ময়ূর definitions

Bangla-Tangla Dictionary
ময়ূর – peacock
Samsad Bengali-English Dictionary
ময়ূর [ maẏūra ] n the peacock. ~কন্ঠী a. peacock blue. ☐ n. a peacock-blue sari or shawl. ~চূড়া, ~শিখা n. peacock's crest. ~পঙ্খি n. a boat shaped like a peacock. ~পাখা n. a hand-fan made of the feathers of a peacock's tail. ~পুচ্ছ n. the peacock's tail or feather. ~শাবক n. a pea-chick. ময়ূরী n. fem. the pea-hen.
Samsad Bangla Abhidhan
ময়ূর [ maẏūra ] বি. বিচিত্রবর্ণ ও নৃত্যশীল পাখিবিশেষ, শিখী, কলাপি [সং. √ মী + ঊর]। স্ত্রী. ময়ূরী। ~কণ্ঠী বিণ. ময়ূরের কণ্ঠের মতো বিচিত্র বর্ণযুক্ত (ময়ূরকণ্ঠী রং)। ~পঙ্খি বি. ময়ূরাকৃতি নৌকাবিশেষ। ~পুচ্ছ বি. ময়ূরের লেজ। ময়ূরাসন বি. ময়ূরের আকৃতির অনুরূপ দেহভঙ্গিযুক্ত যোগাসনবিশেষ।

Processing time: 0.41 s