রক্ষার definitions

Bangla-Tangla Dictionary
genitive of রক্ষা: রক্ষা – protection (+ করা = to protect)
Samsad Bengali-English Dictionary
genitive of রক্ষা: রক্ষণ [ rakṣaṇa ] n same as রক্ষা (n.). ☐ a. (used as a sfx.) protecting, defending, guarding (রাক্ষসকুলরক্ষণ). ~শীল a. obscurantist; conservative. রক্ষণাবেক্ষণ n. supervision; care, custody, guarding. রক্ষণাবেক্ষণ করা v. to look after, to take care of; to supervise; to guard. রক্ষণাবেক্ষণাধীন a. in one's care or custody, under one's tutelage or guardianship. রক্ষণীয় a. that which is to be or can be protected or defended or guarded or rescued or preserved or observed or taken care of or maintained or deposited. fem. রক্ষণীয়া । genitive of রক্ষা: রক্ষা [ rakṣā ] n protection; defence; guarding; rescue, saving; preservation; observance, act of abiding by; act of taking care of, keeping; maintenance, upkeep, retention; depositing. ☐ v. poet. form of রক্ষা করা । রক্ষা করা v. to protect; to defend; to guard; to rescue; to save; to preserve; to observe, to keep; to look after, to take care of, to keep, to tend; to maintain, to keep up, to retain; to deposit. প্রতিজ্ঞা রক্ষা করা to keep or fulfil one's promise. রক্ষা নেই no escape. ~কবচ n. an amulet believed to have occult power to safeguard the wearer; safeguard (সংখ্যালঘুদের জন্য রক্ষাকবচ). ~কর্তা n. same as রক্ষক । fem. ~কর্ত্রী । ~কালী n. a manifestation of Goddess Kali (কালী).
Samsad Bangla Abhidhan
genitive of রক্ষা: রক্ষা [ rakṣā ] বি. 1 উদ্ধার, পরিত্রাণ ('বিপদে মোরে রক্ষা কর': রবীন্দ্র); 2 অব্যাহতি, নিষ্কৃতি, নিস্তার, বাঁচোয়া (টাকা ছিল তাই রক্ষা); 3 নষ্ট হতে না দেওয়া, সংরক্ষণ (সম্পত্তিরক্ষা, স্বাস্থ্যরক্ষা, সম্মানরক্ষা); 4 পালন (প্রতিজ্ঞারক্ষা, নিয়মরক্ষা); 5 তত্বাবধান (উদ্যানরক্ষা) 6 প্রহরা, পাহারা (দ্বাররক্ষা); 7 প্রতিরক্ষা (দুর্গরক্ষা)। ☐ ক্রি. (কাব্যে) রক্ষা করা ('কে রক্ষিবে তোরে': মধু.)। [সং. √ রক্ষ্ + অ + আ]। ~কবচ বি. 1 বিপদ এড়ানোর জন্য ধারনীয় মন্ত্রপূত কবচ; 2 (আল.) অপেক্ষাকৃত দুর্বল শ্রেণির রক্ষাকল্পে সরকার কর্তৃক নির্দিষ্ট বিধিব্যবস্থা, safeguard. ~কর্তা বি. বিণ. রক্ষাকারী। ~কালী বি. রোগ মহামারী দুর্ভিক্ষ প্রভৃতি থেকে পরিত্রাণলাভের জন্য যে-কালীমূর্তির উপাসনা করা হয়। ~বন্ধন বি. রাখিবন্ধন। ~মন্ত্র বি. 1 যে-মন্ত্র জপ করলে বিপদ এড়ানো যায়; 2 রক্ষা পাবার উপায়। রক্ষিত বিণ. 1 রক্ষা করা বা রাখা হয়েছে এমন; 2 পরিত্রাত; 3 পালিত (নিয়মগুলি রক্ষিত হয়েছে)। রক্ষিতা বি. 1 রক্ষক, রক্ষাকর্তা; 2 (বাং.) পালিতা উপপত্নী। ☐ বিণ. রক্ষাকারী।

Processing time: 0.45 s