মৌন definitions

Bangla-Tangla Dictionary
মৌন – silent
Samsad Bengali-English Dictionary
মৌন [ mauna ] n abstention from speech; reticence. ☐ a. (inc. but pop.) same as মৌনী । মৌন ত্যাগ করা, মৌন ভঙ্গ করা v. to break silence (esp. after the completion of a vow of abstaining from speech). ~ব্রত n. a vow of abstaining from speech. ~ব্রতী a. abstaining from speech under a vow. ~ভাব n. reticence, silence. মৌনভাব ধারণ করা v. to keep silent. ~সম্মতি n. silent assent; tacit as sent or consent; consent implied by silence. ~স্বভাব a. habitually reserved in speech, typically parsimonious in speaking, taciturn. মৌনাবলম্বন করা v. to undertake a vow of abstaining from speech; to keep silent. মৌনী a. abstaining from speech under a vow; silent, reticent; speechless or dumbfounded (বিস্ময়ে মৌনী); mute (মৌনী প্রকৃতি).
Samsad Bangla Abhidhan
মৌন [ mauna ] বি. 1 বাক্সংযম, নীরবতা, তূষ্ণীম্ভাব (মৌনব্রত, মৌন অবলম্বন)। ☐ বিণ. (বাং.) নীরব, নিঃশব্দ (মৌন ইশারা, মৌন মিছিল, 'স্তব্ধ আকাশ পাহাড়ের সার মৌন পৃথিবী দোলে': বিষ্ণু)। [সং. মুনি + অ]। ~ব্রত বি. বাক্সংযমের ব্রত, কথা না বলার ব্রত। ~ভঙ্গ বি. মৌনভাব ত্যাগ, নীরবতা ভঙ্গ। ~সম্মতি বি. নীরব সম্মতি; নীরবতা দ্বারা সম্মতি বুঝিয়ে দেওয়া। মৌনাব-লম্বন বি. কথা বলা বন্ধ করা।

Processing time: 0.4 s