Off by 1 letter:
যাম definitions

Samsad Bengali-English Dictionary
যাম [ yāma ] n a division of the hours of the day (=3 hours approx.) ~ঘোষ n. the jackal (as it howls at every third hour).
Samsad Bangla Abhidhan
যাম [ yāma ] বি. সমস্ত দিনরাত্রির 1/8 ভাগ সময়, প্রহর; তিন ঘন্টা। [সং. √ যা + ম]। ~ঘোষ বি. শৃগাল। ~বতী বি. রাত্রি, যামিনী। যামার্থ বি. অর্ধপ্রহর, দেড় ঘন্টা। যামী বি. 1 দক্ষিণ দিক 2 রাত্রি 3 কুলস্ত্রী। যামার্থ [ yāmārtha ] দ্র যাম যামী [ yāmī ] দ্র যাম
Off by 2 letters:
যম definitions

Samsad Bengali-English Dictionary
যম1 [ yama1 ] n restraint, continence; concentration of the mind in service of or in meditation on God. যম2 [ yama2 ] n the Hindu God of death (cp. Pluto.); (fig.) death (যম ঘনানো); an annihilator, a destroyer, an antidote (ম্যালেরিয়ার যম). যমে ধরা v. to die; to be at death's door, to be in the jaws of death; to be seized with a ruinous intention; to undertake a death-dealing venture. যমের অরুচি even repugnant to Yama (যম) or death; an utterly repugnant person. যমের বাড়ি same as যমালয় । ~জয়ী a. one who has conquered death; immortal; death less. ~জাঙ্গাল n. the Milky Way, the Gal axy. ~দণ্ড n. the sceptre of Yama যম ; Death's rod; (fig.) death-like mortification. ~দূত n. a messenger of Yama যম ; a summoner of death; (fig.) a person of horrible or forbidding appearance, a messenger carrying a horrible message. ~দ্বার n. the court of Yama (যম); death's door, gates of death or hell; (fig.) death. যমদ্বারে (যমের দুয়ারে) যাওয়া v. to die, to meet one's death; to be killed. ~দ্বিতীয়া same as ভ্রাতৃদ্বিতীয়া (see ভ্রাতৃ). ~নী n. fem. the wife of Yama (যম). ~পুকুর n. a vow observed by unmarried Hindu girls. ~পুরী same as যমালয় । ~যন্ত্রণা n. death agony; (fig.) deathly or terrible affliction. ~রাজ n. King Yama (যম) the lord of death.
Samsad Bangla Abhidhan
যম1 [ yama1 ] বি. সংসম; 2 যোগসাধনার জন্য নির্দিষ্ট দশরকম নীতি বা আচার যথা অহিংসা সত্য অস্তেয় (চুরি না করা) ব্রহ্মচর্য দয়া সরলতা ক্ষমা ধৃতি মিতাহার শৌচ। [সং. √ যম্ + অ]। যম2 [ yama2 ] বি. 1 মৃত্যুর অধিদেবতা, শমন, কৃতান্ত; 2 মৃত্যু। [সং. √ যম্ + ণিচ্ + অ]। ~জয়ী (-য়িন্) বিণ. অমর, মৃত্যুঞ্জয়, মৃত্যুহীন। ~জাঙ্গাল বি. আকাশগঙ্গা, ছায়াপথ। ~দণ্ড বি. 1 যমের অস্ত্র বা আয়ুধ 2 যমের দেওয়া শাস্তি; 3 মৃত্যুদণ্ড। ~দূত বি. 1 যমের অনুচর; 2 (আল.) মৃত্যুর মতো ভীষণ সংবাদ যে বহন করে আনে; 3 ভয়ংকর আকৃতির লোক। ~দ্বার বি. 1 যমের বাড়ির দরজা 2 যমের রাজ্য বা নরক। ~দ্বিতীয়া বি. কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া, যে তিথিতে ভাইফোঁটা দেওয়া হয়, ভ্রাতৃদ্বিতীয়া। ~পুকুর বি. কার্তিক মাসে অনুষ্ঠেয় কুমারীব্রতবিশেষ। ~পুরী, যমালয় বি. মৃত্যুপুরী, নরক। ~যন্ত্রণা, ~.যাতনা বি. (আল.) মৃত্যুকালীন কষ্টের মতো ভয়ংকর কষ্ট। ~রাজ বি. মৃত্যুর দেবতা, দক্ষিণ দিকের অধিদেবতা, যম। ~যমান্তক বি. যমজয়ী শিব, মৃত্যুঞ্জয়। ~যমে ধরা ক্রি. বি. মারা যাওয়া; সর্বনাশা দুর্বুদ্ধিগ্রস্ত হওয়া। ~যমের অরুচি এমন জঘন্য লোক যাকে যমও স্পর্শ করে না। যমের দোসর বি. যমের সহচর অর্থাৎ অতি ভয়ংকর লোক। যমের বাড়ি যাওয়া ক্রি. বি. মৃত্যুমুখে পতিত হওয়া, মারা যাওয়া।
যা definitions

Bangla-Tangla Dictionary
যা – which, what, that

2nd person intimate present imperative tense of যাওয়া:
যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)

Samsad Bengali-English Dictionary
যা2 [ yā2 ] pro. relat what, which, that (যা গেছে তা যাক). যা-কিছু pro. whatever; some thing; everything. যা থাকে বরাতে come what may. যা-হোক however; anything (যা হোক একটা কিছু). 2nd person intimate present imperative tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
যা [ yā ] 3 ক্রি. (অবজ্ঞায় বা কনিষ্ঠকে গমন কর্ (তুই ওখানে যা)। [বাং. √ যাওয়া]। ওই যা, গেল যা হঠাৎ বিস্মরণজনিত অনভিপ্রেত ঘটনার ফলে ক্ষোভ বা আক্ষেপসূচক উক্তি। যা-তা [ yā-tā ] দ্র যা2 2nd person intimate present imperative tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
যামল definitions

Samsad Bangla Abhidhan
যমল [ yamala ] বিণ. যুগ্ম, জোড়া। (তু. যামল)। [সং. যম + √ লা + অ]। যামল [ yāmala ] বি. 1 যুগ্ম, যুগল; 2 (তন্ত্রে) শিব ও শক্তির পরস্পর মিলিত রূপ; 3 তন্ত্রশাস্ত্রবিশেষ। [সং. যমল + অ]।
যামী definitions

Samsad Bangla Abhidhan
যাম [ yāma ] বি. সমস্ত দিনরাত্রির 1/8 ভাগ সময়, প্রহর; তিন ঘন্টা। [সং. √ যা + ম]। ~ঘোষ বি. শৃগাল। ~বতী বি. রাত্রি, যামিনী। যামার্থ বি. অর্ধপ্রহর, দেড় ঘন্টা। যামী বি. 1 দক্ষিণ দিক 2 রাত্রি 3 কুলস্ত্রী। যামী [ yāmī ] দ্র যাম
Off by 3 letters:
কাম definitions

Samsad Bengali-English Dictionary
কাম2 [ kāma2 ] n the god of love and lust (cp. Cupid, Eros); desire; passion; love; lust, eroticism; sex-urge. ~কলা n. the erotic science, the sexual science; the science of love. ~কেলি n. sexual intercourse; an amorous sport. ~গন্ধ n. trace of lust; trace of sex. ~চর a. one who can travel at will; self-willed. ~চার n. self-will. ☐ a. self-willed. ~চারী a. one who can travel at will; self-willed; wanton, lascivious, profligate; lustful. fem. ~চারিণী । ~জ a. born of lust, produced by lust, erotogenic, erotogenous. ~জ্বর n. a terrible fit of sex hunger. ~ a. granting or having the power of granting whatever one desires. ~দা a. fem. of কামদ ।n. a (mythological) wishing-cow. ~দুঘা same as কামধেনু । ~দূতী n. a female go-between in an amour or love affair; (dero.) procuress, a bawd. ~দেব, ~দেবতা n. the god of love and lust (cp. Cupid. Eros). ~ধেনু n. a (mythological) wishing-cow. ~পত্নী n. the wife of the god of love and lust. ~পীড়িত a. stricken with the desire for sexual intercourse; love-sick. fem. ~পীড়িতা । ~প্রদ same as কামদ । ~প্রবৃত্তি n. sexual desire or appetite, sex urge. ~বল্লভ n. the spring. ~বাই n. a maddening sex urge. ~বাণ n. any of the five arrows of the god of love and lust, any one of Cupid's arrows. কামবাণে জর্জরিত smitten with carnal desires. ~মোহিত a. overwhelmed with sexual desire. fem. কামমোহিতা । ~রূপ, ~রূপী a. capable of assuming shapes at will; extremely beautiful or good-looking. ~শর same as কামবাণ । ~শাস্ত্র n. the the erotic science, the sexual science; the science of love. ~সখ n. the Spring (personified). ~সূত্র same as কামশাস্ত্র ।
Samsad Bangla Abhidhan
কাম1 [ kāma1 ] বি. কাজ। [সং. কর্ম; তু. হি. কাম]। কাম2 [ kāma2 ] বি. কন্দর্পদেব, মদন, অনঙ্গ। [সং. √কম্ + ণিচ্ + অ]। কাম3 [ kāma3 ] বি. 1 কামনা, বাসনা, অভিলাষ (মনস্কাম); 2 অনুরাগ; 3 যৌন সম্ভোগের ইচ্ছা। [সং. √ কম্ + অ]। ~কলহ বি. প্রণয়কলহ, প্রণয়ী-প্রণয়িনীর ঝগড়া। ~কলা বি. রতিবিদ্যা, রতিশাস্ত্র। ~কেলি বি. রতিক্রীড়া, যৌনসম্ভোগ। ~ক্ষুধা বি. সম্ভোগের ইচ্ছা, যৌনকামনা। ~গন্ধ বি. কামের আভাস বা লেশ। ~চর বি. স্বেচ্ছাচার। ☐ বিণ. সেচ্ছাচারী। ~চারী (-রিন্) বিণ. ইচ্ছা অনুসারে সর্বত্রগামী; স্বেচ্ছাচারী; কামের বশীভূত হয়ে চলে এমন; লম্পট। স্ত্রী. ~চারিণী। ~ বিণ. কাম থেকে অর্থাৎ সম্ভোগবাসনার ফলে উৎপন্ন। ~জ্বর বি. তীব্র সম্ভোগেচ্ছা। ~ বিণ. অভীষ্ট পূরণকারী, কামনাপূরক। ☐ বি. শিব। ~দা বিণ. অভিষ্টদাত্রী। ☐ বি. কামধেনু। ~দেব বি. মদনদেব। ~ধেনু বি. পুরাণোক্ত সর্ব-অভীষ্টদায়িনী গাভী। ~পত্নী বি. রতিদেবী। ~প্রদ বিণ. অভীষ্টপূরক। কাম-বসায়িতা, কাম-বশায়িতা বি. 1 অলৌকিক শক্তিবিশেষ; 2 নীজের সর্বকামনা পূরণ করার ক্ষমতা; 3 ইন্দ্রিয়নিগ্রহশক্তি। ~বাই বি. কামোন্মত্ততা। ~বাণ, ~শর বি. মদনদেবের পঞ্চবাণ যার আঘাতে প্রাণীরা কামোন্মত্ত হয়ে ওঠে। ~রূপ, ~রূপী (-পিন্) বিণ. 1 ইচ্ছানুসারে রূপ বা চেহারা ধারণ করতে পারে এমন; 2 সুন্দর। ~শাস্ত্র, ~সূত্র বি. রতিশাস্ত্র, কামকেলিসম্বন্ধীয় শাস্ত্র। ~সখ বি. বসন্ত ঋতু। কামাগ্নি, কামানল বি. প্রবল যৌন সম্ভোগেচ্ছা, তীব্র যৌন লালসা। কামাতুর, কামার্ত বিণ. উদগ্র যৌন কামনায় পীড়িত। স্ত্রী. কামাতুরা, কামার্তাকামান্ধ বিণ. কামপ্রবৃত্তির বশে হিতাহিতজ্ঞানশূন্য। কামাসক্ত বিণ. কামপ্রবৃত্তির পরবশ; লম্পট। কামরূপ1 [ kāmarūpa1 ] দ্র কাম3
কামুক definitions

Samsad Bengali-English Dictionary
কামুক [ kāmuka ] a lustful, lascivious, libidinous, lewd. fem. কামুকা, কামুকী ।
Samsad Bangla Abhidhan
কামুক [ kāmuka ] বিণ. 1 কামপরবশ, রমণাভিলাষী; 2 অভিলাষী। [সং. √ কম্ + উক]। স্ত্রী. কামুকা, কামুকী
খাম definitions

Bangla-Tangla Dictionary
খাম – envelope
Samsad Bengali-English Dictionary
খাম1 [ khāma1 ] n an envelope, a cover. খাম আঁটা, খামের মুখ বন্ধ করা v. to close an envelope. খামে আঁটা, খামে ভরা v. to enclose in an envelope. খাম2 [ khāma2 ] n a pillar, a post. খাম-আলু n. a variety of yam.
Samsad Bangla Abhidhan
খাম1 [ khāma1 ] বি. স্তম্ভ, থাম, খুঁটি। [সং. স্তম্ভ > থাম > খাম]। ~আলু বি. মোটা কন্দবিশেষ, চুপড়ি আলু।
ঘাম definitions

Bangla-Tangla Dictionary
ঘাম – sweat

2nd person ordinary present simple tense of ঘামা:
ঘামা – to sweat

Samsad Bengali-English Dictionary
ঘাম [ ghāma ] n sweat, perspiration. ঘাম দিয়ে জ্বর ছাড়া (lit.) to perspire on the eve of being relieved of fever; (fig.) to be relieved of anxiety or danger. মাথার ঘাম পায়ে ফেলে with the sweat of one's brow. 2nd person ordinary present simple tense of ঘামা: ঘামা [ ghāmā ] v to sweat, to perspire.
Samsad Bangla Abhidhan
ঘাম [ ghāma ] বি. ঘর্ম, স্বেদ, ত্বকের ছিদ্র দিয়ে যে জলীয় পদার্থ শরীর থেকে বেরিয়ে আসে। [সং. ঘর্ম]। ঘাম দিয়ে জ্বর ছাড়া ক্রি. বি. (আল.) উদ্বেগ বা বিপদ কেটে যাওয়ায় আশ্বস্ত হওয়া। ~তেল বি. গর্জনতেল-প্রতিমায় যে তেলের প্রলেপ দিলে প্রতিমা ঘেমেছে বলে মনে হয়। ঘামা ক্রি. ঘর্মাক্ত হওয়া (আমি শীতকালেও ঘামি)। ঘামানো ক্রি. 1 ঘর্মাক্ত করানো; 2 খাটানো, পরিশ্রম করানো (মাথা ঘামানো)। ☐ বি. ঘর্মাক্ত করা, পরিশ্রান্ত করানো। 2nd person ordinary present simple tense of ঘামা: ঘাম [ ghāma ] বি. ঘর্ম, স্বেদ, ত্বকের ছিদ্র দিয়ে যে জলীয় পদার্থ শরীর থেকে বেরিয়ে আসে। [সং. ঘর্ম]। ঘাম দিয়ে জ্বর ছাড়া ক্রি. বি. (আল.) উদ্বেগ বা বিপদ কেটে যাওয়ায় আশ্বস্ত হওয়া। ~তেল বি. গর্জনতেল-প্রতিমায় যে তেলের প্রলেপ দিলে প্রতিমা ঘেমেছে বলে মনে হয়। ঘামা ক্রি. ঘর্মাক্ত হওয়া (আমি শীতকালেও ঘামি)। ঘামানো ক্রি. 1 ঘর্মাক্ত করানো; 2 খাটানো, পরিশ্রম করানো (মাথা ঘামানো)। ☐ বি. ঘর্মাক্ত করা, পরিশ্রান্ত করানো।
ঘামুক definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present imperative tense of ঘামা: ঘামা – to sweat
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present imperative tense of ঘামা: ঘামা [ ghāmā ] v to sweat, to perspire.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present imperative tense of ঘামা: ঘাম [ ghāma ] বি. ঘর্ম, স্বেদ, ত্বকের ছিদ্র দিয়ে যে জলীয় পদার্থ শরীর থেকে বেরিয়ে আসে। [সং. ঘর্ম]। ঘাম দিয়ে জ্বর ছাড়া ক্রি. বি. (আল.) উদ্বেগ বা বিপদ কেটে যাওয়ায় আশ্বস্ত হওয়া। ~তেল বি. গর্জনতেল-প্রতিমায় যে তেলের প্রলেপ দিলে প্রতিমা ঘেমেছে বলে মনে হয়। ঘামা ক্রি. ঘর্মাক্ত হওয়া (আমি শীতকালেও ঘামি)। ঘামানো ক্রি. 1 ঘর্মাক্ত করানো; 2 খাটানো, পরিশ্রম করানো (মাথা ঘামানো)। ☐ বি. ঘর্মাক্ত করা, পরিশ্রান্ত করানো।
ঘামুন definitions

Bangla-Tangla Dictionary
2nd person respectful present imperative tense of ঘামা: ঘামা – to sweat
Samsad Bengali-English Dictionary
2nd person respectful present imperative tense of ঘামা: ঘামা [ ghāmā ] v to sweat, to perspire.
Samsad Bangla Abhidhan
2nd person respectful present imperative tense of ঘামা: ঘাম [ ghāma ] বি. ঘর্ম, স্বেদ, ত্বকের ছিদ্র দিয়ে যে জলীয় পদার্থ শরীর থেকে বেরিয়ে আসে। [সং. ঘর্ম]। ঘাম দিয়ে জ্বর ছাড়া ক্রি. বি. (আল.) উদ্বেগ বা বিপদ কেটে যাওয়ায় আশ্বস্ত হওয়া। ~তেল বি. গর্জনতেল-প্রতিমায় যে তেলের প্রলেপ দিলে প্রতিমা ঘেমেছে বলে মনে হয়। ঘামা ক্রি. ঘর্মাক্ত হওয়া (আমি শীতকালেও ঘামি)। ঘামানো ক্রি. 1 ঘর্মাক্ত করানো; 2 খাটানো, পরিশ্রম করানো (মাথা ঘামানো)। ☐ বি. ঘর্মাক্ত করা, পরিশ্রান্ত করানো।
ঘ্যাম definitions

Samsad Bangla Abhidhan
ঘ্যাম [ ghyāma ] বিণ. (অশোভন) উঁচুদরের (এসব ঘ্যাম ব্যাপারের মর্ম তুমি কী বুঝবে?)। [দেশি]।
চাম definitions

Samsad Bangla Abhidhan
চাম [ cāma ] বি. (আঞ্চ. কথ্য) চামড়া, ত্বক (গায়ের চাম)। [সং. চর্ম]।
জাম definitions

Samsad Bengali-English Dictionary
জাম [ jāma ] n the rose-apple, the jambu.
Samsad Bangla Abhidhan
জাম [ jāma ] বি. গাঢ় বেগনি রঙের এবং কষায় স্বাদযুক্ত ছোট ফলবিশেষ, জম্বু, কালোজাম। [সং. জম্বু]।
ঠাম definitions

Samsad Bengali-English Dictionary
ঠাম [ ṭhāma ] n a place, a resort ('রহল কোন ঠাম'); possession or company (রাধার ঠাম); shape, form, figure (বঙ্কিম ঠাম, সুঠাম দেহ); beauty (কিবা সে ঠাম); style, manner, fashion, posture ('চূড়ার টালনি বামে মউর-চন্দ্রিকা ঠামে').
Samsad Bangla Abhidhan
ঠাম [ ṭhāma ] বি. 1 স্থান, ঠাঁই ('রইল কোন ঠাম': গো. দা); 2 নিকট ('রাধার ঠাম': চণ্ডী); 3 গঠন, মূর্তি (বঙ্কিম ঠাম); 4 রূপ, শ্রী (সুঠাম দেহ); 5 ঢং, ধরন ('চূড়ার টালনি বামে মউরচন্দ্রিকা ঠামে': জ্ঞান)। [সং. স্থান > হি. ঠাম]।
তামুক definitions

Bangla-Tangla Dictionary
তামুক [variant of তামাক]; tobacco
থাম definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of থামা: থামা – to stop
Samsad Bengali-English Dictionary
থাম [ thāma ] n a pillar, a post, a column. 2nd person ordinary present simple tense of থামা: থামা [ thāmā ] v to stop; to come to a stop; to halt, to pause; to stop doing or taking (অনেক বলেছ, এবার থামো); to forbear or desist; to be calmed or appeased (রাগ থেমেছে, টাকা না পেলে পাওনাদাররা থামবে না); to cease (বৃষ্টি থামা); to abate, to have re mission (জ্বর থামা).
Samsad Bangla Abhidhan
থাম [ thāma ] বি. খুঁটি, স্তম্ভ, থাম্বা। [সং. স্তম্ভ]। থাম্বা [ thāmbā ] বি. থাম, খুঁটি। [থাম দ্র]। 2nd person ordinary present simple tense of থামা: থামা [ thāmā ] ক্রি. 1 গতি সংবরণ করা, নিশ্চল হওয়া (গাড়ি থামল); 2 চুপ করা (অনেক বলেছ, এবার থামো); 3 বন্ধ হওয়া, স্তব্ধ হওয়া (কান্না থামাও, বৃষ্টি থেমেছে); 4 বিরত হওয়া (থামো, আর হেসো না); 5 নিবৃত্ত হওয়া (টাকা না পেলে পাওনাদারেরা থামবে না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [< সং. √ স্তন্ভ্ + বাং. আ]। ~নো ক্রি. (অন্যের) গতিরোধ করা, নিশ্চল করা; চুপ করানো; নিরস্ত বা বন্ধ করানো; শান্ত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
থামুক definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present imperative tense of থামা: থামা – to stop
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present imperative tense of থামা: থামা [ thāmā ] v to stop; to come to a stop; to halt, to pause; to stop doing or taking (অনেক বলেছ, এবার থামো); to forbear or desist; to be calmed or appeased (রাগ থেমেছে, টাকা না পেলে পাওনাদাররা থামবে না); to cease (বৃষ্টি থামা); to abate, to have re mission (জ্বর থামা).
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present imperative tense of থামা: থামা [ thāmā ] ক্রি. 1 গতি সংবরণ করা, নিশ্চল হওয়া (গাড়ি থামল); 2 চুপ করা (অনেক বলেছ, এবার থামো); 3 বন্ধ হওয়া, স্তব্ধ হওয়া (কান্না থামাও, বৃষ্টি থেমেছে); 4 বিরত হওয়া (থামো, আর হেসো না); 5 নিবৃত্ত হওয়া (টাকা না পেলে পাওনাদারেরা থামবে না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [< সং. √ স্তন্ভ্ + বাং. আ]। ~নো ক্রি. (অন্যের) গতিরোধ করা, নিশ্চল করা; চুপ করানো; নিরস্ত বা বন্ধ করানো; শান্ত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
থামুন definitions

Bangla-Tangla Dictionary
2nd person respectful present imperative tense of থামা: থামা – to stop
Samsad Bengali-English Dictionary
2nd person respectful present imperative tense of থামা: থামা [ thāmā ] v to stop; to come to a stop; to halt, to pause; to stop doing or taking (অনেক বলেছ, এবার থামো); to forbear or desist; to be calmed or appeased (রাগ থেমেছে, টাকা না পেলে পাওনাদাররা থামবে না); to cease (বৃষ্টি থামা); to abate, to have re mission (জ্বর থামা).
Samsad Bangla Abhidhan
2nd person respectful present imperative tense of থামা: থামা [ thāmā ] ক্রি. 1 গতি সংবরণ করা, নিশ্চল হওয়া (গাড়ি থামল); 2 চুপ করা (অনেক বলেছ, এবার থামো); 3 বন্ধ হওয়া, স্তব্ধ হওয়া (কান্না থামাও, বৃষ্টি থেমেছে); 4 বিরত হওয়া (থামো, আর হেসো না); 5 নিবৃত্ত হওয়া (টাকা না পেলে পাওনাদারেরা থামবে না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [< সং. √ স্তন্ভ্ + বাং. আ]। ~নো ক্রি. (অন্যের) গতিরোধ করা, নিশ্চল করা; চুপ করানো; নিরস্ত বা বন্ধ করানো; শান্ত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
দাম definitions

Bangla-Tangla Dictionary
দাম – price
Samsad Bengali-English Dictionary
দাম1 [ dāma1 ] n price, cost, value. চাওয়া-দাম n. the asking price. দাম দেওয়া v. (fig.) to pay for (trouble, foolish behaviour etc.). দাম পড়া, দাম লাগা v. to cost. দামাদামি n. haggling or higgling, chaffering; bargaining. দাম2 [ dāma2 ] n a thread, a cord (দামোদর); a string, a garland (কুসুমদাম); a bunch, a cluster, a lock (কেশদাম); a watercress or an aquatic grass (দামদল).
Samsad Bangla Abhidhan
দাম1 [ dāma1 ] (-মন্) বি. দড়ি, বন্ধনরজ্জু (দামোদর); 2 রেখা, ছটা (বিদ্যুদ্দাম); 3 মালা (কুসুমদাম); 4 গুচ্ছ (কেশদাম); 5 শৈবাল, দল, জলজ উদ্ভিদবিশেষ। [সং. √ দো + মন্]। দাম2 [ dāma2 ] বি. 1 মূল্য, দর (জিনিসপত্রের দাম); 2 মর্যাদা, গুরুত্ব (তার কথার দাম নেই)। [সং. দ্রস্ম তু. গ্রি. drachma]।

Processing time: 3.19 s