যুদ্ধে definitions

Bangla-Tangla Dictionary
locative of যুদ্ধ: যুদ্ধ – war (+ করা = to battle)
Samsad Bengali-English Dictionary
locative of যুদ্ধ: যুদ্ধ [ yuddha ] n a war, a battle, a fight; an engagement, an encounter, a combat; a tournament, a contest; struggle (অনেক যুদ্ধ করে সনেটটি লিখেছি). যুদ্ধ করা v. to fight, to battle, to war; to wage war; to encounter, to combat; to contend; to struggle, to strive hard. যুদ্ধে নামা v. to join the war; to declare war. এলোমেলো যুদ্ধ a skirmish. হাতাহাতি যুদ্ধ a battle royal. ~ঋণ n. a war-debt or war-loan. ~কালীন a. wartime. ~কুশল a. skilled in warfare; warlike, military, martial. ~কৌশল n. military tactics; art of war fare; strategics. ~ক্ষেত্র n. a battlefield. ~জয় n. victory in war, victory. ~জয়ী a. victorious in war, victorious. যুদ্ধজয়ী ব্যক্তি n. a victor in war, a victor, a victorious person. ~জাহাজ n. warship, a man-of-war, a battleship. ~নাদ n. a war-cry. যুদ্ধং দেহি ভাব bellicosity, militancy; pugnacity. ~নিপুণ same as ~কুশল । ~নীতি n. rules and regulations of war; tactics of war; war policy. ~পটু same as ~কুশল । ~প্রিয় a. bellicose. warlike. ~বন্দি n. prisoner of war. ~বাজ a. bellicose; encouraging war. যুদ্ধবাজ ব্যক্তি n. a warmonger, (cp.) a hawk. ~বিগ্রহ n. hostilities and warfare. ~বিদ্যা n. art of warfare; military tactics, strategics. ~বিধ্বস্ত a. wartorn. ~বিভাগ n. the War Department, the Defence Department; the War Office. ~বিরতি n. truce, armistice, the cessation or stop ping of fighting for a time, cease fire. ~বিশারদ same as ~কুশল । ~যাত্রা n. a military expedition; a going out to war. ~রীতি same as ~নীতি । ~শান্তি, ~শেষ n. end or cessation of war or hostilities, peace, armistice. ~সজ্জা n. equipage for war; armament; a military dress, (cp.) a battledress. ~সাধ n. desire to fight. ~স্থল n. a battlefield. যুদ্ধাবসান same as ~শান্তি । যুদ্ধার্থ adv. for war. to fight. যুদ্ধার্থী a. desirous of fighting; on the point of fighting; militant. যুদ্ধোদ্যম n. preparation for war. যুদ্ধোন্মত্ত a. war neurotic; frenziedly fighting. যুদ্ধোন্মাদ a. crazy for war; bellicose; war-neurotic. ☐ n. craze for war, (cp.) bellicosity; war-neurosis. যুদ্ধোন্মুখ a. ready for war, on the war-path. যুদ্ধোপকরণ n. war materials, requisites for war; arms and amunition.
Samsad Bangla Abhidhan
locative of যুদ্ধ: যুদ্ধ [ yuddha ] বি. 1 সংগ্রাম, সমর, রণ, লড়াই (বিশ্বযুদ্ধ, রাজায় রাজায় যুদ্ধ) 2 ক্রীড়া শক্তি ইত্যাদির প্রতিযোগিতা দ্বন্দ্ব (মুষ্টিযুদ্ধ)। [সং. যুধ্ + ত]। ~কালীন বিণ. যুদ্ধের সময়ের (যুদ্ধকালীন তৎপরতা)। ~জয় বি. যুদ্ধে শত্রু বা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সাফল্য। ~নীতি, ~.রীতি বি. 1 যুদ্ধের আইনকানুন; 2 যুদ্ধের কৌশল। ~বন্দি বি. যুদ্ধে পরাজিত পক্ষের যে সৈন্য বা লোকজনকে জয়ী পক্ষ গ্রেপ্তার করে। ~বিগ্রহ বি. যুদ্ধ বিবাদ ইত্যাদি। ~বিদ্যা বি. যুদ্ধের কৌশল ফন্দি ইত্যাদি সংক্রান্ত শাস্ত্র। ~বিরতি বি. যুদ্ধের সাময়িক ক্ষান্তি। ~বিশারদ বিণ. রণনিপুণ। ~যাত্রা বি. যুদ্ধ করতে রওনা হওয়া, সংগ্রামের অভিযান। ~যুদ্ধাজীব বি. বিণ. যোদ্ধা, সৈনিকবৃত্তি অবলম্বনকারী। ~যুদ্ধাব-সান বি. সংগ্রামের সমাপ্তি, শান্তি বা সন্ধি। যুদ্ধার্থী (-র্থিন্) বিণ. যুদ্ধ করতে চায় এমন যুদ্ধের উপক্রমকারী। যুদ্ধাস্ত্র বি. যুদ্ধে ব্যবহারের অস্ত্র। যুদ্ধোত্তর বিণ. যুদ্ধের পরবর্তী কালের (যুদ্ধোত্তর ভারত)। যুদ্ধোন্মাদ বিণ. রণোন্মত্ত। ☐ বি. 1 যুদ্ধজনিত উন্মত্ততা; 2 যুদ্ধ করবার প্রবল বাসনা। যুধিষ্ঠির বিণ. (মূল অর্থ) যুদ্ধকালে বুদ্ধি স্থির রাখতে পারে বা ঘাবড়ায় না এমন। ☐ বি. জ্যেষ্ঠ পাণ্ডব। [সং. যুধি + স্থির]।

Processing time: 0.46 s