মৌলিক definitions

Bangla-Tangla Dictionary
মৌলিক – fundamental
Samsad Bengali-English Dictionary
মৌলিক [ maulika ] a pertaining to or originating from the root, radical; primitive, aboriginal; fundamental, basic, primary (মৌলিক নীতি বা শিক্ষা); prime (মৌলিক সংখ্যা); original (মৌলিক রচনা বা চিন্তা); (sc.) elementary; a Hindu surname. মৌলিক পদার্থ (sc.) an element. মৌলিক সংখ্যা (math.) a prime number. ~তা n. originality.
Samsad Bangla Abhidhan
মৌল1 [ maula1 ] বিণ. 1 মূলসম্বন্ধীয়; 2 মূল থেকে উৎপন্ন; 3 আদিম। ☐ বি. (বিজ্ঞা.) কেবল একজাতীয় পরমাণুর সমবায়ে সৃষ্ট পদার্থ, মৌলিক পদার্থ, element (বি. প.)। [সং. মূল + অ]। মৌলিক দ্র। মৌলিক [ maulika ] বিণ. 1 মৌল; 2 মূলসম্বন্ধীয়; 3 জন্মগত (মৌলিক অধিকার); 4 আদিম; 5 অবিভাজ্য (মৌলিক স্বরধ্বনি); 6 প্রথম উদ্ভাবিত, নিজস্ব (মৌলিক রচনা); 7 স্বাধীন (মৌলিক চিন্তা); 8 বংশজ, অকুলীন (মৌলিক বংশ); 9 (বিজ্ঞা.) কেবল একজাতীয় পরমাণুর সমবায়ে উৎপন্ন, elementary (বি. প.); 1 যে পদার্থে কোনোরকম মিশেল নেই। [সং. মূল + ইক]। ~তা, ~ত্ব বি. স্বকীয়তা, নিজস্বতা।

Processing time: 0.45 s