মোড়া definitions

Bangla-Tangla Dictionary
মোড়া – to wrap around, to cover
Samsad Bengali-English Dictionary
মুড়া2, মোড়া [ muṛā2, mōṛā ] v to cover, to wrap; to enclose (খামে চিঠি মোড়া); to fold (বিছানা মোড়া); to double up (হাঁটু মুড়ে বসা); to contort or twist or bend (দেহ মোড়া); to ravel in, to wind round (আঙ্গুলে সুতো মোড়া). মুড়া3, মোড়া [ muṛā3, mōṛā ] v to pollard, to lop; to eat of the top (of) (ছাগলে গাছ মুড়েছে); to shave (মাথা মোড়া) মোড়া1 [ mōṛā1 ] n a wicker stool.
Samsad Bangla Abhidhan
মুড়া1, মোড়া [ muṛā1, mōṛā ] বি. ক্রি. 1 আবৃত বা বেষ্টিত করা ('চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী': রবীন্দ্র); 2 জড়ানো (কাগজে মোড়া); 3 ভাঁজ বা সংকুচিত করা (হাঁটু মুড়ে বসা); 4 মোচড়ানো বা বাঁকানো (গা মোড়া); 5 পাকানো (আঙ্গুলে তার মোড়া)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ. মংড < সং. √ মণ্ড্-তু. হি. √ মঢ়]। ~নো ক্রি. বি. আবৃত বা বেষ্টিত করানো; ভাঁজ বা সংকুচিত করানো; পাক বা মোচড় দেওয়ানো বা দেওয়া; বাঁকা করানো বা করা। ☐ বিণ. উক্ত সব অর্থে। মুড়া2, মোড়া [ muṛā2, mōṛā ] (কথ্য). মুড়ো বি. 1 মুণ্ড (মাছের মুড়ো); 2 আগা; 3 প্রান্ত (এ-মুড়ো থেকে ও-মুড়ো); 4 আঁচল ছেঁড়া কাপড়; 5 পরিধেয় বস্ত্র খুঁট বা টুকরো। ☐ বিণ. 1 মুণ্ডিত (মোড়া মাথা, মোড়া গাছ); 2 ক্ষয়প্রাপ্ত (মুড়ে ঝাঁটা); 3 নির্জল (মুড়া মাখন)। ☐ ক্রি. 1 মুণ্ডিত করা (মাথা মোড়ানো); 2 অগ্রভাগ বা বাড়তি ডালপালা ছাঁটা (গাছ মোড়ানো); 3 বৃক্ষাদির ডগা খাওয়া (ছাগলে গাছগুলো মুড়িয়েছে)। [সং. √ মুণ্ড্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 মুণ্ডিত করা বা করানো, ন্যাড়া করা বা করানো; 2 আগা ছাঁটা বা ছাটানো। ☐ বিণ. উক্ত সব অর্থে। মোড়া1 [ mōṛā1 ] বি. 1 (প্রধানত) বেতের তৈরি টুলজাতীয় নিচু গোলাকার আসনবিশেষ; 2 বেতের তৈরি ধানচাল রাখার পাত্রবিশেষ [দেশি]। মোড়া2, মোড়ানো [ mōṛā2, mōṛānō ] যথাক্রমে মুড়া1ও 2মুড়ানো1 ও 2 এর চলিত রূপ। মোড়া3 [ mōṛā3 ] বি. পাক, মোচড়, আবর্তন (গা মোড়া দেওয়া)। [মুড়া1 দ্র]। ~মুড়ি বি. 1 বারবার পাক দেওয়া, মোচড়ামুচড়ি; 2 (আল.) অনেক দর-কষাকষি।

Processing time: 0.62 s