রাক্ষস definitions

Bangla-Tangla Dictionary
রাক্ষস – a voracious mythological monster [http://en.wikipedia.org/wiki/Rakshasa]
Samsad Bengali-English Dictionary
রাক্ষস [ rākṣasa ] n (myth.) one of a non-Aryan an thropophagous race of India, a rakshas(a); a cannibal; (facet.) a glut ton. রাক্ষস-বিবাহ n. a system of marriage in which the bridegroom abducts the bride or marries her by force. রাক্ষসী n. fem. of রাক্ষস ।a. relating to rakshasas (রাক্ষসী মায়া). রাক্ষসী বেলা . the terminal ⅕th part of the daytime. রাক্ষুসে a. of or like a rakshas; monstrously severe or great (রাক্ষুসে খিদে); huge, gigantic, monstrous (রাক্ষুসে মুলো).
Samsad Bangla Abhidhan
রাক্ষস [ rākṣasa ] বি. 1 পুরাণোক্ত ভীষণদর্শন নরখাদক জাতিবিশেষ, রক্ষ; 2 (ব্যঙ্গে) অতিমাত্রায় পেটুক ব্যক্তি। ☐ বিণ. রাক্ষসসম্বন্ধীয়, রাক্ষসোচিত। [সং. রক্ষস্ + অ]। স্ত্রী. রাক্ষসী। ~গণ বি. (জ্যোতিষ.) জাতকের ত্রিবিধ প্রকৃতির অন্যতম। রাক্ষস বিবাহ কন্যাকে অপহরণ করে বলপূর্বক বিবাহ। রাক্ষসী বেলা পনেরো ভাগে বিভক্ত দিনের শেষ তিন ভাগ, দিনের শেষ আড়াইঘন্টা কাল। রাক্ষুসি-রাক্ষসী -র আঞ্চ. ও কথ্য রূপ। রাক্ষুসে বিণ. 1 রাক্ষসের তুল্য ভয়ংকর (রাক্ষুসে কুকুর); 2 প্রচণ্ড, অত্যন্ত অধিক (রাক্ষুসে খিদে); 3 মস্ত বড়ো, প্রকাণ্ড (রাক্ষুসে মুলো)।

Processing time: 1.2 s