মেশানো definitions

Bangla-Tangla Dictionary
মেশানো – to mix
Samsad Bangla Abhidhan
মিশা, মেশা [ miśā, mēśā ] ক্রি. বি. 1 একত্র বা মিশ্রিত হওয়া (ভিড়ের মধ্যে মেশা, দুই রাস্তা এখানে এসে মিশেছে); 2 সংসর্গে থাকা বা যাওয়া (দলে মেশা, খারাপ ছেলেদের সঙ্গে মেশা); 3 খাপ খাওয়া, মানানো (জোড় মেশা); 4 বিলীন হওয়া, লীন হওয়া (হাওয়ায় মিশে গেল)। [প্রাকৃ. মিস্স < সং. মিশ্র + বাং আ]। ~নো ক্রি. বি. 1 মিশ্রিত বা মিলিত করা (খাদ মিশানো); 2 সংসর্গে নিয়ে যাওয়া; 3 খাপ খাওয়ানো (দলে মিশানো); 4 যুক্ত করা (ওদের সঙ্গে গলা মিশানো)। ☐ বিণ. 1 মিশ্রিত (জলমিশানো দুধ); 2 মিলিত। মেশা-মিশি বি. 1 আলাপ-পরিচয়; 2 ঘনিষ্ঠতা; 3 সংসর্গ। মিশাল, মিশেল বি. মিশ্রণ (দুধে জলের মিশেল আছে)। মেশা, মেশানো, মেশা-মিশি [ mēśā, mēśānō, mēśā-miśi ] যথাক্রমে মিশা, মিশানোমিশামিশি -র চলিত রুপ।

Processing time: 0.41 s