রত্ন definitions

Bangla-Tangla Dictionary
রত্ন – gem
Samsad Bengali-English Dictionary
রত্ন [ ratna ] n a jewel, a gem; (fig.) the best specimen of a class (কন্যারত্ন). ~খচিত a. studded or inlaid with a gem or gems. ~গর্ভ a. impregnated with gems. ~গর্ভা a. fem. (often sarcas.) giving birth to excellent children. ~জীবী n. a jeweller; a lapidary. ~দ্বীপ n. the coral island; treasure island. ~প্রসবিনী, ~প্রসবিত্রী, ~প্রসূ a. fem. yielding gems; impregnated with gems; (fig.) giving birth to excel lent children. ~বণিক n. a dealer in gems or jewellery, a jeweller. ~ভান্ডার n. a treasure of jewels. ~মন্ডিত a. bedecked with jewels, bejewelled. ~ময় a. made of gems; gemmy. fem. ~ময়ী । ~রাজি n. gems, jewels; jewellery. ~সিংহাসন n. throne studded or bedecked with jewels. রত্নাকর n. a mine or quarry of gems; the sea, the ocean. রত্নাবলি n. gems, jewels; a jewel necklace. রত্নাভরণ, রত্নালংকার n. a jewel ornament.
Samsad Bangla Abhidhan
রতন [ ratana ] বি. রত্ন -র কোমল ও কথ্য রূপ। ~চুড়, ~.চুর বি. হাতের গহনাবিশেষ। রতনে রতন চেনে অসৎ লোক আর একজন অসৎ লোককে দেখলেই চিনতে পারে এবং তার সঙ্গে সহজে মৈত্রীও হয়। রত্ন [ ratna ] বি. 1 মণিমাণিক্যাদি বহুমূল্য মণিমুক্তা; 2 (আল.) শ্রেষ্ঠ বস্তু, কোনো শ্রেণি বা জাতির মধ্যে যা শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট (রমণীরত্ন, ভারতরত্ন); 3 সমুদ্রমন্থনে লব্ধ লক্ষ্মী-কৌস্তুভ-পরিজাত ইত্যাদি চোদ্দোটি অমূল্য ও অলৌকিক বস্তু। [সং. √ রম্ + ন]। ~খচিত বিণ. মণিমাণিক্যাদি দিয়ে সাজানো, মণিময়। ~গর্ভ বিণ. মধ্যে রত্ন আছে এমন রত্নময়। ☐ বি. সমুদ্র। ~গর্ভা বিণ. (স্ত্রী.) অসাধারণ গুণবান সন্তানের জননী। ☐ বি. পৃথিবী। ~গিরি বি. সুমেরু পর্বত। ~জীবী (-বিন্) বিণ. মণিকার, রত্নব্যবসায়ী। ~দ্বীপ বি. প্রবালদ্বীপ। ~প্রভ বিণ. রত্নের মতো দীপ্তিশালী বা উজ্জ্বল। ~প্রভা বি. হীরা-মাণিক্যাদির দীপ্তি বা ঔজ্জ্বল্য। ☐ বিণ. (স্ত্রী.) রত্নের মতো উজ্জ্বল বা দীপ্তিযুক্ত। ~প্রসবিনী, ~.প্রসূ বিণ. (স্ত্রী.) 1 রত্ন প্রসব করে এমন, মণিমাণিক্যাদি উৎপাদনকারিণী, রত্নগর্ভা; 2 (আল.) সুসন্তানবতী। ~বনিক বি. মণিমুক্তার কারবারি, মণিকার, জহরি। ~ভাণ্ডার বি. প্রচুর রত্নের আধার। ~মণ্ডিত-রত্নখচিত -র অনুরূপ। ~ময় বিণ. 1 রত্নপূর্ণ; 2 রত্নদ্বারা নির্মিত বা গঠিত। স্ত্রী. ~ময়ী। ~সূ বিণ. (স্ত্রী.) রত্নপ্রসবিণী। রত্নাকর বিণ. 1 রত্নের খনি; 2 সমুদ্র; 3 (রামায়ণে বর্ণিত) বাল্মীকির পূর্বনাম। রত্নাবলী বি. 1 রত্নসমূহ; 2 রত্নহার; 3 সংস্কৃত নাট্যগ্রন্থবিশেষ। রত্নাভরণ, রত্নালং-কার বি. জড়োয়া গৃহনা, রত্নখচিত গহনা।

Processing time: 0.41 s