রাঁধা definitions

Bangla-Tangla Dictionary
রাঁধা – to cook
Samsad Bengali-English Dictionary
রাঁধা [ rān̐dhā ] v to cook. ☐ a. cooked. ☐ n. cooking. রাঁধানো v. to cause to cook or be cooked. রাঁধাবাড়া n. cooking and serving at table.
Samsad Bangla Abhidhan
রাঁধনি2, রাঁধুনি2 [ rān̐dhani2, rān̐dhuni2 ] বি. (স্ত্রী.) পাচিকা। ☐ বিণ. (পুং.) (স্ত্রী.) রাঁধে এমন (রাঁধুনি বামুন)। [রাঁধা দ্র]। রাঁধা [ rān̐dhā ] ক্রি. রন্ধন বা রান্না করা, পাক করা। ☐ বি. রন্ধন রান্না (সারাদিন রাঁধাবাড়া নিয়ে আছে)। ☐ বিণ. রন্ধিত, রান্না করা হয়েছে এমন (রাঁধা তরকারি)। [সং. √ রধ্ + বাং. আ]। ~নো ক্রি. বি. রান্না করানো। ☐ বিণ. উক্ত অর্থে। ~বাড়া বি. রান্না ও পরিবেশন। রান্ধন, রান্ধনি, রান্ধা [ rāndhana, rāndhani, rāndhā ] যথাক্রমে রাঁধন, রাঁধনিরাঁধা -র অপ্র. রূপ।

Processing time: 0.4 s