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নাম দেওয়া (ছেলের কী নাম রাখলে?); 2 গৌরব বজায় রাখা (বাপের নাম রেখেছে)। রেখেঢেকে বলা ক্রি. বি. কিছুটা অব্যক্ত রেখে বলা; সবটা না বলা।

Processing time: 1.26 s