মেলে definitions

Bangla-Tangla Dictionary
locative of মেল: মেল[English] mail

3rd person ordinary present simple tense of মেলা:
মেলা
1. to meet, to mix, to be in sync, to be obtained
2. to spread, to open (eg, eyes)
3. [noun] fair [pron: ম্যালা]
4. numerous

3rd person ordinary present simple tense of মেলা:
মেলা – to spread, to open (eg, eyes)

perfective participle of মেলা:
মেলা – to spread, to open (eg, eyes)

Samsad Bengali-English Dictionary
locative of মেল: মেল1 [ mēla1 ] n the letter-conveying post, the mail; any vehicle carrying the mail. ☐ a. carrying the mail (মেলভ্যান). locative of মেল: মেল2 [ mēla2 ] n union; unity; an assemblage, a gathering; mating (esp. of domestic animals); (loos.) the heredity of a family considered for matrimonial purposes. 3rd person ordinary present simple tense of মেলা: মিলা, মেলা [ milā, mēlā ] v to meet together; to meet; to assemble; to get on or pull on together (ভাইয়ে ভাইয়ে মেলে না); to fit (জোড় মেলা); to agree, to correspond; to mix well or perfectly; to agree with the given result (অন্ক মিলেছে); to be balanced, to tally (হিসাব মেলা); (pros.) to rhyme; to be available (বাজারে মাছ মেলে না); to be procured or obtained (চাকরি মেলা). মিলানো . v. to cause to meet together, to bring together; to cause to meet; to assemble; to fit; to cause to agree or correspond; to mix well or perfectly; to cause to agree with the given result; to balance, to tally; to compare (অন্কের ফল মিলানো); (pros.) to rhyme; to make available; to procure. মেলামেশা n. social intercourse; intimate association, familiarity. মেলামেশা করা v. to communicate socially; to make free with. 3rd person ordinary present simple tense of মেলা: মেলা3 [ mēlā3 ] v to open (চোখ মেলা); to spread out (রোদে কাপড় মেলা). perfective participle of মেলা: মেলা3 [ mēlā3 ] v to open (চোখ মেলা); to spread out (রোদে কাপড় মেলা).
Samsad Bangla Abhidhan
locative of মেল: মেল1 [ mēla1 ] বি. 1 ডাক (আজকের মেলের চিঠি); 2 [ডাক ও যাত্রী বহনকারী দ্রুতগামী রেলগাড়ি (পাঞ্জাব মেল)। ☐ বিণ. 1 ডাকবাহী (মেলভ্যান); 2 দ্রুতগামী (মেলট্রেন)। [ইং. mail]। locative of মেল: মেল2 [ mēla2 ] বিণ. 1 মিলন, ঐক্য (স্বামীস্ত্রীতে তেমন মেল হয়নি); 2 জনতা, উৎসবাদিতে জনসমাবেশ (বহুলোকের মেল); 3 (বাং.) কুলীনদের বিভাগবিশেষ (ফুলিয়া মেল)। [সং. √ মিল্ + অ]। ~ বিণ. মিলনজনক। ☐ বি. 1 সঙ্গ, 2 সহবাস; 3 সমূহ। ~ বি. মিলন। ~বন্ধন বি. মিলন বা মিশ্রণ। locative of মেল: মেলানি [ mēlāni ] বি. (প্রা. কা.) 1 মিলন; 2 বিদায়কালীন প্রীতিসম্ভাষণ; 3 বিদায়-উপহার; 4 উপহার, ভেট, তত্ত্ব। [মেল2 দ্র]। 3rd person ordinary present simple tense of মেলা: মিলা, মেলা [ milā, mēlā ] ক্রি. 1 একত্র হওয়া (তিনের সঙ্গে দুই মিলে পাঁচ, 'হেথার সবারে হবে মিলিবারে': রবীন্দ্র); 2 বনিবনা হওয়া (ভাইয়ে-ভাইয়ে মোটেই মেলে না); 3 মিশ খাওয়া, খাপ খাওয়া (জোড় মেলা); 4 সংযুক্ত হওয়া, মেশা (দুটি পথ মিলেছে); 5 সম্পূর্ণ মিশ্রিত হওয়া (তেলে জলে মেশা); 6 মিলযুক্ত হওয়া (ছন্দ মিলছে না, পদ্য মিলছে না); 7 জোটা পাওয়া যাওয়া (বাজারে ভালো চাল মিলছে না); 8 (গনি.) হওয়া (অঙ্ক মিলেছে?); 9 মিলিত হওয়া ('মিলিব বন্ধুর সনে')। [সং. √ মিল্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 একত্র বা মিশ্রিত বা সংযুক্ত করা (হাট মেলানো, মেলা মেলানো); 2 মিশ খাওয়ানো, খাপ খাওয়ানো; 3 মিল দেওয়া (পদ্য মিলানো); 4 জোটানো, সংস্থান করা (চাকরি মিলানো কি সহজ কথা!); 5 গলে বা লীন হয়ে যাওয়া ('ধুপ আপনারে মিলাইতে চাহে গন্ধে': রবীন্দ্র)। মেলা-মেশা বি. 1 সংসর্গ; 2 বন্ধুত্ব বা সদ্ভাব। 3rd person ordinary present simple tense of মেলা: মেলা [ mēlā ] ক্রি. 1 খোলা, উন্মীলিত করা (চোখ মেলা); 2 প্রসারিত করা (রোদে কাপড় মেলা, 'আমায় নিয়ে মেলেছ এই মেলা': রবীন্দ্র)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে [সং. √ মীল্ + বাং. আ]। perfective participle of মেলা: মেলা [ mēlā ] ক্রি. 1 খোলা, উন্মীলিত করা (চোখ মেলা); 2 প্রসারিত করা (রোদে কাপড় মেলা, 'আমায় নিয়ে মেলেছ এই মেলা': রবীন্দ্র)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে [সং. √ মীল্ + বাং. আ]।

Processing time: 1.27 s