Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
রাক্ষস [ rākṣasa ] n (myth.) one of a non-Aryan an thropophagous race of India, a rakshas(a); a cannibal; (facet.) a glut ton. রাক্ষস-বিবাহn. a system of marriage in which the bridegroom abducts the bride or marries her by force. রাক্ষসীn. fem. of রাক্ষস । ☐ a. relating to rakshasas (রাক্ষসী মায়া). রাক্ষসী বেলা . the terminal ⅕th part of the daytime. রাক্ষুসেa. of or like a rakshas; monstrously severe or great (রাক্ষুসে খিদে); huge, gigantic, monstrous (রাক্ষুসে মুলো).
Samsad Bangla Abhidhan
রাক্ষস [ rākṣasa ] বি. 1 পুরাণোক্ত ভীষণদর্শন নরখাদক জাতিবিশেষ, রক্ষ; 2 (ব্যঙ্গে) অতিমাত্রায় পেটুক ব্যক্তি। ☐ বিণ. রাক্ষসসম্বন্ধীয়, রাক্ষসোচিত। [সং. রক্ষস্ + অ]। স্ত্রী. রাক্ষসী। ~গণ বি. (জ্যোতিষ.) জাতকের ত্রিবিধ প্রকৃতির অন্যতম। রাক্ষস বিবাহ কন্যাকে অপহরণ করে বলপূর্বক বিবাহ। রাক্ষসী বেলা পনেরো ভাগে বিভক্ত দিনের শেষ তিন ভাগ, দিনের শেষ আড়াইঘন্টা কাল। রাক্ষুসি-রাক্ষসী -র আঞ্চ. ও কথ্য রূপ। রাক্ষুসে বিণ. 1 রাক্ষসের তুল্য ভয়ংকর (রাক্ষুসে কুকুর); 2 প্রচণ্ড, অত্যন্ত অধিক (রাক্ষুসে খিদে); 3 মস্ত বড়ো, প্রকাণ্ড (রাক্ষুসে মুলো)।
Off by 3 letters:
আরক্ষ definitions
Samsad Bengali-English Dictionary
আরক্ষ [ ārakṣa ] n police or military station; an outpost; defence force, homeguard. ☐ a. engaged in defence. আরক্ষাn. the police. আরক্ষাবাহিনীn. the police force. আরক্ষিক, আরক্ষীn. a policeman; a guardsman. আরক্ষিদলn. a police picket.
রক্ষক [ rakṣaka ] n a protector; a defender; a guard, a guardsman; a guardian; a rescuer, a saviour; a preserver; a caretaker, a keeper; a maintainer; a depositor; a custodian.রক্ষা [ rakṣā ] n protection; defence; guarding; rescue, saving; preservation; observance, act of abiding by; act of taking care of, keeping; maintenance, upkeep, retention; depositing. ☐ v. poet. form of রক্ষা করা । রক্ষা করাv. to protect; to defend; to guard; to rescue; to save; to preserve; to observe, to keep; to look after, to take care of, to keep, to tend; to maintain, to keep up, to retain; to deposit. প্রতিজ্ঞা রক্ষা করা to keep or fulfil one's promise. রক্ষা নেই no escape. ~কবচn. an amulet believed to have occult power to safeguard the wearer; safeguard (সংখ্যালঘুদের জন্য রক্ষাকবচ). ~কর্তাn. same as রক্ষক ।fem. ~কর্ত্রী । ~কালীn. a manifestation of Goddess Kali (কালী).
Samsad Bangla Abhidhan
রক্ষণ [ rakṣaṇa ] বি. রক্ষা বা রক্ষা করা (রক্ষণ ও আক্রমণে সমান দক্ষ)। ☐ বিণ. রক্ষক ('রাক্ষসকুলরক্ষণ': মধু.)। [সং. √ রক্ষ্ + অন। রক্ষক বিণ. বি. 1 যে রক্ষা করে, রক্ষাকর্তা (ধর্মরক্ষক); 2 তত্ত্বাবধায়ক (উদ্যানরক্ষক); 3 প্রহরী (দ্বাররক্ষক); 4 ত্রাণকর্তা। স্ত্রী. রক্ষিকা। রক্ষকতা বি. রক্ষণশীল মনোভাব। ~শীল বিণ. পুরাতনকে রক্ষা করার বা টিকিয়ে রাখার পক্ষপাতী এবং নূতনের বিরোধী, প্রাচীনপন্থী, conservative. বি. ~শীলতা। রক্ষণাবেক্ষণ বি. তত্বাবধান ও রক্ষা, সযত্নে রক্ষা। রক্ষণীয় বিণ. রক্ষা করার যোগ্য।
রক্ষণ definitions
Samsad Bengali-English Dictionary
রক্ষণ [ rakṣaṇa ] n same as রক্ষা (n.). ☐ a. (used as a sfx.) protecting, defending, guarding (রাক্ষসকুলরক্ষণ). ~শীলa. obscurantist; conservative. রক্ষণাবেক্ষণn. supervision; care, custody, guarding. রক্ষণাবেক্ষণ করাv. to look after, to take care of; to supervise; to guard. রক্ষণাবেক্ষণাধীনa. in one's care or custody, under one's tutelage or guardianship. রক্ষণীয়a. that which is to be or can be protected or defended or guarded or rescued or preserved or observed or taken care of or maintained or deposited. fem. রক্ষণীয়া ।
Samsad Bangla Abhidhan
রক্ষকতা [ rakṣakatā ] দ্র রক্ষণ।রক্ষণ [ rakṣaṇa ] বি. রক্ষা বা রক্ষা করা (রক্ষণ ও আক্রমণে সমান দক্ষ)। ☐ বিণ. রক্ষক ('রাক্ষসকুলরক্ষণ': মধু.)। [সং. √ রক্ষ্ + অন। রক্ষক বিণ. বি. 1 যে রক্ষা করে, রক্ষাকর্তা (ধর্মরক্ষক); 2 তত্ত্বাবধায়ক (উদ্যানরক্ষক); 3 প্রহরী (দ্বাররক্ষক); 4 ত্রাণকর্তা। স্ত্রী. রক্ষিকা। রক্ষকতা বি. রক্ষণশীল মনোভাব। ~শীল বিণ. পুরাতনকে রক্ষা করার বা টিকিয়ে রাখার পক্ষপাতী এবং নূতনের বিরোধী, প্রাচীনপন্থী, conservative. বি. ~শীলতা। রক্ষণাবেক্ষণ বি. তত্বাবধান ও রক্ষা, সযত্নে রক্ষা। রক্ষণীয় বিণ. রক্ষা করার যোগ্য।
রক্ষা definitions
Bangla-Tangla Dictionary
রক্ষা – protection (+ করা = to protect)
Samsad Bengali-English Dictionary
রক্ষণ [ rakṣaṇa ] n same as রক্ষা (n.). ☐ a. (used as a sfx.) protecting, defending, guarding (রাক্ষসকুলরক্ষণ). ~শীলa. obscurantist; conservative. রক্ষণাবেক্ষণn. supervision; care, custody, guarding. রক্ষণাবেক্ষণ করাv. to look after, to take care of; to supervise; to guard. রক্ষণাবেক্ষণাধীনa. in one's care or custody, under one's tutelage or guardianship. রক্ষণীয়a. that which is to be or can be protected or defended or guarded or rescued or preserved or observed or taken care of or maintained or deposited. fem. রক্ষণীয়া ।রক্ষা [ rakṣā ] n protection; defence; guarding; rescue, saving; preservation; observance, act of abiding by; act of taking care of, keeping; maintenance, upkeep, retention; depositing. ☐ v. poet. form of রক্ষা করা । রক্ষা করাv. to protect; to defend; to guard; to rescue; to save; to preserve; to observe, to keep; to look after, to take care of, to keep, to tend; to maintain, to keep up, to retain; to deposit. প্রতিজ্ঞা রক্ষা করা to keep or fulfil one's promise. রক্ষা নেই no escape. ~কবচn. an amulet believed to have occult power to safeguard the wearer; safeguard (সংখ্যালঘুদের জন্য রক্ষাকবচ). ~কর্তাn. same as রক্ষক ।fem. ~কর্ত্রী । ~কালীn. a manifestation of Goddess Kali (কালী).
Samsad Bangla Abhidhan
রক্ষা [ rakṣā ] বি. 1 উদ্ধার, পরিত্রাণ ('বিপদে মোরে রক্ষা কর': রবীন্দ্র); 2 অব্যাহতি, নিষ্কৃতি, নিস্তার, বাঁচোয়া (টাকা ছিল তাই রক্ষা); 3 নষ্ট হতে না দেওয়া, সংরক্ষণ (সম্পত্তিরক্ষা, স্বাস্থ্যরক্ষা, সম্মানরক্ষা); 4 পালন (প্রতিজ্ঞারক্ষা, নিয়মরক্ষা); 5 তত্বাবধান (উদ্যানরক্ষা) 6 প্রহরা, পাহারা (দ্বাররক্ষা); 7 প্রতিরক্ষা (দুর্গরক্ষা)। ☐ ক্রি. (কাব্যে) রক্ষা করা ('কে রক্ষিবে তোরে': মধু.)। [সং. √ রক্ষ্ + অ + আ]। ~কবচ বি. 1 বিপদ এড়ানোর জন্য ধারনীয় মন্ত্রপূত কবচ; 2 (আল.) অপেক্ষাকৃত দুর্বল শ্রেণির রক্ষাকল্পে সরকার কর্তৃক নির্দিষ্ট বিধিব্যবস্থা, safeguard. ~কর্তা বি. বিণ. রক্ষাকারী। ~কালী বি. রোগ মহামারী দুর্ভিক্ষ প্রভৃতি থেকে পরিত্রাণলাভের জন্য যে-কালীমূর্তির উপাসনা করা হয়। ~বন্ধন বি. রাখিবন্ধন। ~মন্ত্র বি. 1 যে-মন্ত্র জপ করলে বিপদ এড়ানো যায়; 2 রক্ষা পাবার উপায়। রক্ষিত বিণ. 1 রক্ষা করা বা রাখা হয়েছে এমন; 2 পরিত্রাত; 3 পালিত (নিয়মগুলি রক্ষিত হয়েছে)। রক্ষিতা বি. 1 রক্ষক, রক্ষাকর্তা; 2 (বাং.) পালিতা উপপত্নী। ☐ বিণ. রক্ষাকারী।
রক্ষী definitions
Bangla-Tangla Dictionary
রক্ষী – [noun] guard, [adjective] protection
Samsad Bengali-English Dictionary
রক্ষিণী [ rakṣiṇī ] fem of রক্ষী ।রক্ষী [ rakṣī ] n a guard, a guardsman.
রাক্ষস [ rākṣasa ] n (myth.) one of a non-Aryan an thropophagous race of India, a rakshas(a); a cannibal; (facet.) a glut ton. রাক্ষস-বিবাহn. a system of marriage in which the bridegroom abducts the bride or marries her by force. রাক্ষসীn. fem. of রাক্ষস । ☐ a. relating to rakshasas (রাক্ষসী মায়া). রাক্ষসী বেলা . the terminal ⅕th part of the daytime. রাক্ষুসেa. of or like a rakshas; monstrously severe or great (রাক্ষুসে খিদে); huge, gigantic, monstrous (রাক্ষুসে মুলো).
Samsad Bangla Abhidhan
রাক্ষস [ rākṣasa ] বি. 1 পুরাণোক্ত ভীষণদর্শন নরখাদক জাতিবিশেষ, রক্ষ; 2 (ব্যঙ্গে) অতিমাত্রায় পেটুক ব্যক্তি। ☐ বিণ. রাক্ষসসম্বন্ধীয়, রাক্ষসোচিত। [সং. রক্ষস্ + অ]। স্ত্রী. রাক্ষসী। ~গণ বি. (জ্যোতিষ.) জাতকের ত্রিবিধ প্রকৃতির অন্যতম। রাক্ষস বিবাহ কন্যাকে অপহরণ করে বলপূর্বক বিবাহ। রাক্ষসী বেলা পনেরো ভাগে বিভক্ত দিনের শেষ তিন ভাগ, দিনের শেষ আড়াইঘন্টা কাল। রাক্ষুসি-রাক্ষসী -র আঞ্চ. ও কথ্য রূপ। রাক্ষুসে বিণ. 1 রাক্ষসের তুল্য ভয়ংকর (রাক্ষুসে কুকুর); 2 প্রচণ্ড, অত্যন্ত অধিক (রাক্ষুসে খিদে); 3 মস্ত বড়ো, প্রকাণ্ড (রাক্ষুসে মুলো)।
রাশ definitions
Samsad Bengali-English Dictionary
রাশ1 [ rāśa1 ] n the reins, the bridle. রাশ আলগা করাv. (lit. & fig.) to give rein to, to give the reins to. রাশ টানাv. to draw rein, to pull up; to restrain or bring under control, to give little freedom to.রাশ2 [ rāśa2 ] n a heap, a pile; (astrol.) the birth sign; nature, temperament. ~নামn. a name according to one's astrological birth-sign. ~-পাতলা, ~-হালকাa. flip pant, frivolous. ~ভারীa. reserved in speech and manner, grave; imposing.
অক্ষ [ akṣa ] n any of the three long cubes marked with dots thrown at dice-playing; a die; a kind of seed used as bead; (geog.) the axis of the equator; (geog.) latitude; (astr.) the angular distance of any star or planet from the solar orbit, the orbit of a heavenly body; (astrol.) the shape of the zodiac; (zoo.) the sec and vertebra of the neck; an axle; a sense-organ (অধোক্ষজ) . ~কn. the collar-bone, the clavicle; a dice player. ~কর্ণn. (geom.) a hypotenuse. ~ক্রীড়াn. game of dice; diceplay. ~দণ্ডn. (geog.) the axis of the equator, the minor axis. ~ধুরাn. the front portion of a wheel, an axis; the pole of a cart. ~ধূর্তn. an ex pert or clever dice-player. ~পাটিn. any of the long cubes marked with dots thrown at dice-playing. ~বাটn. dice-board; arena for wrestling; wrestling ground; gymnasium. ~বিচলনn. (astr.) nutation. ~বিৎ, ~বিদ, ~বেত্তাa. versed in law or diplomacy; clever at dice-game. ☐ n. a lawyer; a diplomat; an expert dice-player. ~বৃত্ত, ~সমান্তরালn. (geog.) the parallels of latitude. ~মালা, ~সূত্রn. a string of beads, a rosary. ~শক্তিn. the Axis Powers in the World War II.
Samsad Bangla Abhidhan
অক্ষ [ akṣa ] বি. 1 খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া); 2 পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ; 3 তুঁতে; ধুনা; 4 ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ); 5 আত্মা; 6 জ্ঞান; 7 জন্মান্ধ ব্যক্তি; 8 সাপ; 9 গরুড়; 1 রাবনের জনৈক পুত্র; 11 (বাণি.) এক ভরি; 12 (বৈদ্য.) দুই তোলা; 13 (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.); 14 রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude; 15 গ্রহগণের পরিভ্রমণপথ, axis; 16 প্রাণীদেহের প্রধান অস্থি, axis; 17 (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব; 18 আইন বা রাজনীতি; 19 রথ; 2 রথাদির চাকা বা চাকার মধ্যস্থ দণ্ড বা ঈশ, axle. [সং. √ অক্ষ্+অ]। ~ক বি. 1 কণ্ঠাস্থি, কণ্ঠা, calvicle, collar-bone (বি.প.); 2 যে পাশা খেলে। ~কর্ণ বি. সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু, hypotenuse (বি.প.)। ~কুশল, ~কোবিদ বিণ. পাশাখেলায় পটু বা পণ্ডিত। ~ক্রীড়া বি. পাশাখেলা। ~জ বিণ. ইন্দ্রিয়জাত। ☐ বি. 1 বজ্র; 2 হীরক। ~দণ্ড বি. পৃথিবীর মধ্যদেশভেদী ও উভয় মেরু স্পর্শকারী কাল্পনিক সরলরেখা; মেরুদণ্ড, axis., ~ধুরা (-ধুর্) বি. চাকার অগ্রভাগ, axis, pole of cart, ~ধুর্ত বিণ. জুয়াড়ি, পাশা খেলায় দক্ষ, প্রতারক। ~পাটি বি. পাশা। ~বতী বি. পাশা খেলা। ~বাট বি. পাশা খেলার স্থান। ~বিচলন বি. চন্দ্রাকর্ষণের ফলে পৃথিবীর মেরুদণ্ডের দ্বারা সৌর অয়নবৃত্তের উপর গঠিত কোণের সাময়িক অথচ নিয়মিত পরিবর্তন, nutation (বি.প.)। ~বিদ, ~বিৎ, ~বেত্তা বিণ. পাশা খেলায় দক্ষ। ~বৃত্ত, ~রেখা বি. নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্ত, parallel of latitude, ~মদ বি. পাশা খেলার নেশা। ~মালা বি. 1 রুদ্রাক্ষমালা, জপমালা; 2 (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী। ~শক্তি বি. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis, ~সমান্তরাল-অক্ষবৃত্ত-র অনুরূপ। ~মূত্র বি. জপমালা।
অরক্ষণ definitions
Samsad Bengali-English Dictionary
অরক্ষণ [ arakṣaṇa ] n not keeping or maintaining or guarding or protecting or defending. অরক্ষণীয় a. not fit to be kept or maintained or guarded or protected or defended. অরক্ষণীয়াa. fem. of অরক্ষণীয় । ☐ a. & n. a Hindu girl who is too old to have her marriage deferred any longer; an unmarried girl who has just reached her puberty.
আরক্ষ [ ārakṣa ] n police or military station; an outpost; defence force, homeguard. ☐ a. engaged in defence. আরক্ষাn. the police. আরক্ষাবাহিনীn. the police force. আরক্ষিক, আরক্ষীn. a policeman; a guardsman. আরক্ষিদলn. a police picket.
আরক্ষ [ ārakṣa ] n police or military station; an outpost; defence force, homeguard. ☐ a. engaged in defence. আরক্ষাn. the police. আরক্ষাবাহিনীn. the police force. আরক্ষিক, আরক্ষীn. a policeman; a guardsman. আরক্ষিদলn. a police picket.
আর্ষ [ ārṣa ] a relating to (Hindu) sages (esp. of ancient India); (chiefly of words and their meanings) ungrammatical but cur rent being used by the sages esp. of ancient India. (cp.) archaic. ~প্রয়োগn. a use which is ungrammatical but considered correct, being used by ancient sages.
Samsad Bangla Abhidhan
আর্ষ [ ārṣa ] বিণ. 1 ঋষিসম্বন্ধীয়; 2 কোনো ঋষির উক্ত যদিও ব্যাকরণবিরুদ্ধ (আর্ষপ্রয়োগ)। [সং. ঋষি + অ]।
ইরাক definitions
Bangla-Tangla Dictionary
ইরাক – Iraq
উপাক্ষ definitions
Samsad Bengali-English Dictionary
উপাক্ষ [ upākṣa ] n (geog.) a minor axis; spectacles.