Off by 4 letters:
যূথবদ্ধ definitions

Bangla-Tangla Dictionary
যূথবদ্ধ [adjective] in a herd [derivation: যূথ + বদ্ধ]
Off by 6 letters:
তদ্ভাবে definitions

Samsad Bengali-English Dictionary
তদ্ভাব [ tadbhāba ] n that or his or her or its state or condition or mental disposition or mood or nature or essential quality etc.; thoughts about him or her or it or that. তদ্ভাবাপন্ন a. having or in or under that or his or her or its state or condition etc. তদ্ভাবে adv. in that state or condition; in that way or manner.
Off by 7 letters:
অন্ধভাবে definitions

Samsad Bengali-English Dictionary
অন্ধ [ andha ] a blind, sightless; extremely dark or gloomy. ('অন্ধ তামস'); utterly ignorant. ☐ n. a blind person. ~কূপ n. a dark pit; a black hole. ~কূপহত্যা n. (hist.) the Blackhole Tragedy. ~তম a. darkest; extremely dark. ~তমস n. utter darkness; blinding darkness. ~তা, ~ত্ব n. blindness; utter ignorance. ~তামিস্র n. utter darkness. ☐ a. utterly dark. ~প্রায় a. almost blind; like a blind; like a blind person. ~বিশ্বাস n. blind faith. ~ভাবে adv. blindly; rashly; heedlessly, indiscreetly. অন্ধের কিবা দিন কিবা রাত a blind person cannot distinguish between day and night or between brightness and gloom. অন্ধের নড়ি বা যষ্টি (lit.) a stick by the help of which a blind person moves; a blind man's prop; (fig.) a prop for a helpless or incapable person.
তদ্ভাব definitions

Samsad Bengali-English Dictionary
তদ্ভাব [ tadbhāba ] n that or his or her or its state or condition or mental disposition or mood or nature or essential quality etc.; thoughts about him or her or it or that. তদ্ভাবাপন্ন a. having or in or under that or his or her or its state or condition etc. তদ্ভাবে adv. in that state or condition; in that way or manner.
Samsad Bangla Abhidhan
তদ্ভাব [ tadbhāba ] বি. সেই ভাব, তার বিশেষ ভাব, তার ধর্ম, প্রকৃতি বা অবস্থা; সেইবিষয়ক ভাবনা বা চিন্তা। [সং. তদ্ + ভাব]। তদ্ভাব-ভাবিত, তদ্ভাবাপন্ন বিণ. সেই ভাবপ্রাপ্ত; তদবস্থ।
ধাবে definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future tense and future imperative of ধাওয়া: ধাওয়া – to chase (+ করা = to chase)

3rd person ordinary future tense of ধাওয়া:
ধাওয়া – to chase (+ করা = to chase)

Samsad Bengali-English Dictionary
2nd person ordinary future tense and future imperative of ধাওয়া: ধাওয়া [ dhāōẏā ] v to run; to run after, to chase hotly. ধাওয়া করা same as ধাওয়া । ধাওয়ানো v. to cause to run or chase; to chase away; to give a hot chase. 3rd person ordinary future tense of ধাওয়া: ধাওয়া [ dhāōẏā ] v to run; to run after, to chase hotly. ধাওয়া করা same as ধাওয়া । ধাওয়ানো v. to cause to run or chase; to chase away; to give a hot chase.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future tense and future imperative of ধাওয়া: ধাওয়া [ dhāōẏā ] ক্রি. ধেয়ে যাওয়া, বেগে যাওয়া, দৌড়ানো (তার দিকে ধেয়ে গেল, 'ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু': রবীন্দ্র)। ☐ বি. ধাবন, তাড়া (ধাওয়া খেয়ে কুকুরটা পালিয়েছে)। [সং. √ ধাব্ + বাং. আ]। ~নো ক্রি. দৌড় করানো; তাড়ানো। ☐ বি. উক্ত উভয় অর্থে। 3rd person ordinary future tense of ধাওয়া: ধাওয়া [ dhāōẏā ] ক্রি. ধেয়ে যাওয়া, বেগে যাওয়া, দৌড়ানো (তার দিকে ধেয়ে গেল, 'ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু': রবীন্দ্র)। ☐ বি. ধাবন, তাড়া (ধাওয়া খেয়ে কুকুরটা পালিয়েছে)। [সং. √ ধাব্ + বাং. আ]। ~নো ক্রি. দৌড় করানো; তাড়ানো। ☐ বি. উক্ত উভয় অর্থে।
বদলাবে definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future tense and future imperative of বদলানো: বদলানো – to exchange, to change

3rd person ordinary future tense of বদলানো:
বদলানো – to exchange, to change

Samsad Bengali-English Dictionary
2nd person ordinary future tense and future imperative of বদলানো: বদল [ badala ] n exchange (মালবদল) ; barter; substitution; change, alteration (ভোলবদল) ; transfer (অফিস বদল). বদল করা v. to ex change; to barter; to substitute; to change, to alter; to transfer. বদলা n. a thing or person seized or killed in retaliation; requital, retaliation; a substitute. বদলা নেওয়া v. to seize or kill in retaliation; to requite, to retaliate; to accept a substitute. বদলানো same as বদল করা । বদলা-বদলি n. exchange; change; mutual transfer. বদলি a. substituting; given or taken in exchange; bartered; substituted; transferred. ☐ n. substitution; a substitute; transfer; change. বদলি করা same as বদল করা । বদলে adv. in exchange of, in lieu of, in place of, instead, instead of. 2nd person ordinary future tense and future imperative of বদলানো: ভোল2 [ bhōla2 ] n a dress, a guise; a disguise; appearance. ভোল ফেরানো বা বদলানো v. to change one's dress; to improve one's appearance; (fig.) to improve one's social or financial condition. 3rd person ordinary future tense of বদলানো: বদল [ badala ] n exchange (মালবদল) ; barter; substitution; change, alteration (ভোলবদল) ; transfer (অফিস বদল). বদল করা v. to ex change; to barter; to substitute; to change, to alter; to transfer. বদলা n. a thing or person seized or killed in retaliation; requital, retaliation; a substitute. বদলা নেওয়া v. to seize or kill in retaliation; to requite, to retaliate; to accept a substitute. বদলানো same as বদল করা । বদলা-বদলি n. exchange; change; mutual transfer. বদলি a. substituting; given or taken in exchange; bartered; substituted; transferred. ☐ n. substitution; a substitute; transfer; change. বদলি করা same as বদল করা । বদলে adv. in exchange of, in lieu of, in place of, instead, instead of. 3rd person ordinary future tense of বদলানো: ভোল2 [ bhōla2 ] n a dress, a guise; a disguise; appearance. ভোল ফেরানো বা বদলানো v. to change one's dress; to improve one's appearance; (fig.) to improve one's social or financial condition.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future tense and future imperative of বদলানো: বদল [ badala ] বি. 1 পরিবর্ত, বিনিময় ('নাকের বদলে নরুন পেলাম'); 2 পরিবর্তন (হাওয়া বদল, পোশাক বদল)। [আ. বদল্]। বদলা বি. প্রতিশোধ (অপমানের বদলা নিতেই হবে, এসব হচ্ছে সেদিনের ঘটনার বদলা)। ☐ ক্রি. বদল করা। বদলানো ক্রি. বি. বিনিময় করা বা পরিবর্তন করা। বদলা-বদলি বি. পরস্পর বা বারবার বিনিময় বা পরিবর্তন। বদলি বি. 1 বিনিময়; 2 এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে নিযুক্ত হওয়া বা স্থানান্তরিত হওয়া (তাকে মালদায় বদলি করা হয়েছে); 3 অন্যের বদলে সাময়িকভাবে কাজে নিযুক্ত (কয়েকদিনের জন্যে আমার বদলি হিসাবে এই লোকটি কাজ করবে)। ☐ বিণ. 1 অন্যের বদলে কর্মরত বা কর্মে নিযুক্ত; 2 স্থানাপন্ন, officiating (স.প.)। 3rd person ordinary future tense of বদলানো: বদল [ badala ] বি. 1 পরিবর্ত, বিনিময় ('নাকের বদলে নরুন পেলাম'); 2 পরিবর্তন (হাওয়া বদল, পোশাক বদল)। [আ. বদল্]। বদলা বি. প্রতিশোধ (অপমানের বদলা নিতেই হবে, এসব হচ্ছে সেদিনের ঘটনার বদলা)। ☐ ক্রি. বদল করা। বদলানো ক্রি. বি. বিনিময় করা বা পরিবর্তন করা। বদলা-বদলি বি. পরস্পর বা বারবার বিনিময় বা পরিবর্তন। বদলি বি. 1 বিনিময়; 2 এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে নিযুক্ত হওয়া বা স্থানান্তরিত হওয়া (তাকে মালদায় বদলি করা হয়েছে); 3 অন্যের বদলে সাময়িকভাবে কাজে নিযুক্ত (কয়েকদিনের জন্যে আমার বদলি হিসাবে এই লোকটি কাজ করবে)। ☐ বিণ. 1 অন্যের বদলে কর্মরত বা কর্মে নিযুক্ত; 2 স্থানাপন্ন, officiating (স.প.)।
বদ্ধ definitions

Samsad Bengali-English Dictionary
বদ্ধ [ baddha ] a tied, bound, fastened; bound by an obligation (প্রতিজ্ঞাবদ্ধ) ; interwoven, dressed, put up (বদ্ধকবরী) ; shut, closed (বদ্ধদ্বার) ; confined, imprisoned, encaged (বদ্ধসিংহ) ; entrapped, ensnared (বদ্ধ মৃগ) ; caught in (পাশবদ্ধ) ; clasped (আলিঙ্গনে বদ্ধ) ; restrained, arrested (বদ্ধ স্রোত) ; stagnant (বদ্ধ জল) ; joined together (বদ্ধপাণি, একতাবদ্ধ) ; placed, put, arrayed, well-ordered (শ্রেণিবদ্ধ) ; firm (বদ্ধমূল) ; deep-rooted, deep-seated (বদ্ধ ধারনা) ; downright, thorough, confirmed, stark (বদ্ধ পাগল) ; (arith.) concrete (বদ্ধসংখ্যা). ~দৃষ্টি n. a fixed or steadfast look, a gaze. ~পরিকর n. firmly resolved; determined; resolute; girdled. বদ্ধ পরিকর হওয়া v. to be firmly resolved; to gird up one's loins, to gird oneself up. বদ্ধ পাগল crazy to the extreme. ~মুষ্টি a. having closed or clenched one's palm; (fig.) close-fisted, niggardly, miserly. ~মূল a. deep rooted, deep-seated. বদ্ধাঞ্জলি হওয়া v. to fold or join one's palms. বদ্ধাধান n. (phys.) a bounded charge.
Samsad Bangla Abhidhan
বদ্ধ [ baddha ] বিণ. 1 বাঁধা, আবদ্ধ (নিয়মবদ্ধ); 2 গ্রথিত (বদ্ধকবরী); 3 রুদ্ধ, বন্ধ (বদ্ধদ্বার); 4 আটক, বন্দি (সংসারবন্ধনে বদ্ধ); 5 অবরুদ্ধ (বদ্ধজলা, বদ্ধস্রোত); 6 যুক্ত (বদ্ধাঞ্জলি); 7 বিন্যস্ত (লিপিবদ্ধ); 8 দৃঢ়, অপরিবর্তনীয় (বদ্ধমূল, বদ্ধধারণা); 9 সম্পূর্ণ, নিরেট (বদ্ধপাগল)। [সং. √ বদ্ধ্ + ত]। ~দৃষ্টি বি. স্থির বা অনিমেষ দৃষ্টি বা লক্ষ্য। ☐ বিণ. স্থির দৃষ্টিসম্পন্ন। ~পরিকর বিণ. 1 কোমর বা কটিবন্ধ বেঁধেছে এমন; 2 দৃঢ়প্রতিজ্ঞ। ~মুষ্টি বিণ. মুষ্টি দৃঢ় করেছে এমন। ~মূল বিণ. শিকড় মাটিতে শক্তভাবে নিহিত হয়ে আছে এমন; দৃঢ়, বিচ্যুত করা যায় না এমন (ধারণা হৃদয়ে বদ্ধমূল)। ~মৌন বিণ. কথা বলে না এমন, মৌনাবলম্বী। বদ্ধাঞ্জলি বিণ. অঞ্জলিবদ্ধ, দুই হাত যুক্ত করে রয়েছে এমন।
বাধাবে definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future tense and future imperative of বাধানো: বাধানো – to make happen

3rd person ordinary future tense of বাধানো:
বাধানো – to make happen

Samsad Bengali-English Dictionary
2nd person ordinary future tense and future imperative of বাধানো: বাধা [ bādhā ] v to stick (কাঁটায় কাপ়ড় বাধা); to be obstructed or opposed (ধর্মে বাধে); to come to happen, to ensue or begin (লড়াই বাধা); to find it difficult or impossible (বুঝতে বাধে). ☐ n. an obstacle, a hindrance, an impediment; a hitch; a prohibition; prevention; obstruction; resistance; a trouble. বাধা দেওয়া v. to obstruct, to hinder, to impede; to resist; to prevent; to oppose. বাধা পাওয়া v. to be obstructed or hindered or impeded or resisted or prevented. জনক, দায়ক a. obstructive, resistive; resistant; prohibitive, preventive. দান n. obstructing, impeding; resisting; preventing; obstruction; resistance; prevention. নিষেধ n. prohibition; hindrance; impediment; prevention. ~নো v. to cause to stick; to bring about; to initiate, to start, to involve, to set (লড়াই বাধানো). প্রাপ্ত a. obstructed; impeded; hindered; frustrated; resisted; prevented. বন্ধ n. hindrance, impediment; obstruction; obstacle. বন্ধহারা, বন্ধহীন a. having no obstacles or hindrances, without any impediment; unimpeded; unobstructed. বিঘ্ন n. impediments, obstacles, obstructions, snags. হীন same as বাধাবন্ধহীন । 3rd person ordinary future tense of বাধানো: বাধা [ bādhā ] v to stick (কাঁটায় কাপ়ড় বাধা); to be obstructed or opposed (ধর্মে বাধে); to come to happen, to ensue or begin (লড়াই বাধা); to find it difficult or impossible (বুঝতে বাধে). ☐ n. an obstacle, a hindrance, an impediment; a hitch; a prohibition; prevention; obstruction; resistance; a trouble. বাধা দেওয়া v. to obstruct, to hinder, to impede; to resist; to prevent; to oppose. বাধা পাওয়া v. to be obstructed or hindered or impeded or resisted or prevented. জনক, দায়ক a. obstructive, resistive; resistant; prohibitive, preventive. দান n. obstructing, impeding; resisting; preventing; obstruction; resistance; prevention. নিষেধ n. prohibition; hindrance; impediment; prevention. ~নো v. to cause to stick; to bring about; to initiate, to start, to involve, to set (লড়াই বাধানো). প্রাপ্ত a. obstructed; impeded; hindered; frustrated; resisted; prevented. বন্ধ n. hindrance, impediment; obstruction; obstacle. বন্ধহারা, বন্ধহীন a. having no obstacles or hindrances, without any impediment; unimpeded; unobstructed. বিঘ্ন n. impediments, obstacles, obstructions, snags. হীন same as বাধাবন্ধহীন ।
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future tense and future imperative of বাধানো: বাধা3 [ bādhā3 ] ক্রি. বি. 1 জড়িয়ে যাওয়া, আটকানো (কথা বাধে না); 2 অপ্রীতিকর কিছু ঘটা (তর্ক বেধে যায়, হাঙ্গামা বেধে গেল, যুদ্ধ বাধবে); 3 বাধা পাওয়া, বিরুদ্ধ হওয়া (ধর্মে বাধে, মিথ্যে কথা বলতে মোটেই বাধে না); 4 কষ্টবোধ করা (গিলতে বাধছে, বিশ্বাস করতে বাধে)। ☐ বিণ. জড়িত; বাধাপ্রাপ্ত; আবদ্ধ। [সং. √ বাধ্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 বদ্ধ করা, আটকানো; 2 ঘটানো (ঝগড়া বাধানো)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে। 3rd person ordinary future tense of বাধানো: বাধা3 [ bādhā3 ] ক্রি. বি. 1 জড়িয়ে যাওয়া, আটকানো (কথা বাধে না); 2 অপ্রীতিকর কিছু ঘটা (তর্ক বেধে যায়, হাঙ্গামা বেধে গেল, যুদ্ধ বাধবে); 3 বাধা পাওয়া, বিরুদ্ধ হওয়া (ধর্মে বাধে, মিথ্যে কথা বলতে মোটেই বাধে না); 4 কষ্টবোধ করা (গিলতে বাধছে, বিশ্বাস করতে বাধে)। ☐ বিণ. জড়িত; বাধাপ্রাপ্ত; আবদ্ধ। [সং. √ বাধ্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 বদ্ধ করা, আটকানো; 2 ঘটানো (ঝগড়া বাধানো)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।
বিশদভাবে definitions

Samsad Bengali-English Dictionary
বিশদ [ biśada ] a clear; elaborate; detailed (বিশদ বিবরণ); elucidated; white; clean. বিশদ করা v. to clarify; to elucidate. ~ভাবে adv. in detail, elaborately.
বৃদ্ধা definitions

Bangla-Tangla Dictionary
বৃদ্ধা – an old woman, old
Samsad Bengali-English Dictionary
বৃদ্ধা [ bṛddhā ] fem of বৃদ্ধ ।
বোদ্ধা definitions

Samsad Bengali-English Dictionary
বোদ্ধা [ bōddhā ] a able to understand or comprehend or appreciate, knowing, knowledgeable.
Samsad Bangla Abhidhan
বোদ্ধা [ bōddhā ] (-দ্ধৃ) বিণ. বুঝতে পারে এমন; সমঝদার। [সং. √ বুধ্ + তৃ]।
ভাবে definitions

Bangla-Tangla Dictionary
ভাবে – adverbial link: follows an adjective to create an adverb

3rd person ordinary present simple tense of ভাবা:
ভাবা – to think

Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present simple tense of ভাবা: ভাবা [ bhābā ] v to think, to cogitate; to contemplate, to reflect; to conceive, to imagine; to consider, to judge; to regard, to take (one) for; to intend or re solve (কী ভেবে পড়া ছাড়লে); to contrive, to devise (উপায় ভাবা); to sup pose or guess (বৃষ্টি হবে ভাবছ ?); to worry (for) (রোগা ছেলের জন্য ভাবা). ভেবেচিন্তে upon careful consideration.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present simple tense of ভাবা: ভাবা [ bhābā ] ক্রি. 1 চিন্তা করা (কী ভাবছ:); 2 দুশ্চিন্তা করা (অত ভেবে কী হবে?); 3 বিচার-বিবেচনা করা (একটু ভেবে দেখি); 4 সংকল্প করা (চাকরিটা ছাড়ব ভেবেছি); 5 অনুমান করা (ভবাছি বৃষ্টি হবে কি না); 6 গণ্য করা (পণ্ডিত ভাবা); 7 উদ্ভাবন করা (একটা উপায় ভাবো)। [< সং. ভাবি]। ~নো ক্রি. বি. চিন্তিত বা উদ্বিগ্ন করা (ভাবিয়ে তোলা, ওকে এত ভাবাচ্ছ কেন?)।
যাবে definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future tense and future imperative of যাওয়া: যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)

3rd person ordinary future tense of যাওয়া:
যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)

Samsad Bengali-English Dictionary
2nd person ordinary future tense and future imperative of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost. 3rd person ordinary future tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future tense and future imperative of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা। 3rd person ordinary future tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
যেভাবে definitions

Bangla-Tangla Dictionary
যেভাবে [relative] in whatever way
যোদ্ধা definitions

Samsad Bengali-English Dictionary
যোদ্ধা [ yōddhā ] n a fighter, a warrior, a soldier.
Samsad Bangla Abhidhan
যোদ্ধা [ yōddhā ] (-দ্ধৃ) বি. যে যুদ্ধ করে, সৈনিক। [সং. √ যুধ্ + তৃ]। যোদ্ধৃ-বর্গ বি. যুদ্ধরত সৈনিকরা। যোদ্ধৃ-বেশ বি. সৈনিকের পোশাক। যোদ্ধৃবর্গ, যোদ্ধৃবেশ [ yōddhṛbarga, yōddhṛbēśa ] দ্র যোদ্ধা
সদ্ভাব definitions

Samsad Bengali-English Dictionary
সদ্ভাব [ sadbhāba ] n friendship, amity; (rare) good behaviour ('সদ্ভাবশতক').
Samsad Bangla Abhidhan
সদ্ভাব [ sadbhāba ] বি. 1 সত্তা, অস্তিত্ব, বন্ধুভাব (ঈশ্বরের সদ্ভাব সম্পর্কে সংশয়); 2 সৌহার্দ্য, বন্ধুভাব (প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখা)। [সং. সৎ1 + ভাব]।
Off by 8 letters:
অবদ্ধ definitions

Samsad Bengali-English Dictionary
অবদ্ধ [ abaddha ] a united, unfastened, unbound; unbolted, unlocked; unconfirmed; unobstructed, unprevented; unrestrained; loose.
Samsad Bangla Abhidhan
অবদ্ধ [ abaddha ] বিণ. 1 আঁবাধা, বাঁধা নয় এমন; 2 অসম্বন্ধ। [সং. ন + বদ্ধ]। বি. ~তা
অবদ্ধতা definitions

Samsad Bangla Abhidhan
অবদ্ধ [ abaddha ] বিণ. 1 আঁবাধা, বাঁধা নয় এমন; 2 অসম্বন্ধ। [সং. ন + বদ্ধ]। বি. ~তা
অবোদ্ধা definitions

Samsad Bangla Abhidhan
অবোদ্ধা [ abōddhā ] বিণ. 1 বোঝে না এমন; বোদ্ধা বা বোধযুক্ত নয় এমন; 2 অরসিক। [সং. ন + বোদ্ধা]।
অযোদ্ধা definitions

Samsad Bangla Abhidhan
অযোদ্ধা [ ayōddhā ] বি. 1 অপটু যোদ্ধা; 2 যে ব্যক্তি যোদ্ধা নয়। [সং. ন + যোদ্ধা]।

Processing time: 0.72 s